উপকারীর উপকার স্বীকার করা

in hive-129948 •  4 days ago 

the-little-things-of-life-4162499_1920.jpg

Source

পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ আছে যাদের কারনে বর্তমানে পৃথিবীতে টিকে আছে। এটাই আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা নিঃস্বার্থভাবে একে অপরকে সাহায্য করে। নিজের রক্তের মা-বাবার থেকেও আমরা সেই বিষয়টা দেখতে পারি। কিন্তু এর পরেও পৃথিবীতে এমন কিছু ভালো মানুষ রয়েছে যারা বাবা-মার মতই নিজেদেরকে আগলে রাখে কিন্তু সেই মানুষেরা যখন সেই মানুষকে গুরুত্ব দেয় না। কিংবা তাদের সাথে ভালো আচরণ করি না। তখন তারা ভেতর থেকে ভেঙে পড়ে কিন্তু তারা একে অপরকে সাহায্য সহযোগিতা করা বন্ধ করে না।

এদিক থেকে আমিও একটু ভাগ্যবান বলতে হবে। ঢাকায় আসার পর থেকে একটি মানুষ আমাকে নিঃস্বার্থভাবে সাহায্য করে গেছে এর পিছনে আমি কোন স্বার্থ খুঁজে পাইনি। বরংচ ভালোবাসা এবং একটু দায়িত্ববোধ থেকেই তিনি আমার টেক কেয়ার করে গেছেন। সেই ২০১৫ সাল থেকে এখন অব্দি নিয়মিত তিনি আমার খোঁজ খবর নেন। হ্যাঁ, আগে হয়তো একটু বেশি খোঁজখবর নিতে কারণ আগে আমি তেমন কিছুই বুঝতাম না এবং একটি শহরের নতুন অবস্থায় এসেছিলাম। সেই জায়গা থেকে সবকিছু শিখিয়ে পড়িয়ে আমাকে এই অবস্থানে নিয়ে এসেছে। এর জন্য সুমন আঙ্কেলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই।

এই একটি মানুষের অবদান আমি জীবনে কখনোই ভুলতে পারবো না। আমার এখনো মনে পড়ে তিনি প্রত্যেক সপ্তাহে একবার করে এসে আমাকে দেখে যেতেন। যেখানে আমার পরিবার আমার থেকে বহু দূরে রয়েছে আমি যেন নিজের পরিবারকে খুব বেশি একটা মিস না করি, আমি যেন এই শহরে নিজেকে একা বোধ না করি, এর জন্য ঢাকা শহরে তিনি প্রতি সপ্তাহে একবার করে এসে আমাকে দেখে যেতেন। একবার চিন্তা করে দেখুন যে শহরে নিজের পরিচিত মানুষেরাই একে অপরের সাথে দেখা করে না। সবাই অনেকটা ব্যস্ত সময় পার করি। কিন্তু সেই মানুষটা আমার জন্য সেসব কাজ ফেলে আমাকে বেশি গুরুত্ব দিয়ে এসেছে। এর জন্য সবসময় তার উপকারের উপকারিতা আমি স্বীকার করি। উনাকে আমি মন থেকে ভালবাসি এবং শ্রদ্ধা করি। আপনার জীবনে কি এমন কোন মানুষ রয়েছে? যদি থেকে থাকে তার কথা মন্তব্য জানাতে পারেন, ধন্যবাদ।

ABB.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এমন একজন মানুষ যদি আপনাকে সব সময় কেয়ার করে সে ক্ষেত্রে তার প্রতি ভালো লাগা অটোমেটিকলি তৈরি হবে। সবার জীবনেই এমন একজন মানুষ আসে যে আজীবন স্মরণীয় হয়ে থাকে।

পৃথিবীতে ভালো মানুষ আছে বিধায় এখনো পৃথিবী টিকে রয়েছে। কিছু কিছু মানুষ রয়েছে আমাদের জীবনে যারা নিঃস্বার্থভাবে আমাদের উপকার করে যায়। যেমন ২০১৫ সাল থেকে আপনার জন্যেও একজন মানুষ নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। আপনার সেই সুমন ভাইকে আমার তরফ থেকেও অনেক ভালোবাসা এবং ধন্যবাদ রইলো।

আসলে পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ আছেন, যাদের নিঃস্বার্থ ভালোবাসা ও সহায়তায় সমাজ টিকে আছে। তারা রক্তের সম্পর্কের বাইরেও মানুষের প্রতি দায়িত্ববোধ দেখান এবং বিনিময়ে কিছু আশা না করেই সাহায্য করেন। তবে দুঃখজনকভাবে, অনেক সময় আমরা তাদের গুরুত্ব দিই না, যা তাদের কষ্ট দেয়। তবুও, তারা মানুষের উপকার করা বন্ধ করেন না।

পৃথিবীতে এখনো অনেক নিঃস্বার্থ ও দয়ালু মানুষ রয়েছেন, যাদের কারণে মানবতা টিকে আছে। তারা ব্যক্তিগত স্বার্থের বাইরে গিয়ে অন্যকে সাহায্য করেন, ঠিক যেমন একজন বাবা-মা সন্তানের জন্য করেন। কিন্তু দুঃখজনকভাবে, অনেক সময় আমরা তাদের যথাযথ সম্মান ও কৃতজ্ঞতা দেখাই না, যা তাদের মনে কষ্ট দেয়।আসলে এমন মানুষের অবদান কখনো ভোলার নয়।তাই আমাদেরও উচিত জীবনের সেই বিশেষ মানুষদের সম্মান জানানো, যারা নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে আমাদের জীবন সহজ করে তোলেন তাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা উচিৎ।