গ্যাসীয় প্ল্যানেট Gaseous Planet

in hive-129948 •  27 days ago 

space-1569133_1920.jpg

Source

গ্যাসীয় গ্রহ দ্বারা আমরা এটা বোঝাই যেসব গ্রহগুলো গ্যাসের বিভিন্ন উপাদান দিয়ে তৈরি এবং তাদের কোন দাড়ানোর সার্ফেস নেই, তাদেরকেই আমরা গ্যাসীয় প্ল্যানেট বলে থাকি। যদিও এর মাঝে খুবই ছোট একটি কোর থাকতে পারে। তবে এর সম্পূর্ণটাই গ্যাস দ্বারা তৈরি। যেটার বেশিরভাগ হাইড্রোজেন এবং হিলিয়াম দারা বেষ্টিত থাকে। এরা সাধারণত সূর্য থেকে অনেকটা দূরে অবস্থিত এবং গ্যাসীয় গ্রহ গুলো সাধারণ রকি প্লানেটে তুলনায় আকারে অনেকটা বড় হয়।

আমাদের সৌরজগতের মোট চারটি গ্যাসীয় গ্রহ রয়েছে সর্ব প্রথমে বৃহস্পতি গ্রহ, এর পরে শনিগ্রহ, তারপরে ইউরেনাস এবং সর্বশেষ নেপচুন গ্রহ। কিন্তু প্লুটো আমাদের গ্রহের তালিকায় ছিল ২০০৯ সাল পর্যন্ত। এরপরে প্লুটোকে সেই গ্রহের মর্যাদা থেকে বাতিল করা হয়। কিন্তু সে তার অবস্থানেই রয়েছে। তাকে বর্তমানে বামন গ্রহ ও আখ্যা দিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের সৌরজগতের সর্বমোট এখন পর্যন্ত পাঁচটি বামন গ্রহ আবিষ্কার করা হয়েছে।

আমাদের সৌরজগতের সব থেকে বড় গ্রহ হল বৃহস্পতি গ্রহ। এখন পর্যন্ত বৃহস্পতি গ্রহের ৯২ টি উপগ্রহ আবিষ্কার করা হয়েছে এবং খুব কাছ থেকে দেখলে বৃহস্পতি গ্রহেরও কিন্তু ছোট রিং রয়েছে। এরপরেই রয়েছে শনি গ্রহের অবস্থান। শনি গ্রহকে আমরা তার রিং এর কারণে অনেকটাই উজ্জ্বল দেখি এবং এই রিংগুলোর দূর থেকে দেখতে অনেকটা ভালো লাগে। সাধারণত এটা কিন্তু কোন রিং নয় বরং অসংখ্য ছোট ছোট বরফের টুকরো এবং পাথর। যেটা আস্তে আস্তে শনি গ্রহের ভিতরে বিলিন হয়ে যাচ্ছে। হয়তো কয়েক লক্ষ বছর পরে শনি গ্রহ থেকে রিং গুলো সম্পূর্ণরূপে বিলীন হয়ে যাবে

ইউরেনাস এবং নেপচুন আমাদের সৌরজগতের সব থেকে শেষের গ্রহ এবং এগুলোও কিন্তু গ্যাসীয় প্লানেট। যদিও তারা আকারের থেকে শুনি এবং বৃহস্পতি গ্রহের চেয়ে একটু ছোট কিন্তু তারপরও যতগুলো রকি প্লানেট রয়েছে তাদের থেকে এই গ্রহগুলোর আকার অত্যন্ত বড়। তবে বড় হলেও তাদের ঘনত্ব কিন্তু তুলনামূলকভাবে অনেকটা কম। এই হচ্ছে আমাদের সৌরজগতের চারটি গ্যাসীয় দানব। আপনার কি মনে হয়? আমাদের সৌরজগতের সবথেকে শক্তিশালী গ্রহ কোনটি? যদি উত্তরটি জেনে থাকেন তাহলে অবশ্যই মন্তব্যে জানাতে পারেন। আজকের মত এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার কাছে মনে হচ্ছে আমাদের সৌরজগতের মধ্যে সবথেকে শক্তিশালী গ্রহণ হচ্ছে বৃহস্পতি। যেহেতু এই গ্রহের উপগ্রহের সংখ্যা সব থেকে বেশি এবং একে বলা হয় গ্রহরাজ। যাহোক আপনার এই পোস্টটি পড়ে আমার অনেক বেশি ভালো লেগেছে। এরকম পোস্ট আগামী দিনে আমি আপনার নিকট থেকে আরো প্রত্যাশা করি।

আপনার পোস্টগুলি যতই পড়তেছি ততই সৌরজগতের গ্রহ এবং উপগ্রহ গুলো সম্পর্কে নতুন নতুন জ্ঞান আহরণ করতে পারছি। গ্যাসীয় গ্রহের মধ্যে যে সকল গ্রহ রয়েছে সেগুলোর সুন্দর কিছু বর্ণনা জানতে পারলাম। প্লুটো গ্রহকে বর্তমানে বামন গ্রহ ধরা হয় এটা আসলে অনেক আগেই জেনেছিলাম। যাইহোক গ্যাসীয় গ্রহ এবং আরো অজানা বেশ কিছু তথ্য এই পোষ্টের মাধ্যমেও জানতে পারলাম, ধন্যবাদ।