রঙিন কাগজ দিয়ে ইঁদুর তৈরি ||১০% বেনিফিসিয়ারি লাজুক শেয়ালের জন্য

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকল কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্টঃ

রঙিন কাগজ দিয়ে ইঁদুর তৈরি

20230322_202607.jpg

20230322_202559.jpg

প্রতি দিনের মতো আজ ও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। পোস্টটি হলো রঙিন কাগজ দিয়ে ইঁদুর তৈরি। আসলে রঙিন কাগজের জিনিস গুলো দেখতে ও তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই তো সময় পেলেই কখনো মিস করি না, রঙিন কাগজ দিয়ে বসতে। আর সব সময় চেষ্টা করি সপ্তাহে একদিন হলেও রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করতে। গতকাল রাতে আমার বাচ্চাদের জন্য ইঁদুর তৈরি করতে হয়েছে। তারা দুজনে মিলে আমাকে বলছে আম্মু আজ আমাদের কিছু বানিয়ে দাও আমরা খেলবো।তখন আমি বললাম তোমরা মনোযোগ দিয়ে পড়লে আমি ইঁদুর বানিয়ে দেব।তারপর বাচ্চারা রাজি হলো । তাই আরকি একটা ইঁদুর বানানো।যাইহোক তো চলুন শুরু করি আজকের পোস্ট :

3t3LuWANu5pn7FtYJMPbPEgHNxPHQMRXq2zSesHjKc8PVm3fYuNTnh72dvgfZgaH4M6JzjzAnJKhvULVa58jKwV3QbiqLp8JLoJwBb6Fi3QcVJH8UED62JS9zQKNAE...azYMu9H4nhuFyYDLD8BKHjSyTAAjfzkfZqvHedPjQMknPjqvD64y3MzDdT6V87RFCkBRL9m9cACZFu2oEnPJUgwWfRZhwN5c44oGmec3oDgAU8suNCMpkw5NN.jpeg

20230322_194141.jpg
১.রঙিন কাগজ
২.আঠা
৩.পেন্সিল
৪.কাঁচি
৫.মার্কার

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq64DmCvA7KJYHacez3GP2HtkJbCUsSPkkr2J47RMFzRRfh4dYGNKHvL8HEH7ER5bexajBcTqY7ZzkqJL2j4...W2XJPLgCmULEfT95uuuaQQF6oj4NU17Ka7ARe5aGTmBkqDz3Xt3MFoS8daUYof9wXNkb8tyPpW8z2Lub2EeUAKEZXcWARRaEQygEpUUaQEJ4XiwNvn2Ctn6iJJ.png

ধাপ-১

PhotoCollage_1679504753824.jpg
প্রথমে আমি রঙিন কাগজ নিয়েছি। তারপর রঙিন কাগজকে চিত্রের মতো করে কেটে নিয়েছি।

ধাপ-২

PhotoCollage_1679504832310.jpg
এখন কালো কাগজ নিয়ে পেন্সিল দিয়ে এঁকে কাঁচি দিয়ে কেটে নিয়েছি। তারপর ইঁদুরের গোঁফ দাঁড়ি বানিয়ে নিয়েছি। এখন আঠা দিয়ে ইঁদুরের সাথে লাগিয়ে দিয়েছি।

ধাপ-৩

PhotoCollage_1679504898486.jpg
এখন সাদা কাগজ নিয়ে পেন্সিল দিয়ে এঁকে কাঁচি দিয়ে কেটে নিয়েছি। তারপর মার্কার দিয়ে ইঁদুরের চোখ বানিয়ে নিয়েছি। এখন আঠা দিয়ে ইঁদুরের সাথে লাগিয়ে দিলাম।

ধাপ-৪

PhotoCollage_1679504979015.jpg
এখন আরো লাল কাগজ নিয়ে এভাবে ভাজ করে পেন্সিল দিয়ে এঁকে কাঁচি দিয়ে চিত্রের মতো কেটে নিয়েছি।

ধাপ-৫

PhotoCollage_1679505052102.jpg
এখন মার্কার দিয়ে এভাবে এঁকে চিত্রের করে ইঁদুরের পা বানিয়ে নিয়েছি। এখন আঠা দিয়ে এভাবে ইঁদুরের সাথে লাগিয়ে দেব।

ধাপ-৬

PhotoCollage_1679505153779.jpg
এখন একটু হলুদ কাগজ নিয়ে কাঁচি দিয়ে চিত্রের মতো করে কেটে নিয়েছি। তারপর আঠা দিয়ে ইঁদুরের ওপর লাগিয়ে দিয়েছি।ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার রঙিন কাগজ দিয়ে ইঁদুর তৈরি।

প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসLGK30
লোকেসনফরিদপুর

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkKeUxjpvDicJC19Ww3PsohAvFMrugrSu1pSg638699Yh7Ad6pYix9LvdLXvARH2hxGmJfzFWD97xUzBMCRy1Fz5WLidW545LKQ.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা সুযোগ করে দেওয়ার জন্য ।

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7AHbTLxQc1o85rEUTzNp98...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ইঁদুর বানিয়ে শেয়ার করেছেন। দেখে খুব ভাল লাগলো। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। আপনি ধাপে ধাপে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

আপু আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যি খুব ভালো লাগল, ধন্যবাদ আপনাকে।

রঙিন কাগজ দিয়ে ইঁদুর তৈরি সত্যিই অসাধারণ কারু কাজ দেখিয়েছেন আপনি।।
দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে বিশেষ করে কালার কম্বিনেশন অসাধারন ভাবে ফুটিয়ে তুলেছেন।।

ভাইয়া আপনার কাছে কালারটা ভালো লেগেছে জেনে সত্যি ভালো লাগল,ধন্যবাদ আপনাকে।

আপু আপনার মেয়েদের জন্য অনেক সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে ইঁদুর তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে তৈরি করা ইঁদুর দেখতে ভীষণ ভালো লাগছে। বাচ্চারা নিশ্চয়ই অনেক খুশি হয়েছে। বাচ্চারা নতুন কিছু পেলে অনেক খুশি হয় এবং খেলার জন্য নতুন কিছু পেলে অনেক আনন্দ করে খেলতে থাকে।

জি আপু বাচ্চারা নতুন কিছু পেলে অনেক আনন্দ পায়, ভালো লাগল আপু আপনার মন্তব্য পেয়ে।

বাহ!! আপু, বাচ্চাদের পড়ানোর জন্য আপনি তো খুবই ভালো টেকনিক শিখেছেন। রঙিন কাগজ দিয়ে ইঁদুর বানিয়ে দিলে মনোযোগ দিয়ে পড়তে হবে। আর তাই আপনার বাচ্চারাও রাজি হয়ে গিয়েছিল, ব্যাপারটি বেশ দারুন। কাগজের তৈরি ইদুরটি দেখতে ভীষণ সুন্দর হয়েছে। আপনি কিভাবে এই ইঁদুরটি রঙিন কাগজ দিয়ে তৈরি করেছেন তার প্রতিটি ধাপ তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

আসলে ভাইয়া মাঝে মাঝে বাচ্চাদের মন রক্ষা করলে তারা সত্যি ভালো পড়াশোনা করে। ধন্যবাদ আপনাকে।

বাচ্চাদের মনোযোগ বাড়ানোর জন্য খুব সুন্দর কিছু বানিয়ে নিয়েছেন। আপনার তৈরী করা রঙিন কাগজের ইদুর খুব সুন্দর হয়েছে। আপনি দক্ষতার সঙ্গে ইদুর বানিয়েছেন এবং আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ইদুরের গোঁফ খুব ভালো লাগছে দেখতে। ধন্যবাদ আপু।

জি ভাইয়া বাচ্চাদের মনোযোগ বাড়ানোর জন্য মাঝে মাঝে তাদের সাথে যোগান দিতে হয়, ধন্যবাদ আপনাকে।

অনেক সুন্দর হয়েছে আপু আপনার তৈরি করা রঙিন কাগজ দিয়ে ইঁদুরটি। প্রতিনিয়ত রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর সুন্দর পোস্ট দেখতে অনেক ভালো লাগে। আপনিও বেশ সুন্দর করে রঙ্গিন কাগজ দিয়ে ইঁদুরটি তৈরি করেছেন চমৎকার হয়েছে। ধাপগুলো অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন অনেক ধন্যবাদ।

জি আপু সুন্দর সুন্দর পোস্ট দেখতে অনেক ভালো লাগে, ধন্যবাদ আপনাকে ।

আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ইদুর বানিয়েছেন। আপনার এই ইঁদুর দেখতে অনেক সুন্দর লাগছে।রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস বানালে দেখতে খুবই সুন্দর লাগে। এমন জিনিস দেখলে বাচ্চারা অনেক খুশি হয়। ধন্যবাদ এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

জি ভাইয়া এমন জিনিস দেখলে বাচ্চারা অনেক খুশি হয়, ধন্যবাদ আপু।

রঙিন কাগজ দিয়ে ইঁদুর তৈরি দেখে খুবি ভালো লেগেছে। তাই ধাপে ধাপে উপস্থাপন দেখে শিখতে পারলাম, পরবর্তীতে তৈরি করবো আমি।

জি ভাইয়া তৈরি করবেন অনেক ভালো লাগবে,ধন্যবাদ আপনাকে।