কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন।আমার কাছে আইফোন খুব ভালো লাগে। সেই ছোটবেলা থেকেই ইচ্ছে নিজের একটা আইফোন থাকবে।কিন্তু,আইফোন চাইলেই তো পাওয়া যাবেনা।এটা অনেকের কাছে শুধুই স্বপ্ন।আমার কাছেও তেমনি স্বপ্নের ফোন "কিডনী ফোন" নামে ক্ষ্যাত এই আইফোন।তবে আইফোন কিনতে পারি নাই বলে তো মন বোঝানো যায়না। সেজন্য ভাবলাম একটা আইফোন আমি নিজেই নাহয় বানিয়ে নিবো।সেই চিন্তা নিয়ে শুরু করে দিলাম আইফোন বানানো। আইফোন বানানোর পদ্ধতি গুলো আপনাদের মাঝে শেয়ার করবো।তো চলুন শুরু করা যাক।
🔖প্রজেক্ট এর নাম🔖
📱আইফোন ১২ প্রো ম্যাক্স📱
- সাদা কাগজ
- পেন্সিল 2B
- স্কেল
- রাবার
- পেন্সিল কাটার
- রঙিন কাগজ
- কাচি
- আঠা
👇 ধাপ ১👇
প্রথমে সবুজ কাগজ নিয়ে ৮×১৬ সে:মি: অনুপাতে পেন্সিল দিয়ে মার্ক করে কাচি দিয়ে কেটে নিতে হবে।
👇 ধাপ ২👇
এবার সেই সবুজ কাগজ টিকে মোবাইল এর মতো করে সাইজ করার জন্য কাগজটির চারপাশে চারকোনা কেটে নিতে হবে।
👇 ধাপ ৩👇
এবার সবুজ কাগজ নিয়ে দুটি ২×১৪ সে:মি: করে লম্বা ভাবে কেটে নিতে হবে।এরপর আরো দুটো সবুজ কাগজ নিয়ে ২×৬ সে:মি: সাইজ করে কেটে নিতে হবে।
👇 ধাপ ৪👇
এবার কাগজ গুলার দুইপাশে কাগজ কিছুটা ভাজ করে উচু করে নিতে হবে।
👇 ধাপ ৫👇
এবার আগে থেকে মোবাইল সাইজ করে কেটে নেওয়া ব্যাকপার্ট টার উপর আঠা লাগিয়ে নিতে হবে।
👇 ধাপ ৬👇
এরপর উচু ভাজ করে নেওয়া লম্বা কাগজ গুলা মোবাইল এর দুই পাশে দৈর্ঘ্য বরাবর আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে।তেমনি ভাবে প্রস্থ বরাবর দুটি উচু ভাজ করে নেওয়া কাগজ গুলা আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে।
👇 ধাপ ৭👇
এবার মোবাইল এর ব্যাকপার্ট এর উপরের পাশে কোনায় মোবাইল এর তিনটি ক্যামেরা কালো করে কলম দিয়ে একে নিতে হবে।
👇 ধাপ ৮👇
এবার একটি এপল লোগো সাইজ করে কেটে নিয়ে মোবাইল এর ব্যাকপার্ট এ মাঝবরাবর বসিয়ে দিতে হবে।সেই সাথে ক্যামেরার পাশে একটি ফ্লাশ লাইট হিসেবে সাদা টুকরো কাগজ গোলাকার আকৃতিতে কেটে নিয়ে আঠা দিয়ে বসিয়ে দিতে হবে।
👇 ধাপ ৯👇
এবার সাদা কাগজ নিয়ে তারা আকৃতিতে কেটে নিতে হবে কিছু কাগজ।
👇 ধাপ ১০👇
এবার সাদা তারাগুলি উপর চোখ এবং ঠোট একে নিতে হবে কলম দিয়ে।
👇 ধাপ ১১👇
এবার আঠা দিয়ে গোলাপি কাগজ এর উপর তারাগুলি বসিয়ে দিতে হবে।
👇 ধাপ ১২👇
তাহলেই তৈরি হয়ে যাবে আকর্ষনীয় লুকের দূর্দান্ত ফোন (আইফোন ১২ প্রো ম্যাক্স)।
🤓এতোটা সময় নিয়ে আমার বানানো 'আইফোন' টি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।🤗আইফোনটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন।🙄আমার পোস্ট গুলা এভাবেই দেখতে থাকুন! 👀দেখতে দেখতে একদিন ভালো লাগা,ভালোবাসা হয়েই যাবে।🥴
আমি মেঘলা!অসাধারণ দের মাঝে অতি সাধারন একজন।আমার প্রিয় শখ হলো-ফুলের বাগান করা,ছবি আকা,ফটোগ্রাফি করা, মনের অনুভূতি গুলো নিয়ে লেখালেখি করা,অবসর সময়ে গান শোনা এছাড়াও আমি ঘুরতে ভীষন পছন্দ করি!জীবন আমাকে সবকিছু দিবেনা,তাই স্বল্প আশায় বাঁচি।আমি নিজেকে নিয়ে অনেক স্বপ্ন দেখি,সেই স্বপ্নগুলা বাস্তবায়িত করতেই আমার এই পথচলা।স্বপ্ন পূরনে ব্যার্থ, হয়তো পিছনে ফিরে গিয়ে শুরুটা পরিবর্তন করতে পারবোনা কিন্তু এখন আবার শুরু করে শেষটা অবশ্যই পরিবর্তন করতে পারবো।
