🎨DIY- Project এসো নিজে করি: " একটি পিকাচু " পেন্সিল স্কেচ অংকন🐹 || ১০% বেনিফিশিয়ারি @shy-fox ||🙂

in hive-129948 •  3 years ago 
৯ অক্টোবর
শনিবার

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন।আমি কার্টুন দেখতে খুব ভালোবাসি। পিকাচু আমার খুবই পছন্দের কার্টুন। কারন,পিকাচু দেখতে অনেক কিউট।আমরা সবাই প্রায় পোকেমন শো টি দেখেছি।এই পোকেমন কার্টুন শো তে একটি মেইন ক্যারেক্টার এর নাম হলো পিকাচু।পিকাচু খুবই একটি জনপ্রিয় ক্যারেক্টার।পিকাচুর এই ফর্ম টিকে সবাই অনেক পছন্দ করে।পিকাচু হলো একটি স্পেশাল পোকেমন।অনেক শক্তিশালি একটি পোকেমন।"পিকাচু- পিকাচু "একটা গান আছে সেটাও আমার খুবই পছন্দের। তো আজকে আমি আমার পছন্দের পিকাচু একে দেখাবো।
তো চলুন শুরু করা যাক।

🔸অংকন এর বিষয়🔸

পিকাচু

IMG_20211008_002944-1.jpg

20210917_091016-1.png


👌উপকরন👌


  • সাদা কাগজ
  • পেন্সিল 2B, HB,10B.
  • স্কেল
  • রাবার
  • পেন্সিল কাটার

20210915_145254.jpg
20210917_091016-1.png


👇 ধাপ ১👇


IMG_20211007_233425-1.jpg
প্রথমে একটি সাদা কাগজ নিতে হবে। এরপর এই কাগজে আকা শুরু করতে হবে। প্রথমে 2B পেন্সিল দিয়ে পিকাচুর পুরো অংশের গঠনটি খুবই হালকা ভাবে একে নিতে হবে।
20210917_091016-1.png


👇 ধাপ ২👇


IMG_20211007_235811-2.jpg
এরপর পিকাচুর হাত, পা, চোখ, ঠোট,লেজ সহ সকল অংশ গুলা খুব নিখুত ভাবে একে নিতে হবে। যদি কোনোটা একটু ভুল হয় সেটা মুছে আবার সুন্দর ভাবে একে নিতে হবে।
20210917_091016-1.png


👇 ধাপ ৩👇


IMG_20211007_235811-1.jpg
এবার পিকাচুর মাথার উপর থাকা ক্যাপ টি পেন্সিল সেড করে একে নিতে হবে এবং দুপাশের কানের অংশটিও পেন্সিল সেড দিয়ে একে নিতে হবে।
20210917_091016-1.png


👇 ধাপ ৪👇


IMG_20211008_000100-1.jpg
এবারে পেন্সিল দিয়ে পিকাচুর প্রতিটা অংশের বর্ডার গুলা খুব গাঢ়ভাবে একে নিতে হবে।
20210917_091016-1.png


👇 ধাপ ৫👇


IMG_20211008_000941-1.jpg
এবার পিকাচুর চোখের অংশটি 10B পেন্সিল ব্যাবহার করে চোখের মনি একে নিতে হবে। আর মাঝে সাদা রং এর একটু ফোটা দিয়ে নিতে হবে। চোখটা তাহলে সুন্দর ভাবে ফুটে উঠবে।
20210917_091016-1.png


👇 ধাপ ৬👇


IMG_20211008_002944-1.jpg
পিকাচুর প্রতিটা অংশ প্রয়োজন মতো পেন্সিল সেড দিয়ে গাঢ় ভাবে একে নিতে হবে।তাহলে পিকাচু আরো সুন্দরভাবে ফুটে উঠবে। আর অবশেষে আকানো হয়ে যাবে কিউট পিকাচু।

20210917_091016-1.png
সবাইকে অনেক ধন্যবাদ আমার আকানো পিকাচু ছবি টি দেখার জন্য। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।

20210902_020400-1.png

Screenshot_2021-09-02-01-33-35-1-1.png

20210902_022200-1.png
আমি মেঘলা!অসাধারণ দের মাঝে অতি সাধারন একজন।আমার প্রিয় শখ হলো-ফুলের বাগান করা,ছবি আকা,ফটোগ্রাফি করা, মনের অনুভূতি গুলো নিয়ে লেখালেখি করা,অবসর সময়ে গান শোনা এছাড়াও আমি ঘুরতে ভীষন পছন্দ করি!জীবন আমাকে সবকিছু দিবেনা,তাই স্বল্প আশায় বাঁচি।আমি নিজেকে নিয়ে অনেক স্বপ্ন দেখি,সেই স্বপ্নগুলা বাস্তবায়িত করতেই আমার এই পথচলা।স্বপ্ন পূরনে ব্যার্থ, হয়তো পিছনে ফিরে গিয়ে শুরুটা পরিবর্তন করতে পারবোনা কিন্তু এখন আবার শুরু করে শেষটা অবশ্যই পরিবর্তন করতে পারবো।

20210902_020227-1.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Bittorrent Golden Wallet Prizes

Grand Prize 10,000,000 BTT
Four Weekly Prizes 1,000,000 BTT
Steemit Sign in Prizes 1,000,00 BTT

For steemit users prizes are distrubuted based on their profile reputation Point. Don't get behind Sign in Now CLICK HERE and claim your BTT now

Reputation Point based Prizes:

70+ Rep: 1,000,00 BTT (at least $400 USD)
60+ Rep: 70,000 BTT (at least $300 USD)
50+ Rep: 50,000 BTT (at least $200 USD)
40+ Rep: 20,000 BTT (at least $100 USD)
25+ Rep: 10,000 BTT (at least $50 USD)

পিকাচু আমারও খুব পছন্দের কার্টুন। অনেক সুন্দর করে ড্রইং সম্পন্ন করেছেন। পিকাচু কে অনেক কিউট লাগছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ড্রইং শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

🤓জ্বী আপু, চেষ্টা করেছি পিকাচুর কিউটনেস টা ফুটিয়ে তুলতে। মনে হচ্ছে কিছু টা হলেও পেরেছি।

পিকাচু খুবই একটি জনপ্রিয় ক্যারেক্টার।পিকাচুর এই ফর্ম টিকে সবাই অনেক পছন্দ করে।পিকাচু হলো একটি স্পেশাল পোকেমন।অনেক শক্তিশালি একটি পোকেমন।"পিকাচু- পিকাচু "একটা গান আছে সেটাও আমার খুবই পছন্দের।

কার্টুনের নাম শুনেছিলাম কিন্তু কোনদিন দেখলাম না আপনি অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন অনেক কিছু জানতে পারলাম। আর বিশেষ করে অনেক সুন্দর হয়েছে আপু একটা কথা বলতেই হয় যে আপনার দক্ষতা আছে বলতে হয়। যেমন এত সুন্দর ভাবে আমাদের মাঝে পরিবেশন করেছেন পরিবেশন করার পদ্ধতি টা অনেক ভাল ছিল এবং বর্ণনা খুব ভাল ছিল আপনার জন্য শুভকামনা রইল

হুম, আমি এই কার্টুন টা অনেক বার দেখেছি আমার খুবই পছন্দের। আজকে আমি পিকাচুর কিউট একটি ছবি একেছি সেই সাথে পিকাচুর পরিচিতি সম্পর্কে কিছু তথ্য তুলে ধরেছি।

পিকাচুটি অনেক সুন্দর করে এঁকেছেন দেখছি।যেহেতু পিকাচু আপনার খুবই পছন্দের তাহলে তো সুন্দর হবেই।আপনার জন্য শুভকামনা রইল আপু।

জী ভাইয়া,পিকাচু আমার খুবই পছন্দের এজন্যই কিউট ছবিটি একেছি।

আপনার অনেক বেশি কিউট হয়েছে। সত্যি প্রশংসা না করে থাকতে পারছি না অনেক বেশি শুভেচ্ছা রইল আপনার জন্য।

ধন্যবাদ, আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
আমি চেষ্টা করেছি ভালো ভাবে অংকন করতে।

খুব ছোট বেলায় আমি আমার এক বন্ধুকে পিকাচু ডাকতাম। ডাকার কারণ সে বয়সের তুলনায় অনেক ছোট ছিলো। হঠাৎ ব্যাপারটি মনে পরে গেলো।
খুব সুন্দর হয়েছে কিন্তু আপু

পিকাচু ছোটবেলার একটা মজার কার্টুন। সেজন্যই পিকাচু দেখামাত্র ছোটবেলার সৃতি টা মনে পড়ে গেলো।

পোকেমন অনেক শুনেছি। একবার মনে হয় দেখেছিলাম। আপনি খুব সুন্দর করে পিকাচু আর্ট করেছেন। আমার কাছে ভালো লেগেছে। শুভেচ্ছা রইল আপনার জন্য।

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাদের ভালো লাগলে কাজ করে শান্তি পাওয়া যায়।

জি আপনাকে স্বাগতম।

আমি আজ মনে মনে ভাবছিলাম এই ড্রয়িং করব কিন্তু স্টিমিটে ঢুকে দেখি আপনি এটার পোস্ট করেছেন। সত্যিই অনেক দক্ষতার সাথে এই ড্রয়িং করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

হুম,আমি অনেকদিন ধরেই ভাবছিলাম আকবো তবে আপনার ভাবনা আর আমার ভাবনা মিলে গেছে! 😱

বাহ্,,, আপনার আকানো কাটুনটা অনেক সুন্দর হয়েছে। আপনার ধাপগুলো যে কেউ অনুসরণ করে খুব সহজ ভাবে ড্রইংটা করতে পারবে। আপনার জন্য শুভ কামনা রইল।

জ্বি ভাইয়া,ধাপগুলা এমন ভাবে সাজিয়েছি যেন কেউ চাইলে খুব সহজেই আকাতে পারে কিউট পিকাচুটি।

আপনি খুবই সুন্দর করে পিকাচু কাটুন এর 8 করেছেন আপনার আটটি যে কেউ দেখলে মুগ্ধ হয়ে যাবে আপনার জন্য শুভকামনা থাকলো

অনেক ধন্যবাদ ভাইয়া,আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।