চিকেনের ইউনিক রেসিপি

in hive-129948 •  2 years ago  (edited)

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকল কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্টঃ

চিকেনের ইউনিক রেসিপি

PhotoCollage_1682852999664.jpg

বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আমি প্রতি নিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে আসার জন্য। তবে ইতিমধ্যে আমার বাংলা ব্লগে দারুণ এক প্রতিযোগিতার আয়োজন করেছে। সত্যি চিকেন পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আসলে আমার বাচ্চাদের চিকেন অনেক পছন্দের। তবে একঘেঁয়েমি চিকেন রান্না করতে করতে আর ভালো লাগে না। তাই আমার বাংলা ব্লগের প্রতিযোগিতায় দেখা যাবে অনেক ইউনিক চিকেন রান্না। এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার ধন্যবাদ জানাই সকল এডমিন ও মডারেটর ভাই ও বোনদের।সত্যি এমন ইউনিক রেসিপি তৈরি করতে ও খেতে অনেক ভালো লাগে। আমি এর আগে এভাবে কখনো চিকেন রান্না করিনি, প্রথম হিসেবে অনেক মজা হয়েছে। সবাই খেয়ে অনেক ভালো বলেছে।আসলে যেকোন জিনিস খেয়ে সবাই যখন প্রশংসা করে তখন সত্যি অনেক ভালো লাগে।আপনারা চাইলে এভাবে তৈরি করে খেতে পারবেন। তবে জ্বালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আর আপনারা চাইলে কিছু কাঁচা মরিচ বেটে দিতে পারেন। আমার বাচ্চারা একটু জ্বাল কম খায় তাই আমি আর কাঁচা মরিচ দেয়নি।যাইহোক রেসিপিটি কিন্তু অনেক মজা হয়েছে। আশাকরি আপনাদের কাছে ও ভালো লাগবে ।

3t3LuWANu5pn7FtYJMPbPEgHNxPHQMRXq2zSesHjKc8PVm3fYuNTnh72dvgfZgaH4M6JzjzAnJKhvULVa58jKwV3QbiqLp8JLoJwBb6Fi3QcVJH8UED62JS9zQKNAE...azYMu9H4nhuFyYDLD8BKHjSyTAAjfzkfZqvHedPjQMknPjqvD64y3MzDdT6V87RFCkBRL9m9cACZFu2oEnPJUgwWfRZhwN5c44oGmec3oDgAU8suNCMpkw5NN.jpeg

PhotoCollage_1682916140326.jpg

উপকরণপরিমাণ
মুরগি১ কেজি
পিঁয়াজ কুঁচিপরিমাণ মত
ডিমএকটি
আদাবাটা২ চামচ
রসুন বাটা২ চামচ
হলুদ গুঁড়োদেড় চামচ
মরিচের গুঁড়োদুই চামচ
ধনের গুঁড়োদেড় চামচ
জিরার গুঁড়োএক চামচ
টক দইদুই চামচ
এলাচ,দারচিনি ও তেজপাতাপরিমাণ মত
বেসনচার চামচ
তেলপরিমাণ মত
লবনস্বাদমত
টমেটো সস্৩ চামচ

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq64DmCvA7KJYHacez3GP2HtkJbCUsSPkkr2J47RMFzRRfh4dYGNKHvL8HEH7ER5bexajBcTqY7ZzkqJL2j4...W2XJPLgCmULEfT95uuuaQQF6oj4NU17Ka7ARe5aGTmBkqDz3Xt3MFoS8daUYof9wXNkb8tyPpW8z2Lub2EeUAKEZXcWARRaEQygEpUUaQEJ4XiwNvn2Ctn6iJJ.png

🥣ধাপ-১ 🥣

PhotoCollage_1682853049084.jpg
প্রথম আমি একটা আস্ত মুরগি নিয়ে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন মাংসের ভিতরে একটা ডিম ভেঙে দিলাম। তারপর পরিমাণ মত বেসন দিয়ে দিলাম। এখন একটু আদা রসুনের পেস্ট দিয়ে মাখিয়ে নেব।

🥣ধাপ-২ 🥣

PhotoCollage_1682853087579.jpg
এখন একটু টমেটো সস্ দিয়ে মেরিনেট করে নেব।তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো ও ধনের গুঁড়ো দিয়ে মেরিনেট করে নেব।এভাবে দশ মিনিট থেকে এক ঘন্টা রেখে দেব। সময় না থাকলে দশ মিনিট রাখলেও চলবে।

🥣ধাপ-৩ 🥣

PhotoCollage_1682853116917.jpg
এখন চুলাই একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে মেরিনেট করে রাখা চিকেন গুলো দিয়ে দেব। চিকেন গুলো দিয়ে দুই পাশ ভালো করে ভেজে নেব।

🥣ধাপ-৪ 🥣

PhotoCollage_1682853191643.jpg
এভাবে আমি সব চিকেন গুলো ভেজে তুলে নেব। সেই তেলের ভিতর আরো কিছু তেল দিয়ে দেব।তারপর কেটে রাখা পিঁয়াজ কুঁচি দিয়ে দেব। এখন এলাচ, দারচিনি ও তেজপাতা দিয়ে দেব।

🥣ধাপ-৫ 🥣

PhotoCollage_1682853220356.jpg
পিঁয়াজ বাদামি রঙের হয়ে আসলে আদা রসুন বাটা দিয়ে দেব। তারপর হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো ও ধনের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব।

🥣ধাপ-৬ 🥣

PhotoCollage_1682853257360.jpg
মসলা গুলো ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রান্না চিকেন গুলো দিয়ে দেব। চিকেন গুলো ভালো করে কষিয়ে তারপর দুই চামচ টক দই দিয়ে দেব। আরো কিছু ক্ষণ কষিয়ে তারপর সামান্য পরিমান পানি দিয়ে দেব।

🥣ধাপ-৭ 🥣

PhotoCollage_1682853782676.jpg
এখন কিছু কাঁচা মরিচ ও জিরার গুঁড়ো দিয়ে দেব। তারপর নামিয়ে নেব। এখন একটা বাটিতে বেড়ে পরিবেশন করব। এই চিকেন রান্না চালের রুটি বা পরোটা দিয়ে খেতে অনেক মজা। আমি চালের রুটির সাথে খেয়েছি,অনেক মজা লেগেছে। আশাকরি আপনাদের কাছে ও ভালো লাগবে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh3J1kkfdqcLg16eYhyDuv...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkKeUxjpvDicJC19Ww3PsohAvFMrugrSu1pSg638699Yh7Ad6pYix9LvdLXvARH2hxGmJfzFWD97xUzBMCRy1Fz5WLidW545LKQ.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা সুযোগ করে দেওয়ার জন্য।

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7AHbTLxQc1o85rEUTzNp98...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScQy7C44Q43NAfhUa73Y1nHv3cvSKChk62pnPhuqhkLAnzA47j47NEp6Q4f9dRCvyy31KSeqyMAMi2Tg2svDUEiUHJR3KGZmtezgQhN2HrwQ.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সত্য কথা বলতে মুরগির মাংসের রেসিপি দেখলেই যেন আমি কোনভাবেই লোভ সামলাতে পারি না। দারুন লোভনীয় একটা মুরগির মাংস রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন।

আপু ঠিক বলেছেন সব সময় একভাবে চিকেন রান্না খেতে একদমই একঘেয়েমি লাগে। তবে আজকে আপনি ভিন্ন ভাবে চিকেনের রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপি দেখে জিভে জল চলে আসলো। এই প্রতিযোগিতার আয়োজন করার জন্য সত্যি অনেক ভিন্ন ধরনের চিকেন রেসিপি দেখতে পারবো। এই রেসিপি রুটি বা পরোটার সাথে খেতে খুবই সুস্বাদু হবে দেখেই বুঝতে পারছি। রেসিপির ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

জি আপু ঠিক বলেছেন ভিন্ন ধরনের রেসিপি দেখতে পাব প্রতিযোগিতার মাধ্যমে, ধন্যবাদ আপনাকে।

একই রকম খাবার না খেয়ে একটু ভিন্নতা এনে রান্না করলে খেতে ও ভালো লাগে।আপনি মুরগীর মধ্যে ডিম ও বেসন দিয়ে মাখিরে ভেজে নিলেন।এরপর রান্না করলেন।খেতে বেশ মজার হয়েছিল আশাকরি। আপনি ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

জি আপু খেতে অনেক মজা হয়েছিল, ধন্যবাদ আপনাকে।

মাঝে মাঝে এভাবে ভিন্নভাবে চিকেন রান্না করে খেতে ভীষণ ভালোই লাগে। আপনি ভিন্নভাবে এই চিকেন রেসিপিটি তৈরি করেছেন দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সত্যি খুবই ইউনিক একটা রেসিপি ছিল এটি। আপনার রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে এটি খুবই সুস্বাদু হয়েছে এবং বেশ মজা করে খেয়েছেন। খুবই ভালো লেগেছে আপনার ইউনিক চিকেন রেসিপিটি আমার কাছে।

জি ভাইয়া অনেক সুস্বাদু হয়েছিল, ধন্যবাদ আপনাকে।

আপু আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভালো লাগলো। ডিম দিয়ে চিকেন রান্না করে কখনো খাওয়া হয়নি। নতুনভাবে চিকেন রান্নার একটি রেসিপি শিখলাম আপু। আমার কাছে খুবই ভালো লেগেছে। মনে হচ্ছে খেতে মজার হয়েছিল। দারুন একটি রেসিপি সবার মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

জি আপু অনেক মজা হয়েছে, ধন্যবাদ আপনাকে।

এমন সুন্দর সুন্দর প্রতিযোগিতার আয়োজন করলে খুব ভালই লাগে প্রতিনিয়ত অনেক ইউনিক ইউনিক জিনিস দেখার সুযোগ হয়। আপনি বেশ মজার করে একটি চিকেনের একটি ইউমিক রেসিপি শেয়ার করেছেন দেখে তো অনেক ভালো লেগেছে। এভাবে রান্না করে রুটি দিয়ে খেলে অনেক ভালো লাগবে ধন্যবাদ।

জি আপু রুটি দিয়ে খেতে অনেক ভালো লাগে, ধন্যবাদ আপনাকে।

ঠিকই বলেছেন আপু, প্রতিনিয়ত একই ধরনের খাবার খেতে খুব একটা ভালো লাগে না। তাই খাবারের ভিন্নতা আনার জন্য ভিন্ন ভিন্ন পদ্ধতিতে খাবার রান্না করলে তা স্বাচ্ছন্দেই খাওয়া যায়। যাইহোক আপু, ইউনিক চিকেন রেসিপি ছিল, দেখেই তো ভীষণ লোভ লেগে যাচ্ছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

জি ভাইয়া লোভনীয় জিনিস দেখলে লোভ লাগা স্বাভাবিক, ধন্যবাদ আপনাকে।

একঘেয়েমি একই রকমের খাবার খেতে আমারও খুব ভাগটা ভালো লাগে না বিরক্তি বোধ করি। এজন্য মাঝে মাঝেই রেসিপি এবং রেসিপি প্রস্তুতের টেকনিক গুলা চেঞ্জ করে ফেলি।।
চিকেন ফ্রাই প্রস্তুত এর রেসিপিটি দেখতে খুবই লোভনীয় দেখাচ্ছে খেতে নিশ্চয়ই খুব মজা হয়েছিল।।

জি ভাইয়া খেতে অনেক মজা হয়েছে, ধন্যবাদ আপনাকে।

মজাদার চিকেনের ইউনিক রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে।তাই এই রেসিপির পরিবেশন দেখে শিখে নিলাম। পরবর্তীতে তৈরী করে দেখবো আসলে খেতে কতটা মজা হয়। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

জি ভাইয়া এভাবে একদিন তৈরি করবেন অনেক ভালো লাগে, ধন্যবাদ আপনাকে।

আপনার রন্ধন প্রক্রিয়া আমার কাছে দুর্দান্ত লেগেছে আপু। মেরিনেট করে নিলে রেসিপির স্বাদ অনেক বেড়ে যায়। রেসিপির কালারটা এককথায় অসাধারণ হয়েছে। আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। গরম গরম রুটি দিয়ে খেতে নিশ্চয়ই খুব ইয়াম্মি লেগেছে। চালের রুটি এমনিতেই দারুণ লাগে খেতে। রেসিপিটা দেখে খুব ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ঠিক বলেছেন ভাইয়া চালের রুটি এমনি ভালো লাগে, আর সাথে যদি এমন মাংস থাকে তাহলে তো কথায় নেই। ধন্যবাদ আপনাকে।

প্রথমেই আপনাকে কনটেস্ট ৩৫ এর জন্য শুভকামনা জানাই আপু।আপনার চিকেনের ইউনিক রেসিপিটি দেখে অনেক ভালো লেগেছে আমার।আপনার রেসিপি তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা সুন্দর ছিল।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

অনেক সুন্দর করে চিকেনের ইউনিক রেসিপি শেয়ার করেছেন। এটা দেখতে অনেক লোভনীয় হয়েছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

প্রথমে তো প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন। আসলে মুরগির মাংসের রেসিপি তে তো অনেক কিছু দেওয়া যায়, তবে ডিম দিয়ে সাধারণত তৈরি করা এরকম মুরগির মাংস কখনো খাওয়া হয়নি। যদিওবা চিলি চিকেন রান্না করার সময় মাংসের ভেতর ডিম ব্যবহার করা হয়। তবে এইভাবে নরমাল মাংস রান্নার ক্ষেত্রে ডিমের ব্যবহার খুব কমই দেখেছি, বলতে গেলে দেখিনি। সে ক্ষেত্রে আপনার রেসিপিটা অনেকটাই ইউনিক। আপনার জন্য শুভকামনা রইল আপু।

যাক ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগল, ধন্যবাদ আপনাকে।

আপনার তৈরি করা চিকেনের ইউনিক রেসিপিটি অনেক লোভনীয় দেখতে হয়েছে আপু ।ঠিকই বলেছেন, চিকেন পছন্দ করেনা এমন মানুষ খুবই কম পাওয়া যায় ।তবুও একঘেয়েমি একই রকমের চিকেন খেতে ভালো লাগে না ।ইউনিক রেসিপি প্রতিযোগিতা হওয়ায় আমরা সকলেই চেষ্টা করেছি নিজেদের মতন করে নতুন নতুন রেসিপি তুলে ধরার। আপনার পরিবারের সকলে আপনার রেসিপিটির অনেক প্রশংসা করেছে জেনে খুশি হলাম। রান্নার প্রতিটি ধাপ আমাদের মাঝে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন ।ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

সত্যি আপু সবাই চেষ্টা করছে যার যার মত ইউনিক রেসিপি তৈরি করার জন্য, ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।