প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত প্রফেসর মহোদয় বৃন্দদেরকে যাদের অক্লান্ত পরিশ্রমে এবং সম্মিলিত প্রচেষ্টায় আমার বাংলা ব্লগে আমার হাতে খড়ি হয়েছে। শিক্ষার কোন শেষ নাই বয়সও নাই। তাই শিখতে আমার আগ্রহটা খুব বেশিই কাজ করে। উন্নত দেশের শিক্ষাব্যবস্থা আর আমাদের শিক্ষাব্যবস্থার মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। আমার বাংলা ব্লগের শিক্ষাদান কর্মসূচিকে আমার উন্নত দেশের শিক্ষাব্যবস্থার মতোই মনে হয়েছে। এখানে গড়ে উঠেছে abb-school.যেখানে অনেক সুন্দর সুন্দর শিক্ষনীয় লেখা পোস্ট করা হয়। যা পড়ে আমাদের মত নবীনরা অল্প পরিশ্রমেই অনেক কিছু শিক্ষা লাভ করতে পারে। "শেয়াল পন্ডিতের পাঠশালা "-কি চমৎকার একটা হেডিং, আর এটা পড়লেই মন চাইবে ভিতরে কি আছে পুরোটা লেখা পড়ে দেখি তো। তাই ধন্যবাদ জানাচ্ছি এবিবি স্কুল কেও।আর এ প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ শুভ ভাই সাইফুল ভাই রুপক ভাই উনারা আসলেই প্রশংসার ঊর্ধ্বে। ভাবতেই অবাক লাগে বিনা পয়সায় উনারা উনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের মত নবীনদের কে শিক্ষাদান করে যাচ্ছেন। তাই আমি উনাদের কাছে সত্যিই কৃতজ্ঞ।
এবার আমি সংক্ষিপ্ত আকারে বর্ণনা করছি এবিবি স্কুল থেকে আমি যা শিখেছি।
১. স্পামিং এক্টিভিটিস
স্পামিং বলতে বুঝায় প্রাসঙ্গিক ও অবাঞ্চিত বিষয় কে যা বারবার করা হয়ে থাকে। একটা জায়গার ঘটনাকে বারবার বর্ননা করা ঐ জায়গার ছবিগুলো বারবার পোস্ট করা ঘুরিয়ে পেচিয়ে।
বিরক্তিকর ভাবে কোন ব্যক্তি কে বারবার মেনশন করা, আপভোট, কমেন্ট চাওয়াও স্পেমিং।
অপ্রাসঙ্গিক tag বারবার ইউজ করাও tag spamming
২.কঁপিরাইট ইনফ্রিনজমেন্ট -
ইন্টেলেকচুয়াল প্রপার্টি রক্ষা করার আইন ই হচ্ছে কপিরাইট।infringement হলো লংঘন। এ আইন ভংগকারীর শাস্তি অর্থ দন্ড বা জেল জরিমানা। তাই আমরা কোন লেখা তে প্রয়োজনে গুগল থেকে কোন ছবি ডাউনলোড করতে চাইলে তা অবশ্যই কপিরাইট ফ্রি ওয়েব সাইট থেকে নিতে পারি।যেমন -
৩টি কপিরাইট ফ্রি ইমেজ সাইট
https://pixabay.com
https://freeimages.com
https://www.pexels.com
৩.ট্যাগ কি -
ট্যাগ হলো আমরা যে বিষয়ের উপর লেখা লিখছি সেই বিষয়ের উপর একটা কিওয়ার্ডস।এটা অবশ্যই লেখার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আমার বাংলা ব্লগে আমরা সর্বোচ্চ ৭টি ট্যাগ ইউজ করতে পারি।
৪.আমার বাংলা ব্লগ কমিউনিটি তে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ
আমার বাংলা ব্লগ কমিউনিটি তে যে সকল বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ তা হল -
*গরুর মাংসের রেসিপি
*শুকরের মাংসের রেসিপি
*কোন পোস্ট পুনরাবৃত্তি করা যাবে না
*রাজনীতি বিষয়ক
*ধর্ম বিষয়ক
*নারী বিদ্বেষমূলক
*চাইল্ড পর্নোগ্রাফি
*শিশুশ্রম সমর্থক করে এরকম কোন পোস্ট
*পশুপাখি নির্যাতন বিষয়ক পোস্ট
৫.প্লাগিয়ারিজম সম্পর্কে ধারণা -
অন্যের কোন লেখাকে সম্পুর্ন নিজের বলে চালিয়ে দেয়া-ই প্লাগিয়ারিজম।নকল অথবা চুরি করার অপর নাম।
৬.রি রাইট আর্টিকেল কাকে বলে
রি রাইট আর্টিকেল হলো যদি আমার কারো লেখা ভালো লাগে এবং সেই লেখাটা কে নিজের মত করে সাজিয়ে লেখাটাই হচ্ছে রিরাইট। এখানে ৭৫% হতে হবে নিজের আর বাকী টা অন্য সোর্স থেকে লেখা যাবে তবে সেখানে সোর্স উল্লেখ করতে হবে।
৭.ব্লগ লেখার ক্ষেত্রে রি রাইট আর্টিকেল এ কি কি বিষয় উল্লেখ করতে হবে?
রি-রাইট আর্টিকেল এর ক্ষেত্রে আপনাকে অবশ্যই যে সোর্স থেকে পড়ে লিখেছেন তার লিংক দিতে হবে। যেমন আমি মহাবিশ্ব সম্পর্কে লিখতে চাইছি তবে আমি অনেকগুলো সোর্স থেকে তথ্য সংগ্রহ করলাম মহাবিশ্বের আকার দূরত্ব আয়তন কতটি গ্রহ উপগ্রহ রয়েছে ইত্যাদি যেসকল সোর্স থেকে সংগ্রহ করেছি তা দিয়ে দিতে হবে। কোন সোর্স থেকে যদি কোন ইমেজ সংগ্রহ করে থাকি তবে তা উল্লেখ করে দিতে হবে।
৮.কোন পোস্টকে কখন ম্যাক্রো পোস্ট হিসাবে গণ্য করা হয়?
সাধারনত 100 শব্দের নিচে কোন পোস্ট কেই ম্যাক্রো পোস্ট হিসাবে গণ্য করা হয়। আবার দেখা যায় দুই তিনটা ইমেজ ব্যবহার করে এক লাইন লিখে দিলাম সেটাও ম্যাক্রো পোস্ট।
৯.আমার বাংলা ব্লগ কমিউনিটি তে একজন ব্লগার 24 ঘন্টায় সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে?
আমার বাংলা ব্লগ কমিউনিটি তে প্রতি 24 ঘণ্টায় একজন ইউজার তিনটির বেশি পোস্ট করতে পারবে না।
অন্যান্য সোশ্যাল মিডিয়া হতে স্টিমিট এর পার্থক্য -
অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলো হচ্ছে মালিকানাধীন প্রতিষ্ঠান যার পুরোটাই হচ্ছে সেন্ট্রালাইজড। এখানে আমরা যে সময় ব্যয় করি তা থেকে ওই মিডিয়াগুলো জনপ্রিয় হয় এবং তাদের ভ্যালু বৃদ্ধি পেতে থাকে যার পুরোটাই পেয়ে থাকে মালিকপক্ষ। অন্যদিকে স্টিমিট হচ্ছে একটা রিওয়ার্ড ভিত্তিক প্ল্যাটফর্ম যা আমাদের সময় এবং ক্রিয়েটিভিটি কে মূল্যায়ন করে।আর এখানে আমরা যে সময় ব্যয় করি তা থেকে আমরা রিওয়ার্ড পাই। এই রিওয়ার্ড গুলো একটা টোকেন এর মাধ্যমে সবাইকে ডিস্ট্রিবিউট করা হয়। যার নাম steem.আর এটা হল ডিজিটাল কারেন্সি/ক্রিপ্টোকারেন্সি। সর্বোপরি স্টিমিট হলো একটা ডিসেন্ত্রালাইজড প্লাটফর্ম।
ব্লকচেইন এর কিছু প্রাথমিক ধারণা -
যেহেতু স্টিমিট একটা ডিসেন্ত্রালাইজড প্লাটফর্ম এখানে কোন কাজই কেন্দ্রীয় অংশ থেকে নিয়ন্ত্রণ করা হয় না পুরোটাই বিকেন্দ্রীকরণ করা আছে। এগুলো যে লেজারে অন্তর্ভুক্ত হয় সেটাই হচ্ছে ব্লকচেইন। এখানে প্রতি তিন সেকেন্ড পরপর ডাটার গুচ্ছ হয় একটা গুচ্ছ আরেকটা গুচ্ছের সাথে সংযুক্ত হয়ে চেইন এর আকার ধারণ করে যা হচ্ছে ব্লকচেইন।
পোস্ট লেখার সময় পোস্ট এর নিচের দিকের অংশে আমরা আমাদের সংক্ষিপ্ত পরিচিতি এবং কিছু ফুটনোট ইউজ করতে পারি যেগুলো আমাদের পোস্টকে অনেক আকর্ষণীয় করে তুলবে।আর যারা এই লেখাটা পড়বে তারা এর মাঝে একটা সৌন্দর্য খুঁজে পাবে।
ফলো আনফলো ও কমেন্ট -
এগুলো অনেকটা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতই। যাদের লেখা আমাদের ভালোলাগে তাদেরকে ফলো করবো। যত বেশি ফলো করবো আমাদের লাভ ততটাই বেশি। লেখার সাথে সঙ্গতিপূর্ণ কমেন্ট করাই শ্রেয়।প্রাসঙ্গিক কমেন্টের মাধ্যমে অন্যের সাথে নিজের হূদ্যতা বৃদ্ধি পায়।
আপভোট ডাউনভোট ও রিস্টিম-
আমাদের যখন কারো লেখা ভালো লাগে তখন আপভোট করি এবং resteem এর মাধ্যমে তা নিজের ওয়ালে নিয়ে আসি। ডাউনভোট হচ্ছে খারাপ লাগা যা স্কিপ করাই ভালো। আর আমরা যারা নতুন তাদের উচিত ডাউনভোটের ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলা।
রিওয়ার্ড পুল ও পে-আউট -
রিওয়ার্ড পুল হলো একটা পুল যেখানে আমাদের রিওয়ার্ড গুলো জমা হয় যা ৭ দিন পর আমাদেরকে পেমেন্ট করা হয় তাই হলো পে আউট।যতক্ষণ পর্যন্ত এই রিওয়ার্ড গুলো আমদের ওয়ালেটে জমা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এর মালিক আমরা নই।
ভয়ানক বা সেক্সচুয়াল কোন পোস্টে অবশ্যই nsfw tag ইউজ করতে হবে।
আমার বাংলা ব্লগ এ ফটোগ্রাফি পোস্ট করার কিছু নিয়ম হলো শুধুমাত্র ১টা ছবি দিয়ে পোস্ট করা যাবে না,কপিরাইট ফ্রি ছবি হতে হবে। ফটোগ্রাফি পোস্টে ছবির সংক্ষিপ্ত বর্ণনা, ছবির লোকেশন এবং ক্যামেরার নাম ও মডেল দিতে হবে।ফটোগ্রাফি পোস্টে ছবির পাশাপাশি ১০০ শব্দের বর্ননাও আবশ্যক।
ধন্যবাদ সবাইকে। অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল সকলের প্রতি। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আল্লাহ হাফেজ।
একদম ঠিক বলেছেন ভাইয়া শেখার কোন বয়স নেই এবং সময়ও নেই। আর abbস্কুলের ক্লাস গুলো আসলেই নতুনদের জন্য খুবই উপকারী। আপনি খুব সুন্দর ভাবে abbস্কুল থেকে আপনার অর্জনগুলো এখানে শেয়ার করেছেন। শুভকামনা রইল আপনার জন্য আপনি যেন খুব দ্রুত সবগুলো লেভেল পার হয়ে যেতে পারেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু।আপনার জন্যও রইলো অনেক শুভকামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া,আপনাদের সকলের প্রচেষ্টায় আমিও একজন আপনাদের হয়ে উঠব ইনশাল্লাহ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া, এডিট করে ভুল সংশোধন করেছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
💗💗🤗
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কিভাবে লেভেল ওয়ানের' পরীক্ষা দিতে হবে আমাদের কমিউনিটি তে তার নমুনা দিয়ে একটি পোস্ট পিন করা আছে। সেই পোষ্টটি পড়ে আপনার পোস্ট এডিট করুন। লেভেল ওয়ান পরীক্ষার প্রশ্নপত্র অনুযায়ী উত্তর দিন। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই সুন্দর সাজেশন এর জন্য। পিন পোস্ট আবারও পড়লাম। নিজের পোস্ট এডিট করলাম।এখন কি ঠিক আছে? ভুল থাকলে আবারও বলবেন সংশোধন করে নিব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@pasha302 আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে পুনরায় স্বাগতম জানানো হচ্ছে। আপনি যদি আমাদের কমিউনিটিতে অ্যাক্টিভ ব্লগার হতে চান,
তাহলে কমিউনিটির Discord এ এসে লেভেল -১ এর ক্লাসে জয়েন হন। এই সুযোগ অল্প সময়ের জন্য চালু থাকবে। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit