কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি @abb-school প্রতিটি ক্লাশ করে পরিক্ষার মাধ্যমে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় লেভেলের পরিক্ষায় উত্তীর্ণ হয়েছি। আজকে আমি চতুর্থ লেভেল পাওয়ার জন্য লিখিত পরিক্ষা দিবো।
নিম্নোক্ত বিষয়গুলো আমরা লেভেল ৪ এর ক্লাশগুলোর মাধ্যমে শিখতে পারছি।
✧ p2p এর মাধ্যমে Steem/Sbd/Trx Transfer.
✧Internal Market এ SBD থেকে Steem এ Convert করা।
✧ External Market এ Steem এবং TRX Exchange করা।
p2p বলতে বুঝায় Person to person Transfer. আমরা যখন (Steem, Sbd, Trx) Buy Sell করার উদ্দেশ্যে কোন Exchange Site ব্যবহার না করে Person to Person Transfer করি তখন সেটাকে বলে Person to Person Transfer. আমার বাংলা বল্গ -এ Person to Person (p2p) Transfer না করার জন্য বলা হয়ে থাকে। তবে কেউ যদি কাউকে গিফট হিসেবে অল্প পরিমান ক্রিপ্টো ট্রান্সফার করে তবে সেটা এলাও করা হয়ে থাকে।
এজন্য প্রথমেই আমাকে প্রাইভেট এক্টিভ কী এর মাধ্যমে ওয়ালেট এ লগিং করতে হবে।
এবার Steem Dolar এর পাশে যে ড্রপ-ডাউন মেনু আছে সেখানে ক্লিক করে Transfer এ ক্লিক করবো।
To এর ঘরে যাকে আমি SBD পাঠাবো তার ইউজার নেম বসাবো আর Amount এর ঘরে কত SBD পরিমান এবং সবশেষে মেমো ফিল্ড এ কি উদ্দেশ্যে পাঠাচ্ছি তা লিখে দিব।
Confirm হওয়ার জন্য History চেক করে নিব।
এটাও সেইম প্রসেস প্রথমে ওয়ালেট এ লগিং করতে হবে এর পর steem এ ক্লিক করে সব ঠিকঠাক দিয়ে next এবং ok বাটন ক্লিক করেই স্টিম ট্রান্সফার করা হয়। ধাপগুলো নিম্নরুপ
Steem এর পাশে যে ড্রপ-ডাউন মেনু আছে সেখানে ক্লিক করে Transfer এ ক্লিক করবো।
এরপর আমরা Ok তে ক্লিক করবো।
Confirm হওয়ার জন্য History চেক করে নিব।
স্টিমিট ওয়ালেটে লগ-ইন করে নিচ্ছি।
Trx এর পাশে যে ড্রপ-ডাউন মেনু আছে সেখানে ক্লিক করে Transfer এ ক্লিক করবো।
এর পর সব ঠিক ঠাক সিলেক্ট করে next এবং ok বাটনে ক্লিক করতে হবে। এর পর আপনাকে Tron এর প্রাইভেট কী দিতে হবে। কারো প্রাইভেট কী না থাকলে Tron এর সাইটে ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নিতে হবে। এবার ট্রন প্রাইভেট কী দিয়ে Transfer এ ক্লিক করতে হবে। তাহলেই ট্রান্সফার হয়ে যাবে।
Confirm হওয়ার জন্য Tron Account Transaction History তে ক্লিক করে History চেক করে নিব।
প্রথমে প্রাইভেট এক্টিভ কী দিয়ে ওয়ালেটে লগিং করতে হবে।
এরপর 3 Dot এ ক্লিক করে Currency Market এ ক্লিক করবো।
এরপর Buy Steem সেকশন এর নিচে Price এর ঘরে আমরা পছন্দমতো price সিলেক্ট করবো। Total এর ঘরে কত SBD পরিমান স্টিম কিনবো তা দিয়ে দিব।
একাউন খোলার জন্য আমাদের প্রথমে poloniex এ যেতে হবে এর পর সাইন আপ এ ক্লিক করতে হবে। এর পর একটা ইমেইল দিতে হবে এবং পাসওয়ার্ড দিয়ে হবে। এর পর সাইন আপ এ ক্লিক করলে ইমেইল এ একটা মেসেজ যাবে। তার পর ইমেইল এর ইনবক্সে গিয়ে কনর্ফাম করলেই আইডি এক্টিভেট হয়ে যাবে।
polonix একাউন্টে লগইন করে নিব।
এর পর ওয়ালেটে ক্লিক করতে হবে। এর পর ডিপজিট থেকে আমাদের steem সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে একটা মেমো পাওয়া যাবে সেই মেমোটি আমাদের কপি করতে হবে।
তার পর আমাদের স্টিমিট ওয়ালেট এ লগিং করতে হবে। তার পর স্টিম থেকে ট্রানফার অপশনে যেতে হবে। এর পর টু তে লিখতে হবে poloniex এবং এমাউন্ট দিয়ে কপি করা মেমো এখানের মেমোতে পেস্ট করতে হবে। তারবপর next বাটনে ক্লিক করতে হবে। এর পর সব ঠিক ঠাকলে ওকে ক্লিক করতে হবে।
আমাদের পলোনিক্স এর Activity পেইজ এ স্টিমগুলো প্রথমে Depositing হিসেবে দেখাবে । ৫০ কনফারমেশন সেকেন্ড পর তা Depositied হয়ে আমাদের ব্যালেন্স এ এড হয়ে যাবে।
polonix একাউন্টে লগইন করে নিব।
ডিপোজিট এ যেতে হবে তার পর trx সিলেক্ট করতে হবে। এর পর ডিপোজিট অন ট্রন এ ক্লিক করতে হবে। এবং address কপি করতে হবে।
এর পর আমাদের আমাদের স্টিমিট ওয়ালেটে trx এ গিয়ে ট্রান্সফার এ ক্লিক করতে হবে। এর পর সুইজ টু ট্রন এ ক্লিক করতে হবে। এবার To তে কপি করা এড্রেস দিতে হবে। এমাউন্ট দিতে হবে। এর পর next এ ক্লিক করতে হবে। তাহলেই ট্রান্সফার হয়ে যাবে।
প্রথমে পলোনিক্স এর Trade এ ক্লিক করে Spot এ ক্লিক করবো।
বামপাশের ছোট ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে সার্চ বারে স্টিম লিখে সার্চ দিয়ে Steem/Usdt pair সেলেক্ট করে নিব।
তারপর Sell Steem অপশন এ ক্লিক করে পছন্দমতো প্রাইস সিলেক্ট করে এমাউন্টের ঘরে স্টিম এর পরিমান দিয়ে Sell Steem এ ক্লিক করে দিব। Order fillup হওয়ার আগ পর্যন্ত তা Open Order section এ দেখতে পাব।
আমি চেষ্টা করেছি সব কিছু সুন্দর ভাবে স্কিনশটের সাথে বর্ননা করার। যদি আমার জানার কোন ভুল থাকে তবে অবশ্যই কমেন্ট সেকশন এ আমাকে সংশোধন করবেন।
cc: @nusuranur
@moh.arif
আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে আপনার এই বিষয়গুলো সম্পর্কে ভালো অভিজ্ঞতা রয়েছে, কিন্তু মনে হয় আপনি অনেকদিন একটিভ ছিলেন না। আপনার নামের পাশের লেবেলগুলো নেই, আশা করি আমাদের কমিউনিটির সম্মানিত মডারেটরগণ আপনাকে গাইডলাইন দিবে এবং সেই মাফিক আপনাকে সামনের দিকে অগ্রসর হতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম লেভেল -৪ এর বিষয় গুলো আপনি অনেক চমৎকার করে আয়ত্ত করেছেন। এবং সবগুলো বিষয় আমাদের মাঝে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। এভাবেই পরবর্তী লেভেলে উত্তীর্ণ হয়ে একজন ভালো ইউজার হয়ে উঠবেন প্রত্যাশা করি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লেভেল চার আমার অনেক গুরুত্বপূর্ণ একটি সেশান,এখানে যারা ভালো করে তারা অনেক ভালো কিছু করতে পারবে।আপনি খুবিই ভালো করে বুঝে পরিক্ষা দিয়েছেন। ভালো লাগলো আশা করি খুব শীঘ্রই একজন ভেরিফাইড মেম্বার হয়ে যাবেন। শুভ কামনা রইল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে আপনাকে অভিনন্দন জানাচ্ছি ভাইয়া। আপনি level-4 থেকে অনেক কিছু শিখেছেন। আপনি লেভেল 4 এর বিষয় গুলো গুছিয়ে সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভেচ্ছা রইল। আপনি এভাবে সামনের দিকে এগিয়ে যান।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো ছিল আপনার উপস্থাপনা টি, খুব সুন্দর ভাবে প্রতিটি বিষয় তুলে ধরার চেষ্টা করেছেন। তবে আপনার কেনজানি কোন লেভেল এই নাই?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লেভেল ৪ থেকে অনেক কিছু শিখে নিয়েছেন ভাই। লিখত এক্সাম ও অনেক ভাল দিয়েছেন দেখছি। আশা রাখছি এই বিষয়গুলো আপনার ব্লগিং ক্যারিয়ারে অনেক কাজে লাগবে। ধন্যবাদ ভাই। এগিয়ে যান আরও দোয়া রইল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit