আয় বুঝে ব্যায় করো

in hive-129948 •  last month 

dollers-3751983_1920.jpg

Source

আমরা সবাই জীবিকা নির্বাহের জন্য কাজ করে থাকি এবং আমাদের পরিবার পরিজনকে নিয়ে যাতে শান্তিতে বসবাস করতে পারি। এর জন্য কতই না পরিকল্পনা করি কতই না কাজ করেই কিন্তু দিনশেষে যদি আমরা সঠিক উপায় খরচ করতে না পারি সে ক্ষেত্রে কিন্তু আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জিং বিষয় হয়ে ওঠে। কারণ যখন একটি চাকরিজীবী মাসের প্রথম দিকে বেতন পায় তখন সে যদি হিসাব মতো খরচ না করে তাহলে মাসের শেষে গিয়ে তারা হাতে খরচ করার মত কিছুই বাজবে না।

আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রত্যেকটা মানুষকে হিসাবই হওয়া দরকার। তার প্রতি মাসের কত খরচ রয়েছে, কত টাকা শেষ সঞ্চয় করবেন সেই বিষয়গুলো আগে থেকেই ম্যানেজ করে নেওয়া দরকার। যদিও হিসাব মত সবকিছু হয় না তবে তার কাছাকাছি গেলেও কিন্তু আপনার জন্য সুবিধা হবে। যদি আপনার আয় এর থেকে ব্যয়ের খাত অনেক বেশি থাকে। তাহলে সামনে আপনার জন্য অনেক বড় বিপদ আসতে চলেছে। যেটা আসলে আমরা সবাই বুঝি তবে সেটা ইমপ্লিমেন্ট করতে চাইনা।

একটি মানুষ মাসিক কত টাকা আয় করে এই টাকা দিয়েই তার স্ট্যাটাস বিবেচনা করা হয় এবং তার ক্ষমতা কতটুকু সেটাও কিন্তু সেই টাকার উপরেই নির্ভরশীল। বর্তমানে সমাজে এমন একটি অবস্থায় হয়ে দাঁড়িয়েছে যার কাছে যত বেশি টাকা সে তত বেশি সম্মান পায় কিন্তু বিষয়টা মোটেও এমন হওয়া উচিত ছিল না। যাইহোক তারপরও প্রত্যেকটা মানুষ দেখবেন আর যারা বর্তমানে সফল অবস্থানে রয়েছে তারা কিন্তু যতই টাকার মালিক হোক না কেন সবাই কিন্তু মানি ম্যানেজমেন্ট করে। তার জন্যই কিন্তু তারা সফল। মানি ম্যানেজমেন্ট এমন একটি বিষয় যার কারনেই মানুষ সফলতার দিকে এক ধাপ এগিয়ে যায়।

একটি কথা আছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধিনতা রক্ষা করা বেশি কঠিন। ঠিক তেমনি টাকা ইনকাম করার তুলনায় সেটা ধরে রাখা ও কঠিন। মানি ম্যানেজমেন্ট হলো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক এই বিষয়ে পরবর্তীতে অন্য একদিন একটি বিস্তারিত পোস্টের মাধ্যমে বিষয়গুলো আপনাদের সামনে শেয়ার করব। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এটা একদম ঠিক বলেছেন স্বাধীনতা অর্জন করার চেয়ে যেমন রক্ষা করা কঠিন তেমনি আয় করার পর ব্যয় করাটাও লিমিটেশনের মধ্যে রাখা উচিত। না হলে ভবিষ্যতে পস্তাতে হবে এবং বড় ধরনের বিপদ হয়ে যাবে।