এসো নিজে করি || রঙিন কাগজ দিয়ে একটি মপ তৈরি||১০% বেনিফিসিয়ারি shy-fox এর জন্য

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা সবাই? নিশ্চয়ই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমি ও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালোই আছি।

20220805_161806_HDR.jpg

প্রতিদিনের মতো আজ ও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি ডাই পোষ্ট নিয়ে। পোষ্টটি হলো রঙিন কাগজ দিয়ে একটি মগ তৈরি।রঙিন কাগজের যেকোন জিনিস আসলে অনেক সুন্দর দেখায়।আজ আমি রঙিন কাগজ দিয়ে একটি মগ তৈরি করেছি। আর সেই মগটি আপনাদের সঙ্গে শেয়ার করব ।এটি তৈরি করতে আমার কাছে বেশ ভালোই লেগেছে। রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস বানাতে আমার কাছে অনেক ভালো লাগে। রঙিন কাগজের জিনিস আমার বাচ্চাদের অনেক প্রিয়।একদিন কিছু না বানালে তারা বলে আজ কিছু বানাবে না। তবে বানানোর সময় অনেক জ্বালায়।।যদিও একটু সময় লাগে তারপরেও যখন সেটি সম্পন্ন হয়ে যায় তখন বেশ ভালোই লাগে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ডাই পোষ্ট।

🥣 প্রয়োজনীয় উপকরণ🥣

20220805_153210_HDR.jpg

১.রঙিন কাগজ
২.কলম
৩.কাচি
৪.আঠা

🥣প্রস্তত প্রণালি :🥣

ধাপ-১

20220805_153808_HDR.jpg20220805_153335_HDR.jpg
প্রথমে আমি ১৫ সে.মি রঙিন কাগজ নিয়ে সমান ভাজ করে নিয়েছি।

ধাপ-২

20220805_154429.jpg20220805_153851_HDR.jpg
এখন লম্বা ভাবে দুপাশ থেকে এভাবে ভাজ করে মাঝ খান থেকে চিএের মতো করে আবারো ভাজ করে নিয়েছি।

ধাপ-৩

20220805_154611.jpg20220805_154531_HDR.jpg
চিএের মতো এমন করে আবারো দুপাশ ভাজ করে নিয়েছি।

ধাপ-৪

20220805_154802.jpg20220805_154703_HDR.jpg
দুপাশ ভেঙে এভাবে ভাজ করে নেবো।

ধাপ-৫

20220805_155148_HDR.jpg20220805_155513.jpg
ভাজ খুলে কাচি দিয়ে চিএের মতো করে কেটে নেবো।

ধাপ-৬

20220805_160340.jpg20220805_155604.jpg
চিএের মতো করে কেটে নেওয়া হলে, কলম দিয়ে একটু ইমোজি এঁকে নেবো।

ধাপ-৭

20220805_160554.jpg20220805_160452_HDR.jpg
এখন এভাবে আঠা লাগিয়ে দেবো।

ধাপ-৮

20220805_161205.jpg20220805_160747.jpg
নিচের পাশেও এভাবে আঠা লাগিয়ে দেবো।

ধাপ-৯

20220805_161320.jpg20220805_161221_HDR.jpg
এখন আর একটু রঙিন কাগজ নিয়ে মাঝ খানে ভাজ করে আঠা লাগিয়ে দেবো।

শেষ ধাপ

20220805_161806_HDR.jpg20220805_161531.jpg
আঠা লাগানো হলে মগের সাথে লাগিয়ে দেবো।ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার রঙিন কাগজের মগ।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
পোষ্টেরবিবরণ
শ্রেণিডাই
ডিভাইসLGK30
ফটোগ্রাফার@parul19
লোকেশনফরিদপুর

আজ এখানে শেষ করছি।আবার দেখা হবে অন্য কোন সময় অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন,সুস্হ্য থাকবেন,আল্লাহ হাফেজ।

🥣আমার পরিচয়ঃ🥣

আমি পারুল। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি। আমি ফরিদপুরে বসবাস করি। আমার দুটি মেয়ে আছে। আমি বাংলায় লিখতে ও পড়তে ভালোবাসি।আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করে।ধন্যবাদ বাংলা ব্লগে এই লেখার সুযোগ করে দেওয়ায় জন্য।

সবাইকে অসংখ্য ধন্যবাদ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

আপনার কাগজ এর তৈরি মগটি অনেক সুন্দর লাগতেছে আর আপনার প্রতিটা ধাপ পুঙ্খানুভাবে বিশ্লেষণ করেছেন, অনেক ধন্যবাদ এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ

রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর এবং কালারফুল একটি মগের ক্রাফট প্রস্তুত করেছেন খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে সুন্দর উপস্থাপনা করেছেন ধাপগুলো ও শুভকামনা রইল আপনার জন্য

ভাইয়া আপনার কাছে ভলো লেগেছে জেনে অনেক ভালো লাগল।ধন্যবাদ আপনাকে মন্তেব্যের জন্য।

আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি মগ তৈরি করেছেন। দেখে অনেক ভালো লাগছে। আপনি এই মগ তৈরির প্রতিটি কাজ ধাপে ধাপে করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনার সুন্দর ডাই পোস্টের জন্য।

সুন্দর মন্তেব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার একটি মগ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন খুবই দক্ষতার সঙ্গে আপনি এটা তৈরি করেছেন দেখেই বোঝা যাচ্ছে। সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।