✂📏DIY- Project এসো নিজে করি:🐧 " কাগজের তৈরি পেঙ্গুইন " 🐧|| ১০% বেনিফিশিয়ারি @shy-fox ||🦊

in hive-129948 •  3 years ago 
বুধবার
৮ (ডিসেম্বর)

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন।
আজকে আমি ভিন্ন রকম কিছু তৈরি করে করতে চাই। আজকে আমি পেঙ্গুইন বানানোর চেষ্টা করব। পেঙ্গুইন এক ধরনের পাখি, তবে এই পাখি কখনো উড়তে পারে না। এরা আন্টার্টিকা মহাদেশের বরফের উপরে চলাফেরা করে আবার খাদ্য আহরনের জন্য সমুদ্রের ভেসে বেড়ায়। এদের দেহের উপরিভাগ কালো বর্নের এবং নিচেরটা ভাগ টি ফকফকে সাদা বর্ণের হয়ে থাকে। পেঙ্গুইন দেখতে এতোটাই দারুন যে কারোরই নজর কেড়ে নেয় এবং খুবই শান্ত শিষ্ট ধরনের পাখি। আজকে আমি কাগজ দিয়ে পেঙ্গুইন বানানোর চেষ্টা করবো।আশা করি, আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক।

🔖প্রোজেক্ট এর বিষয়🔖

🐧কাগজের তৈরি পেঙ্গুইন🐧


IMG_20211127_214607-1-1.jpg

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png


👌উপকরন👌


  • সাদা কাগজ
  • কালো কাগজ
  • কমলা কাগজ
  • কাচি
  • আঠা
    Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

👇 ধাপ ১👇

IMG_20211127_175929.jpg
প্রথমে একটি সাদা কাগজ নিয়ে এরকম সাইজ করে, চারপাশের চারকোনা কাচি দিয়ে কেটে নিতে হবে। এটা মূলত পেঙ্গুইনের দাঁড়িয়ে থাকার স্তম্ভ। এটাকে পরে কাজে লাগানো হবে।
Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

👇 ধাপ ২👇

IMG_20211127_175424.jpg

IMG_20211127_175522.jpg
এবার কালো রঙের কাগজ নিতে হবে এবং কাগজগুলো কে এভাবে সাইজ করে কেটে নিতে হবে। একটিকে কিছুটা বড় ভাবে কাটতে হবে এবং অন্যটিকে ছোট সাইজ করে কেটে নিতে হবে।Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

👇 ধাপ ৩👇

IMG_20211127_175625.jpg
এবার কালো কাগজটির দুই প্রান্তে আঠা লাগিয়ে নিতে হবে।Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

👇 ধাপ ৪👇

IMG_20211127_175815.jpg

আঠা লাগানো কাগজের প্রান্তগুলো একসাথে জোড়া লাগিয়ে নিতে হবে। গোলাকার সাইজ করে এভাবে বানিয়ে নিতে হবে। উপরের অংশটা মাথার অংশ, নিচের অংশ টা দেহের অংশ।Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

👇 ধাপ ৫👇

IMG_20211127_180002.jpg
এবার একটা সাদা কাগজ নিতে হবে এবং কাগজ টির চার কোনা এভাবে কেটে নিতে হবে।Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

👇 ধাপ ৬👇

IMG_20211127_180059.jpg
এবার সাদা কাগজ টিকে, দেহের গোলাকার কালো রঙের অংশের কাগজ এর সাথে (আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে)। এটাই মূলত দেহের অংশ যেটা ফকফকে সাদা বর্নের। Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

👇 ধাপ ৭👇

IMG_20211127_175850.jpg
এবারে দুটি চোখ, দুটি পা এবং একটি নাক কাগজ দিয়ে এভাবে সাইজ করে কেটে নিতে হবে।Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

👇 ধাপ ৮👇

IMG_20211127_180031-1.jpg
এবার মুখের উপরের অংশে, দুই পাশে দুটি চোখ এবং মাঝখান বরাবর একটি নাক আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে।Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

👇 ধাপ ৯👇

IMG_20211127_180125.jpg
এবার উপরের মুখমন্ডলের অংশ এবং নিচে দেহের ফকফকে সাদা অংশটা, আঠা দিয়ে একত্রে জোড়া লাগিয়ে নিতে হবে।Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

👇 ধাপ ১০👇

IMG_20211127_180155-1.jpg

IMG_20211127_214832-1.jpg

IMG_20211127_214607-1-1.jpg

সবশেষে, পেঙ্গুইনের দুটি পা দেহের অংশের সাথে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে এবং পেঙ্গুইন টিকে দাঁড়িয়ে থাকার জন্য আগে থেকে কেটে রাখা একটি সাদা স্তম্ভের উপরে পা দুটি কে আঠা দিয়ে বসিয়ে দিতে হবে। তাহলেই, তৈরি হয়ে যাবে দারুন দেখতে সাদা ফকফকে পেঙ্গুইন।
Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

Banner.png

এতোটা সময় নিয়ে আমার তৈরি করা সাদা ফকফকে পেঙ্গুইন পাখি টি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। পেঙ্গুইন টি কেমন হয়েছে অবশ্যই জানাবেন।আমার পোস্ট গুলা এভাবেই দেখতে থাকুন! দেখতে দেখতে একদিন ভালো লাগা,ভালোবাসা হয়েই যাবে।

20211103_015534-1.png

20210902_022200-1.png
আমি মেঘলা!অসাধারণ দের মাঝে অতি সাধারন একজন।আমার প্রিয় শখ হলো-ফুলের বাগান করা,ছবি আকা,ফটোগ্রাফি করা, মনের অনুভূতি গুলো নিয়ে লেখালেখি করা,অবসর সময়ে গান শোনা এছাড়াও আমি ঘুরতে ভীষন পছন্দ করি!জীবন আমাকে সবকিছু দিবেনা,তাই স্বল্প আশায় বাঁচি।আমি নিজেকে নিয়ে অনেক স্বপ্ন দেখি,সেই স্বপ্নগুলা বাস্তবায়িত করতেই আমার এই পথচলা।স্বপ্ন পূরনে ব্যার্থ, হয়তো পিছনে ফিরে গিয়ে শুরুটা পরিবর্তন করতে পারবোনা কিন্তু এখন আবার শুরু করে শেষটা অবশ্যই পরিবর্তন করতে পারবো।

20210902_020227-1.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কাগজের তৈরি পেঙ্গুইন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। মনে হচ্ছে কেনো সত্যি সত্যি পেঙ্গুইন তাকিয়ে আছে। এরকম করে তৈরি করে ছোটদেরকে দিলে ওরা খেলনা হিসেবে অনেক পছন্দ করবে। অনেক ভালো লাগলো আপনার কাগজের তৈরি পেঙ্গুইন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

একদম'ই তাই এরকম পেঙ্গুইন যে কারোরই খুবই পছন্দ হয়ে যাবে। আমি চেষ্টা করেছি আমার সাধ্য মতো তৈরি করতে। আমার কাছে মনে হয়েছে এটা ছোটদের জন্য খুবই আনন্দের হবে।

আপু অসাধারণ হয়েছে আপনার কাগজের তৈরি পেঙ্গুইন টি। অনেক বেশি কিউট লাগছে। অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ধাপগুলো। যা দেখে যে কেউ সহজেই জিনিসটি তৈরি করতে পারবে। অনেক ধন্যবাদ এমন একটি জিনিস আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

জ্বি আপু, আমি এমন ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি, যেন এটা দেখে সবাই চাইলেই তৈরি করতে পারবে।

কাগজের তৈরি পেঙ্গুইন দেখে মনেই। হচ্ছে না মনে হচ্ছে বাস্তব চিত্র ফুটে উঠেছে। আপনি দারুন ভাবে তৈরি করেছেন আপু। আপনার তৈরি করার মাধ্যম খুবই ভালো ছিল। আপনার জন্য শুভকামনা রইল।

তাই নাকি, আপনার কথা জেনে খুবই ভালো লাগলো। যে নিজের বানানো পেঙ্গুইন টাকে আপনার কাছে বাস্তবের মত লাগছে। খুবই ভালো লাগলো।

কাগজ দিয়ে খুব সুন্দর পেঙ্গুইন পাখি তৈরি করেছি। আমার অনেক ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

ধন্যবাদ ভাইয়া, আমি চেষ্টা করেছি পেঙ্গুইন পাখিটিকে, আমার সাধ্যমত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে।

অনেক সুন্দর হয়েছে আপু আপনার কাগজ দিয়ে বানানো পেঙ্গুইন টি। আমার কাছে দারুন লেগেছে। আপনার উপস্থাপনাও অনেক সুন্দর হয়েছে। এভাবেই এগিয়ে চলুন। শুভ কামনা রইলো আপু আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া, আমাকে এতটা প্রশংসা করার জন্য। আমি যেন আরও সামনে এগিয়ে যেতে পারি।

ওয়াও অসাধারন একটি পেঙ্গুইন তৈরি করেছেন ।রঙিন কাগজ দিয়ে পেঙ্গুইন তৈরি করা যায় তা জানা ছিল না ।ধাপে ধাপে সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা বুঝতে অনেক সুবিধা হয়েছে। শুভকামনা রইল আপু।

হা হা হা, আপনারা জানেন না বলেই তো, আপনাদের মাঝে এরকম একটা পেঙ্গুইন তৈরি করে দেখালাম।

কাগজ দিয়ে পেঙ্গুইন তৈরি টা অসাধারণ হয়েছে। আমিতো প্রথমে দেখে ভেবেছিলাম যেন সত্যি কারের পেঙ্গুইন চলে এসেছেন। কিন্তু না এটা আপনি নিজের হাতে তৈরি করেছেন। খুব সুন্দর দেখাচ্ছে। আর দেখতেও বেশ দারুন লাগছে আমার। অনেক অনেক শুভকামনা রইল সুন্দর কিছু আমাদের উপহার দিতে পারেন

আরে আপু, তাই নাকি! আসলেই খুবই খুশি লাগছে যে নিজের তৈরি পেঙ্গুইন টিকে দেখে, আপনার কাছে সত্তিকারের মতো মনে হয়েছে।

আপু আপনার রঙিন কাগজ দিয়ে পেঙ্গুইন তৈরিটি খুব সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে পেইন্টিং তৈরির প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। যা দেখে খুব সহজেই এটি তৈরি করা যাবে। অনেক বেশি আকর্ষণীয় লাগছে আপনার পেঙ্গুইন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পেঙ্গুইন তৈরি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু, আমি চেষ্টা করেছি পেঙ্গুইন টিকে
আকর্ষনীয় ভাবে ফুটিয়ে তুলতে, যেন যে কারোরই নজর কেড়ে নেয়।

আপনার প্রতিটা কাজের মাঝে এক মিষ্টতা লুকিয়ে আছে দিদি। খুব খুব ভালো লাগে এই ব্যাপারটা। ছোট ছোট এই কাজ গুলো ছোটদের মনে আনন্দের যোগান দেয় অনেক। আমার খুব পছন্দ হয়েছে পেঙ্গুইনটি । পা দুটো বেশি ভালো লেগেছে 🥰🥰🥰। এত এত আদর পাখিটার জন্য।

ধন্যবাদ দিদি আপনাকে, যে আমার কাজগুলোর মধ্যে আপনি এত মিষ্টতা খুঁজে পেয়েছেন। আমি চেষ্টা করি মনের ছোটছোট অনুভূতি মিশিয়ে এরকম নতুন কিছু ফুটিয়ে তুলতে। আপনার মতো আমার কাছেও পা দুটি ভীষন ভালো লেগেছে।

বাহ আপু অনেক সুন্দর বুদ্ধিমত্তা দিয়ে কাগজের তৈরি পেঙ্গুইন তৈরি করেছেন আপনি। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলেই বুদ্ধিমত্তা না থাকলে এরকম কাজ করা অসম্ভব'। ধন্যবাদ আমাকে সুন্দর একটা ডাই আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ, যে এটা বুদ্ধিমত্তার কাজ এটা বুঝতে পারার জন্য।

কাগজ দিয়ে আপনি অনেক সুন্দরভাবে একটি পেঙ্গুইন পাখি তৈরি করেছেন আপনার তৈরি পেঙ্গুইন পাখিটি একদম সত্যি কারের পেঙ্গুইন পাখির মতই দেখাচ্ছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সকলের মাঝে উপস্থাপন করেছেন, আপনি আপনার এই কাজের মাধ্যমে সৃজনশীলতার পরিচয় তুলে ধরেছেন। এত সুন্দর একটি পেঙ্গুইন পাখি রঙিন কাগজ দিয়ে তৈরি করে আমাদের সকলের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার কাছ থেকে পরবর্তীতেও এরকম রঙিন কাগজের নানা ধরনের ডাই পোস্ট আশা করব শুভকামনা রইল আপনার জন্য🥳🥳

জ্বি,আমি চেষ্টা করেছি রঙিন কাগজ দিয়ে সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে। আর আপনাদের ভাল লাগলে ভবিষ্যতে আরো নতুন নতুন ডাই পোস্ট নিয়ে হাজির হব।

বাহ বেশ সুন্দর তো। কাগজ দিয়ে একটি পেঙ্গুইন তৈরি করে কত সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন, অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

ধন্যবাদ ভাইয়া, পেঙ্গুইন আমার খুবই পছন্দের একটি পাখি।

বাহ্ খুব সুন্দর করে আপনি কাগজের পেঙ্গুইন " 🐧তৈরি করেছেন।খুবই দক্ষতার সাথে আপনি কাজটি করেছেন আমার খুবই ভালো লেগেছে।অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা♥♥

আমি সবার সাধ্যমত তৈরি করার চেষ্টা করেছি। পেঙ্গুইন পাখি টিকে দেখে আপনার এতটা ভাল লাগল, এতে আমি খুবই খুশি হলাম।

আপু আপনার কাগজের তৈরি পেঙ্গুইন পাখি দেখতে সত্যি কারের মত লাগছে। খুবই সুন্দর হয়েছে প্রতিটি ধাপ অসাধারণ ভাবে তৈরি করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার মন্তব্যটি পড়ে খুবই খুশি হলাম।

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে পেঙ্গুইন তৈরি করেছেন। এরকমই কাগজ দিয়ে তৈরি একটি খরগোশের ডাই দেখলাম কিছুদিন আগে। একইভাবে আজকে পেঙ্গুইনের দাগ দেখে ফেললাম। আসলে কাগজ দিয়ে এরকম অনেক কিছুই তৈরি করা সম্ভব দরকার শুধুমাত্র কিছু কলাকৌশলের। ধন্যবাদ আপনাকে এভাবে ধাপে ধাপে পেঙ্গুইন তৈরি র কৌশল গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
শুভকামনা রইল আপনার জন্য আপু।

জি ভাইয়া, যদি সৃজনশীল মনোভাব থাকে তাহলে চাইলেই কাগজ দিয়ে নানা রকম জিনিস বানানো যায়।এতে অনেক ধৈর্যের প্রয়োজন তবে চেষ্টা করলে ভালো কিছু তৈরি করা যায়। ধন্যবাদ ভাইয়া।