আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমাদের সমাজটা কেনো এতোটা উচ্ছন্নে যাচ্ছে,আপনি জানেন? আমার কাছে যেটা মূল কারণ হিসেবে মনে হয়। সেটা হচ্ছে, আমাদের সমাজে চোরের পরিমাণ অনেক বেশি বেড়ে গিয়েছে। আর সেটা একেবারে অশিক্ষিত চোরের পরিমাণ বেড়েছে তা নয়। আমাদের সমাজে শিক্ষিত চোরের পরিমাণ বেশি বেড়ে যাওয়াতে আমাদের সমাজটা একেবারে রসাতলে যাচ্ছে।
এখন হয়তো অনেকেই ভাববেন যে, চোর চুরি করে তার নিজের দায়ে কিংবা নিজের পেটের দায় এ।তাহলে শিক্ষিত মানুষ কেনো চুরি করবে। তাই তো? কিন্তু আপনি বিশ্বাস করুন কিংবা না করুন। আজকালকার সময়ে শিক্ষিত মানুষেরাই বেশি চুরি করছে। আর সবচেয়ে ভয়ংকর যে ব্যাপারটা। সেটা হচ্ছে য খন শিক্ষিত মানুষেরা চুরি করে। তখন সেই চুরি ধরাটা অনেক বেশি মুশকিল হয়ে যায়। আর বিশেষ করে আমাদের দেশের কথা যদি বলি। তাহলে আমাদের দেশের খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু জায়গায় এমন এমন কিছু শিক্ষিত চোর বসে রয়েছে। যারা আমাদের দেশটাকে একেবারে নিংড়ে নিচ্ছে তাদের নিজেদের স্বার্থে।
কারণ দেখুন, যখন কোনো অশিক্ষিত লোক চুরি করে তখন। তার কিন্তু ব্রেইনটা সেভাবে কাজ করে না। কিংবা সে অনেক বেশি প্লানিং করে করে না। যার কারণে সে সহজেই ধরা পরে যায়। কিন্তু যখন অনেক ব্রেইনী একজন মানুষ কোনো খারাপ কাজ করার উদ্দেশ্যে লেগে পরে। তখন কিন্তু সে খুব ভালোভাবে প্রি প্ল্যানিং করে এবং এমনভাবে খারাপ কাজটা করে। যাতে কেউ ধরতেই না পারে। আর যেটা হচ্ছে আমাদের সমাজের সবচেয়ে বেশি।
তাই আমার কাছে মনে হয় যে, অশিক্ষিত চোরের চেয়ে শিক্ষিত চোরেরা না অনেক বেশি ভয়ংকর। কারণ তাদেরকে ধরা অনেকটা মুশকিল। বলা চলে একেবারে অসম্ভব পর্যায়ের। কারণ তারা এতো নিখুঁতভাবে খারাপ কাজ করে যে, তাদেরকে আপনি দেখলে বুঝতেই পারবেন না যে। তারা আসলে কি কি করে বেড়াচ্ছে।