পরিবর্তনের শুরু হোক নিজ থেকেই

in hive-129948 •  last month 

change-4056014_1920.jpg

Source

সমাজ থেকে শুরু করে আশেপাশে যা কিছুই দেখছে না কেন প্রত্যেকটি জায়গায় বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। প্রত্যেকটি সমস্যার সমাধান রয়েছে কিন্তু পরিবেশটা এমন ভাবে এলোমেলো হয়ে গিয়েছে যার কারণে আমরা কোনটা সঠিক কোনটা ভুল সেটা বুঝতেই পারি না। জীবনে চলার পথে কত মানুষের কত ভুল আমরা দেখতে পাই। কিন্তু নিজের ভুলটা কখনোই আমাদের চোখের সামনে আসে না বরং অন্যের ভুল, অন্যের গীবত এবং অন্যরা কে কি খারাপ করছে সেই বিষয়ে সব সময় আমরা আলোচনা করি।

আমাদের সমাজে কিংবা রাষ্ট্রের কোন সমস্যা হলেই আমরা সরকারের ওপর দোষারোপ দেওয়ার চেস্টা করি। তবে এটা ঠিক যে সরকারের দায়িত্ব নাগরিকদের উপর লক্ষ্য রাখা। কিন্তু নাগরিকরা যে নিজের ইচ্ছায় সমাজের পরিবেশ দূষণ করবে, একে অপরকে গালাগালি, করবে মারামারি করবে এবং পরিবেশটা নষ্ট করবে সেটা কিন্তু নয়। বরঞ্চ আমাদের এই সমাজের সকলের দায়িত্ব এই সমাজকে সুন্দর এবং সুস্থ একটি সমাজ হিসেবে গড়ে তোলা। এর জন্য সবাই কেই কাজ করে যেতে হবে।

আমরা যে দেশেই বসবাস করি না কেন সেই দেশের কিছু বেসিক সমস্যা রয়েছে। সে সমস্যা গুলোকে আমাদের কে ওভারকাম করতে হবে। যেসব সমস্যাগুলো সরকার রা ঠিকভাবে হ্যান্ডেল করতে পারে না। যেমন আমাদের বাংলাদেশের মধ্যে বড় সমস্যা হচ্ছে প্রাকৃতিক দূষণ। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা কিংবা আমাদের এই ঢাকা শহর একদম নোংরার স্তুবে পরিণত হয়েছে। এই নোংরা গুলো আসলে কারা করছে? সরকার করছে? সরকার কিন্তু করছে না। বরঞ্চ আমরাই নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলছে না। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে রাখছি। তবে এই দায়িত্ব কিন্তু সম্পূর্ণটাই সরকারের নয় বরঞ্চ নাগরিক হিসেবে এটা আমাদের এটা কর্তব্য।

তাই আমাদের নিজস্ব সামর্থ্য অনুযায়ী যতটুকু আমাদেরকে করা দরকার আমি মনে করি সেই পরিবর্তনটা নিজের থেকেই হওয়া উচিত। যেখানে সেখানে আমরা ময়লা আবর্জনা না ফেলি এবং কেউ যদি যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে তাহলে আমরা নাগরিক হিসেবে তাদেরকে বলার চেস্টা করি, তাদেরকে উপদেশ দেওয়ার চেষ্টা করি যেন তারা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে। ময়লা আবর্জনা দিয়ে উদাহরণ দেওয়ার চেষ্টা করলাম। তবে সমাজের অনেক ধরনের সমস্যা রয়েছে যেগুলোকে আমরা একত্রিত করে খুব সহজেই মোকাবেলা করতে পারি। তাই পরিবর্তনটা নিজ থেকেই আসতে হবে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

ABB.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!