🥗রেসিপি : 😋"বেগুন দিয়ে রুই মাছ" রান্না🐟 || ১০% বেনিফিশিয়ারি @shy-fox ||🦊

in hive-129948 •  3 years ago 
রবিবার
৭ (নভেম্বর)

🤗আসসালামু আলাইকুম🤗

হ্যালো বন্ধুরা, রুই মাছ আমাদের সবার প্রিয় খাবার।এটা অনেক সুস্বাদু, খুবই মজাদার।ছোট বড় সকলের কাছেই অনেক মুখরোচক। মাছ প্রেমীরা সকলেই রুই মাছের স্বাদে মুগ্ধ হয়ে যায়। আমার কাছে খুবই ভালো লাগে রুই মাছ। বিশেষ করে, যদি বেগুন দিয়ে রুই মাছ রান্না হয় তাহলে মাছের স্বাদটা আরো বেশি বেড়ে যায়। রুই মাছ আর বেগুন একত্রে যখন রান্না হয় তখন এর স্বাদ টা আলাদা মজাদার হয়ে যায়।আর শীতের সময় বেগুন দিয়ে রুই মাছ, খাওয়া মানে খাবারের স্বাদ মুখে লেগে থাকবেই। আজকে রুই মাছ রান্না করবো। তো চলুন শুরু করা যাক।

🍜রেসিপি নাম🍜

🥗বেগুন দিয়ে রুই মাছ রান্না🥗

CollageMaker_20211107_204734965.jpg
20210917_091016-1.png

↘উপকরন↙

IMG-20211024-WA0016-1-1.jpg

  • রুই মাছ
  • বেগুন
  • কাচা মরিচ
  • পেয়াজ কুচি
  • রসুন বাটা
  • জিরা
  • হলুদ গুড়া
  • মরিচ গুড়া
  • লবন
  • সয়াবিন তেল
    20210917_091016-1.png

    👇ধাপ ১👇

IMG-20211024-WA0018-1.jpg
প্রথমে রুই মাছটিকে সুন্দরভাবে সাইজ করে কেটে নিতে হবে। তারপর, পিচ করে কেটে রাখা মাছের মধ্যে লবণ মিশিয়ে দিয়ে। পরিষ্কার পানি দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে ধুয়ে নিতে হবে।মাছের পানি ঝরিয়ে নিতে হবে।
20210917_091016-1.png

👇ধাপ ২👇

IMG-20211024-WA0022.jpg
এবার একটি কড়াইতে তেল গরম করতে দিতে হবে। তারপর রুই মাছের মধ্যে লবণ এবং হলুদ গুড়া দিয়ে মাখিয়ে ভাজার জন্য প্রস্তুত করে নিতে হবে।
20210917_091016-1.png

👇ধাপ ৩👇

IMG-20211024-WA0011.jpg
এবার তেল টা যখন গরম হয়ে উঠবে, তখন গরম তেলের মধ্যে। আগে থেকে প্রস্তুত করে রাখা লবণ ও হলুদ দিয়ে মাখানো রুই মাছের টুকরোগুলো ছেড়ে দিতে হবে।20210917_091016-1.png

👇ধাপ ৪👇

IMG-20211024-WA0014.jpg
এবার রুই মাছের টুকরোগুলো কে ধীরে ধীরে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ব্রাউন কালার হয়ে আসলে ভাজা শেষ হবে।20210917_091016-1.png

👇ধাপ ৫👇

IMG-20211024-WA0001-1.jpg
এবার অন্য একটি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিতে হবে। তারপর গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি এবং জিরা দিয়ে নিতে হবে।
20210917_091016-1.png

👇ধাপ ৬👇

এবার লবণ, হলুদ গুড়া, মরিচ গুঁড়া এবং রসুন বাটা গরম তেলের মধ্যে ঢেলে দিয়ে কিছুক্ষন নাড়াচাড়া শুরু করতে হবে।

👇ধাপ ৭👇

IMG-20211024-WA0026.jpg
এরপর মসলার মধ্যে বেগুনের টুকরোগুলো দিয়ে দিতে হবে। এরপর কিছুক্ষন ঢেকে রাখতে হবে। এরপর বেগুন থেকে পানি ঝরে মশলার সাথে মিশে বেগুন সিদ্ধ হয়ে যাবে।
20210917_091016-1.png

👇ধাপ ৮👇

IMG-20211024-WA0007.jpg
তারপর, ঢাকনা তুলে বেগুনগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে!
20210917_091016-1.png

👇ধাপ ৯👇


IMG-20211024-WA0005.jpg
যখন মশলাগুলো শুকিয়ে বেগুনের সাথে লেগে লেগে যাবে সেই মুহুর্তে বেগুন টা হয়ে যাবে।
20210917_091016-1.png

👇ধাপ ১০👇

IMG-20211024-WA0030-1.jpg
তারপরে শুকিয়ে যাওয়া বেগুন গুলোর মধ্যে, পরিমাণমতো ঝোলের পানি দিয়ে দিতে হবে।
20210917_091016-1.png

👇ধাপ ১১👇


IMG-20211024-WA0019-1.jpg
তারপর কিছুক্ষণ জ্বাল দিতে হবে,ঝোল এর পানি ফোটাতে হবে।।20210917_091016-1.png

👇ধাপ ১২👇

IMG-20211024-WA0002-1.jpg
এরপরে ঝোলের পানি ফুটে উঠলে, সেই মুহুর্তে আগে থেকে ভেজে রাখা, রুই মাছের টুকরো গুলো দিতে হবে। 20210917_091016-1.png

👇ধাপ ১৩👇


IMG-20211024-WA0013-1.jpg
এরপর রুই মাছ গুলো কিছু সময় ধরে জ্বাল দিতে হবে।20210917_091016-1.png

👇ধাপ ১৪👇

IMG-20211024-WA0006.jpg
এরপর ঝোল এর পানি শুকিয়ে আসলে,তখন মাছটি রান্না হয়ে যাবে।20210917_091016-1.png

👇ধাপ ১৫👇

IMG-20211024-WA0021.jpg
সবশেষে, রান্না করা মাছটিকে কড়ায় থেকে নামিয়ে তারপর একটি পাত্রে ঢেলে পরিবেশন করতে হবে।এইতো তৈরি হয়ে গেলো বেগুন দিয়ে রুই মাছের তরকারি।
20210917_091016-1.png

🧐এতক্ষন সময় নিয়ে আমার "রুই মাছ রান্নার" রেসিপিটি পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। 🤩রেসিপিটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না।😌
Banner.png
20211103_015444-1.png
আমি মেঘলা!অসাধারণ দের মাঝে অতি সাধারন একজন।আমার প্রিয় শখ হলো-ফুলের বাগান করা,ছবি আকা,ফটোগ্রাফি করা, মনের অনুভূতি গুলো নিয়ে লেখালেখি করা,অবসর সময়ে গান শোনা এছাড়াও আমি ঘুরতে ভীষন পছন্দ করি!জীবন আমাকে সবকিছু দিবেনা,তাই স্বল্প আশায় বাঁচি।আমি নিজেকে নিয়ে অনেক স্বপ্ন দেখি,সেই স্বপ্নগুলা বাস্তবায়িত করতেই আমার এই পথচলা।স্বপ্ন পূরনে ব্যার্থ, হয়তো পিছনে ফিরে গিয়ে শুরুটা পরিবর্তন করতে পারবোনা কিন্তু এখন আবার শুরু করে শেষটা অবশ্যই পরিবর্তন করতে পারবো।

20210902_020227-1.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু আপনি আজকে আমার খুব প্রিয় একটি রেসিপি শেয়ার করেছেন। আমার রুই মাছ অনেক বেশি প্রিয়। তার কারণ এই বড় রুই মাছ গুলোতে খুব একটা বেশি কাটা থাকেনা। আর স্বাদ টাও খুব মজার। সেই সাথে বেগুন দিলে তো একেবারে কোনো কথাই নেই। সব মিলিয়ে জাস্ট ওয়াও।

জি আপু, একদমই তাই মাছের কাটা থাকলে সেই মাছগুলো আমি খেতে পারি না।কিন্তু, যে মাছ কাটা কম এরকম বড় বড় রুই মাছ গুলোকে খুব সহজে খাওয়া যায় এবং অনেক সুস্বাদু লাগে।

আপনি অনেক সুন্দর একটা রেসিপি আমাদেরকে উপহার দিয়েছেন। বেগুন দিয়ে রুই মাছ রেসিপি। বেগুন দিয়ে রুই মাছ রেসিপি খুবই সুস্বাদু হয়। এমনকি অনেক অনেক বেশি ভালো লাগে। আপনার রেসিপি উপকরণ গুলো খুব সুন্দর করে দিয়েছেন। এবং আপনি ধাপে ধাপে আপনার রেসিপিটি আমাদেরকে দেখিয়েছেন। আমাদের সাথে এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

বেগুন দিয়ে রুই মাছ রান্না অনেক মজা। ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর মন্তব্য করার জন্য।

বেগুন দিয়ে আপনি খুবই সুন্দর রুই মাছের তরকারি রান্না করেছেন।আমার কাছে আপনার তরকারিটা খুবই ভালো লেগেছে।কালারটা দারুন হয়েছে।প্রতিটি ধাপ চমৎকার করে দেখিয়েছেন যা দেখে খুব সহজেই আমি রান্না করে ফেলতে পারবো।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

আসলেই আপু রান্নার কালারটা এতটা সুন্দর হয়েছে যে খাবার এর স্বাদ টা অনেকটাই বেড়ে গেছে। তো সবমিলিয়ে খুবই মজাদার ছিল রুই মাছের সাথে বেগুন দিয়ে রান্না তরকারি টা,একবার খেলে বুঝতে পারতেন।

আপনার বেগুন দিয়ে রুই মাছের রেসিপি আমার খুব প্রিয় একটি খাবার। আর দেখে মনে মাঝে একটা লোভনীয় লোভনীয় ভাব চলে আসলো। তাই এই রকম পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।

বেগুন দিয়ে রি মুছ রান্না,এটা সবার কাছে অনেকটাই প্রিয় আর এটার স্বাদ অনেক বেশী। এরকম কিছু খাবার মাঝে মাঝে সবার মাঝে আনলে, সবারই ভালো লাগবে।

সবজি দিয়ে আমি মাছ খুব একটা বেশি রান্না করি না। কিন্তু কখনো যদি সবজি দিয়ে রান্না করি সেটি আলু বেগুন দিয়ে হয়। আপনার আজকের আলু বেগুন দিয়ে রুই মাছ রান্না টা দেখে খুব লোভ লাগছে। আপনার রান্নার পদ্ধতি দেখেই বোঝা যাচ্ছে যে খাবারটা কত সুস্বাদু হয়েছিল ।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

জি আপু, সাধারণত সবজি দিয়ে মাছ আমিও তেমন একটা রান্না করি না। তবে মাঝে মাঝে খাবারের ভিন্নতা আনার জন্য সবজি দেওয়া হয়। তখন বেগুন, আলু অথবা ফুলকপি এগুলো দিয়ে আমি রান্না করি। বেগুনের সাথে রুই মাছ রান্না টা অনেক মজা লাগছে।

বেগুন দিয়ে রুই মাছ আমার খুব প্রিয় একটি খাবার। গরম ভাতের সাথে বেগুন দিয়ে রুই মাছ রান্না খেতে খুবই ভালো লাগে। আপনার রান্নাটা দেখে বোঝা যাচ্ছে এটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য আপু।

জ্বী ভাইয়া, আপনি ঠিকই ধরেছেন! রুই মাছ বেগুন দিয়ে রান্না করার পর, এটা গরম ভাত দিয়ে খাইছি। কি যে মজা লাগছিল ভাইয়া! বলে বুঝাতে পারব না।☺

বেগুন দিয়ে রুই মাছ ওয়াও আমার খুবই পছন্দের একটি খাবার ।আমি প্রায়ই বেগুন ও আলু দিয়ে রুই মাছ রান্না করে খাই আমার কাছে খুবই ভালো লাগে। আপনার তরকারির কালারটা অসাধারণ হয়েছে একেবারে টকটক করছে কালারটা ।মনে হচ্ছে খুবই মজা হয়েছে খাবারটা। গরম ভাত দিয়ে খেতে খুবই মজা লাগবে ।অনেক ধন্যবাদ আপু মজার একটি খাবারের রেসিপি শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

জি আপু, এরকম টকটকে কালারের রুই মাছ রান্না খেতে তো ভালো লাগবেই। অনেক মজা হয়েছে আপনাদের দাওয়াত রইলো।

আপনার তৈরীকৃত রেসিপি টি দেখতে অনেক লভোনিও এবং সুন্দর লাগছে।ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি আমদের মাঝে শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ ভাইয়া, আমি চেষ্টা করেছি অনেক সুন্দর ভাবে রুই মাছ দিয়ে বেগুন রান্নার রেসিপি তৈরি করতে এবং খেতেও অনেক মজা হয়েছে।

অনেক সুন্দর হয়েছে আপনার রুই। দিয়ে বেগুনের তরকরি টা রেসিপি টি।দেখেই জিভে জল এসে গেল।আপনি প্রতেকটা ধাপ খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইলো ।😊

জি আপু, রুই দিয়ে বেগুন রান্নার পর,এতটাই খেতে মজা হয়েছিল যে সেই আনন্দে ধাপে ধাপে খুবই সুন্দরভাবে উপস্থাপন করে দিয়েছি। যেন যে কেউ চাইলেই খুব সহজেই বানিয়ে খেতে পারে।

রুই মাছ আমার প্রিয় মাছ আর রুই মাছ দিয়ে বেগুনের ঝোল এটি আরো সুন্দর। কারণ যেকোনো ধরনের ঝোল রেসিপি স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর আপনার প্রতিটি রেসিপি অসাধারণ। শুভ কামনা রইলো।

ধন্যবাদ আপু, আমি চেষ্টা করি প্রতিটা রেসিপি খুবই সুন্দরভাবে তৈরি করার।যেন কেউ চাইলে রেসিপি টি করলে তাদের অনেক বেশি মজা লাগে।

জি আপু এটা ঠিক বলেছেন।

আপনার রুই মাছের রেসিপি টি অসাধারণ হয়েছে। দেখে মুখে পানি চলে আসলো। খুব সুন্দর হয়েছে আপনার রেসিপি তৈরি টি ধাপে ধাপে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। যা আমার কাছে খুব ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া! আমি অনেক সুন্দর ভাবে রান্না টা করেছি। অনেক মজা হয়েছে খেতে।

বেগুন দিয়ে রুই মাছের রেসিপিটি অনেক সুস্বাদু হয়। আমার কাছে অনেক ভালো টেস্ট লাগে। আপনার রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল। উপস্থাপনা ও বেশ ভালো ছিলো। শুভেচ্ছা রইলো

ধন্যবাদ দাদা! রুই মাছ রান্নাটি খুবই সুস্বাদু হয়েছিলো।আপনি এটি বুঝেছেন এর জন্য আমার কাছে খুবই ভালো লাগছে।