কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন।
সাই ফক্স অর্থাৎ লাজুক খ্যাক কে আমার প্রচুর ভালো লাগে। দেখতেও যেমন কিউট,ঠিক তেমনি ভাবে আমাদের সবার মন জয় করে নেয়। লাজুক খ্যাক আমাদের কাজের উপর নির্ভর করে, আমাদের রেওয়ার্ড দিয়ে, আমাদের খুশির মাত্রা টা বাড়িয়ে দেই।আমাদের কাজের প্রতি আরো বেশি উৎসাহী করে তোলে। এজন্য আমার খুবই ভালো লাগে। লাজুক খ্যাক কে যখন দেখি তখনই মনে হয় তাকে যদি জলরঙে আঁকতে পারতাম। সেই ভাবনা থেকে আজকে একটু সময় করে,সেই সকাল থেকে শুরু করেছি তারপরে সারাটা দিন জুড়ে মনের মত করে আঁকানো শেষ করেছি আমার প্রিয় লাজুক খ্যাক কে! আশা করি আপনাদের ভালো লাগবে, তো চলুন শুরু করা যাক।
🎨 অংকন এর বিষয় 🎨
🦊 জলরঙে আকা "লাজুক খ্যাঁক" 🦊- সাদা কাগজ
- পেন্সিল 2B, HB।
- জলরঙ
- তুলি
- জলরং এর ট্রে
- স্কেল
- রাবার
- পেন্সিল কাটার
👇 ধাপ ১👇
প্রথমে লাজুক খ্যাকের মাথার অংশটি খুবই হালকা ভাবে HB পেন্সিল দিয়ে আঁকিয়ে নিতে হবে।
👇 ধাপ ২👇
এবারে দ্বিতীয় ধাপে, খুবই ধীরে ধীরে HB পেন্সিল দিয়ে হালকাভাবে মাথার অংশে দুটি চোখ এবং একটি নাক সেই সাথে ঠোঁটের অংশটি আকিয়ে নিতে হবে।
👇 ধাপ ৩👇
এরপর মাথার অংশের ঠিক উপরের দিকে, দুই পাশে কোন আকৃতির দুইটি কান হালকাভাবে HB পেন্সিল দিয়ে আঁকিয়ে নিতে হবে।
👇 ধাপ ৪👇
এবারে দেহর অংশটিকে আকিয়ে নিতে হবে। সে জন্য প্রথমে গলার দিকে ভাঁজ-ভাঁজ করে একটি ডিজাইন করে নিতে হবে। তারপর শরীরের অংশটাকে লাজুক খ্যাকের শরীরের গঠন অনুযায়ী আকিয়ে নিতে হবে। তারপর সব শেষে দুটি পা আকিয়ে নিতে হবে।
👇 ধাপ ৫👇
এবারে HB পেন্সিল দিয়ে লাজুকখ্যাক এর পিছনের দিকে একটি লেজ আকিয়ে নিতে হবে।
👇 ধাপ ৬👇
এবারে দু'পাশে দুটি হাতের মধ্যে, আঙ্গুলগুলো আকিয়ে নিতে হবে। প্রতিটা হাতে চারটি করে আঙ্গুল আকিয়ে নিতে হবে। তারপরে পায়ের আঙুলগুলো আকিয়ে নিতে হবে।
👇 ধাপ ৭👇
এবারে জলরং এর কাজ শুরু করতে হবে। প্রথমে জল রঙের ট্রে থেকে তুলি দিয়ে বাদামী কালার এর জলরং নিয়ে লাজুক খ্যাকের মুখমন্ডলের দুইপাশে এবং গলার অংশে, লেজের অংশে জলরং করে নিতে হবে।
👇 ধাপ ৮👇
এবার তুলিতে গোলাপি কালারের জলরং নিয়ে লাজুক খ্যাক এর মুখমন্ডল এর দুইপাশে দুটি গোলাপী কালারের টোল একে নিতে হবে এবং হাত ও পায়ের আঙুলগুলো গোলাপি কালার এর জলরং করে নিতে হবে।
👇 ধাপ ৯👇
এবারে লাজুক খ্যাকের মাথার অংশে, কানের কাছে জল রং করে নিতে হবে এবং শরীরের অংশগুলোতে অরেঞ্জ কালারের রং করে নিতে হবে। সেই সাথে পিছনের দিকে শেষভাগে বাদামি কালারের রং করে নিতে হবে।
👇 ধাপ ১০👇
সবশেষে, চোখ এবং মুখের অংশগুলো কালো কালারের জলরং করে নিতে হবে। হালকা করে হাত এবং পায়ের আঙ্গুলের ফাকা অংশগুলাতে জলরং করে নিতে হবে । তাহলেই সুন্দরভাবে আঁকানো হয়ে যাবে আমাদের সবার প্রিয় লাজুক খ্যাক।
🤓এতোটা সময় নিয়ে আমার আকানো "লাজুক খ্যাঁকের" জলরঙে আকা ছবিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।😌ছবিটি কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন।আমার পোস্ট গুলা এভাবেই দেখতে থাকুন! 🙄 দেখতে দেখতে একদিন ভালো লাগা,ভালোবাসা হয়েই যাবে।🥴
আমি মেঘলা!অসাধারণ দের মাঝে অতি সাধারন একজন।আমার প্রিয় শখ হলো-ফুলের বাগান করা,ছবি আকা,ফটোগ্রাফি করা, মনের অনুভূতি গুলো নিয়ে লেখালেখি করা,অবসর সময়ে গান শোনা এছাড়াও আমি ঘুরতে ভীষন পছন্দ করি!জীবন আমাকে সবকিছু দিবেনা,তাই স্বল্প আশায় বাঁচি।আমি নিজেকে নিয়ে অনেক স্বপ্ন দেখি,সেই স্বপ্নগুলা বাস্তবায়িত করতেই আমার এই পথচলা।স্বপ্ন পূরনে ব্যার্থ, হয়তো পিছনে ফিরে গিয়ে শুরুটা পরিবর্তন করতে পারবোনা কিন্তু এখন আবার শুরু করে শেষটা অবশ্যই পরিবর্তন করতে পারবো।
আপনার অংকন গুলো সবসময়ই অনেক সুন্দর হয় এটাও তার ব্যতিক্রম কিছু নয়। আপনি জল রং দিয়ে একদম অরজিনাল লাজুক কে অঙ্কন করেছেন যা আমার খুব ভালো লেগেছে। আপনার সবগুলো অঙ্কনগুলো অসাধারণ হয় আমি দেখে মুগ্ধ হয়ে যাই। কিভাবে এত সুন্দর অঙ্কন করা সম্ভব। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া, চেষ্টা করেছি একদম অরজিনাল লাজুক খ্যাক কে জল রং করে রাঙিয়ে তুলতে,আপনাদের ভাল লেগেছে জেনে খুবই খুশি হলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জল রং দিয়ে খুবই সুন্দর লাজুক খ্যাঁকের চিত্র অঙ্কন করেছেন। এটি দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। আপনার দক্ষতার সাথে এটি অংকন করেছেন। আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। যা দেখে আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ ভাইয়া, আমি অনেক টাইম নিয়ে ধৈর্য সহকারে আকিয়েছি।আপনার ভালো লেগেছে তাহলে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুন হয়েছে আপু আপনার লাজুক খ্যাকএর চিত্রটি ।একেবারে অরজিনাল খ্যাক এর মতই হয়েছে। কালারটা একেবারে পারফেক্ট এসেছে।মনে হচ্ছে এখনই মাথাটা দুলিয়ে উঠবে। প্রতিটি ধাপ নিখুঁতভাবে আপনি এঁকে দেখিয়েছেন ।জল রং দিয়ে রং করা আমার কাছে মনে হয় কঠিন কিন্তু আপনি খুব ইজি ভাবে খুব সুন্দর করে রংগুলো করে ফেলেছেন দেখে ভালো লাগছে ।আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু, লাজুক খ্যাক মনে হচ্ছে এখনই মাথা দুলিয়ে নেবে, তেমনই ভাবসাব। আর জলরং এর আঁকা ছবিগুলো অনেক সময় ব্যয় করতে হয়, অনেক ধৈর্যের দরকার হয় এবং অনেক কষ্ট হয়। আকাতে যতটা সহজ মনে হচ্ছে এতটা সহজ না, তবে চেষ্টা করলে সবাই একদিন পারবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জল রং দিয়ে আকা ছবি আমার খুব পছন্দ। আপনার আর্ট টি অনেক সুন্দর হয়েছে। আপনি খহব সুন্দর ভাবে এটি উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপু, আমি ছবিটা অনেক সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি, যেন সবাই খুব সহজেই বুঝতে পারে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ! অসাধারন তো। জলরঙে আপনি অনেক দক্ষ একজন আর্টিস্ট বলায় যায়। লাজুক খ্যাকের আর্টটা সুন্দর হয়েছে। শুভেচ্ছা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার কাজটি দেখে, এতটা প্রশংসা করার জন্য আপনাকেও অনেক অনেক অনেক ধন্যবাদ এবং আপনার জন্য শুভেচ্ছা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লাজুক খ্যাকের নতুন রুপ অংকন অসম্ভব সুন্দর হয়েছে। আমিও এঁকেছি এই লাজুক খ্যাকটি আপনার অংকনও ভালোই লাগছে। জলরং দিয়ে সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন দেখছি। শুভকামনা রইল আপনার জন্য আপু। ❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বি ভাইয়া, জল রঙের ছবি আমার কাছে অনেক ভালো লাগে, আমার খুবই পছন্দের। এ জন্য লাজুক খ্যাক কে জল রঙে রাঙিয়ে তুলেছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এক কথায় অসাধারণ। আপনি আমাদের সবার প্রিয় লাজুক খ্যাক আর্ট করেছেন। এত সুন্দর ভাবে আর্ট দেখে আমি মুগ্ধ হলাম। ধাপে ধাপে আপনি সুন্দরভাবে উপস্থাপনা করেছেন ।আপনাকে অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু, চেষ্টা করেছি লাজুক খ্যাক কে সুন্দর ভাবে আকানোর জন্য এবং সেইসাথে ধাপে ধাপে উপস্থাপন করার চেষ্টা করেছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি একটি খুব সুন্দর লাজুক শিয়াল আঁকা হয়েছে এবং এটি তাই আশ্চর্যজনক দেখায়. এবং একটি খুব সুন্দর উপায়ে জল রং ব্যবহার করে এবং চিত্রশিল্পীদের হাত থাকার মাধ্যমে, সবসময় শুভকামনা, আমার বন্ধু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ, আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি!জল রঙের ছবি আঁকানো আমার খুবই পছন্দের! তবে চেষ্টা করেছি লাজুক খ্যাকের জল রঙে রাঙিয়ে তুলতে। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার আজকের লাজুক খ্যাঁক এর অঙ্কণের কাজটি দেখে মনে হলো প্রথমে আমি সত্যিকারের স্টিকারটি দেখছি। পরে টাইটেল এর দিকে তাকালাম।টাইটেল এ লিখা জলরং এ আঁকা। এরপর সিউর হলাম যে এটা আপনার ই আঁকা। অনেক বেশি সুন্দর লাগছে আর এতোটা বাস্তবের মতো লাগছে যে কি আর বলবো আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু, প্রথম থেকে ধীরে ধীরে জল রং করার চেষ্টা করেছি তারপর শেষে যখন লাজুক খ্যাক আকানো হয়েছিল তখন আমার নিজের কাছেও খুবই ভালো লাগছিল। আমি নিজে অনেকটাই অবাক হয়েছিলাম এত সুন্দর করে আকানোর পর।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও আপনি খুবই সুন্দর করে লাজুক শিয়ালের চিত্রটি অঙ্কন করেছেন দেখতে অসাধারণ লাগছে আপনি তো দেখছি খুব সুন্দর ভাবে জলরঙের ব্যবহারটা করতে পারেন শুভকামনা থাকলো আপনার
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বি ভাইয়া জলরঙের ব্যবহারটা সেই ছোটবেলা থেকে করা হয়। এজন্য এটা করতে আমার কাছে খুবই ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ হয়েছে। আর এত সুন্দর ভাবে লিখেছেন যে কেউ সহজেই বুঝতে পারবে এবং আঁকতেও পারবে। প্রত্যেকটি ধাপ গুছিয়ে উপস্থাপন করেছেন আপনি। সত্যিই ছবি টা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া, চেষ্টা করেছি সুন্দর ভাবে লিখতে এবং ছবিটা সুন্দর ভাবে করার চেষ্টা করেছি। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
" লাজুক খ্যাঁকের"🦊 জলরঙে আকা ছবিটি দেখে অনেক ভালো লাগলো আপু আমাদের সবার প্রিয় লাজুক খ্যাঁক কে দেখতে লাজুকের মতোই লাগছে ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভকামনা রইলো
