দশমীতে বহরমপুরে ঠাকুর দেখা। (১০% @shy-fox এবং ৫% @abb-school এর জন্য বরাদ্দ)

in hive-129948 •  2 years ago  (edited)

নমস্কার, এবছর দুর্গাপুজোর পঞ্চমী থেকে অষ্টমী কেটে গেছে এক এক জায়গায়। আর নবমী কেটেছে ট্রেনে। বিস্তারিত ভাবে পরে সব নিয়ে লিখব।

এবছর বাড়িতে না থাকাই বহরমপুরের দুর্গা পুজোর প্যান্ডেল ও মাতৃ প্রতিমা দর্শন করা হয়নি তাই আজ দুপুরেই বেরিয়ে পড়লাম প্রতিমা দর্শন করতে। পৌনে বারোটা নাগাদ আমি আর আমার স্ত্রীর দুজনে মিলে স্কুটিতে করে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। বহরমপুরের কিছু নামকরা ঠাকুর দেখাই ছিল প্রধান উদ্দেশ্য। তাই প্রথমেই চলে গেলাম বাবুলবোনা রোড সার্বজনীন দুর্গোৎসবের প্রতিমা ও প্যান্ডেল দর্শন করতে। থিম পুজো ও অসাধারণ প্রতিমার জন্য এই পুজো বিখ্যাত। এবার এখানকার থিম ছিল মিশর।

IMG_20221005_131757.jpg

IMG_20221005_131844.jpg

লোকেশন

প্রতিমা ও প্যান্ডেল দেখে সেখানে করে বেরিয়ে পড়লাম অজানা সংঘের উদ্দেশ্যে। এখানে প্যান্ডেল নির্মিত হয়েছে কাঁসা-পিতল দিয়ে। প্যান্ডেলটি এক কথায় অসাধারণ হয়েছে।

IMG_20221005_132716.jpg

লোকেশন

এখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম বিষ্ণুপুর আমরা কজন ক্লাবের প্রতিমা ও প্যান্ডেল দর্শন করতে। এখানে ৭০ ফুটের মাতৃ প্রতিমা নির্মিত হয়েছে। প্রতিমার সাথে সাজুজ্য রেখে প্যান্ডেলটিও হয়েছে প্রকাণ্ড। এত বড় প্রতিমা দেখে সবাই অভিভূত হয়ে গেছে। শিল্পীর কাজ এক কথায় অনন্য।

IMG_20221005_133208.jpg

IMG_20221005_133319.jpg

এরপর আমরা চলে এলাম কাশিমবাজার ভাটপাড়ার মাতৃ প্রতিমা দর্শন করতে। এখানে গড়ে তোলা হয়েছে কাশি বিশ্বনাথ মন্দিরের আদলে মাতৃমন্দির। সাথে তুলে ধরা হয়েছে দশাশ্বমেধ ঘাট।

IMG_20221005_134430.jpg

IMG_20221005_134636.jpg

সেখান থেকে এবার আমাদের গন্তব্যস্থল চুনাখালী মোড়ের মাতৃ মন্দির দর্শন। এখানে রাজস্থানের শিষ মহলের আদলে গড়ে তোলা হয়েছে পুজা প্যান্ডেলটি। মন্দিরের ভেতরে কাঁচ দিয়ে সাজানো হয়েছে। এক কথায় অনবদ্য, চোখ ধাঁধানো হাতের কাজ শিল্পীর। প্রতিমাটি রাজস্থানী আদলে তৈরি। এবছর মন্দিরের অভ্যন্তরীণ সজ্জায় এই পুজো কমিটি সবাইকে টেক্কা দিয়েছে। কিছু ছবি তুলে ধরলাম যেগুলো দেখলে আপনারা সহজে অনুমান করতে পারবেন এখানে কি সুন্দর ভাবে শিষ মহল ফুটিয়ে তোলা হয়েছে।

IMG_20221005_135636.jpg

IMG_20221005_135826.jpg

IMG_20221005_135832.jpg

IMG_20221005_135837.jpg

IMG_20221005_135842.jpg

লোকেশন

এরপর আমরা চলে এলাম বানজেটিয়া সার্বজনীন পুজা কমিটির পূজা দেখতে। যেখানে গড়ে তোলা হয়েছে বৃন্দাবনের প্রেম মন্দিরে আদলে পূজা প্যান্ডেল। প্যান্ডেলের চারদিকে রাধা কৃষ্ণের মূর্তি, তুলে ধরা হয়েছে কৃষ্ণের নানান লীলার চিত্র।

IMG_20221005_142104.jpg

IMG_20221005_141752.jpg

IMG_20221005_141622.jpg

এরপর দেখলাম কাশিমবাজার বারোয়ারীতলার পুজা প্যান্ডেল ও প্রতিমা। পুরীর মন্দিরের আদলে এখানে প্যান্ডেল করা হয়েছে। দুর্গা ঠাকুরটি হয়েছে কৃষ্ণের আদলে।

IMG_20221005_143333.jpg

IMG-20221005-WA0011.jpg

বানজেটিয়ার ঠাকুর দেখে আমরা চলে এলাম কাশিমবাজার ছোট রাজবাড়ির প্রতিমা দর্শন করতে। ঐতিহাসিক রাজবাড়ীতে প্রতিবছর সুন্দর করে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান সহযোগে দুর্গাপুজো করা হয়। রাজবাড়ী সদস্যরা এই পুজোর সময় সকল ব্যস্ততা ছেড়ে এখানে সমবেত হন। যে যেখানেই থাকুক তারা এসে পৌঁছায় এই রাজবাড়ীতে। বিখ্যাত সুগার এন্ড স্পাইস কোম্পানির মালিক এই রাজবাড়ীর মহারানী তিনি নিজ হাতে গড়ে তুলেছেন এই কোম্পানিটিকে, রাজ্যের নানা শহরে এদের দোকান রয়েছে।

IMG_20221005_143830.jpg

IMG_20221005_143835.jpg

IMG_20221005_143943.jpg

IMG_20221005_144004.jpg

IMG_20221005_144127.jpg

এরপর খাগড়া দয়ানগরের মাতৃ মন্দির দর্শন করলাম। এখানে মাটির ভাড় দিয়ে মনিষীদের ছবি তুলে ধরা হয়েছে প্যান্ডেলের গায়ে।

IMG_20221005_145124.jpg

IMG_20221005_145211.jpg

এরপর আমরা এলাম খাগড়া বাবু পাড়ার পুজো দেখতে। এখানে পাট ও চট দিয়ে মন্দির নির্মাণ করা হয়েছে। অতি সুন্দর এই প্যান্ডেলটি পাট শিল্পকে বাঁচিয়ে রাখার করুণ আহ্বান জানিয়ে যাচ্ছে সবার অলক্ষ্যে।

IMG_20221005_150616.jpg

IMG_20221005_150302.jpg

IMG-20221005-WA0005.jpg

IMG-20221005-WA0006.jpg

তারপর এলাম খাগড়া ভট্টাচার্য পাড়ার পুজো দেখতে। এখানে জমিদার বাড়ির আদলে প্যান্ডেল নির্মাণ করা হয়েছে।

IMG_20221005_151418.jpg

IMG_20221005_151515.jpg

তারপর আমরা এলাম বহরমপুর পুরনো কান্দি বাস স্ট্যান্ড মোড়ের পুজো দেখতে। এখানে কেদারনাথ মন্দির তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

IMG_20221005_152703.jpg

IMG_20221005_152555.jpg

লোকেশন

এরপর চলে এলাম অযোধ্যানগর সার্বজনীন পূজা কমিটির পূজা প্যান্ডেলের সামনে। এখানে দিল্লির লক্ষী নারায়ণ মন্দিরের আদলে প্যান্ডেল তৈরি করা হয়েছে।

IMG_20221005_154422.jpg

IMG_20221005_155110.jpg

এরপর আমরা এলাম হরিদাসমাটি শিল্পী সংঘের মাতৃ প্রতিমা দর্শন করতে। এখানে হাম্পির বিখ্যাত রথের আদলে প্যান্ডেল নির্মিত হয়েছে।

IMG_20221005_155218.jpg

এখান থেকে বেড়িয়ে কিছুদূর এগোতেই হঠাৎ বৃষ্টি এলো। বাধ্য হয়ে আশ্রয় নিলাম রাস্তার ধারের এক দোকানে। আধ ঘণ্টা অপেক্ষা করার পর অবশেষে বৃষ্টি মাথায় নিয়েই বাড়ি ফিরতে হলো। বহরমপুরের বহু প্যান্ডেল ও মাতৃ প্রতিমা দর্শন করা সম্ভব হল না সময়ের অভাবে। কারণ অনেক জায়গাতেই মাতৃ প্রতিমা বিসর্জন দেওয়া শুরু হয়েছে। গঙ্গার ঘাটে ঘাটে ভিড় জমতে শুরু করেছে। একে একে চলে আসছে মাতৃ প্রতিমা। তাই তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম, কারণ আমাকেও যেতে হবে পাড়ার মন্দিরে মা কে শেষ বার দেখার জন্য। আবার এক বছরের অপেক্ষার পর মা আসবেন আমাদের মাঝে।

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

সকলে ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। সবাইকে শুভ বিজয়ার শুভেচ্ছা।

Amar_Bangla_Blog_logo.jpg

ক্যামেরা
ফটোগ্রাফার
ভিভো জেড ১ প্রো
@pap3

🌼 ধন্যবাদ 🌼

Banner(1).png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!