রঙিন কাগজ দিয়ে একটি কিউট ইঁদুর তৈরি ||১০% বেনিফিসিয়ারি লাজুক শেয়ালের জন্য

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকল কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্টঃ

PhotoCollage_1667136894167.jpg

প্রতি দিনের মতো আজ ও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি পোস্ট নিয়ে। পোস্টটি হলো রঙিন কাগজ দিয়ে একটি ইঁদুর তৈরি । রঙিন কাগজের জিনিস গুলো তৈরি করতে অনেক সময় লাগে। তাই তো তৈরি করতে চাইলে ও সময় হয়ে উঠেনি।রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করতে আমার অনেক ভালো লাগে।রঙিন কাগজ দিয়ে অনেক কিছু বানানো যায় না। বিভিন্ন ধরণের জিনিস গুলো বানানো যায়। আবার বানানো শেষ হলে সে গুলো দেখতেও অনেক সুন্দর লাগে।কিন্তু বাচ্চাদের জন্য বানানো অনেক কষ্ট হয়ে পড়ে।তাই তো সুযোগ খুঁজি, যখন স্কুলে যায়, তখন এই কিউট ইঁদুর তৈরি করেছিলাম। তবে রঙিন কাগজের জিনিস আমার বাচ্চারা অনেক পছন্দ করে ।আমি বানিয়ে তাদের পড়ার টেবিলে রেখে দিয়েছিলাম।স্কুল থেকে এসে দেখে বলে আম্মু টেবিলে একটি ইঁদুর আছে দেখ। আমার বড় মেয়ে বলে আমি ভাবছিলাম সত্যিকারের ইঁদুর ।আমার বাচ্চারা সেগুলোকে খেলনা হিসাবে ব্যবহার করে। যাই হোক কথা না বাড়িয়ে তাহলে চলুন রঙিন কাগজের ইঁদুর তৈরি কিভাবে করেছি দেখে আসিঃ

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuoCP9HG7dxuuSpAHhdKPZakTCiaNoG7bqABm7YYGzesJwoVQoNruxzyZcJK6MC9inK8aeCSU2fwNN5da2K...78KtKk7Rsfm4ZtRepHo6K2qeo4R3vMB93xAc8vcyfdZKr2tXNzdTCxivk3RzyymVbiyZQFrpdibmNASSW1zcsvfbH6jqLkbS36x8chG9DUoMYDZMXjQVxHQA8N.png

PhotoCollage_1667189788910.jpg

১. রঙিন কাগজ
২. আঠা
৩. পেন্সিল ও
৪.কাচি
৪.সাইন পেন

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq64DmCvA7KJYHacez3GP2HtkJbCUsSPkkr2J47RMFzRRfh4dYGNKHvL8HEH7ER5bexajBcTqY7ZzkqJL2j4...W2XJPLgCmULEfT95uuuaQQF6oj4NU17Ka7ARe5aGTmBkqDz3Xt3MFoS8daUYof9wXNkb8tyPpW8z2Lub2EeUAKEZXcWARRaEQygEpUUaQEJ4XiwNvn2Ctn6iJJ.png

ধাপ-১

PhotoCollage_1667137170547.jpg

প্রথমে আমি রঙিন কাগজ নিয়েছি। তারপর কাগজটি কে এভাবে ভাজ করে নিয়েছি। এখন কাচি দিয়ে কেটে নিয়েছি। তারপর আঠা লাগিয়ে এভাবে তৈরি করে নেব।

ধাপ-২

PhotoCollage_1667137644186.jpg
এখন ইঁদুরের গোঁফ ও নাক বানানোর জন্য সাদা ও রঙিন কাগজ কেটে নিলাম। তারপর সাদা ও রঙিন কাগজের উপর আঠা লাগিয়ে দিয়ে ইঁদুরের সাথে লাগিয়ে দিলাম।

ধাপ-৩

PhotoCollage_1667137304935.jpg
এখন দু ধরনের রঙিন কাগজ এভাবে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিলাম। তারপর দাগ অনুযায়ী কাচি দিয়ে কেটে নেব।এখন রঙিন কাগজের সাথে আঠা লাগিয়ে কান বানিয়ে নেব ।

ধাপ-৪

PhotoCollage_1667137343680.jpg
এখন সাদা কাগজ নিয়ে পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিলাম। তারপর কাচি দিয়ে কেটে নিলাম। এখন সাইন পেন দিয়ে চোখ এঁকে নেব।

ধাপ-৫

PhotoCollage_1667137467457.jpg

এখন বানিয়ে রাখা কান ও চোখ ইঁদুরের সাথে আঠা দিয়ে লাগিয়ে দেব।

ধাপ শেষ

PhotoCollage_1667137492030.jpg

এখন আর একটু কাল কাগজ কেটে লেজ বানিয়ে নিলাম। তারপর আঠা দিয়ে ইঁদুরের সাথে লাগিয়ে দেব। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার রঙিন কাগজ দিয়ে ইঁদুর তৈরি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে। কেমন হয়েছে বন্ধুরা মন্তব্যের মাধ্যমে জানাবেন।

পোষ্টেরবিবরণ
শ্রেণিডাই
ডিভাইসLGK30
ফটোগ্রাফার@parul19
লোকেশনফরিদপুর

আজ এখানেই বিদায় নিচ্ছি । আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্হ্য থাকবেন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkKeUxjpvDicJC19Ww3PsohAvFMrugrSu1pSg638699Yh7Ad6pYix9LvdLXvARH2hxGmJfzFWD97xUzBMCRy1Fz5WLidW545LKQ.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদপুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা লেখার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। p>hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7AHbTLxQc1o85rEUTzNp98...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু আপনি অনেক সুন্দর একটি ইঁদুর তৈরি করছেন দেখতে বেশ চমৎকার লাগছে। সত্যি আপু রঙিন কাগজ দিয়ে যে কোনো জিনিস তৈরি করলে অনেক সুন্দর দেখায়। আপনি অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে সাজিয়েছে গুছিয়ে ইঁদুর তৈরি করে আমাদের মাঝে শেয়ার করছেন অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

সত্যি বলতে যে কাজ করতে জানে কাজও তার কাছে হার মানে। রঙিন কাগজ দিয়ে খুব চমৎকারভাবে আপনি একটি ইঁদুর বানিয়ে ফেলেছেন, যেটি প্রশংসার দাবিদার। ধন্যবাদ ভালো থাকবেন।

প্রশংসনীয় মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

ঠিকই বলেছেন আপনি রঙিন পেপার দিয়ে প্রস্তুত করা যেকোনো ধরনের ক্রাফট দেখতে অনেক সুন্দর দেখায়।।

আর আপনার মত যারা এগুলা প্রস্তুত করতে অনেক পারদর্শী তাদের জন্য তো আরও সহজ এবং দেখতে অনেক সুন্দর হবে।।

রঙিন পেপার কেটে আপনার প্রস্তুত করা ইঁদুরের অরিগামিটি অসাধারণ হয়েছে আমার কাছে বেশ ভালো লেগেছে।।

আমার করা ইদুরটি আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগল। আপনার জন্য শুভকামনা রইল।

আপু আপনি আপনার বাচ্চাদের নিয়ে অনেক ব্যস্ত সময় পার করেন বুঝতেই পারছি। তারা যখন স্কুলে যায় তখন আপনি সুন্দরভাবে নিজের কাজগুলো করেন জেনে ভালো লাগলো। আসলে রঙিন কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। যেগুলো দেখতে ভালো লাগে। হয়তো তৈরি করার আগে খুব একটা ভালো লাগে না। যখন পুরোপুরি ভাবে তৈরি হয় তখন অনেক সুন্দর লাগে দেখতে। রঙিন কাগজ দিয়ে তৈরি করা ইঁদুর অনেক সুন্দর হয়েছে আপু।

সত্যি আপু বাচ্চারা যাতে না দেখে সেই সুযোগে থাকি।আর এটা সত্যি যে রঙিন কাগজ দিয়ে তৈরির, আগে তেমন ভালো লাগে না। যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যায় তখন দেখতে অনেক সুন্দর লাগে ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

বাহ্ আপু আপনি রঙ্গিন কাগজ দিয়ে খুবই সুন্দর করে ইঁদুর বানিয়েছেন যা দেখতে সত্যিকারের ইঁদুরের মতো লাগছে। আপনার বানানো পদ্ধতি টি দেখে আমিও শিখে নিলাম এরপর আমিও একদিন বানাবো। আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

এভাবে একদিন বানাবেন অনেক ভালো লাগবে, ধন্যবাদ আপনাকে।

আমিও আপনার মতন রঙিন কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করে থাকি। আজকে আপনি খুবই সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে রঙিন কাগজ দিয়ে একটি কিউট ইঁদুর তৈরি করেছেন। দেখে অনেক ভালো লাগলো। ইঁদুর তৈরি প্রক্রিয়া খুব চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

প্রশংসনীয় মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

কাগজ দিয়ে আপনি সুন্দর একটি ইদুর তৈরি করাছেন । অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

ধন্যবাদ আপনাকে

রঙিন কাগজ দিয়ে একটি কিউট ইঁদুর তৈরি করেছেন। আমিও কয়েক দিন আগে কিউট ইঁদুর তৈরি করেছিলাম। আপনার ডাই প্রজেক্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। ধন্যবাদ আপনাকে।

জি ভাইয়া আপনারটা দেখেই ধারণা নিয়েছিলাম, ধন্যবাদ আপনাকে।

বাহ! কি চমৎকার খুবই কিউট দুটি ইঁদুরের অরিগামি তৈরি করেছেন দেখতে তো খুবই সুন্দর দেখাচ্ছে। রঙিন কাগজ দিয়ে এই ধরনের ডাইগুলো তৈরি করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন। আপনি আপনার সময় এবং ধৈর্য দিয়ে এত চমৎকার দুটি ইঁদুরের অরিগামী তৈরি করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

সত্যি ইঁদুর টি কে দেখতে খুবই কিউট দেখাচ্ছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। কাগজ দিয়ে খুব সুন্দর ইঁদুর তৈরি করেছেন। আপনি খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন। সুন্দর একটি ড্রাই প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আমার ইঁদুরটি আপনার কাছে ভালো লেগেছে জেনে, আমারও অনেক ভালো লাগলো। ধন্যবাদ

ওয়াও অসাধারন ভাবে রঙিন কাগজ দিয়ে একটি কিউট ইঁদুর তৈরি করেছেন আপনি। দেখতেও অনেক সুন্দর লাগতেছে। এবং প্রত্যেকটি স্টেপ আপনি অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলিয়েছেন আমাদের মাঝে। আপনার এই কিউট ইঁদুরটি আমার কাছে একান্ত অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে আশা করছি সামনে আরও ভালো কিছু দেখতে পারব?....

জি ভাইয়া দোয়া করবেন যেন আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ আপনাকে।

আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ইঁদুর তৈরি করেছেন। এটা দেখতে অসাধারণ লাগছে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। আপনি অনেক ধৈর্য সহকারে কাজটি সম্পন্ন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল

প্রশংসানীয় মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

ঠিক বলেছেন আপু রঙিন কাগজ দিয়েছে কোন জিনিস বানিয়ে বাচ্চাদের দিলে তারা খুব খুশি হয়। তাই হোক আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ও কিউট একটি ইদুর বানিয়েছেন। আপনার রঙিন কাগজের ইঁদুর দেখতে খুবই সুন্দর হয়েছে। কালার খুব সুন্দর ভাবে মিলিয়েছেন। ধাপগুলো খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। আমার কাছে আপনার এই ডাই প্রজেক্ট অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর একটি ভাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনি রঙিন কাগজের ব্যবহার করে খুবই সুন্দর একটি কিউট ইঁদুর তৈরি করেছেন। আমার কাছে রঙিন কাগজের তৈরি যে কোন জিনিসই ভালো লাগে। এগুলো তৈরি করতে অনেক সময় লেগে যায় খুবই দক্ষতার প্রয়োজন হয়। এই কাজগুলো অনেক ধৈর্যের সাথে করতে হয়। আপনার আজকের ইঁদুর তৈরি করার পোস্ট দেখে খুবই ভালো লাগলো।

মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