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া, আমাদের সবার প্রিয় লাজুক খ্যাক কে লাজুকের মত করেই আঁকানো হয়েছে। আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন এজন্য খুবই ভালো লাগছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লাজুক খ্যাক এর যতগুলো ছবি আকা দেখেছি
আমার দেখা এই খ্যাকটির ছবি অসাধারণ হয়েছে। আর এতো কিউট লাগছে যে ইচ্ছে করছে এটাকে কোলে নেই এখনি হাহাহা😍
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তাই নাকি ভাইয়া! আমি চেষ্টা করেছি আমার সাধ্য মতো সুন্দর ভাবে লাজুক খ্যাক কে আকানোর। আপনার ভালো লেগেছে জানার পর আমার কাছে খুবই ভালো লাগছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর একেছেন সাই ফক্স কে । অসাধারণ হয়েছে আপনার আকাটি । প্রতিটি ধাপ ছিল অতুলনীয় । শুভেচ্ছা আপনাকে । ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি প্রথমে ছবিটা দেখে ভেবেছিলাম সাই ফক্সের স্টিকার। কিন্তু পুরোপুরি পোস্টে দেখার পরে বুঝলাম আপনি শাই ফক্স এর চিত্র টি অঙ্কন করেছেন যা পুরোপুরি শায় ফক্স এর সাথে মিলে গেছে। দক্ষতা প্রকাশের জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া, একদম স্টিকারের মত দেখাচ্ছে। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেক ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর ভাবে আপনার অংকনটি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আর লাজুক খ্যাঁকের চিত্রটি দেখতে বেশ ভালোই হয়েছে। আর তাই আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ, আমি চেষ্টা করেছি চিত্রটিকে সুন্দর ভাবে উপস্থাপন করতে। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও! আপনার অঙ্কন করা লাজুক শিয়ালের চিত্রটি খুব সুন্দর হয়েছে আপু। একদম দাদার ভোট দেওয়া লাজুক শিয়ালটির মত হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বী ভাইয়া, আমি চেষ্টা করেছি দাদার ভোট দেওয়ার সেই লাজুক শিয়ালের মতো করেই আকানোর জন্য। সেভাবে জল রং করেছি আপনার ভালো লেগেছে জেনে, আমার কাছেও ভাল লাগছে। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও আপু কি সুন্দর ভাবে আপনি লাজুক শিয়াল এর চিত্র অঙ্কন করেছেন।দেখে খুব মিষ্টি লাগছে। খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপআপনি উপস্থাপন করেছেন।শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বি আপু এমনভাবে জলরং করে লাজুক শিয়ালটি আকানো হয়েছে, দেখে মনে হচ্ছে খুব মিষ্টি লাগছে। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লাজুক খ্যাকের জলরঙে আঁকা ছবিটি খুবই সুন্দর হয়েছে ভাইয়া। আপনি খুবই দক্ষতার সাথে চিত্রটি অঙ্কন করেছেন এবং প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। শুভকামনা রইল ভাই আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বী ভাইয়া, আমি চেষ্টা করতেছি দক্ষতার সাথে চিত্রটি অঙ্কন করতে। প্রতিটি ধাপ সুন্দরভাবে বর্ণনা করেছি।ধন্যবাদ ভাইয়া
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit