সন্তান হারানোর কষ্ট (নবম পর্ব)

in hive-129948 •  8 days ago 

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


আফসার সাহেবের হুমকি শুনে নেত্রিস্থানীয় ছেলেমেয়েগুলো অবাক হয়ে গেলো। তারা চিন্তা করতে লাগলো আমরা তো শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছিলাম। সরকারি দলের ছাত্র সংগঠন এসে আমাদের উপর হামলা করলো। আর এখন আমাদেরকে পুলিশ হুমকি দিচ্ছে। তারা তখন আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের কাছে গিয়ে পুলিশ কি বলেছে সেটা বললো। তাদের কাছে পুলিশের হুমকির কথা শুনতে পেয়ে সকলে আরো উত্তেজিত হয়ে উঠলো।


1000010413.png

এতক্ষণ যে ছেলে মেয়েরা চুপচাপ শান্ত হয়ে দাঁড়িয়েছিলো। তারাই স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠলো। অবস্থা দেখে আফসার সাহেব কিছুটা ঘাবড়ে গেলেন। পরিস্থিতি খুব একটা ভালো না দেখে আফসার সাহেব ওয়ারলেসে সেখানে আরো কিছু পুলিশ আসতে বললেন। এর সাথে তিনি এসপি সাহেব কেও জানালেন সেখানে আরো কিছু বাড়তি পুলিশ পাঠানোর জন্য। আধা ঘন্টার ভিতরে সেখানে কয়েক গাড়ি পুলিশ চলে এলো। এদিকে আফসার সাহেব হুমকি দেয়ার পর থেকে খবরটা সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে বিদ্যুতের গতিতে পুরো শহরে ছড়িয়ে পড়ে।

যার ফলে পুলিশের সংখ্যা বাড়ার সাথে সাথে সেখানে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের সংখ্যাও বাড়তে থাকে। দেখতে দেখতে অল্প কিছু ছাত্রছাত্রী থেকে সেখানে কয়েক হাজার ছাত্রছাত্রী জড়ো হয়ে যায়। তাদের স্লোগানে শহরের রাজপথ কাঁপতে থাকে। এসপি সাহেব শুধু পুলিশ পাঠিয়েই ক্ষান্ত থাকে না। তিনি নিজেও অবস্থা দেখার জন্য সেখানে আসেন।(চলবে)


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এসপি সাহেব এবং আফসার সাহেব যতই চেষ্টা করুক না কেনো,স্টুডেন্টদের আন্দোলন দমিয়ে রাখতে পারবে না। কারণ তারা বুক ভরা সাহস নিয়েই রাস্তায় নেমেছে। বেশ ভালো লাগছে এই গল্পটা পড়তে। দেখা যাক পরবর্তী পর্বে কি হয়।