"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫২ || ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয়জনের জন্য একটি কার্ড তৈরি।

in hive-129948 •  8 months ago 

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল ভাই এবং বোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আজকের এই অসাধারণ পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রতিবারের মতো এবারের প্রতিযোগিতার বিষয়বস্তু ও আমার কাছে খুবই ভালো লেগেছে। তাই অংশগ্রহণ না করে আর বসে থাকতে পারলাম না। আমাদের সকলের প্রিয় @tangera আপু এবারের এই চমৎকার প্রতিযোগিতার ঘোষণা দিয়েছেন আমাদের সকলের মাঝে। তাই আপুকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের এবারের প্রতিযোগিতার টপিক হচ্ছে “শেয়ার করো তোমার প্রিয় মানুষের জন্য তৈরি Valentine’s Day এর কার্ড”। ১৪ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে অর্থাৎ ভালোবাসা দিবস। আর এই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে এবারের এই চমৎকার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আমি মনে করি,ভালোবাসার মানুষের জন্য ভালোবাসা প্রত্যেকটা দিনই সমান ভাবে থাকা উচিত। কিন্তু ১৪ই ফেব্রুয়ারি তে বিশেষভাবে ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয়। তবে ভালোবাসাটা শুধু প্রেমিক-প্রেমিকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে এমনটা নয়। পরিবার, আত্মীয়স্বজন এবং বন্ধু-বান্ধব সকলের প্রতি যেন আমাদের ভালোবাসা অটুট থাকে। তাই এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে আমি আজ বিভিন্ন উপকরণের মাধ্যমে সুন্দর একটি ভ্যালেন্টাইনস কার্ড তৈরি করেছি। কার্ডটি তৈরি করার পর দেখতে আমার কাছে খুব ভালো লাগছিল। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।



Polish_20240206_205639217-01.jpeg



প্রয়োজনীয় উপকরণসমূহ :

• রঙিন পেপার
• কেঁচি
• আঠা
• পুঁথি
• কলম
• মার্কার


IMG_20240206_184243_628~2@43592715-01.jpeg



ধাপ-১

প্রথমে একটি সাদা পেপার নিয়েছি। সাদা পেপারটি মাঝ বরাবর ভাঁজ দিয়ে কার্ডের ন্যায় তৈরি করে নিবো।

IMG_20240206_184653_434~2@806767943-01.jpegIMG_20240206_184922_177~2@-787491288-01.jpeg
ধাপ-২

এখন পেপারটি খুলে ভিতরে ডিজাইন করে নিবো। পেপারটির একসাইডে আমি লাল এবং কালো পেন দিয়ে চেক ডিজাইন করে নিয়েছি।

IMG_20240206_195503_657~2@-304993970-01.jpegIMG_20240206_200158_251@761983335-01.jpeg
ধাপ-৩

এখন একটি লাল এবং সাদা রঙের কাগজ হার্ট শেপ করে কেটে নিয়েছি। লালটি বড় এবং সাদাটি ছোট করে কাটবো।

IMG_20240206_200502_239@1056634772-01.jpeg

ধাপ-৪

কার্ডটির মাঝ বরাবর লাল লাভটি আঠার সাহায্যে আটকে নিবো। এরপর লালটির উপর সাদা লাভটিও আঠা দিয়ে আটকে নিবো।

IMG_20240206_200654_414~2@-2139616347-01.jpegIMG_20240206_200846_689~2@-2017060566-01.jpeg
ধাপ-৫

এখন সাদা লাভটির উপর আই লাভ ইউ লিখে নিবো কালো এবং লাল পেন দিয়ে।

IMG_20240206_201025_656@-630348242-01.jpeg

ধাপ-৬

এখন কার্ডের অন্য এক পাশে লাল সাইন পেন দিয়ে ছোট ছোট লাভ আঁকিয়ে নিব।

IMG_20240206_201145_486~2@-2014416196-01.jpeg

ধাপ-৭

ভ্যালেন্টাইন্স কার্ডের মধ্যে ডিজাইন করা সম্পূর্ণ হলো।

IMG_20240206_201914_126@-2142479179-01.jpeg

ধাপ-৮

এখন ভ্যালেন্টাইন্স কার্ডের উপরে ডিজাইন করা শুরু করবো। এজন্য একটি লম্বা কালো কাগজ নিয়েছি। কালো কাগজটি অনেকগুলো ভাঁজ দিবো। কাগজটি ভাঁজ দেওয়ার পর পছন্দ অনুযায়ী ডিজাইন দিয়ে কেটে নিব। এখন কাগজটি খোলার পর দেখবো সুন্দর একটি কাগজের বর্ডার তৈরি হয়ে গিয়েছে।

IMG_20240206_185623_295@325998222-01.jpegIMG_20240206_185912_693~2@-1933864409-01.jpeg
IMG_20240206_190204_090~2@24597280-01.jpegIMG_20240206_190323_315@1141538874-01.jpeg
ধাপ-৯

এখন কাগজের এই বর্ডারটি কার্ডের নিচের অংশে আঠা দিয়ে লাগিয়ে নিব।

IMG_20240206_190554_745~2@40956527-01.jpeg

ধাপ-১০

এখন একটি লাল পেপার দিয়ে লাভ কেটে নিয়েছি। এই লাভটি কাগজের উপরে আঠা দিয়ে বসিয়ে দিব।

IMG_20240206_190656_951@-530407205-01.jpegIMG_20240206_190823_976@1949469888-01.jpeg
IMG_20240206_190926_028~2@-1874669354-01.jpegIMG_20240206_191002_491~2@1652400512-01.jpeg
ধাপ-১১

লাল কাগজ দিয়ে ছোট ছোট আরও অনেকগুলো লাভ কাটিং করে নিয়েছি। লাভগুলো একটার উপর আরেকটা আঠা দিয়ে বসিয়ে দেবো। উপরেরটা একটু ভাঁজ করা থাকবে। এতে লাভ গুলো দেখতে অনেক সুন্দর লাগবে।

IMG_20240206_191646_124~2@1990611885-01.jpeg

ধাপ-১২

এখন কার্ডটির এক সাইডে একটি ডালপালা সহ পাতা আঁকিয়ে নিয়েছি।

IMG_20240206_192633_098@1971564050-01.jpeg

ধাপ-১৩

এখন ছোট করে কেটে রাখা লাভগুলো ডালে ডালে বসিয়ে দিব আঠার সাহায্যে।

IMG_20240206_193007_543~2@89896875-01.jpeg

ধাপ-১৪

এখন লাল কালারের বড় একটি লাভ এবং সাদা কালারের ছোট একটি লাভ কেটে নিয়েছে কেঁচির সাহায্যে।

IMG_20240206_193535_399~2@-1216821078-01.jpeg

ধাপ-১৫

লাল কালারের লাভটি কেঁচি দিয়ে সাইডে অনেক সুন্দর করে ডিজাইন করেছি। আরপর লাভটির নিচে আঠা দিয়ে কার্ডটির উপর বসিয়ে দিব। একইভাবে সাদা লাভ টি ও লাল লাভ টির উপর বসিয়ে দিবো।

IMG_20240206_194109_931@178659004-01.jpegIMG_20240206_194211_154~2@-1706381503-01.jpeg
ধাপ-১৬

এখন সাদা লাভ টির উপর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে লিখে নিয়েছি কালো পেন দিয়ে।

IMG_20240206_194611_384~2@-1266471452-01.jpeg

ধাপ-১৭

আর লাল লাভ টির উপর যার জন্য কার্ডটি তৈরি করেছি তার নামটি লিখে নিয়েছি।

IMG_20240206_194847_665~2@1206618639-01.jpeg

ধাপ-১৮

এখন লাল লাভ টির চারপাশে সাদা পুঁথি আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।

IMG_20240206_195245_641@-1974294992-01.jpeg

সর্বশেষ ধাপ
IMG_20240206_201845_218@-1881801226-01.jpegIMG_20240206_201929_791@-1560489165-01.jpeg

IMG_20240206_201748_056@1420383536-01.jpeg





এই ছিলো ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয়জনের জন্য একটি কার্ড তৈরি। আশা করি কার্ডটি আপনাদের কাছেও ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট এর মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি।



আল্লাহ হাফেজ


পোস্টভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কার্ড তৈরী@oisheee
ডিভাইসinfinix hot30iঅ্যান্ড্রয়েড
লোকেশনযশোরবাংলাদেশ
আজ:বুধবার০৭-০২-২৪


সময় নিয়ে পোস্টটি ভিজিট করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ


1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।আপনি প্রতিযোগিতার জন্য ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয়জনের জন্য খুব সুন্দর একটি কার্ড বানিয়েছেন। আপনার এই কার্ড আমার কাছে অনেক ভালো লেগেছে। লাভের উপরে পুঁতি দেওয়াতে দেখতে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর কার্ড শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

কার্ডটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম আপু। গুছিয়ে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।

জাষ্ট অসাধারণ একটি কার্ড তৈরি করেছেন আপু।
খুব সুন্দর দেখাচ্ছে আপনার তৈরি করা ব্যাতিক্রমধর্মী এই কার্ড। সত্যিই প্রিয় মানুষের জন্য প্রতিটি দিন স্পেশাল এবং ভালোবাসা দিবস।
আশাকরি আপনার ব্যাতিক্রমধর্মী কার্ড প্রতিযোগিতায় খুব ভালো অবস্থানে থাকবে।
ধন্যবাদ আপু চমৎকার কার্ডটি উপহার দেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

ঠিক বলেছেন ভাইয়া,, প্রিয় মানুষের জন্য প্রতিটি দিন স্পেশাল এবং ভালোবাসা দিবস।অনেক ধন্যবাদ এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য।

আপু সুন্দর একটা কার্ড তৈরি করেছেন প্রতিযোগিতার জন্য। প্রিয় মানুষটার জন্য খুবই সুন্দর একটা কার্ড তৈরি করেছেন আর প্রতিযোগিতার জন্য। আপনার তৈরি করা এই সুন্দর কার্ড দেখতে আমার কাছে অসাধারণ লেগেছে। খুবই নিখুঁতভাবে এবং অনেক সময় ব্যবহার করে পুরো কার্ড তৈরি করেছেন। লাভ গুলোকে অনেক সুন্দর লাগছিল। একটা লাভের চারপাশে পুঁতি বসানোর কারণে সুন্দর লাগতেছে দেখতে। ধন্যবাদ আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

কার্ডটি খুব সিম্পল এবং নিঁখুতভাবে তৈরী করার চেষ্টা করেছি। অনেক বেশি সময় লাগে এগুলা তৈরী করতে।মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।

বাহ, প্রিয় মানুষের জন্য অসাধারণ একটি কার্ড তৈরি করেছেন আপু। কার্ড টি দেখতে অনেক সুন্দর লাগছে। তৈরি করার প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে বেশ ভালো লাগলো শুভকামনা রইল।

গুছিয়ে চমৎকার ভাবে মন্তব্যটি করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয়জনের জন্য চমৎকার একটি কার্ড তৈরি করেছেন আপনি। দেখে মুগ্ধ হয়ে গেলাম । কার্ডটি দেখতে অসাধারণ লাগছে। কালার কম্বিনেশন খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। এত সুন্দর একটি কার্ড তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমার তৈরি কার্ডটি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে বেশ ভালো লাগলো আপু। অনেক ধন্যবাদ আপনাকে।

আপনি খুব সুন্দর একটি ভ্যালেন্টাইন কার্ড তৈরি করেছেন রঙিন কাগজ দিয়ে। বিশেষ করে সাদা কালো মিশ্রণে খুব সুন্দর দেখাচ্ছে। প্রথমত আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য। আপনি খুব সুন্দর একটি ডিজাইন শেয়ার করলেন আপু। শুভকামনা রইল আপনার জন্য।

অনেক ধন্যবাদ আপু, আমার তৈরী কার্ড সম্পর্কে চমৎকার মন্তব্য করার জন্য। খুব ভালো লাগলো আপনার মন্তব্যটি পেয়ে।

প্রিয় মানুষটির জন্য দারুন একটি কার্ড তৈরি করেছেন আপু। দেখতে খুবই সুন্দর হয়েছে। যদিও এবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করব না তবে আপনি অংশগ্রহণ করেছেন দেখে অনেক ভালো লাগলো।

আপনার তৈরী কার্ড দেখার অপেক্ষায় ছিলাম আপু। আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন না দেখে খুব খারাপ লাগছে আপু।

আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এজন্য ধন্যবাদ জানাই আপনাকে।আপনি চমৎকার একটি কার্ড করেছেন আপু।প্রিয় মানুষটির জন্য এমন সুন্দর কার্ড করেছেন দেখে খুব ভালো লাগলো আপু।ধন্যবাদ জানাই আপনাকে চমৎকার এই কার্ডটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

সিম্পল ভাবে কার্ডটি তৈরি করেছি। আপনার কাছে ভালো লেগেছে শুনে অনেক খুশি হলাম আপু।

অসাধারণ একটা ভ্যালেন্টাইন্স কার্ড বানিয়েছেন আপু। সুমন ভাই নিশ্চিতভাবেই বেশ খুশি হয়েছে কার্ডটি হাতে পেয়ে। তবে উনি কমিউনিটি তে না থাকলে বেশ ভালো একটা সারপ্রাইজ পেতেন ১৪ ফেব্রুয়ারিতে। কমিউনিটি তে থাকার ফলে আগে আগেই দেখে নিলেন আর কি! খুবই সুন্দর বানিয়েছেন আপু।

Posted using SteemPro Mobile

ঠিক বলেছেন আপু, সে কমিউনিটিতে না থাকলে তাকে আমি কার্ডটি উপহার দিতাম। সে নিশ্চয়ই অনেক খুশি হতো।ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

এটা সত্যি 😅😅

জাষ্ট ওয়াও আপু দারুন ছিল কার্ড টি ৷ তবে আমিও একমত সেটা হলো ভালোবাসা একদিনের জন্য ভালোবাসা হোক প্রতিদিনের নতুন দিনের মতো৷ সেই সাথে পরিবার পরিজন প্রিয়জন সবার জন্য হোক এই ভালোবাসা ৷
অসংখ্য ধন্যবাদ আপু ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয়জনের জন্য একটি কার্ড তৈরি ডিজাইন টি ৷

মূল্যবান মতামত দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।

আপু আমি কিন্তু আপনার সাথে একমত যে ভালোবাসার কোন দিনক্ষন নেই। ছোট্র এই জীবনের প্রতিটি দিন কিন্তু ভালোবাসার। আর ভালোবাসা কিন্তু শুধু দুজন মানুষের মধ্যেই সীমাবদ্ধ না। তাই আমার মতে ভালোবাসা যেমন অপরিসীম, তেমন করে ভালোবাসার মানুষও কিন্তু অপরিসীম। শুভ কামনা রইল আপনার জন্য ভালোবাসার এমন সুন্দর একটি প্রতীক আমাদের মাঝে শেয়ার করার জন্য।

খুব ভালো লাগলো আপু আপনার মন্তব্যটি পড়ে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আমার কাছেও মনে হয় যে ভালোবাসার মানুষের জন্য কোন নির্দিষ্ট দিন থাকা ঠিক নয়। যদিও ভ্যালেন্টাইনস ডে তে ভালোবাসা দিবস হিসেবে বেশিরভাগ মানুষই প্রেমিক প্রেমিকার ভালোবাসা মনে করে। কিন্তু এই ভালোবাসা দিবস পরিবারের সবার জন্য হতে পারে।। যাইহোক আপু আপনি কিন্তু আজকে খুব সুন্দর একটি কার্ড তৈরি করেছেন। সুমন ভাইয়া নিশ্চয়ই কার্ড টি পেয়ে অনেক খুশি হয়েছে। নাকি রাগ করে ভাইয়াকে দেননি?

তার জন্য কার্ড বানাই নাই আপু, কন্টেস্টে অংশগ্রহণ করার জন্য বানিয়েছি😂।