আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
মানুষ মানুষের জীবনের একটা পর্যায়ে একটা ব্যাপার নিয়ে অনেক বেশি দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এবং কোনোভাবেই কোনো সঠিক সিদ্ধান্তে আসতে পারে না। কারণ এটা এমন একটা ব্যাপার। যেটা সম্পর্কে আসলে কোনো একটা সিদ্ধান্তে আসা বা অন্য একটা ব্যাপারকে একেবারের জন্য বাদ দিয়ে দেওয়া, এটা একটা মানুষের জন্য অনেক কঠিন হয়ে পরে।
তাই আমি ভাবলাম যে, অন্তত আমার যেটা মনে হয়। সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। তাহলে হয়তো সে মানুষ কিছুটা হলেও আমার কাছ থেকে সাহায্য পাবে যদিও আমি এ ব্যাপারে যে একেবারে অনেক বেশি জানি, তা একেবারেই নয়। কিন্তু আমি যতটুকু বুঝতে পারছি, ততটুকু যদি শেয়ার করি। তাহলে হয়তো অনেকে তাদের চিন্তা ভাবনা টাকে কিছুটা হলেও বাড়াতে পারবে এবং আমার কথার মাধ্যমে হয়তো নিজেও কোনো কিছু আর একটু বেশি চিন্তা করতে পারবে।
একটা মানুষের জীবনে প্রেম আসবে না বা আসে না। তা আসলে খুব কমই হয়। কিন্তু প্রতিটা মানুষের জীবনে আসলে আমি প্রেমটা তখনই আসতে দেখেছি। যখন সে তার জীবনের খুব মূল্যবান একটা সময় দাঁড়িয়ে থাকে। অর্থাৎ ক্যারিয়ারের একেবারে খুব ইম্পরট্যান্ট একটা জায়গায়।তখন প্রেমটাও মানুষের জীবনে যুক্ত হয়। তখন আমি যেটা দেখেছি। সেটা হচ্ছে বেশিরভাগ মানুষই প্রেম এর জন্য তাদের ক্যারিয়ার নষ্ট করে দেয়। আমি যেটার একেবারেই বিরুদ্ধে।
আমি যেটা মনে করি। সেটা হচ্ছে প্রেম এবং ক্যারিয়ার দুটোই মানুষের জীবনে সমান তালে এবং ব্যালেন্স করে রাখা উচিত। অর্থাৎ প্রেমের জন্য কোনোভাবেই ক্যারিয়ার নষ্ট করা যাবে না। বাট ক্যারিয়ারের জন্য নিজের ভালোবাসাটাকেও বিসর্জন দেওয়া যাবে না। এখন আপনারা বলবেন যে, সেটা কি করে সম্ভব, তাই তো?
সেটা আসলে একটা মাত্র পন্থাতেই সম্ভব। সেটা হলো, যে দুজন মানুষ প্রেমের সম্পর্কে জড়িয়ে থাকবে। তাদের পরস্পরের প্রতি অবশ্যই অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং রাখতে হবে। কারণ যে সে সময়টাতে ক্যারিয়ারের ফোকাস করবে। স্বাভাবিকভাবেই সে প্রেমে অনেক বেশি ফোকাস করতে পারবে না এবং এটা তার ওই প্রেমিক বা প্রেমিকাকে খুব ভালো করে বুঝতে হবে। আর ক্যারিয়ার গড়ার সময় কিন্তু আজীবন থাকে না। তাই ওই সময়টাতে ওই মানুষটাকে অবশ্যই একটু এক্সট্রা সাপোর্ট দিতে হবে। এতে দেখবেন যে ক্যারিয়ার গড়ে ফেলার পরবর্তী সময় টা কতো বেশি সুখের হয়।
আমি আসলে আমার ক্ষুদ্র মস্তিষ্কে যতোটা মনে হয়েছে, ততটাই শেয়ার করেছি। আপনাদের যদি আরও ভিন্ন কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই শেয়ার করবেন।
ক্যারিয়ারের দিকে তাকাতে গেলে কখনো প্রেম সৃষ্টি হবে না। আবার আবেগপ্রবণ হয়ে শুধু প্রেমের দিকে ঝুঁকে পড়লে কখনো ক্যারিয়ার সুন্দর হবে না। ক্যারিয়ার এবং প্রেম সমানতালে নিয়ে এগিয়ে যেতে হবে। তাহলে সার্থকতা ফুটে উঠবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রেমিক প্রেমিকার সম্পর্ক হোক কিংবা স্বামী স্ত্রীর সম্পর্ক হোক না কেনো,দু'জনের মধ্যে বোঝাপড়া থাকাটা খুবই জরুরী। যাইহোক একজন প্রেমিকা যদি তার প্রেমিককে ক্যারিয়ার গড়তে সাহায্য করে, তাহলে সবকিছু একেবারে সহজ হয়ে যায়। আসলে সম্পর্কের মধ্যে সেক্রিফাইস জিনিসটা অবশ্যই থাকা দরকার। কারণ সময়মতো সেক্রিফাইস করলে, পরবর্তীতে সুখে থাকা যায়। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit