কচুর মুখি দিয়ে বোয়াল মাছের রেসিপি ||১০% বেনিফিসিয়ারি লাজুক শেয়ালের জন্য

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকল কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্টঃ
PhotoCollage_1661928226015.jpg

বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো কচুর মুখি দিয়ে বোয়াল মাছ রান্না রেসিপি। আসলে বেশকিছু দিন হলো বোয়াল মাছ খাওয়া হয়নি। তাই আজ যখন বাজার থেকে এনেছে তাই দেরি না করে সাথে সাথে রান্না করেছি।কচুর মুখি দিয়ে বোয়াল মাছ রান্না অনেক মজার। বোয়াল মাছে তেমন কোন কাটা থাকে না বলে বাচ্চারা খেতে পারে। আমার বাচ্চারা তেমন কোন মাছ খায় না দুই একটু যায় খায় তার মধ্যে বোয়াল মাছ আছে।তবে বাচ্চারা যাইহোক আমার কিন্তু অনেক পছন্দ।আপনারা ও বাসায় এভাবে একদিন অবশ্যই তৈরি করে খাবেন। অনেক মজা লাগবে।তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে কচুর মুখি দিয়ে বোয়াল মাছ রান্না করেছি।
52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuoCP9HG7dxuuSpAHhdKPZakTCiaNoG7bqABm7YYGzesJwoVQoNruxzyZcJK6MC9inK8aeCSU2fwNN5da2K...78KtKk7Rsfm4ZtRepHo6K2qeo4R3vMB93xAc8vcyfdZKr2tXNzdTCxivk3RzyymVbiyZQFrpdibmNASSW1zcsvfbH6jqLkbS36x8chG9DUoMYDZMXjQVxHQA8N.png

PhotoCollage_1661864290917.jpg

উপকরণপরিমাণ
১.কচুর মুখিবেশকিছু
২.বোয়াল মাছ৬পিচ
৩.আদাবাটা ও রসুন বাটা২ চামচ
৪ হলুদের, মরিচের ধনের ও জিরার গুঁড়ো১ ও ১/২ চামচ
৫.পিঁয়াজ কুচি১ কাপ
৬.লবনস্বাদমতো
৭.তেলপরিমানমতো

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScu8ozrDfYkQmAPtiVZvKiuvaPP1R8udSrcLDk1sWz8EzdZzZHPQTFKWmR4FihYzpXavpSjLvze7Ar8GL6wr9eCaXEh1vyHqsDQuECugvpFg.jpeg

ধাপ-১

20220830_172215.jpg20220830_172059.jpg

প্রথমে আমি মাছ ও কচুর মুখি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি।

ধাপ-২

20220830_172904.jpg20220830_172837.jpg

এখন চুলাই একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম।

ধাপ-৩

20220830_173414.jpg20220830_173032.jpg

তেল গরম হয়ে আসলে ধুয়ে রাখা কচুর মুখি গুলো দিয়ে এভাবে ভেজে নেব।

ধাপ-৪

20220830_173450.jpg20220830_173908.jpg

কচুর মুখি গুলো তুলে সেই তেলে পিঁয়াজ কুঁচি দিয়ে দেব।পিঁয়াজ বাদামি রঙের হয়ে আসলে আদাবাটা ও রসুন বাটা দিয়ে দেব।

ধাপ-৫

20220830_174201.jpg20220830_174007.jpg

আদাবাটা ও রসুন বাটা দিয়ে একটু নেড়ে সকল মসলা দিয়ে কষিয়ে একটু পানি দিয়ে দেব।

ধাপ-৬

20220830_174242.jpg20220830_174901.jpg

এখন মাছগুলো দিয়ে কিছু ক্ষণ এভাবে কষিয়ে নেব।

ধাপ-৭

20220830_174917.jpg20220830_175149.jpg

মাছগুলো কষাণো হয়ে গেলে ভেজে রাখা কচুর মুখি গুলো দিয়ে সিদ্ধের জন্য পানি দিয়ে দেব।

ধাপ-শেষ

20220830_180446.jpg20220830_194503.jpg

এখন জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব।ব্যাস এভাবেই হয়ে গেল আমার কচুর মুখি দিয়ে বোয়াল মাছ রান্নার রেসিপি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে। কেমন হয়েছে বন্ধুরা মন্তব্যের জানাতে ভুলবেন না।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh3J1kkfdqcLg16eYhyDuv...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য সময় অন্য কোন লেখা নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্হ্য থাকবেন, আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkKeUxjpvDicJC19Ww3PsohAvFMrugrSu1pSg638699Yh7Ad6pYix9LvdLXvARH2hxGmJfzFWD97xUzBMCRy1Fz5WLidW545LKQ.png
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা লেখার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।
hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7AHbTLxQc1o85rEUTzNp98...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কচুর মুখি দিয়ে বোয়াল মাছের রেসিপিটি খুবই লোভনীয় হয়েছে। আসলে কচুর মুখে আমার খুবই পছন্দের খাবার এটা যেভাবে রান্না করা হোক না কেন আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। খুব সুন্দর করে রেসিপিটি তৈরি করেছেন কালার দেখে বোঝা যাচ্ছে খুব সুস্বাদু হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

আপু কচুর মুখি আপনার প্রিয় জেনে অনেক ভালো লাগল। এভাবেই পাশে থাকবেন। ধন্যবাদ মন্তব্যের জন্য।

দিদি আপনার রেসিপি দেখেই মনে হচ্ছে খেতে খুব ভাল হয়েছে। আমি গত কাল রাতেই রুই মাছ মুখি দিয়ে রান্না করেছিলাম তাই আজ আপনার রেসিপি দেখে আরও ভাল লাগছে তবে আমি একটু অন্য ভাবে করি।

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

বোয়াল আমার খুব পছন্দের আপনি খুব সুন্দর করে অত্যন্ত সহকারে কচুর মুখি দিয়ে বোয়াল মাছের রেসিপি তৈরি করেছেন। আসলে আপনার রন্ধন প্রক্রিয়া অনেক দারুন হয়েছে। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ভাইয়া প্রশংসনীয় মন্তব্যের জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

কচুর মুখি কিন্তু স্বাদে গুনে অনেক টেস্ট হয়ে থাকে। আমার কাছে খুবই ভালো লাগে। তবে এক সাথে বোয়াল মাছ দিয়ে খাইনি কখনো তাই এর স্বাদ জানা নেই। তবে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে।

বোয়াল মাছ দিয়ে কচুর মুখি দেখে দেখতবেন এর স্বাদ অনেক ধন্যবাদ আপনাকে।

কচুর মুখি দিয়ে বোয়াল মাছের রান্নার রেসিপি দেখে লোভনীয় লাগছে। খেতে নিশ্চয় সুস্বাদু হয়েছে। তবে আমার কাছে কচুর মুখি চিংড়ি মাছ অথবা ইলিশ মাছ দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদি

বোয়াল মাছ দিয়ে কচুর মুখী রান্নার রেসিপিটি খুবই সুস্বাদু লাগছে আপু। কালার দেখেই বোঝা যাচ্ছে এটি অনেক মজাদার হয়েছে। ধন্যবাদ আপনাকে এত মজাদার রেসিপি সুন্দর উপস্থাপনার মাধ্যমে শেয়ার করার জন্য। অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

আপু এভাবেই পাশে থাকে উৎসাহ করবে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

কচুর মুখি দিয়ে বোয়াল মাছের রেসিপি করেছেন কালার টা খুব সুন্দর এসেছে দেখে মনে হচ্ছে খেতে খুবই মজা হয়েছিল। ধন্যবাদ আপনাকে এই রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

প্রশংসনীয় মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

বাহ আপু খুবই মজাদার রেসিপি তৈরি করেছেন। আমার কাছে কচুর মুখি খেতে অনেক ভালো লাগে।আপনার এই রেসিপি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছিল। বোয়াল মাছ দিয়ে কখনো খাওয়া হয়নি। আপনি খুব সুন্দর ভাবে এই রেসিপি তৈরি করেছেন। ধন্যবাদ সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

আপু বোয়াল মাছ ও কচুর মুখি দিয়ে একদিন তৈরি করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

বাহ! আপু কচুর মুখে দিয়ে বোয়াল মাছের রেসিপি দেখতে বেশ ভালো লাগছে। কচুউ মুখি কিন্তু স্বাদে গুনে অনেক টেস্ট হয়ে থাকে। আমার কাছে খুবই ভালো লাগে। তবে বোয়াল মাছ দিয়ে খাইনি কখনো তাই এর স্বাদ জানা নেই। মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

কচুর মুখি যেমন স্বাদ সাথে বোয়াল মাছ দেওয়াতে স্বাদ আরো বেড়ে গেছে। এভাবে একদিন অবশ্যই তৈরি করে খাবেন অনেক মজা লাগে। ধন্যবাদ

কচুর মুখি দিয়ে বোয়াল মাছের চমৎকার একটি রেসিপি তৈরি করেছেন। কচুর মুখি দিয়ে মাছ রান্না করলে খুব মজা লাগে। আপনি তো আবার বোয়াল মাছের রান্না করেছে নিশ্চয়ই খেতে অনেক মজা হয়েছে। এ ধরনের রেসিপি আমার কাছে খুব ভালো লাগে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

জি আপু ঠিক বলেছেন কচুর মুখি দিয়ে মাছ রান্না করলে অনেক মজা লাগে। মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

কচুর মুখি দিয়ে বোয়াল মাছের রেসিপি খুবই লোভনীয় হয়েছে। আপু আপনি একজন দক্ষ রাঁধুনি। আপনার রান্না দেখে আপনার বাসায় দাওয়াত নিতে ইচ্ছে করছে। সত্যি আপু আপনার রন্ধন প্রণালী আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপু আপনার জন্য।

হা হা আপু আমার বাসায় আপনাদের সব সময় দাওয়াত রইল চলে আসবেন। ধন্যবাদ

ওয়াও অসাধারণ আপনি খুব অসাধারণ ভাবে কচুর মুখি দিয়ে বোয়াল মাছের রেসিপি করেছেন। খুব লোভনীয় পোস্ট। রেসিপি কালার দেখে মনে হয় খুব সুস্বাদু হবে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আপু এভাবে মন্তব্য করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাকে

বোয়াল আমার ভীষণ প্রিয় একটা খাবার। আপনি খুব সুন্দর করে কচুর মুখি দিয়ে বোয়াল মাছের রেসিপি আমাদের সামনে উপস্থাপন করেছেন। দেখে বোঝা যাচ্ছে যে অনেক সুস্বাদু হয়েছে। খুব সুন্দর করে সবকিছু বর্ণনা তুলে ধরেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

প্রশংসনীয় মতামতের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

কচুর মুখি দিয়ে যেকোনো মাছ খুবই ভালো লাগে। বোয়াল মাছ দিয়ে একে আরো সুস্বাদু হয়। আপনার রেসিপিটি খুবই অসাধারণ হয়েছে। দেখেতো জিভে জল এসে গেল। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

হা হা ভাইয়া সত্যি অনেক সুস্বাদু হয়েছে। মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।