আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।
মায়ের ভালোবাসা প্রথম পর্ব
বরাবরের মতো আজ আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আসলে আমি প্রতি নিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে আসার জন্য। আজ এসেছে একটি গল্প নিয়ে। আসলে গল্পটা কাল্পনিক। মা শব্দটি অনেক ছোট কিন্তু এর গভীরতা অনেক বড় । মাতো মায়ই তার সাথে পৃথিবীর আর কারো তুলনা হয়না। প্রতিটা সন্তান মাকে আকড়ে ধরে বেঁচে থাকতে চাই। আসলে পৃথিবীতে যার মা নেই তার মত অসহায় তার কেউ নেই। আসলে মায়ের অভাব পৃথিবীর কেউ পূরণ করতে পারে না। আসলে আমরা দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বুঝি না।
মেয়েটার নাম হলো নিপা। নিপা তার বাবা মায়ের একমাত্র সন্তান। নিপার বাবা বেশ ভালোই ইনকাম করে। একটা বাচ্চাকে নিয়ে তারা বেশ সুখেই ছিল।নিপা অনেক চঞ্চল একটি মেয়ে, পড়াশোনায় অনেক ভালো। অষ্টম শ্রেণিতে পড়ে সে। তারা তিনজন মিলে বেশ ভালোই চলছে। পরিক্ষা শেষে নিপা তার মায়ের সাথে মামা বাড়িতে যেতে লাগলো। তারপর তারা মামা বাড়িতে পৌঁছালো। সেখানে কয়েক দিন কেটে গেল। । নিপা ও নিপার মা ভালো ভাবে বাড়িতে পৌঁছালো।বাড়িতে আসার পর পরই নিপার মা অসুস্থ হয়ে পড়ল। তাকে তারাতাড়ি হসপিটালে নিয়ে গেল। সেখানে ডাক্তার সব পরিক্ষা নিরিক্ষা করে বললো। নিপার মায়ের ক্যান্সার ধরে পড়েছে। সে আর বেশি দিন পৃথিবীতে বাঁচবে না। ডাক্তার বলেছে বড় জোর তিনমাস বাঁচতে পারে। একথা শোনে নিপা ও তার বাবা একেবারে ভেঙে পড়ল ।আসলে সুখ সবারই কপালে সহ্য হয় না।
একদিন নিপার বাবা নিপা ও তার মাকে রেখে একটু বাইরে গিয়েছিল। তখন নিপার মা নিপাকে তার হাতের বালা দুটি দিল। আর বললো যতই বিপদ আসুক এই বালা তোমাকে রক্ষা করবে। নিপা বালা দুটি নিয়ে অঝরে কেঁদে যাচ্ছে। তারপর তার মায়ের দেওয়া বালা অনেক যত্ন করে নিপা তার মায়ের আলমারিতে রেখে দিল। কয়েক দিনের মধ্যে নিপার মা মারা গেল। এদিকে নিপা ও তার বাবা অনেক অসহায় হয়ে গেল।এভাবে চলে গেল একটি বছর। নিপা এখন দশম শ্রেণিতে পড়ে।নিপার বাবা নিপাকে অনেক ভালোবাসে।একদিন পাশের গ্রামের একজন লোক এসে নিপার বাবাকে বললো দ্বিতীয় বিয়ে করার জন্য। অথচ নিপার বাবা কিছুতেই বিয়ে করবে না।তারপর লোকটি বললো আসলে মহিলার ও আগে বিয়ে হয়েছে তার স্বামী মারা গেছে। তার ঘরে ও একটা মেয়ে আছে। মহিলার অনেক জায়গা সম্পত্তি আছে তবে তাকে দেখার মতো কেউ নেই।তার একজন বিশ্বস্ত লোক দরকার।
সব কথা শোনে নিপার বাবা মহিলাকে বিয়ে করতে রাজি হলো।কয়েক দিনের মধ্যে তারা বিয়ে করে নিল।তারপর কয়েক দিন যাবার পরে নিপার সৎ মা বললো তাদের বাড়িতে গিয়ে থাকার জন্য। আসলে তার বাড়িতে অনেক কিছু রয়েছে তাই সবাইকে নিয়ে সেখানেই থাকবে। তারপর নিপার এসএসসি পরীক্ষার পরে সবাই মিলে চলে গেল নিপার সৎ মায়ের বাড়িতে।সৎ মায়ের বাড়িতে গিয়ে কি হলো সেটা জানার জন্য পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে । (চলবে)
প্রয়োজনীয় | তথ্য |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redmi note 12 |
লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
হুম আপনি ঠিক বলেছেন মা শব্দটি অনেক ছোট কিন্তু গভীরতা অনেক বড়। আসলে মায়ের মত এই পৃথিবীতে কেউ ভালবাসতে পারে না। আপনি যেখানে ভালোবাসা খুঁজতে যাবেন সেখানেই নিজের স্বার্থ ছাড়া কিছুই পাবেন না এবং নিঃস্বার্থভাবে যদি কেউ দুনিয়ায় ভালোবেসে থাকে সেটা হচ্ছে মা ও বাবা। প্রতিটি সন্তান তার মাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই কিন্তু বাস্তবতার তাগিদে অনেক সময় হয়ে ওঠে না কিন্তু দিন শেষে এসে মায়ের কাছেই প্রশান্তি শান্তি খুঁজে পায়। আরে না আর আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না যখন দুনিয়া থাকে মমতাময়ী মা চলে যায় তখন বুঝতে পারি যে মা কতটা আমাদের জন্য নিয়ামত ছিল। আমরা যখন বড় হয়ে যায় পাঁচটা সন্তান একটা মা একাই মানুষ করে কিন্তু পাঁচটা সন্তান মিলে একটা মা কে মানুষ করতে পারে না। আসলে মায়ের মত মা কখনোই হয় না সৎ মা।ওই বাড়িতে নিপা কি হবে? নিপাকে কি গ্রহণ করবে ঠিকভাবে এটাই বুঝতে পারতেছি না কিন্তু তার বাবার উচিত ছিল সবাই সম্পত্তি না দেখে এমন একটা মেয়েকে বিয়ে করা উচিত তার মেয়েকে ভালবাসবে এবং নিজের সংসারে থাকবে। যাই হোক পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি বলেছেন ভাইয়া মা সব পারে কিন্তু সন্তানেরা কিছুই পারে না মায়ের জন্য। পোস্ট পড়ে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে যাদের মা হারিয়ে গিয়েছে তারাই জানে মায়ের মর্ম কত বেশি। নিপা মাকে হারানোর ফলে অসহায় হয়ে পড়েছিল। পরে আবার নিপার বাবা বিয়ে করেছে। সৎ মা যতই ভালো হোক না কেন আসল মায়ের মত আদর যত্ন করে না। পরবর্তী পর্বে কি হয়েছে সেটা জানার জন্য অপেক্ষায় রইলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে মায়ের গুরুত্বটা আমাদের জীবনে অনেক বেশি। মা না থাকলে আমরা এই পৃথিবীর আলো দেখতে পেতাম না। আসলেই সুখ সবার কপালে সব সময় থাকে না। তেমনটা তাদের জীবনেও হয়েছিল। নিপার মা মৃত্যুবরণ করেছিল এটা শুনে খারাপ লাগলো। পরবর্তীতে তার বাবা অন্য একটা মহিলাকে বিয়ে করেছিল। ওই সৎ মায়ের বাড়িতে যাওয়ার পর কি হয়েছে এটা জানার অপেক্ষায় থাকলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু সুখ সবারই কপালে সহ্য হয় না, ধন্যবাদ আপু গল্পটা পড়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ একটি গল্প শেয়ার করলেন আপু বেশ ভালো লাগলো পড়ে। আসলে পৃথিবীতে মায়ের কোন তুলনা হয় না। একমাত্র নিরাপদ স্থান হচ্ছে মায়ের কাছে। সবাই চাই মায়ের কাছে থাকতে এবং মায়ের কাছেই বড় হতে। কিন্তু ভাগ্যের পরিহাস মা মারা গেল। আপু শেষ পর্বটা পড়ার জন্য অনেক বেশি আগ্রহ হলো। আশা করি পরবর্তীতে দেখতে পাবো আমরা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি ভাগ্যে কি আছে বুঝা মুশকিল, জি আপু পরবর্তী পর্ব তারাতাড়ি নিয়ে আসব।ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit