✏DIY- Project এসো নিজে করি: 🛤"আকাবাকা পাহাড়ি সড়ক " 🛣⛰অংকন || ১০% বেনিফিশিয়ারি @shy-fox ||🦊

in hive-129948 •  3 years ago 
মঙ্গলবার
১৬(নভেম্বর)

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আমরা রাস্তায় চলতে সবাই খুবই পছন্দ করি। তবে রাস্তাগুলো যদি আঁকাবাঁকা হয়, সে ক্ষেত্রে রাস্তাগুলোতে চলতে আমাদের খুবই ভালো লাগে কিন্তু পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে, আঁকাবাঁকা রাস্তা দিয়ে চলাফেরা খুবই বিপদজনক। তারপরও আঁকাবাঁকা রাস্তা খুবই মজাদার একটা ব্যাপার। আঁকাবাঁকা রাস্তা দিয়ে যখন যাওয়া হয় তখন মুহূর্ত টায় রোমাঞ্চকর মনে হয়। আমার কাছে খুব ভালো লাগে। আমি সেই রোমাঞ্চকর ও মনমুগ্ধকর আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার ছবি আকানোর চেষ্টা করেছি। তো চলুন শুরু করা যাক।

🔸অংকন এর বিষয়🔸

🛣 আকাবাকা পাহাড়ি সড়ক 🛤⛰

received_1063352071103946.jpeg
20210917_091016-1.png


👌উপকরন👌


received_400737274879612-1.jpg

  • সাদা কাগজ
  • পেন্সিল 2B, HB.
  • স্কেল
  • রাবার
  • পেন্সিল কাটার
  • কম্পাস
    20210917_091016-1.png

👇 ধাপ ১👇

received_403769808125518.jpeg
প্রথমে একটি সাদা কাগজের উপরে পেন্সিল দিয়ে কম্পাস ব্যবহার করে, বৃত্তাকার একটি গোল আকৃতি এঁকে নিবো।20210917_091016-1.png

👇 ধাপ ২👇

received_605130967508181.jpeg
এবারে পেন্সিল দিয়ে কিছু পাহাড়ের সেপ তৈরি করে নেব।20210917_091016-1.png

👇 ধাপ ৩👇

received_186300626996942.jpeg
পাহাড়ের মধ্যে রাস্তা তৈরি করার জন্য, পেন্সিল দিয়ে হালকাভাবে রাস্তা গুলো আকারে দাগ কেটে নিতে হবে।20210917_091016-1.png

👇 ধাপ ৪👇

received_622572352087914.jpeg
এবারে একটি কালো বলপেন নিয়ে, বৃত্তের চারপাশে গাঢ় কালো রং করে নিব এবং ভেতরের অংশ বর্ডার গুলো কালো রং করে নেব।20210917_091016-1.png

👇 ধাপ ৫👇

received_314666390089623.jpeg
ধীরে ধীরে, প্রতিটি আঁকাবাঁকা রাস্তার উপরে কালো বলপেন দিয়ে গাঢ় কালো রং করে নিতে হবে। 20210917_091016-1.png

👇 ধাপ ৬👇

received_1117748361962991.jpeg
বাস্তব এর মতো করার জন্য রাস্তার মাঝখানে ছোট ছোট দাগ এঁকে নিতে হবে এবং বৃত্তের চারপাশে কিছু নকশা আকিয়ে নিতে হবে।20210917_091016-1.png

👇 ধাপ ৭👇

received_565708791157676.jpeg
পাহাড়ের আশেপাশের ফাঁকা স্থান গুলোতে আরো নকশা করে নিতে হবে।20210917_091016-1.png

👇 ধাপ ৮👇

received_600481790988293.jpeg
প্রতিটা কাজ খুবই ধীরে ধীরে করার চেষ্টা করতে হবে। রাস্তার মধ্যে পাহাড়ের অংশগুলো, নকশা করে নিতে হবে এবং ওপরের দিকের অংশ গুলো ফাঁকা রেখে দিতে হবে তাহলে চিত্রটি সুন্দরভাবে ফুটিয়ে তোলা যাবে।20210917_091016-1.png

👇 ধাপ ৯👇


received_1063352071103946.jpeg
সবশেষে, বৃত্তের মধ্যে প্রতিটা অংশ নিখুঁত ভাবে খেয়াল করে দেখতে হবে। কোথাও কোন অংশ বাদ গেলে সে গুলোকে আকাতে হবে। এরপর রাস্তার মাঝখানে বড় এবং মোটা কালো দাগ দিয়ে দিতে হবে।
চারপাশের বর্ডার গুলোকে আরো গাড়ভাবে একে দিতে হবে তাহলে তৈরি হয়ে যাবে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার সড়ক।
20210917_091016-1.png
🤨এতোটা সময় নিয়ে আমার আকানো পআহাড়ি রাস্তার ছবিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।😌ছবিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন।আমার পোস্ট গুলা এভাবেই দেখতে থাকুন!🧐 দেখতে দেখতে একদিন ভালো লাগা,ভালোবাসা হয়েই যাবে।🙄
20210917_091016-1.png

20211103_015534-1.png

20210902_022200-1.png

আমি মেঘলা!অসাধারণ দের মাঝে অতি সাধারন একজন।আমার প্রিয় শখ হলো-ফুলের বাগান করা,ছবি আকা,ফটোগ্রাফি করা, মনের অনুভূতি গুলো নিয়ে লেখালেখি করা,অবসর সময়ে গান শোনা এছাড়াও আমি ঘুরতে ভীষন পছন্দ করি!জীবন আমাকে সবকিছু দিবেনা,তাই স্বল্প আশায় বাঁচি।আমি নিজেকে নিয়ে অনেক স্বপ্ন দেখি,সেই স্বপ্নগুলা বাস্তবায়িত করতেই আমার এই পথচলা।স্বপ্ন পূরনে ব্যার্থ, হয়তো পিছনে ফিরে গিয়ে শুরুটা পরিবর্তন করতে পারবোনা কিন্তু এখন আবার শুরু করে শেষটা অবশ্যই পরিবর্তন করতে পারবো।

20210902_020227-1.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু এত সুন্দর একটি পাহাড়ি সড়ক বানিয়েছেন দেখে তো মনে হচ্ছে একটু হেঁটে আসে সড়ক দিয়ে। খুবই সুন্দর করে ছোট ছোট করে ডিজাইনগুলো করেছেন দেখতে অসাধারণ লাগছে। অনেক সময় লেগেছে নিশ্চয়ই করতে ।দারুন হয়েছে আপু। ধন্যবাদ।

জি আপু, পাহাড়ি রাস্তা টা একটু ছোট ছোট করে ডিজাইন করা হয়েছে। সব শেষে দেখে অনেকটা সুন্দর লাগছে। তো এরকম রাস্তায় হাঁটতে সবার ইচ্ছা করবে। আমার নিজেরও খুব ইচ্ছা করছিল। যাদের ইচ্ছা করছে, আমরা সবাই একদিন হেঁটে আসতে পারি।

অসাধারণ হয়েছে আপনার আকাবাকা পাহাড়ি সড়কের ছবি অংকন টি। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সময় নিয়ে নিখুঁত ভাবে ছবিটি অংকন করেছেন। আপনার উপস্থাপন অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য শুভ কামনা রইলো

জ্বী ভাইয়া, আমি অনেক সময় নিয়ে নিখুঁতভাবে করার চেষ্টা করেছি। আমি আমার সাধ্যমত করেছি। আপনার ভালো লেগেছে জেনে, খুশি হলাম।

🥰🥰🥰

অনেক সুন্দর হয়েছে আপু৷ খুব সুন্দর করে ধাপগুলো আপনি ফুটিয়ে তুলেছেন। আপনার এই ড্রয়িং আমার কাছে খুব ভালো লেগেছে। শুভেচ্ছা রইল আপনার জন্য।

ধন্যবাদ, আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি। আপনার ভাল লেগেছে জেনে আমি নিজেও খুব খুশি।

আকাবাকা পাহাড়ি সড়ক ভালই একছেন তবে পাহাড় গুলো একে অপরের সাথে মিশে গেছে বিধায় প্রথমে বুঝতে একটু অসুবিধে হয়। প্রতিটি পাহাড় যদি কিছুটা হালকা বা গাড়ো করে দেয়া যেতো তবে আপনার আঁকা ছবিটি আরো ফুটে উঠতো। সবমিলিয়ে ভালই একছেন । আপনাকে ধন্যবাদ ।

এটা আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় তো, এজন্য আর একটা পাহাড় থেকে অন্য পাহাড়ে রাস্তা কিছু কিছু জায়গাতে দেখতে পাওয়া যায় না। তো সেই হিসেবে ডিজাইন টা করা হয়েছে।

আকাবাকা পাহাড়ি সড়ক অনেক সুন্দর ভাবে আপনি অঙ্কন করেছেন। আমার খুবই ভাল লাগেছে। আপনার দক্ষতার চরম। আপনি খুবই দক্ষতার সাথে কাজটি সম্পন্ন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। অনেক অনেক শুভকামনা রইল

ধন্যবাদ, আমি চেষ্টা করেছি। এটাকে অনেকটাই নিখুঁত ভাবে তৈরি করার জন্য।

আকাবাকা পাহাড়ি সড়ক। এমন সড়কে কখনো চলা হয়নি। তবে ইচ্ছা আছে অনেক।

পাহাড়ি সড়কের ছবিটি দারুণ একেছেন। দেখেই মনে হচ্ছে অনেক কঠিন একটি আর্ট ছিল। এবং পোস্টের উপস্থাপনা টাও ভালো ছিল। ধন্যবাদ এতো সুন্দর একটি আর্ট পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

জি ভাইয়া, এটা কে আঁকানো খুবই কঠিন। অনেক ধৈর্য লাগে। একটা পাহাড় থেকে আর একটা পাহাড় ঠিক দেখতে পাওয়া যায় না, তো সেই হিসেবে এটা কে অনেকটাই নিখুঁতভাবে আকানো হয়েছে এবং এমন একটা রাস্তায় চলতে তো সবারই ইচ্ছা হবে। আপনারা চাইলে বাইক নিয়ে ঘুরে আসতে পারেন।

এটি একটি খুব আকর্ষণীয় পেইন্টিং যা আপনি ভাগ করেছেন, এটি এখানে ভাগ করার জন্য আপনাকে ধন্যবাদ।

অনেক ধন্যবাদ, আমার আঁকানো পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা টি দেখে এতটা প্রশংসা করার জন্য।

আপনার আঁকা পাহাড়ি আঁকাবাঁকা সড়কের চিত্রটি অসম্ভব সুন্দর হয়েছে। আর দেখতে অনেকটাই ইউনিক কি সুন্দর নকশা দিয়ে একটা পাহাড়ের চিত্র অঙ্কন করে ফেললেন। এত সুন্দর একটি চিত্র ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

শুভকামনা আপনার জন্য।

জ্বী ভাইয়া, আমি চেষ্টা করেছি আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা আকানোর জন্য। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

বাহ আপনি তো খুব সুন্দর আঁকাবাঁকা পথ এর চিত্র অঙ্কন করে ফেলেছেন। আমার কাছে আপনার অংকনটি খুব ইউনিক লেগেছে ।এরকম অংকন এর আগে আমি কখনও দেখিনি। আপনারটি খুবই সুন্দর হয়েছে ।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ধন্যবাদ আপু, আসলে আমি চেষ্টা করেছি। নতুন কিছু আপনাদের মাঝে নিয়ে আসতে। এজন্য হয়তো আপনি এটা আগে কখনো দেখেন নাই।

অসাধারণ অসাধারণ অসাধারণ কি দারুণ ভাবে আপনি পাহাড়ের আঁকাবাঁকা রাস্তার দৃশ্য অঙ্কন করেছেন সত্যিই আমার কাছে অনেক ভালো লেগেছে দেখেই বোঝা যাচ্ছে অনেক ধৈর্য্য সহকারে সময় নিয়ে আপনি পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা অঙ্কন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দরভাবে প্রতিটা ধাপ আমাদের ভাবে উপস্থাপন করেছেন শুভকামনা রইল আপনার জন্য

যেভাবে আঁকানো হয়েছে, ঠিক সেভাবেই সাবলীল ভাষায় বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি। যেন সবার কাছে বুঝতে সুবিধা হয়।

অসাধারণ হয়েছে আপনার আকা,পুরা সত্যি সত্যি মনে হচ্ছে পাহাড়ের রাস্তা এঁকেছেন ।

আপনার সুন্দর নিখুঁত হাত এবং সুন্দর উপস্থাপনা ছিল আপু শুভকামনা রইল।

ধন্যবাদ ধন্যবাদ, আমি চেষ্টা করেছি নিখুঁতভাবে আকাতে।