আমি আর আমার বাবার গল্প (10% beneficiary for @shy-fox and 5% for @abb-school)

in hive-129948 •  2 years ago  (edited)

আমি দেবাদিত্য ভাদুড়ী। আমার পরিচিতি পোস্টে আমার সম্পর্কে এবং আমার অনুভূতির কথা অনেক কিছুই লিখেছি। কিন্ত আমার বাবার ব্যাপারে তেমন কিছুই লিখিনি, আজ আমার বাবাকে নিয়েই আমার লেখা। আমার বাবার নাম গৌরপদ ভাদুড়ী। বাবা আমার আদর্শ, যদি বলেন কেন তাহলে অনেক কিছুই বলতে হয়। আমি আমার জীবনে আমার বাবার মতো সৎ, নিষ্ঠাবান, উদার ও প্রকৃত সমাজসেবী মানুষ খুব কম দেখেছি। আমার বাবা পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরে চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে হিসেবে যোগদান করেন এবং লোয়ার ডিভিশন ক্লার্ক হিসেবে অবসর গ্রহণ করেন। হাসপাতালে শিফটিং ডিউটি করেও ২০২১ সালে বাইপাস সার্জারি হওয়ার আগে পর্যন্ত অনেক রকম সামাজিক কাজকর্মে তিনি যুক্ত ছিলেন। গ্রামে ক্লাব প্রতিষ্ঠা, পাঠাগার নির্মাণ, মন্দির নির্মাণ ও রেল স্টেশন স্থাপনে তার অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। এছাড়া গ্রামের একমাত্র পুকুরটি সংস্কার করা ও দুর্গা মন্দির পুনঃনির্মাণে তার প্রধান ভূমিকা ছিল। তিনি দীর্ঘদিন ক্লাবের সভাপতি, সম্পাদক প্রভৃতি নানা পদ সামলেছেন, পুকুর কমিটির সভাপতি ছিলেন। এগুলো ছাড়াও গরীর দুঃস্থ দের নানাভাবে সাহায্য করেছেন। অনেক গরীব ঘরের মেয়ের বিয়েতে ক্লাবের পক্ষ থেকে চাঁদা তুলে দিয়েছেন। তবে বর্তমানে তার একটাই আক্ষেপ, নিজের অসুস্থতার কারণে অতি যত্নে গড়ে তোলা ক্লাবের ফুটবল মাঠটি তিনি বাঁচাতে পারলেন না। মাঠটির অর্ধেক অংশ নিয়ে বর্তমানে ১২নং জাতীয় সড়কের বাইপাস রাস্তা নির্মিত হচ্ছে। তিনি সুস্থ থাকলে কখনোই মাঠটিকে এভাবে নষ্ট হতে দিতেন না। বাবা চাকরি করার পাশাপাশি ক্লাবের হয়ে চুটিয়ে ফুটবল খেলতেন। আমি ছোটোবেলায় বাবার ব্যবহার করা ফুটবল বুট গুলো দেখেছি। তখন ওগুলো দেখে আমারও বুট পড়ে ফুটবল খেলতে খুব ইচ্ছে হত, তবে সে ইচ্ছে কখনো পূরণ হয়নি। যদিও ফুটবল আমাদের রক্তে ছিল। আমার বড়ো ঠাকুরদা, মানে বাবার জেঠ্যামশাই পাবনা জেলার বিখ্যাত জ্যাকশন শিল্ড সহ অনেক বড়ো বড়ো ফুটবল প্রতিযোগিতায় খেলেছেন নানা দলের হয়ে।

dad.jpg

ডিভাইস :- ভিভো জেড ১ প্রো
লোকেশন :- বলরামপুর কলোনী

আজ যে ঘটনার কথা বলবো সেটি ক্লাবেরই ঘটনা। আজ থেকে ৩৫ বছর আগের ঘটনা, তখন আমার বাবা আমাদের বলরামপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি। সেই সময় আমাদের ক্লাব জেলা ফুটবল লিগে নিয়মিত অংশগ্রহণ করতো। সেই বছর আমাদের ফুটবল দলের কিছু সদস্য যারা ক্লাবেরও সাধারণ সদস্য তারা আমার বাবা তথা ক্লাব সভাপতি কে না জানিয়ে অন্য দলে সই করে। ঘটনাটি জানতে পেরে ক্লাব কমিটির সাথে আলোচনা করে সেই সমস্ত প্লেয়ার তথা সদস্যদের সাসপেন্ড করেন। তার কয়েকদিন পরেই সেই প্লেয়াররা তাদের ভুল বুঝতে পারে এবং বাবার কাছে প্রথমে মৌখিক ভাবে ও পরে লিখিতভাবে ক্ষমা চায়। কিন্তু বাবা তাদের জবাবে খুশি হতে পারেননি ও তাদের সাসপেনসন বহাল রাখেন। এর কিছুদিন পর ক্লাব মিটিংয়ে ক্লাবের কাছেই একটি জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য পাকাপাকিভাবে স্টেজ তৈরি করার উদ্যোগ নেওয়া হয়। মিটিংয়ে ঠিক হয় পাড়ার পোস্ট অফিসের সামনে তিনদিকে ইঁট দিয়ে গেঁথে মাঝখানে মাটি ফেলে স্টেজ তৈরি করা হবে।এ বিষয়টি জানতে পেরে সেই সাসপেন্ড হওয়া ৬ জন সদস্য আমার বাবার কাছে ছুটে আছে এবং তারা অনুরোধ করে এই কাজটি তাদের উপর ছেড়ে দেওয়ার জন্য। বাবা তাদের কথা দেয় এই কাজটি ঠিক করে করতে পারলে তাদের সাসপেনশন তুলে নেওয়া হবে।

dad and me.jpg

ডিভাইস :- ভিভো জেড ১ প্রো
লোকেশন :- বলরামপুর কলোনী

পূর্ব পরিকল্পনা মত এক পূর্ণিমা রাতে কাজ শুরু হয়। বাবার উদ্যোগে রাতে পাশেই একটি বাড়িতে সবার খাওয়ার ব্যবস্থা করা হয়। সারারাত এই কাজ চলে। সাসপেন্ড সদস্যরা পুকুর থেকে মাটি কেটে স্টেজের ভেতরের অংশে ফেলতে থাকে। ক্লাবের স্বার্থে এই পরিশ্রমটা তারা অক্লেশেই করতে থাকে। মাঝপথে কাজ থামিয়ে সকলকে খাইয়ে দেয় বাবা, অথচ খাবার শেষ হয়ে যাওয়ায় তার নিজের আর খাওয়া হয় না। কাজ শেষ হওয়ার পর বাবাকে অভুক্ত অবস্থায় বাড়ি ফিরতে হতো যদি না ক্লাবের এক পদাধিকারী ভোর বেলা তার বাড়িতে নিয়ে গিয়ে খাবার ব্যবস্থা করত। স্টেজ তৈরির কাজটি নির্বিঘ্নে শেষ হওয়ায় বাবা অত্যন্ত খুশি হন এবং সেই সাসপেন্ড হওয়া সদস্যদের সাসপেনশন তুলে নেন।

club.jpg

ডিভাইস :- ভিভো জেড ১ প্রো
লোকেশন :- বলরামপুর কলোনী

আমাদের ক্লাবের ইতিহাসে এই ঘটনা ক্লাব প্রীতির এ এক অনন্য নজির হয়ে আছে। তবে অনেকেই হয়তো ভাববেন এই ৬ জন সাসপেন্ড সদস্য শুধুমাত্র নিজেদের সাসপেনশন তোলার জন্য এ কাজ করেছে। কিন্তু আমি মনে করি ক্লাবের প্রতি ভালোবাসা না থাকলে এত পরিশ্রমের কাজ কখনোই তারা হাসিমুখে করতে পারত না। আমি আশা করি এই গল্পটি সবার ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।

c school.jpg

ডিভাইস :- ভিভো জেড ১ প্রো
লোকেশন :- বলরামপুর কলোনী

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ফটোগ্রাফি পোষ্টটি অবশ্যই লোকেশন দিতে হবে, নয়তোবা এই পোস্ট কিউরেশন এর জন্য বাছাই করা হবে না। এখনি এডিট করে সঠিক করুন।

ম্যাম এডিট করে দিয়েছি। এরকম কিভাবে লিখতে হয় জানি না তাই ডিভাইস এবং লোকেশন দিলাম।
Screenshot_2022_0810_213754.jpg