কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন।হ্যান্ড পেইন্ট এখন অনেক জনপ্রিয়। আমরা সকলেই জানি,হ্যান্ড পেইন্ট করতে দক্ষতা থাকা প্রয়োজন। হ্যান্ড পেইন্ট করে নানা ধরনের জিনিস বানানো যায়, যেমন হল পাঞ্জাবির ডিজাইন, মেয়েদের শাড়ির ডিজাইন,থ্রি পিচ এর ডিজাইন এবং শার্ট এর উপরেও অনেক রকম নকশা করে ফুল তোলা হয়। এই ধরনের পেইন্টিং এখন খুবই জনপ্রিয় এবং এর মাধ্যমে যে কেউ চাইলেই তার মনের মত করে, নকশা করে নিতে পারেন। কাপড়ের উপর এই ধরনের হ্যান্ড পেইন্ট করা হয় মূলত অ্যাক্রলিক রং দিয়ে। কারন এক্রেলিক রং করলে সেগুলো অনেক দিন পর্যন্ত দীর্ঘস্থায়ী হয়। তো চলুন আজকে আমি আপনাদের সামনে ভিন্ন পদ্ধতিতে কাপড়ের উপর ফুলের তৈরি নকশা করে দেখাবো।
✏ প্রোজেক্ট এর বিষয়✏
😷 হ্যান্ড পেইন্ট ফুলের মাস্ক তৈরি 😷
- সাদা কাপড়
- এক্রেলিক কালার
- তুলি, জিরো সাইজ
- ইংক
- বাইন্ডা
- রঙ রাখার ট্রে
👇 ধাপ ১👇
মাস্ক টা আগে থেকে বানিয়ে নিতে হবে,সাদা কাপড় আর রাবার সুতা দিয়ে মাস্ক টি বানিয়ে নিতে হবে।
তারপর সাদা কাপড়ের উপরে হালকা নীল এক্রেলিক কালার এর সেড দিতে হবে।
👇 ধাপ ২👇
এবারে, সাদা কাপড়ের উপরে হালকা ভাবে, নীল কালার দিয়ে পেন্সিল শেড দিয়ে নিতে হবে।
বাইন্ডা ইনক মিক্স করতে হবে রঙের সাথে। বাইন্ডার দিলে রঙ টেকশই হয়। তাই রঙের সাথে বাইন্ডার মিশিয়ে নিতে হবে।ইনক দিয়ে রঙ টা প্রয়োজনীয় পাতলা করে নিতে হবে।খুব বেশি ঘন করা যাবেনা। খুব বেশি পাতলাও করা যাবে না। মোটামুটি পরিমানে রং করে নিতে হবে।
👇 ধাপ ৩👇
এবার দুপাশে একই রকমভাবে নীল এক্রেলিক কালার এর রং এর সেড হালকা ভাবে দিতে হবে।
👇 ধাপ ৪👇
এবারে মাস্কটির একপাশে ছোট ছোট করে ফুলের নকশা করে নিতে হবে।
👇 ধাপ ৫👇
এক্রেলিক কালার দিয়ে ফুলের মধ্যে ছোট ছোট লতাপাতার, মত করে ডিজাইন করতে হবে।
👇 ধাপ ৬👇
এভাবে মাস্ক টির এক পাশে ধীরে ধীরে নীল কালার দিয়ে ফুলের নকশা গুলো করে নিতে হবে।
👇 ধাপ ৭👇
এবার অন্যপাশে ফুলের উপরে নীল কালারের বর্ডার এঁকে নিতে হবে।
👇 ধাপ ৮👇
ফুলের পাপড়ি গুলোর মাঝখান বরাবর সাদা ফোটা ফোটা দিয়ে নিতে হবে।
👇 ধাপ ৯👇
এবারের মাস্কের দুই পাশে, ফুলের পাশে ফাকা জায়গা গুলোতে গুলো ছোট ছোট করে কেটে নিতে হবে
👇 ধাপ ১০👇
এবারে ২০থেকে ২৫ মিনিট রেখে দিতে হবে শুকানোর জন্য এবং তারপর এটা ব্যবহার করা যাবে। এবার এটা খুবই সুন্দর ভাবে তৈরি হয়ে গেল।এমন সুন্দর ভাবে রঙ ফুটিয়ে তুলতে অনেক দক্ষতার সাথে কাজটা সম্পন্ন করতে হবে।তাহলেই বানানো হয়ে যাবে ফুলের নকশা খচিত মাস্ক।
এতোটা সময় নিয়ে আমার বানানো মাস্ক এর ছবিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।মাস্ক টি কেমন হয়েছে অবশ্যই জানাবেন।আমার পোস্ট গুলা এভাবেই দেখতে থাকুন! দেখতে দেখতে একদিন ভালো লাগা,ভালোবাসা হয়েই যাবে।
