কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন।ফুল আমাদের সবার কাছেই খুবই পছন্দের।ফুল আমাদের মন ভালো করে দেই।ফুলের সৌন্দর্য্যে আমরা সবাই মুগ্ধ।অনেক বার ফুলের ফটোগ্রাফি দিয়েছি।তবে এবার একটু ভিন্ন ভাবনা মাথায় আসলো।ভাবলাম অনেক তো ফুলের ছবি দিয়েছি এবার নাহয় একটু ফুল একে দেখায়।ফুল দেখতে যেমন ভালো লাগে ঠিক তেমন ফুল আকার মাঝেও অনেক আনন্দ থাকে।এই ফুলের ডিজাইন গুলা বর্তমানে বিভিন্ন ড্রেস এ ব্যাবহার করা হয়।ছেলেদের শার্ট,গেঞ্জি,পাঞ্জাবি। এছাড়াও মেয়েদের ত্রি পিচ,শাড়ি জাতীয় বিভিন্ন পোষাকে এই ধরনের ফুল দারুন শোভা পায়। এজন্য এসব ফুলের ডিজাইন এর জনপ্রিয়তাও অনেক বেশি।আজকে আমি আপনাদের সাথে তেমনি একটা ফুলের ডিজাইন আকবো। তো চলুন শুরু করা যাক।
🔸অংকন এর বিষয়🔸
একটি ফুলের ডিজাইন
- সাদা কাগজ
- পেন্সিল 2B
- কালো বল পেন
- রাবার
👇 ধাপ ১👇
প্রথমে একটি সাদা কাগজ নিতে হবে এরপর গোলাকার আকৃতি অনুসারে ছবি মতো করে ডিজাইন করতে হবে।
👇 ধাপ ২👇
এবার ফুলের পাপড়ির প্রথম অংশ একে নিতে হবে।
👇 ধাপ ৩👇
ছবির মতো করে একে একে সব পাপড়ি গুলা একে নিতে হবে।
👇 ধাপ ৪👇
এবার একটি ফুলের ঠিক উপরের দিকে আর একটি ফুল আকতে হবে। এর জন্য ফুলের অল্প কিছু অংশ একে নিতে হবে।
👇 ধাপ ৫👇
এবারে আগের মতো করে একে একে সব পাপড়িগুলা একে নিতে হবে।
👇 ধাপ ৬👇
এবারে পাতার অংশ আকা শুরু করতে হবে। এর জন্য ফুলের নিচের দিকে পাতার বর্ডার গুলো একে নিতে হবে।
👇 ধাপ ৭👇
এবার পাতার মধ্যে ডিজাইন করে নিতে হবে। পাতার মধ্যে দাগ কেটে নিতে হবে আর ফোটা ফোটা বিন্দু একে নিতে হবে।
👇 ধাপ ৮👇
একইভাবে আরো কিছু পাতা একে নিতে হবে।
👇 ধাপ ৯👇
এবার একই ভাবে উপরের দিকেও অনেক গুলা পাতা বর্ডার একে নিতে হবে।এরপর পাতার মধ্যে ডিজাইন করে নিতে হবে।
👇 ধাপ ১০👇
সবশেষে, চুড়ান্ত ধাপে চোখের পছন্দ মতো করে ফুলের ডিজাইন টি করে নিতে হবে।তাহলেই আকানো হয়ে যাবে সুন্দর ডিজাইন এর ফুলটি।
সবাইকে অনেক ধন্যবাদ আমার আকা ফুলের ছবিটি দেখার জন্য।কেমন হয়েছে অবশ্যই জানাবেন।
আমি মেঘলা!অসাধারণ দের মাঝে অতি সাধারন একজন।আমার প্রিয় শখ হলো-ফুলের বাগান করা,ছবি আকা,ফটোগ্রাফি করা, মনের অনুভূতি গুলো নিয়ে লেখালেখি করা,অবসর সময়ে গান শোনা এছাড়াও আমি ঘুরতে ভীষন পছন্দ করি!জীবন আমাকে সবকিছু দিবেনা,তাই স্বল্প আশায় বাঁচি।আমি নিজেকে নিয়ে অনেক স্বপ্ন দেখি,সেই স্বপ্নগুলা বাস্তবায়িত করতেই আমার এই পথচলা।স্বপ্ন পূরনে ব্যার্থ, হয়তো পিছনে ফিরে গিয়ে শুরুটা পরিবর্তন করতে পারবোনা কিন্তু এখন আবার শুরু করে শেষটা অবশ্যই পরিবর্তন করতে পারবো।
একটি ফুলের ডিজাইন অংকন অনেক সুন্দর হয়েছে আপু আমার ভিশন পছন্দ হয়েছে। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইলো
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফুলের ডিজাইন অংকন টা দেখতে চমৎকার লাগছে। আপনি বরাবরই অনেক সুন্দর সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করেন। শুভকামনা রইল আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার করা ফুলের ডিজাইনটি অনেক সুন্দর হয়েছে।ভালই অঙ্কন করতে পারেন আপনি।ধাপ আকারে খুব সুন্দরভাবে আপনার পোস্টটি উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি বেশ সুন্দর এবং দক্ষতার সাথে ফুলটির নকশা করেছেন।অনেক সুন্দর হয়েছে এটি। আপনার জন্য শুভ কামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সাধারণের মধ্যে অসাধারণ হয়েছে আপু।খুব সুন্দর লাগছে।অনেক শুভকামনা রইলো আপনার জন্য ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ আপনার অনেক পরিশ্রমের ফলে এত সুন্দর একটি ফুল আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে খুব ভালো লাগলো তাই আপনাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ও ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই আপনি নিজের দক্ষতা খাঁটিয়ে একদম ইউনিক কিছু আমাদের মাঝে পরিবেশন করার চেষ্টা করছেন। অনেক সময় দিয়েছেন এটির পিছনে। আপনার সময়টুকু সার্থক হয়েছে।অনেক সুন্দর হয়েছে অনেক শুভকামনা রইল এবং বর্ণনাগুলো এবং প্রতিটি ধাপে ধাপে পরিবেশন আমার খুবই ভালো লেগেছে। আপনার প্রতি শুভকামনা রইল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit