লেভেল ৪ হতে আমার অর্জন by @parves23 || 10% for @shy-fox

in hive-129948 •  3 years ago 

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি @abb-school প্রতিটি ক্লাশ করে পরিক্ষার মাধ্যমে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় লেভেলের পরিক্ষায় উত্তীর্ণ হয়েছি। আজকে আমি চতুর্থ লেভেল পাওয়ার জন্য লিখিত পরিক্ষা দিবো।

WhatsApp Image 2022-04-20 at 11.28.01 AM.jpeg

নিম্নোক্ত বিষয়গুলো আমরা লেভেল ৪ এর ক্লাশগুলোর মাধ্যমে শিখতে পারছি।

✧ p2p এর মাধ্যমে Steem/Sbd/Trx Transfer.
✧Internal Market এ SBD থেকে Steem এ Convert করা।
✧ External Market এ Steem এবং TRX Exchange করা।

p2p কি?

p2p বলতে বুঝায় Person to person Transfer. আমরা যখন (Steem, Sbd, Trx) Buy Sell করার উদ্দেশ্যে কোন Exchange Site ব্যবহার না করে Person to Person Transfer করি তখন সেটাকে বলে Person to Person Transfer. আমার বাংলা বল্গ -এ Person to Person (p2p) Transfer না করার জন্য বলা হয়ে থাকে। তবে কেউ যদি কাউকে গিফট হিসেবে অল্প পরিমান ক্রিপ্টো ট্রান্সফার করে তবে সেটা এলাও করা হয়ে থাকে।

P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.1 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

এজন্য প্রথমেই আমাকে প্রাইভেট এক্টিভ কী এর মাধ্যমে ওয়ালেট এ লগিং করতে হবে।

1.PNG

এবার Steem Dolar এর পাশে যে ড্রপ-ডাউন মেনু আছে সেখানে ক্লিক করে Transfer এ ক্লিক করবো।

2.PNG

To এর ঘরে যাকে আমি SBD পাঠাবো তার ইউজার নেম বসাবো আর Amount এর ঘরে কত SBD পরিমান এবং সবশেষে মেমো ফিল্ড এ কি উদ্দেশ্যে পাঠাচ্ছি তা লিখে দিব।

3.PNG

4.PNG

Confirm হওয়ার জন্য History চেক করে নিব।

5.PNG

P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.1 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

এটাও সেইম প্রসেস প্রথমে ওয়ালেট এ লগিং করতে হবে এর পর steem এ ক্লিক করে সব ঠিকঠাক দিয়ে next এবং ok বাটন ক্লিক করেই স্টিম ট্রান্সফার করা হয়। ধাপগুলো নিম্নরুপ

1.PNG

Steem এর পাশে যে ড্রপ-ডাউন মেনু আছে সেখানে ক্লিক করে Transfer এ ক্লিক করবো।

6.PNG

7.PNG

এরপর আমরা Ok তে ক্লিক করবো।

8.PNG

Confirm হওয়ার জন্য History চেক করে নিব।

10.PNG

P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.01 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

স্টিমিট ওয়ালেটে লগ-ইন করে নিচ্ছি।

1.PNG

Trx এর পাশে যে ড্রপ-ডাউন মেনু আছে সেখানে ক্লিক করে Transfer এ ক্লিক করবো।

11.PNG

এর পর সব ঠিক ঠাক সিলেক্ট করে next এবং ok বাটনে ক্লিক করতে হবে। এর পর আপনাকে Tron এর প্রাইভেট কী দিতে হবে। কারো প্রাইভেট কী না থাকলে Tron এর সাইটে ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নিতে হবে। এবার ট্রন প্রাইভেট কী দিয়ে Transfer এ ক্লিক করতে হবে। তাহলেই ট্রান্সফার হয়ে যাবে।

12.PNG

13.PNG

Confirm হওয়ার জন্য Tron Account Transaction History তে ক্লিক করে History চেক করে নিব।

14.PNG

Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

প্রথমে প্রাইভেট এক্টিভ কী দিয়ে ওয়ালেটে লগিং করতে হবে।

1.PNG

এরপর 3 Dot এ ক্লিক করে Currency Market এ ক্লিক করবো।

15.PNG

এরপর Buy Steem সেকশন এর নিচে Price এর ঘরে আমরা পছন্দমতো price সিলেক্ট করবো। Total এর ঘরে কত SBD পরিমান স্টিম কিনবো তা দিয়ে দিব।

16.PNG

17.PNG

Poloniex Exchange site এ একটি Account Create করুন।

একাউন খোলার জন্য আমাদের প্রথমে poloniex এ যেতে হবে এর পর সাইন আপ এ ক্লিক করতে হবে। এর পর একটা ইমেইল দিতে হবে এবং পাসওয়ার্ড দিয়ে হবে। এর পর সাইন আপ এ ক্লিক করলে ইমেইল এ একটা মেসেজ যাবে। তার পর ইমেইল এর ইনবক্সে গিয়ে কনর্ফাম করলেই আইডি এক্টিভেট হয়ে যাবে।

18.PNG

19.PNG

19.5.PNG

20.PNG

আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।

polonix একাউন্টে লগইন করে নিব।

21.PNG

এর পর ওয়ালেটে ক্লিক করতে হবে। এর পর ডিপজিট থেকে আমাদের steem সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে একটা মেমো পাওয়া যাবে সেই মেমোটি আমাদের কপি কর‍তে হবে।

22.PNG

23.PNG

তার পর আমাদের স্টিমিট ওয়ালেট এ লগিং করতে হবে। তার পর স্টিম থেকে ট্রানফার অপশনে যেতে হবে। এর পর টু তে লিখতে হবে poloniex এবং এমাউন্ট দিয়ে কপি করা মেমো এখানের মেমোতে পেস্ট করতে হবে। তারবপর next বাটনে ক্লিক করতে হবে। এর পর সব ঠিক ঠাকলে ওকে ক্লিক করতে হবে।

24.PNG

25.PNG

আমাদের পলোনিক্স এর Activity পেইজ এ স্টিমগুলো প্রথমে Depositing হিসেবে দেখাবে । ৫০ কনফারমেশন সেকেন্ড পর তা Depositied হয়ে আমাদের ব্যালেন্স এ এড হয়ে যাবে।

26.PNG

আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করুন।

polonix একাউন্টে লগইন করে নিব।

21.PNG

ডিপোজিট এ যেতে হবে তার পর trx সিলেক্ট করতে হবে। এর পর ডিপোজিট অন ট্রন এ ক্লিক করতে হবে। এবং address কপি করতে হবে।

27.PNG

28.PNG

এর পর আমাদের আমাদের স্টিমিট ওয়ালেটে trx এ গিয়ে ট্রান্সফার এ ক্লিক করতে হবে। এর পর সুইজ টু ট্রন এ ক্লিক করতে হবে। এবার To তে কপি করা এড্রেস দিতে হবে। এমাউন্ট দিতে হবে। এর পর next এ ক্লিক করতে হবে। তাহলেই ট্রান্সফার হয়ে যাবে।

29.PNG

30.PNG

31.PNG

Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

প্রথমে পলোনিক্স এর Trade এ ক্লিক করে Spot এ ক্লিক করবো।

32.PNG

বামপাশের ছোট ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে সার্চ বারে স্টিম লিখে সার্চ দিয়ে Steem/Usdt pair সেলেক্ট করে নিব।

33.PNG

তারপর Sell Steem অপশন এ ক্লিক করে পছন্দমতো প্রাইস সিলেক্ট করে এমাউন্টের ঘরে স্টিম এর পরিমান দিয়ে Sell Steem এ ক্লিক করে দিব। Order fillup হওয়ার আগ পর্যন্ত তা Open Order section এ দেখতে পাব।

34.PNG

35.PNG

Poloniex Exchange site এ একই প্রসেস এ আমরা Trx Sell করে USDT বানাতে পারবো।

36.PNG

37.PNG

38.PNG


আমি চেষ্টা করেছি সব কিছু সুন্দর ভাবে স্কিনশটের সাথে বর্ননা করার। যদি আমার জানার কোন ভুল থাকে তবে অবশ্যই কমেন্ট সেকশন এ আমাকে সংশোধন করবেন।

cc: @nusuranur
@moh.arif

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1sciTuse2hg3hxqsA5SmBBN988f7D7pHit2coPdu2NPPDjn8D9ESYVDjc9juavRQoEModahGjMWuUaCutuAvtXzq7pUmrtFQBP5uEd4FKvJ88hSc5ZUy281oYTQAPqBoC4sEkAmagfStBJ5euYFvoppf6Sy8FQxAjuMVLmaiZh9SJo2t.png

rsz_img_20211209_180650.jpg

আমার নাম হোসাইন মোহাম্মদ রকিবুল ইসলাম পারভেজ। আমি ঢাকা সিটি কলেজে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি। বর্তমানে আমি অনার্স থার্ড ইয়ারে লেখাপড়া করছি। কোডিং, ফটোগ্রাফি, আর্ট করতে ভালোবাসি। এছাড়াও ভ্রমন, বই পড়া, ভিডিও গেমস খেলতেও খুব পছন্দ করি।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে আপনার এই বিষয়গুলো সম্পর্কে ভালো অভিজ্ঞতা রয়েছে, কিন্তু মনে হয় আপনি অনেকদিন একটিভ ছিলেন না। আপনার নামের পাশের লেবেলগুলো নেই, আশা করি আমাদের কমিউনিটির সম্মানিত মডারেটরগণ আপনাকে গাইডলাইন দিবে এবং সেই মাফিক আপনাকে সামনের দিকে অগ্রসর হতে হবে।

আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম লেভেল -৪ এর বিষয় গুলো আপনি অনেক চমৎকার করে আয়ত্ত করেছেন। এবং সবগুলো বিষয় আমাদের মাঝে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। এভাবেই পরবর্তী লেভেলে উত্তীর্ণ হয়ে একজন ভালো ইউজার হয়ে উঠবেন প্রত্যাশা করি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

লেভেল চার আমার অনেক গুরুত্বপূর্ণ একটি সেশান,এখানে যারা ভালো করে তারা অনেক ভালো কিছু করতে পারবে।আপনি খুবিই ভালো করে বুঝে পরিক্ষা দিয়েছেন। ভালো লাগলো আশা করি খুব শীঘ্রই একজন ভেরিফাইড মেম্বার হয়ে যাবেন। শুভ কামনা রইল

প্রথমে আপনাকে অভিনন্দন জানাচ্ছি ভাইয়া। আপনি level-4 থেকে অনেক কিছু শিখেছেন। আপনি লেভেল 4 এর বিষয় গুলো গুছিয়ে সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভেচ্ছা রইল। আপনি এভাবে সামনের দিকে এগিয়ে যান।

ভালো ছিল আপনার উপস্থাপনা টি, খুব সুন্দর ভাবে প্রতিটি বিষয় তুলে ধরার চেষ্টা করেছেন। তবে আপনার কেনজানি কোন লেভেল এই নাই?

লেভেল ৪ থেকে অনেক কিছু শিখে নিয়েছেন ভাই। লিখত এক্সাম ও অনেক ভাল দিয়েছেন দেখছি। আশা রাখছি এই বিষয়গুলো আপনার ব্লগিং ক্যারিয়ারে অনেক কাজে লাগবে। ধন্যবাদ ভাই। এগিয়ে যান আরও দোয়া রইল