আমি কালকেই একটি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স কিনে আনব। আপনি আমাদেরকে খুব সহজে আইফোন বানানো শেখালেন। আমি ধন্য হয়ে গেলাম। আপনার প্রতি আমি চির কৃতজ্ঞ। আহ এবার আমি আইফোন বানিয়ে নিজের পকেটে নিয়ে ঘুরতে পারবো। ভাবতেই অবাক লাগে।
যাইহোক আপনাকে জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি কি সত্যই কিনবেন আইফোন ১২ প্রো ম্যাক্স নাকি আমার মতো গোলাপি কাগজের আইফোন! 😒😯
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওই হলো,
একটা কিনলেই হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওহ আচ্ছা তাহলে আমার মোবাইল সপ এ এসে নিয়ে যাবেন। দামে কম মানে ভালো ( রঙিন কাগজের আইফোন)! বেশি না মাত্র ১০০০০ টাকা দিলেই পেয়ে যাবেন।
আমি তো ১,০০০০০ থেকে এক শুন্য বাদ নিয়েই দিবো আপনাকে! মাত্র ১০,০০০ টাকায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও কি মিষ্টি একটা কাজ। আমার খুব ভালো লেগেছে দিদি। এরকম কাজ করলে মনটাও অনেক খুশি খুশি লাগে । হিহিহিহি। হালকা গোলাপি রং টা আমার বেশি পছন্দ হলো। যদিও দুই টাই ভালো লাগছে। 🥰
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম আমারো খুবই পছন্দ লেক গ্রিন আর গোলাপি তাই ২কালার এর কম্বিনেশনে আমার স্বপ্নের আইফোন বানিয়ে নিলাম 😎
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কাগজের তৈরি আইফোন ১২ প্রো ম্যাক্স খুবই দক্ষতা ও নিখুঁত ভাবে তৈরি করেছেন। দেখতে অসাধারণ লাগছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া আমি চেষ্টা করেছি। আপনাদের ভালো লাগায় আমার কাজটি সার্থক হয়েছে। ☺
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ আপু আপনি একটি ইউনিক জিনিস অঙ্কন করেছেন। তা বেশ ভালো হয়েছে। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর ছিল ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ! আমার বানানো আইফোন টা আপনার ভালো লেগেছে সেটা আমার কমেন্ট এ প্রকাশ করার জন্য।☺
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হা হা অনেক ইউনিক একটা আইডিয়া ছিলো। বাস্তবিক অর্থে আইফোন 12 না হয় নাই কিনতে পারি তাই বলে কি আমাদের সখ আহ্লাদ নেই। আমাদের মনের কথাটা আপনি ঠিকই ধরতে পেরেছেন আপু তাই তো আমাদের জন্য বাজারে কাগজের নতুন আইফোন 12 নিয়ে এসেছেন। অনেক সুন্দর করেছেন আপু শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম, আমার মতো যাদের স্বপ্ন মনের মধ্যে সীমাবদ্ধ তাদের জন্য দারুন অফার নিয়ে হাজির হয়েছি।এখন থেকে শখ আহ্লাদ নিজেই পূরন করতে হবে।মানুষ তার স্বপ্নের সমান বড়।যায়হোক আপনার যদি এমন আইফোন লাগে আমার সপে চলে আসবেন, খুব অল্প দামে পেয়ে যাবেন।দামে কম মানে ভালো (রঙিন কাগজের আইফোন)।বর্তমানে ২ টা কালার ভেরিয়েন্ট এ পাওয়া যাচ্ছে লেক গ্রিন,গোলাপী কালার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কিছু ইচ্ছে চাইলেও পূরণ করা সম্ভব হয়না। আমারও খুব ইচ্ছে একটি আইফোন ব্যবহার করা। সেই ইচ্ছে পূরণ করা বড় কঠিন।তবে আপনার তৈরি করা রঙিন কাগজ দিয়ে আইফোন দেখে আমার খুবই ভালো লেগেছে।দক্ষতা এবং ধৈর্য সহকারে আপনি এই আইফোন রঙিন কাগজ দিয়ে তৈরি করেছেন দেখে বোঝা যাচ্ছে। দিদি আইফোন তৈরীর প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ দিদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ দিদি! আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতো। জানিনা আপনাদের কেমন লাগছে। তবে সবার এতো প্রশংসা শুনে মনে হচ্ছে কিছুটা হলেও আমি আইফোন বানাতে পেরেছি।😇
আপনার ইচ্ছে ছিলো কিনতে পারেন নাই তো কি হইছে। আমার কাছে চলে আসবেন আমি এরকম রঙিন আইফোন ইন্সট্যান্ট বানিয়ে দিবো আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ বাহ বাহ!!! এতো দেখছি সত্যি সত্যি আইফোনের মতো। যদিও আইফোন কিনার সামর্থ্য নেই। তবে কাগজের তৈরি আইফোনটা বেস্ট ছিল। দেখে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমারও তো সামর্থ নাই।কিন্তু, তাই বলে কি স্বপ্ন দেখা ছেড়ে দিবো।ভাবলাম কিনতে পারবো তো কি হইছে নিজেই একটা বানিয়ে নিবো।😇
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কি বলবো, আপনার কাজটি অনেক কিউট, খুব ভাল্লাগছে।
এত সুন্দর করে যে আইফোন বানাইলেন, আমি পুরো ফ্যান হয়ে গেলাম আপনার। অনেক অনেক শুভ কামনা রইলো ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম! আসলে নিজের তো আইফোন নাই।তাই এরকম রঙিন কাগজ দিয়ে একটা আইফোন নিজেই বানিয়ে নিলাম! 😞
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো করেছেন, সম্মুখ শান্তনা এর থেকে ভালো হয় না। হিহিহি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও আপু আমি তো মনে করছি, পুরা সত্যি আইফোন।
যাইহোক অসাধারণ হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্বপ্নের ফোন বানিয়েছি! এজন্যই এমন ভাবে বানিয়েছি যেন দেখেই মনে হয় সত্যি আইফোন! ☺☺
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিকাছে আপু চালিয়ে জান আরো ভালো কিছু হবে ইনশাআল্লাহ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আরে বাফরে বাফ😱 দারুন তো। আই ফোন কেনার দরকার নাই। এভাবে একটা কাগজ বানায়ে আমার ফোনের ব্যাকপার্ট এ লাগিয়ে রাখবো 😃😃
অসাধারণ প্রতিভার অধিকারী আপনি। ম্যালা বুদ্ধি আপনার। শুভকামনা রইলো আপনার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেখলে হবে খরচা আছে! 😎 আমি আইফোন কিনতে না পারলেও নিজেই আইফোন বানাতে পারি!😌
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার একটা বানায়ে দিয়েন😍
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আচ্ছা তাহলে আমি একটা বানিয়ে দিবো! ☺😎
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এডভান্স ধন্যবাদ 😍😍
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কাগজের তৈরি আইফোন ১২ প্রো ম্যাক্স এত সুন্দর ভাবে আপনি কাজটি সম্পন্ন করেছেন। আমি ভাবলাম আর কিনবোনা আপনার এই টাই নেবো। 🤭অনেক ভাল ছিল আপু ।অনেক সুন্দর ভাবে প্রতিটি ধাপ আপনি উপস্থাপনা করেছেন। দেখার মত ছিল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম স্বপ্নের ফোন তাই এমন ভাবে বানিয়েছি যেন দেখামাত্রই আইফোনের মতো সবার নেওয়ার জন্য মনটা ছু ছু করে! 😎
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাহা👌
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হে হে হে হে, আপনি অনেক মজার মানুষ 😂😂
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit