"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪৭ || ডাই কন্টেস্ট:– কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি।

in hive-129948 •  last year 

আসসালামু আলাইকুম


কেমন আছেন সবাই? আশা করি, মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন । আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।



1699454844965-01-01.jpeg

1699454684269-01-01.jpeg



প্রতিদিনের মতো আজও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে। প্রতিদিনের থেকে আজকের পোস্টটা অনেকটাই স্পেশাল। কারণ,আজকের পোষ্টের মাধ্যমে আমি প্রতিযোগিতা -৪৭ এ অংশগ্রহণ করতে চলেছি। প্রত্যেকবার আমাদের কমিউনিটিতে চমৎকার এবং ইউনিক ধরনের কনটেস্টের আয়োজন করা হয়। এবার "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতার-৪৭ এর বিষয়বস্তু হলো "শেয়ার করো কাগজ/কাপড় দিয়ে ওয়ালমেট তৈরি"। আমাদের সকলের প্রিয় @swagata21 দিদি এবারের প্রতিযোগিতার ঘোষণা দিয়েছেন। আমার বাংলা ব্লগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হওয়ার পর প্রায় প্রত্যেকটা কনটেস্টে অংশগ্রহণ করার চেষ্টা করেছি। তাই এবারের কনটেস্টে অংশগ্রহণ করার জন্য কাগজ দিয়ে আমি খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি। আজ সেই ওয়ালমেটটি তৈরীর প্রক্রিয়া আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। এই ওয়ালমেট টা তৈরি করতে আমার অনেক সময় লেগেছে। আসলে এ ধরনের কাজগুলো করতে প্রচুর সময়ের প্রয়োজন হয়। তারপরও তৈরি করার পর আউটপুট টা দেখে অনেক ভালো লাগা কাজ করে।আশা করি কাগজ দিয়ে আমার তৈরি করা ওয়ালমেট টি আপনাদের পছন্দ হবে। তাহলে চলুন কাগজ দিয়ে আমি ওয়ামেটটি কিভাবে তৈরি করলাম সেটা আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করি।



1699454729861-01-01.jpeg



প্রয়োজনীয় উপকরণসমূহ :


• রঙিন পেপার (কালো,লাল,হলুদ,টিয়া)
• শক্ত কাগজ বা বোর্ড
• ক্যালেন্ডারের কাগজ
• গাম
• স্কেল
• কেঁচি
• স্ট্যাপলার মেশিন



IMG_20231108_105154_716~2.jpg



ধাপ-১

প্রথমে শক্ত বোর্ডটি স্কেলের মাপ নিয়ে চার ভাগ করে কেটে নিব। এখানে দুইটা বোর্ড ছোট এবং দুইটা বড় মাপের হবে।

IMG_20231108_105541_475.jpg



ধাপ-২

এখন কালো কাগজ দিয়ে আঠার সাহায্যে বোর্ডটি ঢেকে দিবো। একইভাবে চারটি বোর্ড কালো কাগজ দিয়ে পেঁচিয়ে নিবো।

IMG_20231108_110201_634~2.jpgIMG_20231108_110408_606.jpg

IMG_20231108_110827_444~2.jpg



ধাপ-৩

শক্তভাবে ওয়ালমেট তৈরি করার জন্য ক্যালেন্ডারের কাগজ একটু মোটা হওয়ায় আমি এটা ব্যবহার করেছি। তাই প্রথমে ক্যালেন্ডারটি চার ভাঁজ করে নিয়েছি। আর স্ট্যাপলার দিয়ে খুব সুন্দর ভাবে আটকে নিয়েছি।

IMG_20231108_111410_471.jpgIMG_20231108_111443_435.jpg


ধাপ-৪

এখন কালো কাগজটি ক্যালেন্ডারের উপর আটকে দিবো আঠার সাহায্যে।

IMG_20231108_111635_630~2.jpg



ধাপ-৫

বোর্ডটির পেছন সাইডে দেওয়ালে টাঙানোর জন্য সুতা আটকে নিব আঠার সাহায্যে।

IMG_20231108_112259_031.jpg



ধাপ-৬

প্রথমে কালো কাগজ দিয়ে যে বোর্ড কভার করে নিয়েছিলাম সেগুলো এখন আটকে নিবো। এতে খুব সুন্দর একটি ওয়ালমেটের ফ্রেম তৈরি হয়ে গিয়েছে।

IMG_20231108_111650_073~2.jpgIMG_20231108_112745_531.jpg


ধাপ-৭

এখন লাল পেপার কেঁচির সাহায্যে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিব।

IMG_20231108_113343_821~2.jpgIMG_20231108_113821_448~2.jpg


ধাপ-৮

টুকরো করা লাল পেপার গুলো একটি স্টিকের মাথার সাহায্যে গুছিয়ে আঠা দিয়ে ফ্রেমের দুই সাইডে আটকে নিবো ৷ এগুলো দেয়ার ফলে ফ্রেমের সৌন্দর্যগুলো অনেকাংশে বেড়ে গিয়েছে।

IMG_20231108_114216_715~2.jpgIMG_20231108_114838_513.jpg

IMG_20231108_115740_662@23982760-01.jpeg

IMG_20231108_120234_860@-1485188370-01.jpegIMG_20231108_121132_638@-2092719309-01.jpeg


ধাপ-৯

এখন ফুল তৈরি করব। সেজন্য একটি পেপার কোনাকুনি ভাবে ভাঁজ করব।এভাবে মোট তিনটি ভাঁজ দিয়ে নিব। তারপর ফুলের শেপ করে কেটে নিব। ফুলের একটি পাপড়ির অর্ধেক অংশ কেটে আঠার সাহায্যে অন্য পাপড়ির সাথে লাগিয়ে নিব। এভাবে খুব সুন্দর একটি ফুলের পাপড়ির শেপ তৈরি হয়ে গিয়েছে।

IMG_20231108_122559_838~2.jpgIMG_20231108_122635_256~2.jpg
IMG_20231108_122743_288~2.jpgIMG_20231108_122833_731.jpg
IMG_20231108_122900_748.jpgIMG_20231108_122939_199.jpg


ধাপ-১০

এখন হলুদ একটি কাগজ চিকন করে কেটে নিয়ে লম্বালম্বি ভাবে সমান আকারে ভাঁজ দিব। কেঁচির সাহায্যে চিকন করে কেটে নিয়ে আঠা দিয়ে জোড়া লাগাবো। তারপর ফুলের মাঝখানে বসিয়ে দিব। দেখুন খুব সুন্দর একটি ফুল তৈরি হয়ে গিয়েছে।

IMG_20231108_124502_616~2.jpgIMG_20231108_125454_462.jpg


ধাপ-১১

একইভাবে আমি মোট ছয়টি ফুল তৈরি করে নিয়েছি।

IMG_20231108_125749_680~2.jpg



ধাপ-১২

এখন ফুলের ডালপালা বানানোর পালা। সেজন্য টিয়া কালারের কাগজ দিয়ে কয়েকটি স্টিক তৈরি করতে হবে। প্রথমে কাগজগুলো চিকন এবং লম্বা করে কেটে নিব। তারপর পেঁচিয়ে পেঁচিয়ে স্টিক তৈরি করে নিব। ডালপালা যেহেতু তৈরি করবো তাই স্টিকগুলো হালকা বাঁকিয়ে দিব।

IMG_20231108_130034_958.jpgIMG_20231108_130238_960.jpg
IMG_20231108_130804_846.jpgIMG_20231108_131004_743.jpg


ধাপ-১৩

এখন একে একে স্টিক এবং ফুলগুলো আঠার সাহায্যে লাগিয়ে নেব। আস্তে আস্তে কিন্তু ওয়ালমেটের সৌন্দর্য বেড়ে যাচ্ছে।

IMG_20231108_131159_591~2@711909471-01.jpegIMG_20231108_131349_093~2@-2076601473-01.jpeg
IMG_20231108_131956_637~2@1111212401-01.jpegIMG_20231108_132232_460@-1455531737-01.jpeg


ধাপ-১৪

ফ্রেমে প্রত্যেকটি ফুল এবং ডাল লাগানো কমপ্লিট। এখন কয়েকটি পাতা বানিয়ে নিব। তাই টিয়া রং এর পেপার এক ভাঁজ করে কলম দিয়ে পাতার শেপ আঁকিয়ে কেঁচির সাহায্যে কেটে নিব। একই নিয়মে ছোট বড় অনেকগুলো পাতা তৈরি করে নিয়েছি।

IMG_20231108_132350_626~2.jpgIMG_20231108_132457_646~2.jpg
IMG_20231108_132749_799~2.jpgIMG_20231108_133041_020.jpg


ধাপ-১৫

এখন পাতাগুলো আঠার সাহায্যে আটকে নেব ডালের বিভিন্ন স্থানে। এখন ওয়ালমেটটি পরিপূর্ণ হয়ে গেল।

1699454791701-01-02.jpeg

1699438174334-01.jpeg

IMG_20231108_134723_393@292992171-01.jpeg



আজকের তৈরি কাগজের ওয়ালমেটটির ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্যে জানাবেন। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। সময় নিয়ে আমার পোস্টটি ভিজিট করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।



আল্লাহ হাফেজ
পোস্টডাই@oisheee
ডিভাইসinfinix hot30iঅ্যান্ড্রয়েড
লোকেশনকুষ্টিয়াবাংলাদেশ
আজ:বুধবার০৮-১১-২৩

1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সত্যি আপু এই ধরনের কাজগুলো করতে অনেকটা সময়ের প্রয়োজন হয়। আর আপনি অনেক সময় নিয়ে এই কাজটি করেছেন দেখেই বোঝা যাচ্ছে। আপনার তৈরি করা ওয়ালমেট খুবই সুন্দর হয়েছে আপু। দেখতেও বেশ আকর্ষণীয় লাগছে। অনেক অনেক শুভকামনা রইল আপু।

সত্যিই তাই আপু, কাগজ দিয়ে কোনো কিছু তৈরি করতে অনেক সময় এবং পরিশ্রম হয়। সেজন্যই তো এই ধরনের ডাই করি না।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমে আপনাকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপু আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরি ওয়ালমেট দেখে আমি বেশ মুগ্ধ হয়েছি। ধন্যবাদ আপু এত সুন্দর একটা পোস্ট তৈরি করে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

আমার তৈরি করা ওয়ালমেট দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুব খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি খুবি সুন্দর হয়েছে। এতো সুন্দর ভাবে ধাপে ধাপে ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। ধাপ গুলো দেখে শিখতে পারলাম পরবর্তী তৈরি করবো ইনশাআল্লাহ।

Posted using SteemPro Mobile

আমি তো রীতিমতো অবাক 😮 এত সুন্দর লাগছে যেটা বলে বোঝাতে পারবো না। বিশেষ করে কালো রংয়ের উপরে অন্যান্য কালারফুল কালারগুলো ফুটে ওঠে তাই কালোর উপরে সবুজ আর লালের সংমিশ্রণটা বেশি ফুটে উঠেছে।

Posted using SteemPro Mobile

রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করতে এমনিতে অনেক সময় লেগে যায়। আপনি অনেক সময় ব্যবহার করে এটি তৈরি করেছেন দেখে বোঝা যাচ্ছে। এতটা সুন্দর লাগছে যে আমি তো বুঝতে পারছি না কিভাবে প্রশংসা করব আপনার কাজের। ফ্রেমটা কালো হওয়ার কারণে তার উপরে লাল ফুল গুলো এবং সবুজ ডালপালা সহ পাতাগুলো অনেক সুন্দর লাগছে।

অনেক ধন্যবাদ আপু মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

ওয়াও আপু দারুন একটি ওয়ালমেট করেছেন তো। বিশ্বাস করেন আমি তো প্রথমে ভাবলাম যে সুতা দিয়ে হয়তো ওয়ালমেটটি তৈরি করেছেন। কিন্তু আপনার পোস্ট পড়তে পড়তে বুঝতে পারলাম যে রঙিন কাগজ কেটে এমন সুন্দর একটি ওয়ালমেট করলেন আপু। সব মিলিয়ে দারুন একটি থিম নিয়ে আপনি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করলেন দেখছি। শুভ কামনা রইল আপনার জন্য।

খুব ভালো লাগলো আপু আপনার মন্তব্য পেয়ে।

আপু প্রথমেই আপনাকে কনটেস্ট - ৪৭ এর জন্য শুভকামনা জানায়।ডাইটি জাস্ট চমৎকার লাগছে দেখতে।ডেকোরেশন টা খুব সুন্দর করে করেছেন।ডাই তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার হয়েছে।এটি দেখে খুব সহজেই যে কেউ তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

অনুপ্রেনামূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

একদম ঠিক বলেছেন আপু, এই কাজগুলো করতে বেশ সময় প্রয়োজন হয়। তার সাথে প্রয়োজন হয় ধৈর্যের। আর সর্বোপরি এই কাজটা করার পর আউটলুক টা একদম দারুন দেখাচ্ছে। বর্ডারের মধ্যে লাল কাগজের ছোট ছোট যে ফুলগুলো দিয়েছেন এগুলাই অনেক বেশি সুন্দর দেখাচ্ছে।এক কথায় অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু।

এ সকল ডাই করতে অনেকটা সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় জন্য বেশি করা হয় না আপু।