✏DIY- Project এসো নিজে করি:🍁 " ম্যাপল পাতা মান্ডালা " 🍁অংকন || ১০% বেনিফিশিয়ারি @shy-fox ||🦊

in hive-129948 •  3 years ago 
শুক্রবার
২৯ ( অক্টোবর)

🙂আসসালামু আলাইকুম🙂

আজকে আমি একটি মান্ডালা অংকন করবো।মান্ডালা ডিজাইন আমার কাছে খুবই মনোমুগ্ধকর লাগে। নিখুতভাবে এই মান্ডালার ডিজাইন করা হয়।যেকোনো বিষয় এর উপর মান্ডালা অংকন করা যায়।যদি কেউ দক্ষতার সাথে মান্ডালা আর্ট করতে পারে সে চাইলে মনের মতো করে নানান বিষয় এই মান্ডালার মাধ্যমে ফুটিয়ে তুলতে পারে।এখানে ছোট ছোট নকশা একত্রে মিলিত হয়ে একটা দূদার্ন্ত নকশা দৃশ্যমান হয়।এই মান্ডালা অংকন করতে প্রচুর ধৈর্য্য লাগে।ম্যাপল পাতা আমার কাছে সেই ছোট থেকেই খুবই পছন্দের। তবে আমি এই কমিউনিটি তে আমার পরিচিতি হিসেবে ম্যাপল পাতার লোগো পেয়ে খুবই আনন্দিত। সেই আনন্দ উপভোগ করতে, আজকে আমি একটা ম্যাপল পাতার মান্ডালা অংকন করবো।প্রথমেই মনের মধ্যে ভেবে ভেবে একটা নকশা তৈরি করেছি এর পর এটাকে অংকন করে ফুটিয়ে তুলেছি।
তো চলুন শুরু করা যাক।

🎨অংকন এর বিষয়🎨

🍁ম্যাপল পাতা মান্ডালা আর্ট 🍁

IMG_20211018_150254-1.jpg

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png


👌উপকরন👌


received_1051307679044766.jpeg

  • সাদা কাগজ
  • পেন্সিল 2B, HB.
  • স্কেল
  • রাবার
  • কালো বলপেন
  • পেন্সিল কাটার

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png


👇 ধাপ ১👇


received_607844227189113.jpeg
প্রথমে HB পেন্সিল দিয়ে, ম্যাপল পাতার আকৃতি অনুযায়ী পাতার চারপাশের পত্রকিনারার বর্ডার একে নিতে হবে।
Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png


👇 ধাপ ২👇


received_2745771652382253.jpeg
এবার HB পেন্সিল দিয়ে পাতার মধ্যে লম্বা ভাবে কিছু দাগ টেনে দিতে হবে। এইগুলা হলো পাতার মধ্যশিরা, পেন্সিল দিয়ে একে নিতে হবে।Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png


👇 ধাপ ৩👇


1635445073930_received_1045619112923555.jpeg
এবার পাতার মধ্যে শিরা,উপশিরা গুলো পেন্সিল দিয়ে একে নিতে হবে।তারপর কালো কলম দিয়ে গাঢ়ভাবে প্রতিটি দাগ একে নিতে হবে।Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png


👇 ধাপ ৪👇


3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpwU1aGeirVLHrJ6TTiUCjCzRWwLmjkAoKum6LFeewxZguf5mMi3JFZR9yFmakvffE9zVo5ukZkSa35zic3vgLYD8jSExRuKyzhwp68e-1.jpg
এবার পাতার উপরের দিকে ডিজাইন একে নিতে হবে।ছোট ছোট করে নকশা গুলা করতে হবে।Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png


👇 ধাপ ৫👇


received_587443985790534.jpeg
এবারে পাতার পত্রবৃন্ত একে নিয়ে এর মধ্যে কলম দিয়ে নকশা আকিয়ে নিতে হবে।Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png


👇 ধাপ ৬👇


1635445084186_received_477411256760137.jpeg

তারপর পাতার বিভিন্ন দিকে বিভিন্ন রকম ভাবে নকশা করতে হবে।
Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png


👇 ধাপ ৭👇


IMG_20211018_150254.jpg
ধীরে ধীরে ম্যাপল পাতার প্রতিটা অংশজুড়ে বিভিন্ন রকম নকশা আকিয়ে নিতে হবে। খুব আস্তে আস্তে নকশা গুলা করবেন ভুল হলে নকশা খারাপ হয়ে যাবে।সতর্কতার সাথে নকশা আকাতে হবে।তাহলেই তৈরি হয়ে যাবে দারুন দেখতে ম্যাপল পাতার মান্ডালা।
Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

🧐এতোটা সময় নিয়ে আমার আকানো মান্ডালার ছবিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।🤨মান্ডালার ছবিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন।আমার পোস্ট গুলা এভাবেই দেখতে থাকুন!👀 দেখতে দেখতে একদিন ভালো লাগা,ভালোবাসা হয়েই যাবে।🙄

Banner.png

20210902_020400-1.png

Screenshot_2021-09-02-01-33-35-1-1.png

20210902_022200-1.png
আমি মেঘলা!অসাধারণ দের মাঝে অতি সাধারন একজন।আমার প্রিয় শখ হলো-ফুলের বাগান করা,ছবি আকা,ফটোগ্রাফি করা, মনের অনুভূতি গুলো নিয়ে লেখালেখি করা,অবসর সময়ে গান শোনা এছাড়াও আমি ঘুরতে ভীষন পছন্দ করি!জীবন আমাকে সবকিছু দিবেনা,তাই স্বল্প আশায় বাঁচি।আমি নিজেকে নিয়ে অনেক স্বপ্ন দেখি,সেই স্বপ্নগুলা বাস্তবায়িত করতেই আমার এই পথচলা।স্বপ্ন পূরনে ব্যার্থ, হয়তো পিছনে ফিরে গিয়ে শুরুটা পরিবর্তন করতে পারবোনা কিন্তু এখন আবার শুরু করে শেষটা অবশ্যই পরিবর্তন করতে পারবো।

20210902_020227-1.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার পাতার ম্যান্ডেলা অনেক সুন্দর হয়েছে আর বিশেষ করে কালারটি যে নিখুঁত ভাবে করেছেন তাতে ম্যান্ডেলাটি ফুটে উঠেছে।

হ্যাঁ আপু মান্ডালা অঙ্কন করতে অনেক ধৈর্যের দরকার হয়েছে অনেক সময় ব্যয় হয়েছে, তারপর ধীরে ধীরে আঁকানো শেষ হলে আরো গাড়ভাবে কালারটি করায় মান্ডালা টি আরো বেশি ফুটে উঠেছে

জি আপু আসলেই আপনার ম্যান্ডেলা টা অনেক সুন্দর হয়েছে।

অসাধারন হয়েছে মেন্ডালাটি।।মেন্ডালা আকতে অনেকটা পরিশ্রম প্রয়োজন জা আপনি করেছেন।অসাধারন হয়েছে আপু।খুব সুন্দর ভাবে ধাপ গুলো উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো।

আপনি একদম ঠিক কথা বলেছেন, মান্ডালা আঁকতে খুব পরিশ্রম করতে হয়েছে। খুবই সুন্দরভাবে ধাপে ধাপে কাজটি করেছি।

এই ম‍্যাপল পাতাটা আগে দেখাছি কীনা বুঝতেছি না। তবে অপরিচিত মনে হচ্ছে। ম‍্যাপল পাতাটা দেখতে দারুন। আমার কাছেও ভালো লাগে। এবং আপনার মান্ডালা আর্টটা খুব সুন্দর হয়েছে। এই বিষয়ে আগেও আপনার দক্ষতার পরিচয় পাওয়া গেছে। খুব ভালো ছিল কাজটা।

জি, ম্যাপল পাতা আমি সেই ছোটবেলা থেকেই চিনি। আমার কাছে ম্যাপল পাতা দারুন লাগে। মান্ডালা আর্ট করতে খুবই ধৈর্যের দরকার হয়। ধন্যবাদ

ওয়াও দিদি,ম্যাপল পাতা মান্ডালা চিত্রটি খুবই সুন্দর ভাবে আপনি এঁকেছেন। সত্যিই দিদি,অসাধারণ আপনি ম্যান্ডেলা অংকন করেছেন।নিখুঁত এবং দক্ষতার সাথে ম্যাপল পাতা ম্যান্ডলার চিত্র তৈরি করেছেন।চিএ টির প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে।ধন্যবাদ দিদি, খুবই সুন্দর একটি চিত্র আমাদের মাঝে শেয়ার করেছেন শুভকামনা রইল।

হ্যাঁ, মান্ডালা চিত্রটি ছবি নিখুঁতভাবে আকাতে হয়। প্রতিটা ধাপ খুবই সুন্দর ভাবে উল্লেখ করা হয়েছে। যেন ধাপে ধাপে বর্ণনাগুলো পড়ার পরে সবাই খুবই ভালভাবে মান্ডালা আর্টি কিভাবে করতে হয় সেটা জানতে পারে। ধন্যবাদ দিদি

আপু আপনি খুব সুন্দর ম্যাপল পাতার মন্ডলা আর্ট করেছেন। খুব ভাল লেগেছে আপনার আর্ট টি।

আপু আমি চেষ্টা করেছি খুবই সুন্দর ভাবে মান্ডালা অংকন করতে। আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। ধন্যবাদ আপু এতটা প্রশংসা করার জন্য।

আপু আপনার পাতার মান্ডালা আর্টটি খুবই সুন্দর হয়েছে। দেখতে অনেক বেশি চমৎকার লাগছে। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপ উল্লেখ করেছেন যা দেখে যে কেউ এটি আঁকতে পারবে। আপনার জন্য শুভকামনা রইল।

জি আপু আমি চেষ্টা করেছি মান্ডালা অংকনটি খুবই সহজভাবে ধাপে ধাপে বর্ণনা দিয়ে লিখতে যেন সবাই চাইলেই খুবই সহজে মান্ডালা অংকন করতে পারে।

ম্যাপল পাতা মান্ডালা আর্ট দেখে খুবই ভালো লাগলো। খুব সুন্দর ভাবে আপনি অঙ্কন করেছেন। প্রতিটি ধাপ খুব ভালোভাবে আমাদের মাঝে পরিবেশন করেছেন। খু্বই দক্ষতার সাথে অঙ্কন করেছেন। আপনার জন্য শুভ কামনা রইল। অনেক ভাল ছিল

ম্যাপল পাতার মান্ডালা অংকন করতে আমার কাছে খুব ভালো লেগেছে। চেষ্টা করেছি ধাপে ধাপে খুবই সুন্দরভাবে বর্ণনা দেওয়ার যেন সবাই চাইলেই খুব সহজেই মান্ডালা অঙ্কন করতে পারে। ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য

ম্যাপল পাতা মান্ডালা আর্ট সব সময় ভালো হয়। আপনার আর্ট আমার খুব ভালো লেগেছে। আপনি খুব দক্ষতার সাথে অনেক যত্ন করে এটি আর্ট করেছেন। আপনার থেকে এধরনের আট সব সময় আশা করি। এবং নতুন নতুন দেখতে চাই?

আসলেই ম্যাপল পাতা এমনিতেই অনেক সুন্দর সেই সাথে ম্যাপল পাতার মান্ডালা অংকন করলে আরো বেশি সৌন্দর্য দেখায়। ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য।

আপনি অনেক সুন্দর করে মান্ডালা আর্ট করেন। আপনার প্রতিটি আর্ট আমার অনেক ভালো লাগে। ধাপে ধাপে সুন্দর করে বর্ণনা করেছেন। ধন্যবাদ ও শুভকামনা রইল।

জি আপু , চেষ্টা করেছি খুবই সুন্দর ভাবে কাজটি করার আপনাদের ভালো লাগলে বেশি বেশি অঙ্কন করব।

অসাধারণ একটি পাতার মান্ডালা আর্ট করেছেন। বরাবরের মতোই আপনার আর্ট এবারও অনেক সুন্দর হয়েছে। আমি ভাবছি এভাবে আর্ট করবো কিন্তু প্রচুর ধৈর্য ধারন করতে হয়। আর যেটা আমার খুবই কম। ধৈর্য প্লাস সময় কোনটাই হয়ে উঠছে না 😭

খুবই চমৎকার ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থাপন করেছেন, বেশ ভালো লাগলো আপনার মান্ডালা আর্ট। শুভকামনা রইলো

জি ভাইয়া আপনি ঠিকই বলেছেন। আসলেই মান্ডালা অঙ্কন করতে খুবই ধৈর্য্যর দরকার হয় সেইসাথে অনেক সময়ের দরকার হয়। আপনার জন্য দোয়া রইল যেন সময় করে কোন একদিন খুবই সুন্দর ভাবে মান্ডালা অঙ্কন করতে পারেন।

অলরেডি আজ একটা অংকন করেছি

আপনার জল রং দিয়ে ম্যাপল পাতার চিত্রটি দেখতে অনেক সুন্দর হয়েছে। আর জল রং দিয়ে চিত্র অংকন করলে চিত্রটির দেখার সৌন্দর্য বাড়ে। তাই আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।

যখন এটা আকছিলাম তখন আমার কাছে খুবই ভাল লাগছিল তবে, এটা জলরঙ-এর আকানো হয়নি।

ম্যান্ডেলা আর্ট আমার কাছে সবসময় ভালো লাগে।আপনার আর্টটি ও খুব সুন্দর হয়েছে।তবে এই পাতার নাম নতুন শুনলাম।এটি একটু সময়সাপেক্ষ।ধন্যবাদ আপনাকে।

মান্ডালা আর্ট সবারই খুবই পছন্দের, আমার কাছেও তেমন খুবই পছন্দের। এটা তৈরি করতে অনেক সময় প্রয়োজন হয়। ধন্যবাদ আপু আপনার মন্তব্যটি জানানোর জন্য.

ম্যাপল পাতা মান্ডালা আমার কাছে খুবই ভালো লাগে। আজকে আপনার এই হাতের কাছে দেখে খুবই ভালো লাগলো। অনেক সুন্দর ভাবে আপনি ধাপে ধাপে আমাদের সবার সাথে এই আর্ট টা উপস্থাপনা করেছেন অনেক ধন্যবাদ আপনাকে

ধন্যবাদ আপু, আমি চেষ্টা করেছি খুবই সুন্দর ভাবে অংকন করতে। ম্যাপল পাতার মান্ডালা আর্ট করে খুবই ভালো লাগছে।

আপু আপনার পাতা মান্ডালা আর্ট দেখে অনেক ভালো লাগলো। খুব সুন্দর ভাবে আপনি অঙ্কন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। খু্বই দক্ষতার সাথে অঙ্কন করেছেন। আপনার জন্য শুভ কামনা রইল।🥰🌺🌹

ম্যাপল পাতার মান্ডালা আর্ট করে আমার নিজের কাছে খুব ভালো লাগছে । সবার ভালো লেগেছে জেনে আমার কাজ করার আগ্রহ আরো বেড়ে গেল, ধন্যবাদ ভাইয়া।

এই ফুলটি তাহলে ম্যাপল পাতা🍁।আমার জানা ছিল না সঠিক। আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম। ম্যান্ডেলা আর্টটি সুন্দর হয়েছে অনেক। শুভেচ্ছা রইল আপনার জন্য।

