আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমি আমার চারপাশে এমন কিছু মানুষ দেখেছি। যারা সব সময় অন্যের কি ইনকাম হচ্ছে কিংবা অন্যের কতো ইনকাম হচ্ছে। এটা নিয়েই চিন্তা করতে অনেক বেশি স্বাচ্ছন্দ বোধ করে এবং নিজেদের মূল্যবান সময় ব্যয় করে তারা সবসময় চিন্তা করে যে, সে কেনো বেশি ইনকাম করছে। আমি কেনো কম ইনকাম করছি ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ সব সময় অন্যকে নিয়ে চিন্তা করে সময় কাটাতেই তারা সবচেয়ে বেশি পছন্দ করে।
কিন্তু এখানে একটা মুশকিল হয়। কারণ তারা মোটামুটি রটিয়ে দেয় যে, অমুক ব্যক্তি কিংবা তমুক ব্যক্তি অনেক বেশি ইনকাম করছে। অনেক বেশি সুখে রয়েছে। তবে তারা ইনকাম করতে পারছে না। কিন্তু এটা মোটেও ভাবে না যে, যেই ব্যক্তিটি অনেক বেশি ইনকাম করছে। স্বাভাবিকভাবেই সেই ব্যক্তিটির অনেক বেশি খরচ রয়েছে। তারা কিন্তু খরচের কথাটা কোথাও রটায় না তারা সবসময় ইনকামের কথাটাই এমন ভাবে রটাই যে, আর দশজন মানুষও তাকে হিংসা করতে শুরু করে দেয়।
এটা খুব অন্যায়। কারণ বদনজরের অস্তিত্ব যে রয়েছে। এটা কিন্তু আমাদের সকল ধর্মের মানুষের এই বিশ্বাস করতে হবে। কারণ এই বিষয়টি সকল ধর্মে বলা হয়েছে। আর এই ধরনের মানুষগুলো অর্থাৎ যারা এই ব্যাপারগুলোর রটায়। তাদের জন্যই কিন্তু নজরটা আরো বেশি পরে ওই ভালো মানুষ গুলোর উপরে। কিংবা ওই পরিশ্রমী মানুষগুলোর উপরে। কারণ তাদের পরিশ্রমটাকে আরো দ্বিগুণভাবে ফলাও করে দেখানো হয়। কিন্তু তাদের পরিশ্রমের পরে তাদের হাতে আর কি থাকে। সেটা দেখানো হয় না বলেই।
আমার টাইটেলটির বক্তব্যটি এটাই। অর্থাৎ আমাদের যতো হয়, ঠিক ততোটাই কিন্তু ক্ষয় হয়। যার অনেক ইনকাম, তার অনেক খরচ এবং যার কম ইনতাম তার কিছুটা কম খরচ। এভাবেই আসলে পৃথিবী চলছে। কারণ হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান নয়। ঠিক তেমনটাই সবার খরচ ও সমান নয়। কারণ একটা ব্যাপার খেয়াল করে দেখবেন যে, যে অনেক বেশি ইনকাম করছে। তার লাইফ স্টাইলটাও ওইভাবেই তাকে মেনটেইন করতে হচ্ছে। এবং এটা এখন আমাদের সমাজের ই ব্যবস্থা। এটা থেকে আমরা কেউই বেরিয়ে আসতে পারবো না। এবং এ কারণেই আসলে আমরা যখন কারো ইনকাম নিয়ে কথা বলি। কিংবা কারো অনেক বেশি আয় নিয়ে কথা বলি। তখন এটাও ভাবতে হবে যে, তার ঠিক ততোটা খরচও হচ্ছে। আপনি যদি কাউকে কারো ইনকাম নিয়ে বলেন। তাহলে অবশ্যই তার খরচ টা নিয়েও বলবেন। তাহলে একটা ব্যালেন্স বজায় থাকে এবং কারো মনে বৈষম্যের সৃষ্টি হয় না।