আমি মেঘলা!অসাধারণ দের মাঝে অতি সাধারন একজন।আমার প্রিয় শখ হলো-ফুলের বাগান করা,ছবি আকা,ফটোগ্রাফি করা, মনের অনুভূতি গুলো নিয়ে লেখালেখি করা,অবসর সময়ে গান শোনা এছাড়াও আমি ঘুরতে ভীষন পছন্দ করি!জীবন আমাকে সবকিছু দিবেনা,তাই স্বল্প আশায় বাঁচি।আমি নিজেকে নিয়ে অনেক স্বপ্ন দেখি,সেই স্বপ্নগুলা বাস্তবায়িত করতেই আমার এই পথচলা।স্বপ্ন পূরনে ব্যার্থ, হয়তো পিছনে ফিরে গিয়ে শুরুটা পরিবর্তন করতে পারবোনা কিন্তু এখন আবার শুরু করে শেষটা অবশ্যই পরিবর্তন করতে পারবো।
আপনার ক্রিয়েটিভ কাজগুলো সত্যি অসাধারন হয়। আজকেরটাও বেশ হয়েছে দেখতে। মাস্কের উপর খুব সুন্দর করে আর্ট করেছেন। শুভকামনা থাকলো আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বী ভাইয়া, আমি চেষ্টা করেছি নতুন নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হতে। তবে এক্রেলিক কালার দিয়ে কাপড়ের উপরে পেইন্ট করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। এতে অনেক ধৈর্যের দরকার হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম। আপনার কাজ দেখেই বুঝা যাচ্ছিল অনেক সময়সাপেক্ষ ব্যাপার ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যান্ড পেইন্ট করা জিনিস আমার কাছে খুব ভালো লাগে। আপনি খুব সুন্দর আর্ট করেন। আজকে আপনি একটি ভিন্ন রকম পেইন্টিং আমাদের মধ্যে নিয়ে এসেছেন। আপনার মাস্কের উপরে পেইন্টিং খুব সুন্দর হয়েছে। মাস্কটির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছি। একরকম মাস্ক পরতে পরতে একঘেয়েমি চলে আসে। আপনি চাইলে এভাবে পেইন্টিং করে বিভিন্ন ডিজাইনের মাক্স তৈরি করতে পারেন ধন্যবাদ আপনাকে এরকম ইউনিক একটি পোষ্ট করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যান্ড পেইন্ট করা যেকোনো জিনিস আমার নিজের কাছেও খুবই ভালো লাগে এবং মাঝে মাঝে এরকম হ্যান্ড পেইন্ট করতে ভালোবাসি। তবে এটা করতে সময়ের দরকার হয় , সময় না পেলে করতে পারি না। মাস্ক টির উপর ফুলের ডিজাইন করার জন্য মাস্কটি ফুটে উঠেছে। আমাদের অনেক সময় একঘেয়েমি চলে আসে তাই জন্য এ ধরনের ডিজাইন করে। আমরা বিভিন্ন ধরনের মাক্স পরতে পারি, নিজের কাছেও ভালো লাগবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু এটা আপনি কি বানালেন এখন আমাকে একটা দিতে হবে। আমার মাস্ক দেখলে নিতে ইচ্ছা করে বাইরে গেলে আমি মাস্ক কিনি।আমি আর আমার ছেলে দুজনই মাস্ক কেনার জন্য অস্থির থাকি। এখন আমি আপনার এই সুন্দর মাস্কটি কোথায় পাই খুবই চমৎকার হয়েছে ।নীল কিংবা সাদা ড্রেস এর সাথে পড়লে দারুন মানাবে।আপনার মাস্কটির কালার কম্বিনেশনটাও তো দারুন হয়েছে। কত সুন্দর করে আপনি পেন্ট করলেন দেখে তো আমি অবাক হয়ে গেলাম ।আপনি কাছে থাকলে আমি এটা নিয়ে নিতাম আমার কাছে এতো ভালো লেগেছে ।শুভকামনা রইল আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার তো দেখছি আমার মতই স্বভাব। বাইরে গেলেই কোনো নতুন মাস্ক দেখলেই কিনতে ইচ্ছে করে। অনেকগুলো মাস্ক আমার কাছে আছে।এছাড়া নিজেও নিজের ইচ্ছেমত এভাবে পেইন্ট করে মাস্ক বানিয়েছি।আপনাদেরকে দিতে পারলে আমার নিজের কাছে খুবই ভালো লাগতো। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি খুবই দক্ষতার সাথে মাক্স তৈরি করেছেন। আপনার মাক্স তৈরি করা দেখে আমার সত্যিই খুবই ভালো লেগেছে। আমি এটি শিখতে পেরেছি। আপনার উপস্থাপনটি খুব ভাল ছিল। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ, আমার তৈরি মাস্ক টিকে দেখে যে আপনি শিখতে পেরেছেন তাই আমার কাজটি সার্থক হয়েছে মনে হচ্ছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি খুব সুন্দর ভাবে কাজ করতে পেরেছেন আপনি। আমি মনে করি আপনি এত সুন্দর কাজ পারেন আপনি কিনতে চাইলে উদ্যোক্তা এর খাতায় নিজের নাম তুলতে পারেন ।কারন নিজে থেকে কিছু করা কিন্তু খারাপ না আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বি ভাইয়া, ভবিষ্যৎ এরকমই পরিকল্পনা আছে। দেখি কতটা পারি সামনের দিকে অগ্রসর হতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যান্ড পেইন্ট এর বিষয়টা আমার মাথায় ঢুকে না। কিন্তু আপনি খুব নিদারুণভাবে এই পেইন্টের বিষয়টি উপস্থাপন করেছেন। খুব সুন্দর হয়েছে মাস্ক এর উপর ডিজাইনটি।
চাইলে কিন্তু আমার জন্যও একটি মাক্সওয়েল ডিজাইন করে দিতে পারেন, আমি কোন কিছু মনে করব না। হাহাহাহা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যান্ড পেইন্ট বিষয়টা, সবার মাথায় ঢুকবে না। তবে এটা করা অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার। অনেক ধৈর্যের দরকার হয়। নিখুঁতভাবে কাজটি করতে হয়,কাপড়ের উপরে ফুটিয়ে তোলার জন্য।
আচ্ছা আপনি চাইলে, আপনার জন্য আমি একটি মাস্ক ডিজাইন করে দিতে পারি তবে, সেটা আমি আপনাকে রাঙা শুক্রবারে পাঠাবো। আপনি যেন কিছু মনে কইরেন না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি যে সুন্দর আর্ট করতে পারেন এটায় কোন সন্দেহ নেই। মাক্স এর উপর হ্যান্ড পেইন্ট এটা খুবই ইউনিক একটি ব্যাপার। মাক্স টি দেখতে সত্যি অসাধারণ সুন্দর লাগছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি হ্যান্ড পেইন্ট আমাদের মাঝে উপস্থাপন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অনেক ধন্যবাদ, আমার তৈরি মাস্ক টি দেখে এতটা প্রশংসা করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আজকে আপনি ভিন্ন পোস্ট নিয়ে হাজির হয়েছেন আমাদের কাছে। সত্যিই আপনার পোস্ট পেইন্টিং অনেক সুন্দর হয়েছে। আমার কাছে সত্যিই অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপু সুন্দর একটা ডাই আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ, যে আপনার সত্যিই আমার তৈরি মাস্ক টি পছন্দ হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পেইন্ট ফুলের মাস্ক তৈরি " 🌼এক্রেলিক কালার
অসাধারন করেছেন। যুগোপযোগী সময় সাপেক্ষ।অতুলনীয়♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এক্রেলিক কালার করতে আমি খুবই পছন্দ করি। তবে এটা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। অনেক ধৈর্য দরকার হয় এবং এর সাথে অনেক সময়ের প্রয়োজন হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যান্ড পেইন্ট ফুলের মাস্ক তৈরি করেছেন দারুন হয়েছে আপু ভালো বুদ্ধিই কাটিয়েছেন। আমার অনেক পছন্দ হয়েছে। আপনার প্রশংসা করতে হয় এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইলো
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া, আমি চেষ্টা করেছি মাস্ক টিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য। আপনার ভালো লেগেছে জেনে,খুশি হলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাতে পেন্টিং করা জিনিস গুলো দেখতে আসলেই খুবই সুন্দর হয়।আপনার এটাও দেখতে দারুন লাগছে।
মাস্ক টা আমাক দিয়ে দেন আপু😬🙏খুব পছন্দ হইছে আমার।
আপনার গুছিয়ে উপস্থাপন আরো বেশি ভালো লাগলো।প্রতিটা ধাও সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভ কামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেষ্টা করেছি, হ্যান্ড পেইন্ট করে মাস্ক টা খুবই সুন্দর ভাবে তৈরি করতে। তো আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার এতটা ভালো লেগেছে যখন নিতে চাচ্ছেন, তাহলে দিয়ে দিলাম নিয়ে নেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিকাশে দিয়ে দেন😶🙏😬
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আচ্ছা ঠিক আছে! আমি পাঠিয়ে দিচ্ছি! 😁
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার হ্যান্ড পেইন্ট করা মাস্ক টি খুবই সুন্দর ও মনোমুগ্ধকর হয়েছে। সম্পূর্ণ নতুন ধরনের ইউনিক পোস্ট, উদ্যোক্তা গামী একটি কারুকার্য। দেখে অনেক ভালো লেগেছে আমার কাছে। শুভকামনা রইল আপু আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যান্ড পেইন্ট ফুলের মাস্ক তৈরি অনেক সুন্দর ভাবে কাজটি সম্পন্ন করেছেন। আপনার কাজগুলো আমার খুবই ভালো লাগে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল আপু
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি খুবই সুন্দর ভাবে একটি ফুলের মাক্স তৈরি করেছেন মাক্স টিতে যে ফুল আপনি এঁকেছেন সেটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে আপনার পেইন্টিংয়ের হাত অনেক সুন্দর দেখেই বোঝা যাচ্ছে যদিও পেইন্টিং করতে অনেক সময় লেগে গেছে তারপরেও আপনি অনেক ধৈর্য্য সহকারে সুন্দরভাবে পেইন্টিং সম্পন্ন করেছেন দেখে খুবই ভালো লাগছে এত সুন্দর একটি পেইন্টিং আমাদের সবার মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও আপু মাক্স এর ভিতর যে ফুলের মাক্স তৈরি করেছেন অসাধারণ হয়েছে।
অনেক সুন্দর উপস্থাপনা ছিল শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit