📸📸ফটোগ্রাফি: ফুল ও প্রাকৃতিক কিছু দৃশ্য🌺🌸🥀🌹🍂 ||১০% বেনিফিশিয়ারি @shy-fox||🦊

in hive-129948 •  3 years ago  (edited)
বুধবার
২৪ (নভেম্বর)

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন।
ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি। ফটোগ্রাফি আমার কাছে নেশার মতোন।সময়ের অভাবে বাইরে যাওয়া হয়না খুব একটা বেশি। এজন্য ফটোগ্রাফি খুব একটা করা হয় না। সময় পেলে, যদি কখনো কোন কিছু পছন্দ হয় সেটাই ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে। সেরকম কিছু পছন্দের ফটোগ্রাফি যেগুলো আমার কাছে ছিলো। তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আজকে বিশেষ করে, আমি কিছু ফুল এবং প্রাকৃতিক কিছু দৃশ্যের ছবি আপনাদের মাঝে শেয়ার করব।চলুন শুরু করা যাক।

📸 ফটোগ্রাফি এর বিষয় 📸

🌹🥀 ফুল ও প্রাকৃতিক দৃশ্য 🌹🌸

👇 ফটোগ্রাফি ১👇

1630347987294.jpg
Image location
প্রথম ফটোগ্রাফিতে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে, একটি ফুলের ছবি। ফুলের নাম হলো সন্ধামালতী । এই ফুলটা সবজায়গাতেই দেখতে পাওয়া যায়। এটা এমন একটা ফুল যেটা ইটের মধ্যেও জন্মাতে পারে। এটার জন্য খুব একটা পরিচর্যা করার দরকার হয় না। তবে এটা অনেক বেশি শোভা ছড়াই চারিদিকে। অনেক বেশি পরিমাণে ফুটে সৌন্দর্য বাড়িয়ে তুলে।
20210917_090339-1.png

👇 ফটোগ্রাফি ২👇


1630347987291.jpg
Image location

আমার কাছে অনেক ভালো লাগে। নয়নতারা ফুলের বিভিন্ন রকম কালার হয় লাল,
গোলাপি, হলুদ, হালকা গোলাপি এরকম বহু রকম কালার হতে পারে। আমার কাছে প্রতিটা কালারই সুন্দর লাগে।20210917_090339-1.png

👇 ফটোগ্রাফি ৩👇


1630393788901.jpg
Image location
এই ছবিতে যে ফুলটি দেখতে পাচ্ছেন, এটার নাম হলো পেয়াজ ফুল। এটা এক প্রকার (রেইন লিলি) এটা হচ্ছে বর্ষাকালে অনেক বেশি ফুটে থাকে। তো এই ফুলটা টা আমার কাছে খুবই ভালো লাগে। প্রচুর পরিমাণে আমার বাড়িতে রয়েছে এই ফুলটি।
20210917_090339-1.png

👇 ফটোগ্রাফি ৪👇

1630347987288.jpg
Image location
বৃষ্টির পানি ফুলের পাপড়ির উপরে পড়ে ফুলের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। দেখে মনে হচ্ছে শুধু তাকিয়ে থাকি। এটা কোন এক বরষায় মনমুগ্ধকর একটা মুহূর্তে ছবিটি আমি তুলেছিলাম। এই ছবিটা দেখলে আমার মন ভালো হয়ে যায় কারন, বৃষ্টির দিনে এরকম ফটোগ্রাফি করতে পারাটা অনেক আনন্দের।
20210917_090339-1.png

👇 ফটোগ্রাফি ৫👇


1630393788893.jpg
Image location
এ ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন, একটি ফুলের কুঁড়ি। এটা সাধারণত বকুল ফুল নামে পরিচিত। বকুল ফুল গাছের নাম আমরা অনেকেই শুনেছি এবং এটা বাংলাদেশের প্রায় প্রতিটা অঞ্চলে দেখতে পাওয়া যায়। বকুলফুল আমাদের সবার প্রিয়। বকুল ফল আমরা অনেকেই খেয়েছি। বিশেষ করে, আমি ছোটবেলাই অনেক খেয়েছি। এই ফলটি যখন পেকে যায় তখন এই ফলের রং টা টকটকে অরেঞ্জ কালারের মত দেখায়। যখন গাছে পাকা অবস্থায় থাকে তখন দেখতে খুব লোভনীয় লাগতো। খাওয়ার পরে এর (বীজ/আটি) দিয়ে আমরা বাশি তৈরি করে,
বাঁশি বাজাতাম। অনেক মজার স্মৃতি জড়িয়ে আছে এই ছবিটার মধ্যে।
এই ফটোর মাধ্যমে ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়, এজন্য আপনাদের মাঝে শেয়ার করলাম।20210917_090339-1.png

👇 ফটোগ্রাফি ৬👇


1630393788906.jpg
Image location
এটা হচ্ছে পেঁপে গাছের ফুলের কুঁড়ি। কতটা সবুজ🍀 দেখেই প্রাণ ভরে যাচ্ছে।
20210917_090339-1.png

👇 ফটোগ্রাফি ৭👇


1630347987282.jpg
Image location
এটা হচ্ছে বৃষ্টির এক ফোঁটা পানি। বৃষ্টির ফোটায় আমরা অনেকেই অনেক কিছু দেখতে পায়। আমাদের প্রিয় জনকে দেখতে পাই😌।
কখনো কখনো এক ফোঁটা বৃষ্টির পানির মধ্যে একটা দৃশ্যও ফটোগ্রাফির করতে পারি। সে রকম ভাবনা থেকেই ফটোটা তুলেছিলাম।
20210917_090339-1.png

👇 ফটোগ্রাফি ৮👇


20200404_095818-1.jpg
Image location
এটা হচ্ছে একটি হলুদ গোলাপ। এই ফুলটা আমার কাছে খুবই ভালো লাগে। এই ফুলটা অনেক বেশি পরিমাণে ফুটে থাকে।
20210917_090339-1.png

✏ ছবির বিস্তারিত তথ্য✏

ডিভাইসরিয়েলমি ৮
ক্যামেরা৬৪ এমপি
ক্যাটাগরিপ্রাকৃতিক ফুলের ছবি
ফটোগ্রাফার@oishi001
লোকেশনখুলনা ,বাংলাদেশ
তারিখ২৪-১১-২০২১

এতোটা সময় নিয়ে ফটোগ্রাফি ছবিগুলা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।ছবিগুলা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।আমার পোস্ট গুলা এভাবেই দেখতে থাকুন! দেখতে দেখতে একদিন ভালো লাগা,ভালোবাসা হয়েই যাবে।

20211103_015754-1.png

20210902_022200-1.png
আমি মেঘলা!অসাধারণ দের মাঝে অতি সাধারন একজন।আমার প্রিয় শখ হলো-ফুলের বাগান করা,ছবি আকা,ফটোগ্রাফি করা, মনের অনুভূতি গুলো নিয়ে লেখালেখি করা,অবসর সময়ে গান শোনা এছাড়াও আমি ঘুরতে ভীষন পছন্দ করি!জীবন আমাকে সবকিছু দিবেনা,তাই স্বল্প আশায় বাঁচি।আমি নিজেকে নিয়ে অনেক স্বপ্ন দেখি,সেই স্বপ্নগুলা বাস্তবায়িত করতেই আমার এই পথচলা।স্বপ্ন পূরনে ব্যার্থ, হয়তো পিছনে ফিরে গিয়ে শুরুটা পরিবর্তন করতে পারবোনা কিন্তু এখন আবার শুরু করে শেষটা অবশ্যই পরিবর্তন করতে পারবো।

20210902_020227-1.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু আপনার ফটোগ্রাফি অনেক সুন্দর হইছে। সত্তি বলতে আমি অবাক হয়ে গেছি আপনার ফটোগ্রাফি দেখে। প্রতিটি ফুল অনেক সুন্দর দেখতে। আর আপনার প্রতিটি ফুল এর বর্ণনা খুব ভাল ভাবে দিসেন । সুভকামনা রইল আপু।

জ্বী ভাইয়া, আমি চেষ্টা করেছি প্রতিটা ফুল, সুন্দর ভাবে ফটোগ্রাফি করতে এবং সেই সাথে সেগুলোর সুন্দরভাবে উপস্থাপন করতে।

এটা খুব সুন্দর ফুল আপনি দেখান.

ধন্যবাদ ধন্যবাদ, আমি চেষ্টা করেছি সুন্দর কিছু ফুলের ছবি উপস্থাপন করতে।

আপনার ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। আপনি অনেক দক্ষতার সাথে এই ফুলের ফটোগ্রাফি করেছেন। আমার অনেক ভালো লেগেছে।

ধন্যবাদ, আমি সুন্দর ভাবে ফুলের ফটোগ্রাফি গুলা করার চেষ্টা করেছিলাম। আপনার ভালো লেগেছে এতে আমি খুব খুশি।

আপনার ফুল ও প্রকৃতির
ছবিগুলো খুবই অসাধারণ হয়েছে।
যা আমার কাছে অনেক ভাল লেগেছে
আপনার ফটোগ্রাফির প্রথম ফুলের ছবিটা আমার কাছে বেশি ভাল লেগেছে
ধন্যবাদ আপু শুভ কামনা আপনার জন্য
ভাল থাকবেন সবসময়♥♥

ধন্যবাদ আপু, আপনিও সবসময় ভালো থাকবেন এটাই কামনা করি।

আপু আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে এবং কি আপনি অনেক সুন্দর করে বিশ্লেষণ করেছেন। তবে আপনি যাকে নয়ন তারা ফুল বলতেছেন আমার জানা মতে ওই ফুলটা নয়ন তারা নয়। নয়নতারা ফুলের মধ্যে সাদা গোলাপী লাল তিন ধরনের আবরণ থাকে। যাই হোক আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে এবং অনেক সুন্দর করে বিশ্লেষণ করেছেন আপনার জন্য শুভকামনা রইল আপু।

জ্বী এটা নয়ন তারা না, এটা সন্ধ্যামালতী ফুল। আমিতো এটা জানি তবে, বলতে ভুল হয়েছে। ধন্যবাদ বিষয়টি বোঝার জন্য এবং আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য।

ওয়াও আপু চিত্র গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম।ফুল গুলোর চিত্র খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে চিত্রগ্রহণ খুব ভালো ছিল।অনেক সুন্দর ভাবে উপস্থাপন ও করেছেন।শুভ কামনা রইল।

ছবিগুলা কে খুব সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন আমাদের সাথে। প্রকৃতি আসলেই খুব সুন্দর। আপনি যে ফুলটিকে নয়ন তারা বলেছেন আমরা সেটাকে সন্ধ্যামালতী ফুল বলে থাকি। অনেক ঘ্রাণ এই ফুল গুলোতে। খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন ফুল গুলোর। পেঁপে গাছের ফুলের কুঁড়ি গুলো আসলেই অনেক সবুজ দেখাচ্ছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

জ্বী আপু, আপনি ঠিকই ধরেছেন। আমি চেষ্টা করছি সুন্দর ভাবে ছবি তুলতে যেনো সবারই পছন্দ হয়।

আপু অসাধারণ ফটোগ্রাফি করেছেন।
প্রতিটি ফুলের ফটোগ্রাফি একটা থেকে একটা দারুণ 😍😍😍
আপু আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়।
আপনার জন্য শুভকামনা রইলো।

প্রতিটা ফুলের ফটোগ্রাফির মধ্যেই ভিন্নতা আনার চেষ্টা করেছি। প্রতিটা ফুলেরও আলাদা আলাদা সৌন্দর্যের সাথে আলাদা আলাদা উপস্থাপনা।

একটা ফুল থেকে অন্য ফুল, প্রতিটা ফুলেরও আলাদা আলাদা ফটোগ্রাফি করার চেষ্টা করেছি।প্রত্যেকটা ফুলেরই ভিন্নতা আছে এবং দেখতেও খুবই ভালো লাগবে।

দুই নম্বর ফলটি আমার মন কেড়ে নিয়েছে, ☺️ অসাধারণ ফটোগ্রাফি করেছেন আপু। প্রত্যেকটা ফটোগ্রাফি প্রফেশনাল হয়েছে। এই ফটো গুলোর মধ্য প্রকৃতির অপার সৌন্দর্য আমাদের মাঝে ফুটে ওঠেছে যা আমাদের দৃষ্টি চোখকে অন্যভাবে দেখতে সাহায্য করে। অসাধারণ একটি সৃষ্টিশীল পোস্ট ধন্যবাদ আপনাকে।

জ্বী,আপনি একদম ঠিক কথা বলেছেন এবং প্রত্যেকটি ফুলই প্রকৃতির অপার সৌন্দর্য প্রকাশ করে।

প্রতিটি মানুষেরই কিছু না কিছু গুণ থাকে এবং সৃজনশীলতা থাকে। আপনি আজকে আপনার সৃজনশীলতা দিয়ে এবং কর্মদক্ষতা দিয়ে এত সুন্দর করে ছবিগুলো তুলেছেন। যেগুলো আসলে আমরা সাধারন চোখে দেখি আপনি সেই গুলো কে খুবই অসাধারণ ভাবে আমাদের মধ্যে তুলে ধরেছেন সত্যিই অনেক ভালো লাগছে আমার আপনার ফটোগ্রাফি দেখে। অনেক বেশি শুভেচ্ছা রইল আপনার জন্য।

জি আপু, এগুলো খুবই সাধারণ ফুল। এগুলো সব জায়গাতেই দেখতে পাওয়া যায়। তবে ফটোগ্রাফি করার জন্য একটু ভিন্নভাবে তোলার চেষ্টা করেছি। সেই সাথে বৃষ্টির পানির ফোটা ফুলের সাথে আরো বেশি সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। সেই মুহূর্তটাকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি।

আপু আপনি প্রথম যে ফুলের ছবিটা দিয়েছেন আমার কাছে মনে হচ্ছে ঐটা নয়ন তারা না ওটার নাম হলো সন্ধ্যামালতী ।এইফুল গাছটা আমার আছে সব সময় অনেক ফুল ফুটে থাকে ঠিক এই কালারটাই আমার আছে। নয়ন তারা গাছও আমার অনেকগুলো আছে চারপাশ কালার ফুল সবসময়ই ফোটে। ফুলের উপরে পানি পড়াতে খুব সুন্দর লাগছে ফুলটা দেখতে। খুব সুন্দর তুলেছেন আপনি ফুলের ছবিটি। হলুদ গোলাপ দেখতে খুব সুন্দর লাগছে। আসলে সুন্দর সুন্দর ছবি তুলতে পারলে অনেক ভালো লাগে ।শুভকামনা রইল আপু।

জ্বী আপু, আপনি ঠিকই বলেছেন। এটা নয়ন তারা না। এটা হচ্ছে সন্ধ্যামালতী ফুল। আমার বলার ভুল ছিল তবে, আমি এটা আমি জানি। আর এটা আমাদের বাসায় থাকে সব সময়। এই কালার টা আছে এছাড়া অন্যান্য অনেক কালার আছে। তো এটার হলুদ কালার টা আছে আমার কাছে, সাদা কালার টা আছে, আমার কাছে খুব ভালো লাগে। সেই ভাললাগা থেকেই কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম।

আপনার ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে। আপনার প্রত্যেকটি ছবি আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি ফুলগুলো এবং বৃষ্টির ফোঁটা সম্পর্কে বণনা খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল আপু।

ধন্যবাদ আমার পোস্টটিকে এত সুন্দর ভাবে লক্ষ্য করার জন্য এবং আমি চেষ্টা করেছি, সুন্দরভাবে উপস্থাপন করতে। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

আপনার ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে ।কিন্তু আপু আপনার প্রথম ফুলকে আমার কাছে সন্ধ্যা মালতী ফুলের মতো লেগেছে ।এটা আমার বাগানে আছে। প্রতিটি ফটোগ্রাফ আপনি খুব সুন্দর করে তুলেছেন ।ফুলের উপর বৃষ্টির পানি পড়লে সেটা দেখতে অনেক সুন্দর লাগে ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

জ্বী আপু, আপনি ঠিকই বলেছেন। 🌹🌸ফুলের উপরে যখন 💦💦বৃষ্টির পানির ফোটা পড়ে, তখন ফুলের সৌন্দর্য তা অন্যমাত্রাই চলে যায়। এত বেশি মনোমুগ্ধকর লাগে, যে চোখ সরাতে পারি না 😌সেই সুন্দর মুহূর্তটাকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি।

আপনার প্রতিটি ছবিই খুব সুন্দর হয়েছে আর সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন সহকারে তুলে ধরেছেন আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।

জি ভাইয়া, চেষ্টা করেছি সুন্দরভাবে উপস্থাপন করতে। আপনাদের যেন ভালো লাগে, আপনাদের ভাল লাগার জন্য এভাবে ফটোগ্রাফি গুলো করেছি।

অসাধারণ ফটোগ্রাফি করেছেন আপু। প্রতিটি আলোকচিত্র খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। আপনার ফটোগ্রাফির প্রশংসা না করলেই নয়। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সামনে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ, আমাকে এত প্রশংসা করার জন্য। আপনাদের এত প্রশংসা পেলে, কাজ করার আরও উৎসাহ বেড়ে যায়।

আপু আপনি যে খুব সুন্দর ফটোগ্রাফি করেন তা আপনার ফুলের ছবি দেখেই বোঝা যাচ্ছে। আপনি এত কাছ থেকে ফুলের ফটোগ্রাফি করেছেন যে ফুল গুলো দেখতে চমৎকার লাগছে। তাছাড়া আপনার প্রথম ফুলের উপরে যে পানি আছে সেটি এত সুন্দর লাগছে দেখতে যে বলে বোঝানো যাবে না।

ধন্যবাদ আপু, এতটা প্রশংসা করার জন্য ফুলের ফটোগ্রাফি গুলো একটু ভিন্নভাবে করার চেষ্টা করেছি। সেটাতে ফুলের উপরে বৃষ্টির পানির ফোটা থাকার কারণে, সৌন্দর্য আরো বেশি বেড়ে গেছে।

আপনার প্রতিটা ফুলের ফোটোগ্রাফি অনেক ভালো হয়েছে। নয়নতারা ফুল তো সবসময় তার সৌন্দর্যতার জন্য প্রসিদ্ধ। এখানে যে কয়টা ফুলের ছবি দিয়েছেন সেগুলোর আলাদা আলাদা একটা সৌন্দর্যতার প্রতীক রয়েছে। আর বকুল ফলগুলো অনেক সুন্দর দেখতে হয় পাকলে, দারুন একটা লুকিং আসে।

ধন্যবাদ দাদা, আপনার এতটা প্রশংসার শুনে আমার নিজের কাছে খুবই ভালো লাগছে। আমি চেষ্টা করেছি প্রতিটা ফটোগ্রাফিতে ভিন্নতা আনার জন্য।

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন আপু প্রত্যেকটা ফটোগ্রাফি নিখুঁত হয়েছে আপনার ফটোগ্রাফির হাত অনেক ভালো। এভাবেই চালিয়ে যান। অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন

ধন্যবাদ, আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি। আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম।

আপু আপনার প্রতিটি ফুলের ফটোগ্রাফি বেশ দারুণ ।আপনি অনেক সুন্দর করে ফটোগ্রাফি করছেন।আপনার ফটোগ্রাফি মধ্যে আমার 1,3 সবচেয়ে ভালো লেগেছে।অনেক ধন্যবাদ আপু।

ধন্যবাদ, আমার করা ফটোগ্রাফি গুলা দেখে তারা পছন্দ করার জন্য, খুব ভালো লাগলো।

ফুল ও প্রাকৃতিক দৃশ্য দেখলাম। ফুলের ছবি গুলো সুন্দর হয়েছে । মনে হচ্ছে শিশির ভেজা ছিল ফুলের পাপড়ি গুলো । ফুল এক ধরনের প্রকৃতিক সুন্দর্য্য তবে এখানে মূলত প্রকৃতিক সুন্দর্য্য বলতে যা বুঝায় সেটার সাথে এই ছবি গুলো কেমন জানি একটু কমতি হয়ে গেছে। ফুলের ছবি আছে , একটি পানির ফোটার ছবি আর দুটো গাছের পাতা বা ডাল কিংবা কড়ির ছবি মনে হয়েছে। যাই হোক সুন্দর হয়েছে। ধন্যবাদ।

ফুল প্রকৃতির একটি অংশ। প্রকৃতিকে আরো বেশি সুন্দর ভাবে প্রকাশ করতে ফুলের জুড়ি নেই। সেই ভাবনা থেকেই ফটোগ্রাফি করা। ধন্যবাদ

আপনার ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে আপু। ছবি ধারণের ব্যাপারে আপনি অনেক অভিজ্ঞ তা আপনার ছবি গুলো দেখে বুঝতে পেরেছি।

ধন্যবাদ, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি।আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।