আমরা সবাই এই সমাজে বসবাস করি। এই সমাজে নিজের পরিবার নিজের কাছে আত্মীয় স্বজন এবং প্রতিবেশী মিলেই একটি সামাজিক বন্ধনে আমরা প্রথমত আবদ্ধ হই। এরপরে বিভিন্ন জায়গায় পড়াশোনা কিংবা চাকরির ক্ষেত্রে যাওয়া হয় এবং শেখানে বিভিন্ন ধরনের বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে তবে আমাদের একান্তই অনেক কাছের যেসব মানুষ রয়েছে তারাই হচ্ছে আমাদের আত্মীয়-স্বজন। যাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক রয়েছে। যাদের কাছ থেকে আমরা প্রতিনিয়তই বিভিন্ন ধরনের উপদেশ পাই, বিভিন্ন ধরনের স্বশন পাই সব মিলিয়ে তারাও আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ।
কিছু কিছু আত্মীয়স্বজন রয়েছে যারা সবসময় আমাদের ভালো চায় আবার কিছু কিছু আত্মীয়-স্বজন রয়েছে শুধুমাত্র সুযোগ খুঁজে বেড়াই কখন একটু খোঁচা দিয়ে কথা বলা যাবে। সবকিছু মিলিয়েই কিন্তু আমাদের এই জীবন। আমাদের এই সমাজ সবকিছু মেইনটেইন করেই আমাদেরকে চলতে হবে। শুধুমাত্র আমাদেরকে এতটুকু আইডেন্টিফাই করতে হবে। আমাদের প্রকৃত বন্ধু কে এবং প্রকৃত শত্রুকে। এই বিষয়গুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি বিষয়গুলো আমাদের অনেক সহজ হয়ে যাবে।
আত্মীয়-স্বজন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা সবসময় আমাদেরকে সাহায্য সহযোগিতা করে যে কোন বিপদ-আপদে তারাই সবার আগে এগিয়ে আসে। তাইতো আমি মনে করি আমাদের আশেপাশের যেসব আত্মীয় স্বজন রয়েছে কারো সাথেই কখনোই সম্পর্ক বিচ্ছেদ করা ঠিক নয়। আমরা জীবনে যাই করি না কেন, সবাইকে নিয়ে চলতে হবে। আপনার কি মনে হয় আপনার আত্মীয়-স্বজনকে নিয়ে সেটা অবশ্যই মন্তব্য জানাতে পারেন। আজকের মত এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।
বাস্তব কিছু কথা ফুটিয়ে তুলেছেন পোস্টের মাধ্যমে। আসলে আমাদের পরিবার ও আত্মীয়-স্বজন জীবনের গুরুত্বপূর্ণ অংশ।তবে কেউ আমাদের ভালো চায়, আবার কেউ শুধু খোঁচা দেওয়ার সুযোগ খোঁজে। তাই আমাদের উচিত প্রকৃত বন্ধু ও শত্রুকে চিনে সম্পর্ক টিকিয়ে রাখা। ধন্যবাদ বাস্তবিক প্রেক্ষাপট তুলে ধরার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit