আমার বাংলা প্রতিযোগিতা-২৬, ভিন্ন রকম কেকের রেসিপি ||চাল কুমড়ার মোরব্বা দিয়ে কেক বানানোর রেসিপি

in hive-129948 •  2 years ago  (edited)

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকল কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্টঃ

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnq2j7U8kbR2DcvYQSPBwhhMefHHAsLp2WMXFDsHyzhkfznBsfYR8e9hFefbxKHCoSHUXWbdUQvLAqjgwerA9iZZeeaZnRSmUuDq541ta (1).jpeg

আসলে আমরা বাজারে বা কোন রেস্টুরেন্টে অথবা খাবারের দোকানে গিয়ে বিভিন্ন ধরনের কেক দেখি, সেই কেক গুলো কতো সুন্দর করে সাজিয়ে রেখেছে। সেই কেক গুলো দেখলেই মনে হয় কতোই না সুস্বাদু। চোখ যায় সেই কেক গুলোর ওপর। যা দেখলেই মন ভরে যায়। হয়তো দোকানের কেক গুলো অনেক ক্রিম দিয়ে তৈরি করে থাকে। দেখতে সুন্দর খেতে সুস্বাদু হলে ও কতোটা স্বাস্হ্যসম্মত বুঝা মুশকিল। বর্তমান কেকের আকর্ষণ থাকে বেশি ক্রিমে। আমি আজ ক্রিম ছাড়া নিজের হাতে তৈরি করেছি একটি কেক।আমি আজ তৈরি করেছি চাল কুমড়ার মোরব্বা দিয়ে কেক । আসলে আমার একটি সবজি বাগান আছে। সেখানে অনেক চাল কুমড়া ধরেছিল। একটি চাল কুমড়া গাছে পেকেছিল। সেই চাল কুমড়া দিয়ে আমি গতকাল নিজের হাতে মোরব্বা তৈরি করেছি।সেই মোরব্বা নিয়ে হয়তো আপনাদের সাথে অন্য একদিন আলোচনা করব।চাল কুমড়ার মোরব্বা দিয়ে কেকটি খেতে অসাধারণ হয়েছিল। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।এ জন্য আমি ধন্যবাদ জানাই @shuvo35 ভাইয়াকে।কারণ এত সুন্দর একটি কনটেস্টের আয়োজন করেন। যার কারণে আমরা নতুন নতুন কেকের রেসিপি দেখতে পারছি।চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই রেসিপি।

চাল কুমড়ার মোরব্বা দিয়ে কেক বানানোর রেসিপি

PhotoCollage_1667800176263.jpg

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuoCP9HG7dxuuSpAHhdKPZakTCiaNoG7bqABm7YYGzesJwoVQoNruxzyZcJK6MC9inK8aeCSU2fwNN5da2K...78KtKk7Rsfm4ZtRepHo6K2qeo4R3vMB93xAc8vcyfdZKr2tXNzdTCxivk3RzyymVbiyZQFrpdibmNASSW1zcsvfbH6jqLkbS36x8chG9DUoMYDZMXjQVxHQA8N.png

PhotoCollage_1667798764764.jpg

উপকরণপরিমাণ
ময়দাদেড় কাপ
ডিম২ টি
মোরব্বাপরিমাণমতো
দুধ১ কাপ
তেল১ কাপ
ভ্যানিলা এসেন্স১ চামচ
চিনি১ কাপ
লবনস্বাদমতো
ব্রেকিং পাউডার১ চামচ

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq64DmCvA7KJYHacez3GP2HtkJbCUsSPkkr2J47RMFzRRfh4dYGNKHvL8HEH7ER5bexajBcTqY7ZzkqJL2j4...W2XJPLgCmULEfT95uuuaQQF6oj4NU17Ka7ARe5aGTmBkqDz3Xt3MFoS8daUYof9wXNkb8tyPpW8z2Lub2EeUAKEZXcWARRaEQygEpUUaQEJ4XiwNvn2Ctn6iJJ.png

ধাপ-১

PhotoCollage_1667798819467.jpg

প্রথমে আমি দুটি ডিম ভেঙে নিয়েছি।তারপর ডিমের ভিতরে এক কাপ চিনি দিয়ে দিলাম। একটা হ্যান্ড উইচ এর সাহায্যে ভালো করে মিশিয়ে নিব।

ধাপ-২

PhotoCollage_1667798856867.jpg
ডিম ও চিনি ভালো করে মেশানো হয়ে গেলে। এখন দুধ ও চিনি মিশিয়ে নেব।

ধাপ-৩

PhotoCollage_1667798894066.jpg

এখন ভ্যানেলা এসেন্স দিয়ে দেব। তারপর ময়দা ও বেকিং পাউডার ভালো করে চেলে ঢেলে দেব। তবে একবারে দেওয়া যাবে না আস্তে আস্তে করে দিয়ে এভাবে একটি ডো তৈরি করে নেব। তারপর কেটে রাখা মোরব্বা গুলো দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নেব।

ধাপ-৪

PhotoCollage_1667798933466.jpg

এখন একটি বাটিতে তেল ব্রাশ করে নিলাম। তারপর কাগজ কেটে বাটির ভিতর বসিয়ে দিলাম। এখন যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটি উপর থেকে এভাবে ঢেলে দেব। বাটিটা একটু ঝাকিয়ে নেব যাতে বাষ্প থাকলে বেরিয়ে যায়।

ধাপ-৫

PhotoCollage_1667798970462.jpg

এখন চুলাই একটি কড়াই ভিতরে কিছু বালু দিয়ে দেব। বালুর ভিতরে একটা স্টান বসিয়ে দেব। তারপর কেকের বাটিটা বসিয়ে দেব।

ধাপ-৬

PhotoCollage_1667800056270.jpg

এখন ঢাকনা দিয়ে ডেকে দেবো ৪০ মিনিটের জন্য। ৪০ মিনিট পরে ফিরে এসে এভাবে হয়ে আসলে একটা কাঠি দিয়ে চেক করে নেব। তারপর একটি প্লেটে তুলে নেব।।।

শেষ ধাপ

20221107_111826.jpg20221107_112107.jpg

এখন কেকটাকে একটু সাজিয়ে কেটে পরিবেশন করব। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল মজার চাল কুমড়ার মোরব্বা দিয়ে কেক তৈরি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে। কেমন হয়েছে বন্ধুরা মন্তব্যের মাধ্যমে জানতে ভুলবেন না।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh3J1kkfdqcLg16eYhyDuv...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য সময় অন্য কোন লেখা নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্হ্য থাকবেন, আল্লাহ হাফেজ।

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা লেখার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7AHbTLxQc1o85rEUTzNp98...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আগে আমার বড় বোন চাল কুমড়া দিয়ে মোরব্বা বানাতো।যাই হোক মোরাব্বা দিয়ে খুব সুন্দর একটি কেক তৈরি করেছেন।উপরে জেমস চকলেট দেওয়াতে আর্কষনীয় লাগছে।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ভালো ছিলো।ধন্যবাদ

আপনাকে অনেক ধন্যবাদ

আমাদের এখানেও এই মোরব্বা কিনতে পাওয়া যায়। এখানে খুবই বিখ্যাত বাপুজী কেকের বেকারী আছে। এই কেকে অবশ্যই এই মোরব্বা দেওয়া থাকে। এই কেকগুলো খুব সুস্বাদু হয়। আমাদের বাপুজী কেক ৫ টাকা পিস। আগে ছোটবেলায় যখন খেতাম ২ টাকা পিস ছিলো। কেনার পরই ঠাকুর কে বলতাম মনে মনে যে আমার কেক টায় যেনো মোরব্বা পড়ে। খুব ভালো হয়েছে দিদি।

ঠিক বলেছেন আপু ছোটবেলা আমি ও যখন এই কেক গুলো খেতাম। মনে মনে বলতাম আমার কেকের ভিতরে যেন মোরব্বা থাকে। কেকটা সত্যি অনেক মজার।

এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক ইউনিক কিছু কেকের রেসিপি দেখতে পাচ্ছি এবং আপনারটি ও বেশ চমৎকার হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আমাদের মাঝে তুলে ধরার জন্য।

মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

চাল কুমড়ার মোরব্বা দিয়ে যে কেক তৈরি করা যায় তা আজকে প্রথম দেখলাম আপু। আসলে কেকের ক্রিম গুলো দিলে দেখতে বেশি ভালো লাগে আপনি একদম ঠিক বলেছেন আপু। তবে কেকের ক্রিম দিয়ে ডেকোরেশন করা আমাদের জন্য খুবই কঠিন ব্যাপার। যাইহোক আপু ভিন্ন ধরনের একটি রেসিপি শিখে ভালো লেগেছে। এই প্রতিযোগিতার মাধ্যমে মজার একটি রেসিপি শিখতে পেলাম।

সত্যি বলেছেন আপু ক্রিম দিয়ে ডেকোরেশন করা আমাদের জন্য খুবই কঠিন ব্যাপার। ধন্যবাদ আপনাকে আপু।

মোরব্বা তো আমার সেই প্রিয়। কোন খাবারে মোরব্বা থাকলে সেটাই আগে খাই। আপনার রেসিপি আর প্রেজেন্টেশন অনেক ইউনিক ছিল।শুভ কামনা রইল আপু।

প্রশংসানীয় মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

আসলে কেকের মধ্যে মোরব্বা থাকলে খেতে ভীষণই ভালো লাগে। আমি এরকম অনেক কেক খেয়েছি যাদের মধ্যে এরকম মোরব্বা দেওয়া থাকতো। আপনি আজকে নিজের হাতে মোরব্বা তৈরি করেছেন আবার সেই মোরব্বা দিয়ে কেক তৈরি করেছেন দেখে ভালো লাগলো। আশা করি, কিভাবে মোরব্বা তৈরি করেছেন এটাও দেখতে পাবো। প্রতিযোগিতায় আপনার জন্য শুভকামনা রইল।

জি আপু মোরব্বা তৈরির রেসিপি দেব, আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

চাল কুমড়ার মোরব্বা আমার কখনো খাওয়া হয়নি। তবে এটি সম্পর্কে শুনেছি। আপনি এই মোরব্বা দিয়ে খুব সুন্দর ভাবে কেক তৈরি করেছেন আপু। বেশ ইউনিক ছিল আপনার এই রেসিপিটি। উপরের ডেকোরেশন টাও খুব আকর্ষণীয় লাগছে দেখতে। ধন্যবাদ আপু সুস্বাদু এবং ইউনিক একটি কেকের রেসিপি শেয়ার করার জন্য।

প্রশংসানীয় মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

মোরব্বা অনেক স্বাদের একটি খাবার।মোরব্বা দিয়ে সুন্দর একটি কেক তৈরি করেছেন।কেকে যদি ক্রিম দেওয়া যায় তাহলে কেক দেখতে আরো সুন্দর লাগে।আপনি নিজে মোরব্বা তৈরি করেছেন আবার ওই তৈরিকৃত মোরব্বা দিয়ে কেক তৈরি করেছে। আপনার কেকটি আমার কাছে অনেক ইউনিক মনে হচ্ছে। এই প্রতিযোগিতায় আপনি অনেক সুন্দর একটি কেক শেয়ার করেছে। আপনাকে অনেক ধন্যবাদ

আপনার কাছে ইউনিক লেগেছে জেনে অনেক ভালো লাগল। ধন্যবাদ আপনাকে।

আপনাকে প্রথমে অভিনন্দন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপু আপনি অনেক মজার কেক বানালেন।কেকে মোরব্বা, কিশমিস,বাদাম দিলে আসলে ভালো ই লাগে।আপনি মোরব্বা দিয়ে ধাপে ধাপে খুব সুন্দর করে কেকটা বানালেন ভাল লাগলো। অনেক শুভকামনা রইল আপনার জন্য। 🥰

আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগল।ধন্যবাদ আপনাকে।