তাই নাকি, আপনি এটা জানতেন না কিন্তু আমার পোষ্টের মাধ্যমে এটা জানতে পারলেন। তবে আমিও ম্যাপল পাতার সম্পর্কে অনেক আগে থেকেই জানতাম আর এটা আমার খুবই পছন্দের ছিল।

ওয়াও দারুণ হয়েছেতো আপু আপনার পাতাটি ।প্রথম দর্শনেই একেবারে চোখের ভিতরে গেঁথে যায়, এত সুন্দর লাগছে দেখতে। পাতাটা আর্ট ছাড়াও দেখতে খুব সুন্দর লাগছে ।আর্ট করার পর অনেক বেশি আকর্ষণীয় লাগছে। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

দারুন তো হবেই আপু, অনেক চেষ্টা করেছিলাম খুবই নিখুঁতভাবে ম্যাপল পাতা টি আঁকতে। আপনাদের এতটা পছন্দ হবে বুঝতে পারিনি, ধন্যবাদ আপু।

ম্যাপল পাতা মান্ডালা অনেক সুন্দর হয়েছে। আপনার হাতের কাজ খুবই নিপুন। সবকিছু মিলিয়ে অসাধারণ হয়েছে আপু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

তাই নাকি আপু, আমি খুবই নিপুণভাবে কাজটি করার চেষ্টা করেছিলাম। আপনার প্রশংসা শুনে উৎসাহিত হলাম ধন্যবাদ আপু।

ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে, কারণ আমার কাছে আপনার ম্যাপল অংকন টি খুবই ভালো লেগেছে। দেখতে অবিকল ম্যাপল পাতার মত হয়েছে, শুভকামনা রইল আপনার জন্য।

ম্যাপল পাতাটির মান্ডালা অঙ্কন করতে বেশি সময় লেগে গিয়েছিল। সেই সাথে খুবই ধৈর্য ধারণ করতে হয়েছিল। তবে শেষপর্যন্ত ফলাফল খুবই সুন্দর হয়েছে।

কতটা সৃজনশীলতা থাকলে আর কতটা যত্ন নিয়ে আসলে এমন চিত্রের বাস্তবায়ন ঘটানো সম্ভব তা আপনার অংকন দেখেই বোঝা যাচ্ছে। অসম্ভব সুন্দর লাগতেছে আপু। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

একটা ম্যাপল পাতার, মধ্যে মান্ডালা অংকন করতে মনে অনেক কিছুই কল্পনা করতে হয়েছিল। তারপর সেই নকশাটা কে বাস্তবে রূপান্তরিত করছিলাম।

আমি কয়েকদিন ধরেই ভাবছিলাম ম্যাপল পাতার মধ্যে কিছু একটা করবো।তবে মান্ডালা টা ভাবি নি আর সেটি আপনি করেছেন। তবে আমি মান্ডালা করবো ভাবি নি অন্য কিছুই করবো। ভেবে দেখি কি করা যায়।
আপনার ম্যাপল পাতার মধ্যে মান্ডালা অনেক বেশি অসাধারণ হয়েছে।

আমিও সেরকমই ভাবছিলাম যে ম্যাপল পাতার মধ্যে কি আর্ট করা যায়। তারপর মনে হলো একটা মান্ডালা আর্ট করি। তারপর মনে মনে কল্পনা করে একটা নকশা করলাম। আপনার জন্য দোয়া রইল আপু, আশা করি ম্যাপল পাতার মধ্যে নতুন কিছু দৃশ্য নিয়ে আমাদের মাঝে শেয়ার করবেন।

আপনার ম্যাপল পাতার মান্ডালা আর্টটি সত্যি দারুন হয়েছে ।খুবই সুন্দর একটি আর্ট করেছেন। আপনার আর্টের অনেক প্রতিভা রয়েছে দেখে বোঝা যাচ্ছে ।প্রতিটি ধাপের বর্ণনাও খুব সুন্দর করে তুলে ধরেছেন ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

জি ধন্যবাদ আপু, আমি চেষ্টা করি দক্ষতার সাথে নিখুঁতভাবে অংকন করার। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।