আসসালামু আলাইকুম
কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা সবাই? নিশ্চয় ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ও আল্লাহ রহমতে ভালোই আছি।সকলকে আনন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের পোষ্ট :
আজ ও আমি আপনাদের হাজির হয়েছি একটি ডাই পোষ্ট নিয়ে।পোষ্টটি হলো রঙিন কাগজ দিয়ে একটি বল তৈরি।আমি রঙিন কাগজ দিয়ে তেমন কিছু তৈরি করতে পারিনি।তবে আমার বাংলা ব্লগের বন্ধুদের দেখে একটু একটু করে চেষ্টা করে যাচ্ছি আরকি।হাজারো সৃজনশীলতার মাঝে নিজেকে কতোটুকু ফুটিয়ে তুলতে পারব জানি না।তবে চেষ্টা করতে দোষের কি। যাইহোক আজ সকালে যখন আমি রঙিন কাগজ নিয়ে বসি তখন আমার বাচ্চারা ছিল স্কুলে। তাই আজ বল তৈরি করতে আমার তেমন কোন শর্ত মানতে হয়নি।যাইহোক তারা স্কুল থেকে এসে দেখল যে আমি একটি বল তৈরি করেছি।বল দেখেতো তারা বেজায় খুশি।এখন ব্যাট বের করে খেলবে।আমি বললাম এটা ব্যাট দিয়ে খেলা যাবে না।তাহলে ছিঁড়ে যাবে।অনেক সৃজনশীলতার মধ্যে আমার এই ছোট সৃজনশীলতা কেমন হয়েছে খারাপ হলে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। আসলে মানুষ চেষ্টা করলে অনেক কিছু পারে। মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় একদিন বড় সফলতা আসে। কথা না বারিয়ে চলেন দেখে নেওয়া যাক আমি কি ভাবে বল তৈরি করেছি।
🥣 প্রয়োজনীয় উপকরণ🥣
১|রঙিন কাগজ
২|পেন্সিল
৩| আঠা
৪|কাচি
৫|চুড়ি
প্রস্তত প্রণালি :
🥣ধাপ-১ 🥣
প্রথমে আমি দুটি রঙিন কাগজ নিয়েছি।
🥣ধাপ-২ 🥣
রঙিন কাগজের ওপর এভাবে চুড়ি মেপে পেন্সিল দিয়ে সার্কেল করে নিয়েছি।
🥣ধাপ-৩ 🥣
কাচি দিয়ে এভাবে সার্কেল গুলো কেটে নিয়েছি।
🥣ধাপ-৪ 🥣
এখন সব সার্কেল গুলো মাঝ খান থেকে ভাজ করে নিয়েছি।
🥣ধাপ-৫🥣
সার্কেল গুলোর এক পাশে আঠা লাগিয়ে দিয়েছি।
🥣ধাপ-৬🥣
দুপাশ চিএের মতো ভাজ করে নিয়েছি।
🥣ধাপ-৭🥣
এখন ভাজ করা কাগজের ওপর এভাবে আঠা লাগিয়ে দেব।
🥣ধাপ শেষ🥣
সব গুলো কাগজ আঠা লাগানো হয়ে গেলে এভাবে একটির ওপর একটি বসিয়ে দেব।এখন ভাজ খুললেই হয়ে গেল বল।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
পোষ্টের | বিবরণ |
---|---|
শ্রেণি | ডাই |
ডিভাইস | LGK30 |
ফটোগ্রাফার | @parul19 |
লোকেশন | ফরিদপুর |
তবে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ব্লগে নতুন কিছু নিয়ে। ততদিন সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করছি।
আমার পরিচয়ঃ
আমি পারুল। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি। আমি ফরিদপুরে বসবাস করি। আমার দুটি মেয়ে আছে। আমি বাংলায় লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি। ধন্যবাদ আমার বাংলা ব্লেগে এই লেখার সুযোগ করে দেওয়ার জন্য।
রঙিন কাগজ দিয়ে একটি বল তৈরি অনেক সুন্দর হয়েছে আপু। এভাবে যদি রঙিন কাগজের বল তৈরি করে ছোট বাচ্চাদেরকে দেওয়া হয় তাহলে তারা অনেক খুশি হবে এবং খেলতে পারবে। আপু আপনার তৈরি করা এই বল আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইউনিক একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরেছেন আপু। রঙিন কাগজ ব্যবহার করে আপনি চমৎকার একটি ফুটবল তৈরি করেছেন। প্রতিটি ধাপ আপনি নিখুত ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও আপু,রঙিন কাগজের সাহায্যে অনেক সুন্দর একটি বল তৈরি করেছেন।অনেক ভালো লাগলো আমার কাছে।বল তৈরি পদ্ধতি এবং বর্ননা অনকে সুন্দর করে উপস্থাপন করেছেন।এত সুন্দর একটি বল তৈরি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন আপু, বাচ্চারা কাছে থাকলে ডাই প্রজেক্টগুলো তৈরি করা খুবই কষ্টকর হয়ে পড়ে। আপনার বাচ্চারা স্কুলে ছিল বিধায় রঙিন কাগজ দিয়ে একটি সুন্দর বল তৈরি করতে কোন অসুবিধেই হয়নি। যাইহোক আপু রঙিন কাগজ দিয়ে তৈরি বলটি দারুন হয়েছে। প্রতিটি ধাপ শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে একটি বল তৈরি করেছেন । এই কাজের মধ্যে আপনার সৃজনশীলতা প্রকাশ পেয়েছে । আসলে মাঝে মাঝে এরকম কাজ করতেও ভালো লাগে । ধন্যবাদ আপনাকে আপু ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর করে একটি বল তৈরি করেছেন।রঙিন কাগজের কারুকাজ আমার কাছে ভীষণ ভালো লাগে। খুব সুন্দর উপস্থাপনা করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি কারুকাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি বল তৈরি করেছেন। দেখতে বেশ অসাধারণ লাগলো আমার কাছে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার একটি বল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন কাগজের তৈরি এই বল দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। এত চমৎকার একটি বল আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডাই পোস্টের খুব প্রয়োজনীয় একটি দিক হচ্ছে ছবি তোলা।ছবি ভালো না আসলে ডাই পোস্টেদ সৌন্দর্য ফুঁটে উঠে না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু ঠিক আছে পরবর্তীতে ছবিগুলো ভালো করে তোলার চেষ্টা করব।ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit