বেকার জীবনের কষ্ট গুলো (১৬ তম পর্ব)

in hive-129948 •  15 days ago 

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


ভদ্রলোক কাছে আসতেই রাজন তার পায়ে হাত দিয়ে সালাম করলো। বললো স্যার আপনি যে আমার কতো বড় উপকার করেছেন এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। তখন লোকটা রাজনকে বলল আমি তোমার কোন উপকার করিনি। আমার একজন বিশ্বস্ত লোকের খুবই প্রয়োজন ছিলো। তোমার থেকে বিশ্বস্ত আর কাউকে আমার মনে হয়নি। এই জন্য এই চাকরিটা আমি তোমাকে দিলাম। এই চাকরিটা তুমি অর্জন করে নিয়েছো। পরবর্তীতে রাজন অপর ভদ্রলোকের সাথে তার রুমে গেলে তিনি রাজনকে তার চাকরির সুযোগ-সুবিধা সম্বন্ধে বলতে লাগলেন।


Black and Gold Fancy New Year Card_20240623_230344_0000.png

তিনি যখন রাজনকে তার বেতনের কথা বললেন তখন রাজন তার কানকে বিশ্বাস করতে পারলো না। সে চিন্তা করতে লাগলো নিশ্চয়ই কোথাও কোন ভুল হচ্ছে। কিন্তু যখন সে হাতে জয়নিং লেটার পেলো সেখানে স্যালারি ঘরে দেখতে পেলো এক লক্ষ টাকা লেখা। সেই সাথে তাকে অফিস থেকে একটি গাড়িও দেয়া হোলো অফিসিয়াল কাজে ব্যবহারের জন্য । আর তাকে বলে দেয়া হোলো তার ট্রেনিং পিরিয়ড শেষ হলে তাকে ব্যক্তিগতভাবে একটি গাড়ি দেয়া হবে।

সেই সাথে তার থাকার জন্য একটি ফুল ফার্নিশড ফ্ল্যাট দেয়া হবে। রাজনকে সেই ভদ্রলোক জানালো তাকে এক সপ্তাহের ভেতর ফ্ল্যাট বুঝিয়ে দেয়া হবে। জয়েনিং লেটার হাতে নিয়ে রাজন যখন অফিস থেকে বের হয়ে এলো। তখন তার বারবার মনে হতে লাগলো সে কোন স্বপ্ন দেখছে। এটা বাস্তব হতেই পারে না। তার কপাল এত ভালো হতে পারে না। সে জয়েনিং লেটার নিয়ে সরাসরি সাবিহার বাড়িতে চলে গেলো।


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

nice
55

রাজন এতো ভালো একটা চাকরি পেয়েছে, এটা জেনে ভীষণ ভালো লাগলো। রাজনের পরিবার এবং আত্মীয় স্বজনরা এখন থেকে রাজনকে আর কিছু বলতে পারবে না। তাছাড়া সাবিহার মা বাবাও রাজন এবং সাবিহার সম্পর্ক মেনে নিবে। যাইহোক বেশ ভালো লাগলো এই পর্বটা পড়ে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

"Wow, what a fantastic story! 😊 I'm loving the excitement and positivity in this post! 👍 The characters are so well-developed, and the plot is engaging from start to finish. 💥 I feel like I'm right there with Rajan, experiencing his journey and reactions as he discovers the amazing opportunities ahead of him. 🤩 It's great to see people supporting each other and being kind in this community! ❤️ Thank you for sharing this delightful tale with us! Can't wait to read more of your stories! 📚 By the way, don't forget to vote for xpilar.witness by going to https://steemitwallet.com/~witnesses to help them continue to support our amazing Steem community!"