কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন।
আজকে আমি একটি অন্যরকম পাখি অংকন করতে করে দেখাবো। একটি পালকের মধ্য থেকে উড়ন্ত অবস্থায় অনেকগুলো পাখি নিয়ে একটি অংকন করব। এরকম টাইপের ছবিগুলো আঁকতে আমার কাছে খুবই ভালো লাগে এবং আমি নিজেও এ ধরনের ছবি অনেক পছন্দ করি। তো এটা হচ্ছে, একটি রাভেন পাখি। এটা কাকের মত দেখতে তবে, এটা কাক নয়। এটা অন্যরকম একটি পাখি এটাকে রাভেন পাখি বলে। আজ হঠাৎ ইচ্ছা হলো , তাই আমি চেষ্টা করেছি পাখিটিকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে। আজকে আমি আপনাদের মাঝে এটি শেয়ার করব।তো চলুন শুরু করা যাক।
✏অংকন এর বিষয়✏
🍂একটি পালকের সাথে উড়ন্ত রাভেন পাখি🕊
- সাদা কাগজ
- পেন্সিল 2B, HB.
- মার্কারি কলম
- স্কেল
- রাবার
- পেন্সিল কাটার
👇 ধাপ ১👇
প্রথমত একটি সাদা কাগজের উপরে HB পেন্সিল নিয়ে একটি পালকের অর্ধেক অংশ আকাতে হবে। পালকের যেরকম সাইজ সেভাবে অংশগুলো আঁকিয়ে নিতে হবে। খুবই হালকা ভাবে ছবিটা আঁকাতে হবে।
👇 ধাপ ২👇

এবারে এক পাশের পালকের অংশ গুলো খুব সুন্দর করে, হালকাভাবে আকিয়ে নিতে হবে।

👇 ধাপ ৩👇
আগের বারের মতো, এবারেও অন্যপাশের পালকের অংশ গুলো সুন্দর ভাবে নকশা করে নিতে হবে। তবে অবশ্যই পেন্সিল দিয়ে হালকাভাবে নকশাগুলো করতে হবে।
👇 ধাপ ৪👇
এবারে পালকের ডানপাশের অংশের, ঠিক উপরের দিকে ছোট ছোট কিছু রাভেন পাখির সাইজ অনুযায়ী আকিয়ে নিতে হবে।
👇 ধাপ ৫👇
প্রথমে যেহেতু পেন্সিল দিয়ে আকানো হয়েছে, সেটাকে আরও বেশি গাঢ়ভাবে ফুটিয়ে তুলতে, এবার বলপেন দিয়ে প্রতিটা পালকের অংশে বর্ডার দিয়ে নিতে হবে।
👇 ধাপ ৬👇
এভাবে পালকটির অন্যপাশেও কলম দিয়ে গাঢ়ভাবে বর্ডার গুলো করে নিতে হবে।
👇 ধাপ ৭👇
এ পর্যায়ে এসে পালক এবং পাখিগুলোর প্রতিটা অংশ কালো বলপেন দিয়ে সুন্দর ভাবে বর্ডার গুলো করে নিতে হবে।
👇 ধাপ ৮👇
এবার পালকটি এবং ছোট ছোট পাখিগুলোকে সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে মার্কারি কলম ব্যবহার করতে হবে। মার্কারি কলম দিয়ে পালকের মধ্যে কালো রঙ ভরাট করে নিতে হবে।
👇 ধাপ ৯👇
সবশেষে, পালক এবং প্রতিটা পালকের মধ্যে ফাঁকা জায়গা গুলো সেগুলো মার্কারি কলম দিয়ে, কালো রং করে ভরাট করে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে সুন্দর রাভেনের দৃশ্য।
এতোটা সময় নিয়ে আমার আকানো রাভেন পাখির ছবিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।রাভেন পাখির ছবিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন।আমার পোস্ট গুলা এভাবেই দেখতে থাকুন! দেখতে দেখতে একদিন ভালো লাগা,ভালোবাসা হয়েই যাবে।😌
আমি মেঘলা!অসাধারণ দের মাঝে অতি সাধারন একজন।আমার প্রিয় শখ হলো-ফুলের বাগান করা,ছবি আকা,ফটোগ্রাফি করা, মনের অনুভূতি গুলো নিয়ে লেখালেখি করা,অবসর সময়ে গান শোনা এছাড়াও আমি ঘুরতে ভীষন পছন্দ করি!জীবন আমাকে সবকিছু দিবেনা,তাই স্বল্প আশায় বাঁচি।আমি নিজেকে নিয়ে অনেক স্বপ্ন দেখি,সেই স্বপ্নগুলা বাস্তবায়িত করতেই আমার এই পথচলা।স্বপ্ন পূরনে ব্যার্থ, হয়তো পিছনে ফিরে গিয়ে শুরুটা পরিবর্তন করতে পারবোনা কিন্তু এখন আবার শুরু করে শেষটা অবশ্যই পরিবর্তন করতে পারবো।
এই user id টা সম্পূর্ণ রূপে fake।অতি শীঘ্রই এটা ব্যান করা হবে steemit ও discord থেকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ হয়েছে আপু । আপনার আর্টওয়ার্ক অনেক সুন্দর হয়। একদম ইউনিক এটি। অন্য রকম চিন্তা ধারণা থেকে আজকের ডিজাইন কে এঁকেছেন, প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন
সবমিলিয়ে দারুন ছিল। আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া, সবসময় চেষ্টা করি নতুন কিছু করতে। আর নতুন কিছু করতে আমার নিজের কাছে খুবই ভালো লাগে। আজকে ইউনিক একটা আইডিয়া নিয়ে অংকন টা আপনাদের মাঝে শেয়ার করলাম। অনেক ধন্যবাদ, এতটা প্রশংসা করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেখেই তো বিশ্বাস হচ্ছে না যে আপনি অঙ্কন করেছেন। খুবই সুন্দর লাগছে এককথায় অসাধারণ। আপনি উড়ন্ত পালকের সাথে রাভেন পাখির চিত্র অংকন টি নিখুঁতভাবে করেছেন। এবং প্রতিটি ধাপ আমাদের সাথে অনেক সুন্দর করে শেয়ার করেছেন। এত সুন্দর একটা পালোকের সাথে রাভেন পাখির চিত্র আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তাই নাকি! অনেক সময় আর ধৈর্য সহকারে আকালে আপনিও অবশ্যই এরকম সুন্দর ছবি আঁকাতে পারবেন। আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি। আপনার ভালো লেগেছে জেনে, খুশি হলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিদিনই কেউ না কেউ বিভিন্ন ধরনের আর্ট কনটেন্ট আপলোড করছেন কিন্তু আপনার ছবিটা আমার কাছে খুবই ভালো লাগলো। দেয়ালে বাঁধাই করে রাখার মত একটা ছবি। ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ, যে এতো এতো অংকন এর মধ্যে, আমার করা অংকন টি আপনার নজর কেড়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার চিত্রাংকন কি অত্যান্ত দুর্দান্ত হয়েছে। আপনি খুব নিখুঁতভাবে আর্টিস্টি সম্পন্ন করেছেন । আপনি খুব সুন্দর ভাবে ধাপগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন এত সুন্দর পোস্ট আমাদের মাঝে প্রথম করার জন্য আপনাকে অভিনন্দন জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ, আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি।আপনার ভালো লাগায় আমি খুব খুশি হলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুন আইডিয়া। চিত্রাঙ্কন টা দারুন হয়েছে। ফটো ম্যানিপুলেশন সম্পর্কে ধারণা না থাকলে এত সুন্দর চিত্র আঁকা সম্ভব নয়। যদি আপনার মধ্যে রয়েছে। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও আপু আপনি পেন্সিল ও সিটি পেন দিয়ে অনেক সুন্দর একটা চিএ অংকন করেছেন। আর তা দেখে খুবই ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার অংকনটা অসাধারণ সুন্দর হয়েছে ।দেখে বোঝা যাচ্ছে না যে এটি আপনি আর্ট করেছেন ।আমি তো প্রথমে ভেবেছিলাম এটি একটি ফটোগ্রাফি। খুবই সুন্দর করে আপনি আর্টটি করেছেন যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে বর্ণনা সহকারে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit