✂📏📗DIY- Project এসো নিজে করি: 🌿" রঙিন কাগজের তৈরি পাতা " 🌿 || ১০% বেনিফিশিয়ারি @shy-fox ||🦊

in hive-129948 •  3 years ago  (edited)
শনিবার
৪ (ডিসেম্বর)

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। রঙিন কাগজ দিয়ে তৈরি প্রতিটা জিনিস দেখতে অপূর্ব সুন্দর লাগে। রঙিন কাগজ দিয়ে নানারকম ক্রাফট তৈরি করা যায়। সেগুলো আমাদের ঘর সাজিয়ে তুলতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের ঘরে বিভিন্ন ধরনের রঙিন কাগজের তৈরি জিনিসপত্র, ঘরের সৌন্দর্য বর্ধন করে থাকে।রঙিন কাগজের পাতা তৈরি ব্যাপারটা খুবই অন্যন্য।আমি চেষ্টা করেছি, রঙিন কাগজ দিয়ে পাতাটি তৈরি করতে। শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে, আপনাদের মাঝে তুলে ধরবো।তো চলুন শুরু করা যাক।

🔥 প্রোজেক্ট এর নাম🔥

🌿রঙিন কাগজের তৈরি পাতা🌿

IMG-20211128-WA0047-1.jpg


👌উপকরন👌


  • রঙিন কাগজ
  • আঠা
  • স্কেল
  • পেন্সিল
  • কাচি

20210917_090339-1.png

👇 ধাপ ১👇

IMG-20211128-WA0038-1.jpg
প্রথমে একটি রঙিন কাগজকে ২.৫×২১ সে.মি আকারে কাচি দিয়ে কেটে নিতে হবে। এভাবে অনেকগুলো কাগজের টুকরো সাইজ করে কেটে নিতে হবে।
20210917_090339-1.png

👇 ধাপ ২👇

IMG-20211128-WA0048.jpg
আগের সেই লম্বা কাগজের টুকরো গুলো এবার অর্ধেক সাইজ করে কেটে, অনেকগুলো টুকরো করে নিতে হবে।20210917_090339-1.png

👇 ধাপ ৩👇

IMG-20211128-WA0043.jpg
এবারে একটি কাগজকে অর্ধ ভাঁজ করে নিতে হবে।20210917_090339-1.png

👇 ধাপ ৪👇

IMG-20211128-WA0049.jpg
অর্ধ ভাঁজ করে কিছু কাগজ তৈরি করে নিতে হবে এবং কিছু অর্ধভাজ করে কাটা কাগজ তৈরি করে নিতে হবে।20210917_090339-1.png

👇 ধাপ ৫👇

IMG-20211128-WA0041.jpg
এরপর ছোট ছোট কাগজ গুলিকে আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে এবং ছোট পাতার মতো করে তৈরি করে নিতে হবে।20210917_090339-1.png

👇 ধাপ ৬👇

IMG-20211128-WA0040.jpg
এবার একটি লম্বা কাগজের মাঝখানে আঠা লাগিয়ে নিতে হবে এবং কাগজটিকে ভাঁজ করে সেটা থেকে পাতার আকৃতি অনুযায়ী কিছু পাতা করে নিতে হবে।
20210917_090339-1.png

👇 ধাপ ৭👇

IMG-20211128-WA0050.jpg
কাগজের মাঝখানে আঠা লাগিয়ে ধাপে ধাপে ভাগ করে পাতার উপরের দিকের অংশটা কে তৈরি করে নিতে হবে, এরকম ভাজভাজ করে।20210917_090339-1.png

👇 ধাপ ৮👇

IMG-20211128-WA0039-1.jpg

IMG-20211128-WA0042-1.jpg

IMG-20211128-WA0045.jpg
এইভাবে পুরো পাতার অংশে ধাপে ধাপে ছোট ছোট পাতাগুলো আঠা দিয়ে লাগিয়ে সম্পূর্ণ পাতাটি তৈরি করে নিতে হবে।20210917_090339-1.png

👇 ধাপ ৯👇

IMG-20211128-WA0047-1.jpg

IMG-20211128-WA0046-1.jpg
সবশেষে, পাতার ঘোড়ার অংশটি মজবুতভাবে তৈরি করার জন্য একটা কাগজে আঠা লাগিয়ে ভাঁজে ভাঁজে গোড়ার দিকটা তৈরি করে নিতে হবে এবং সেই সাথে একটা সাইন করে দিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে রঙিন কাগজের তৈরি সুন্দর পাতাটি।
20210917_090339-1.png
এতোটা সময় নিয়ে আমার তৈরি করা রঙিন কাগজের পাতাটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।পাতাটি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন।আমার পোস্ট গুলা এভাবেই দেখতে থাকুন! দেখতে দেখতে একদিন ভালো লাগা,ভালোবাসা হয়েই যাবে।

20210902_022200-1.png
আমি মেঘলা!অসাধারণ দের মাঝে অতি সাধারন একজন।আমার প্রিয় শখ হলো-ফুলের বাগান করা,ছবি আকা,ফটোগ্রাফি করা, মনের অনুভূতি গুলো নিয়ে লেখালেখি করা,অবসর সময়ে গান শোনা এছাড়াও আমি ঘুরতে ভীষন পছন্দ করি!জীবন আমাকে সবকিছু দিবেনা,তাই স্বল্প আশায় বাঁচি।আমি নিজেকে নিয়ে অনেক স্বপ্ন দেখি,সেই স্বপ্নগুলা বাস্তবায়িত করতেই আমার এই পথচলা।স্বপ্ন পূরনে ব্যার্থ, হয়তো পিছনে ফিরে গিয়ে শুরুটা পরিবর্তন করতে পারবোনা কিন্তু এখন আবার শুরু করে শেষটা অবশ্যই পরিবর্তন করতে পারবো।

20210902_020227-1.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দিদি, প্রথমে আমি রঙিন কাগজ দিয়ে পাতা দেখে মনে করেছিলাম নারিকেল পাতা দিয়ে আপনি এটি তৈরি করেছেন। পরে বুঝতে পারলাম আপনি রঙিন কাগজ দিয়ে এত সুন্দর এবং নিখুঁত ভাবে আপনি পাতা তৈরি করেছেন।সত্যি অসাধারণ হয়েছে রঙিন কাগজ দিয়ে পাতা তৈরি টা। রঙিন কাগজ দিয়ে পাতা তৈরি করার প্রতিটি ধাপ আপনি খুব সুন্দরভাবে বর্ণনা সহকারে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ দিদি এত সুন্দর একটি প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।

ধন্যবাদ, এতোটা দারুন ভাবে প্রশংসা করার জন্য।আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি এজন্যই কাগজের পাতা আপনাদের কাছে নারকেল পাতার মতো দেখতে লাগছে! 😌

প্রথমে দেখে মনে করেছিলাম এটি হয়তো নারকেল পাতা দিয়ে বানিয়েছে কিন্তু পরবর্তীতে দেখছি আসলে তা না পাতাটি কাগজ দিয়ে বানিয়েছেন। পাতাটি দেখতে খুবই ভালো লাগছে। আর পাতা তৈরীর ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ।

ধন্যবাদ ভাইয়া, আমি পাতাটি খুব ধৈর্য্য সহকারে ধীরে ধীরে সম্পন্ন করেছি। প্রথমদিকে আমার কাছে এমনটাই মনে হচ্ছিল। তবে, আমি তো জানি এটা কাগজের তৈরি আর দেখতেও অনেক সুন্দর লাগছে। আপনার ভালো লেগেছে এটা জেনে খুব খুশি হলাম।

আমিও আরিফ ভাই এর মত প্রথম ছবি দেখে নারকেল পাতা ভেবেছিলাম কিন্তু পরে দেখি না কাগজ। দারুন বানিয়েছেন এই পাতা কিন্তু এটি কোন গাছের পাতা সেটি উল্লেখ্য করলে আরো ভাল হতো । ধন্যবাদ।

ধন্যবাদ, আমি একটি পাতা তৈরি করেছি মনের মতো করে। আমি সঠিক জানিনা এটা কোন গাছের পাতা! 😒

আপু আপনি রঙিন কাগজের পাতা তৈরি করেছেন দারুন হয়েছে অনেক সুন্দর করে নিখুঁত ভাবে কাজটি সম্পুর্ন করেছেন। দেখে অনেক ভালো লাগলো আর সেই সাথে অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন আপনার প্রশংসা করতে হয় আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন

ধন্যবাদ, এতো প্রশংসা করবার জন্য।আমার পাতাটি আপনাদের ভালো লাগায় আমি খুবই খুশি।