অবশেষে রবিন জাতীয় দলে জায়গা পায়। গ্রামের সেই ছোট্ট ছেলেটা যে পুরোনো ব্যাট হাতে গ্রামের মাঠে খেলতো আজ সে দেশের প্রতিনিধিত্ব করবে। রবিনের জীবন যেন একটি রূপকথার গল্প। তবে এই গল্পের নায়ক হওয়ার পেছনে ছিল তার অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম, আর আত্মত্যাগ। রবিন জানে, তার সংগ্রাম এখনো শেষ হয়নি। আন্তর্জাতিক মঞ্চে নিজেকে প্রমাণ করতে হবে। কিন্তু সে ভীত নয়। তার চোখে আজও সেই পুরোনো স্বপ্ন জ্বলজ্বল করছে—দেশের হয়ে মাঠে নামা, জয় নিয়ে ঘরে ফেরা।
জাতীয় দলে সুযোগ পেয়ে সে নিজের সবটুকু উজাড় করে দিয়ে খেলতে থাকে। দলের ভেতরে সে সবচাইতে পরিশ্রমি ক্রিকেটার হিসেবে পরিচিতি পায়। তার পরিশ্রমকে সবাই অনুপ্রেরণা হিসেবে নেয়।তাকে শুধু যে পরিশ্রমী ক্রিকেটার হিসেবে সবাই চেনে তা নয়। সবাই এক বাক্যে স্বীকার করে নেয় তার মতো বিনয়ী ক্রিকেটার ও সবাই অনেক কম দেখেছে। রবিন কখনোই উদ্ধত আচরণ করে না। কারণ সে তার পুরনো দিনের স্মৃতি সব সময় মনের ভেতরে লালন করে। সে জানে যদি সে তার শেকড় কে ভুলে যায়। তাহলে হয়তো আবার তার পতন হবে। রবিন এখনো যখন মাঠে নামে সে তার প্রথম ব্যাটের কথা মনে করে। মনে করে বাবার সেই কথাগুলো, “ছেলের স্বপ্নে বাধা দিলে পিতার জীবন বৃথা।” তার চোখে জল আসে, কিন্তু সেই জল তার সংগ্রামের গল্প। রবিন জানে জীবনটাও একটি খেলা। আর এ খেলায় জয় পেতে গেলে লড়াই করতেই হয়। (সমাপ্ত)
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
আত্মবিশ্বাস, দৃঢ়তা এবং জেদ কঠিন কাজকেও সহজ করে দেয়, সেটা রবিনের গল্পে প্রমাণিত।
আবার, অনেকেই শেকড়কে ভুলে যায় কিন্তু রবিন কখনো ভুলে যায়নি।প্রতিটি রবিনের জন্য শুভকামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রবিনের সফলতা দেখে ভীষণ ভালো লাগলো। যদিও এই জার্নিটা খুব কঠিন ছিলো। রবিন পরিশ্রমী এবং ট্যালেন্ট বলেই সবকিছু সম্ভব হয়েছে। তাছাড়া রবিনের পরিবার তাকে সবসময়ই মানসিকভাবে সাপোর্ট দিয়েছে। এতো চমৎকার একটি গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit