নতুনদের ভিড়ে আমি একজন -আমার পরিচয়

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামু আলাইকুম,
সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে শুরু করছি। আমার নাম শাহেদ কামাল পাশা। আমার বয়স ৪৮ বছর। পেশায় আমি একজন ব্যবসায়ী। আমার বাসস্থান ঢাকা, ঢাকাতেই আমার বেড়ে ওঠা। আমার গ্রামের বাড়ি নরসিংদী। আমরা দুই ভাই এক বোন আমার বাবা নেই। আমার বড়ভাই তার সংসারও ব্যবসা-বাণিজ্য নিয়ে আছেন।আমার বোনও তার পরিবার নিয়ে ব্যস্ত। আমার মা থাকেন তার নিজস্ব ফ্ল্যাটে যেখানে আমার বড় ভাই তার স্ত্রী ও সন্তানদের নিয়ে অধিকাংশ সময়ই থাকেন। আর আমি থাকি আমার মায়ের ইমিডিয়েট নিচের ফ্ল্যাটে।পৈতৃক সূত্রে আমি এই ফ্ল্যাট পেয়েছি। আমাদের এই বাসাটা ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত।
20211225_203930.jpg

আমি Thai She Beauty Parlor এর প্রতিষ্ঠাতা পরিচালক। আমার স্ত্রী একজন মেকআপ আর্টিস্ট। যেহেতু এটা একটি মেয়েদের পার্লার তাই সে এটা দেখাশোনা করে।
আমার পরিবারের সদস্য সংখ্যা চারজন।আমি আমার স্ত্রী আমার একটা মেয়ে ও একটা ছেলে।মেয়ের বয়স ১১ বছর আর ছেলের বয়স সাড়ে চার বছর।আমার মেয়ে Saint Joseph international school এ standard four এ পড়াশোনা করে। আর ছেলেকে এখনো স্কুলে ভর্তি করানো হয়নি। আমি একজন হাটের পেসেন্ট। ২০১১ সালে আমার হার্ট অ্যাটাক হয়।তারপর এনজিওগ্রাম করে দেখা যায় আমার হাটে বড়োসড়ো একটা ব্লক রয়েছে আর তখনই সেখানে একটি স্ট্যান্ড পড়ানো হয়। তারপর থেকে আমি ভারী কাজ করি না বললেই চলে। আমার স্ত্রী পার্লার চালায় এবং সংসারের খরচ সেখান থেকেই আসে বলা যায়। কিন্তু আমিও কিছু করতে চাই। কিছু একটা করা দরকার আমার। অনলাইন থেকে কিভাবে ইনকাম করতে হয় এই বিষয়ে আমি নজর দিয়েছি।

আমি একজন ভ্রমণপিপাসু মানুষ। ট্রাভেলিং আমার হবি। আমি বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় ঘুরে বেরিয়েছি। দেশের বাইরে যেমন ইন্ডিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং চায়না ভ্রমণ করেছি।
আমি ভালোবাসি ক্রিপ্টোকারেন্সি। Binance আমার ফেভারিট একচেঞ্জ। কিন্তু দুঃখের বিষয় জ্ঞানের অভাবে আমি অনেক লস করেছি Binance Future trading করে।কিন্তু আমি বিশ্বাস করি একদিন ঠিক ঠিক আমি উঠে দাঁড়াতে পারবো।
steemit এ আমি নতুন। তাই আমি আপনাদের সকলের সহযোগিতা আশা করি। আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া এখানে প্রতিষ্ঠিত হওয়া অসম্ভব। আমি আপনাদের কাছ থেকে শিখতে চাই। আমার বাংলা ব্লগের কমিউনিটির ব্যাপারে কেউ আমাকে কিছু বলেনি। যেহেতু আমি একজন বাঙালি আমি কমিউনিটি সার্চ দিয়ে যখন দেখেছি বাংলায় লেখা "আমার বাংলা ব্লগ" আমার খুব আগ্রহ জাগে এই কমিউনিটিতে যোগ দেয়ার জন্য। তাই আমি এই কমিউনিটি তে যোগ দিতে চাই এ কম্মুনিটির নিয়ম কানুন মেনে সকল কাজ করতে চাই।

সকলের মঙ্গল কামনা করছি। ধন্যবাদ সবাইকে।
শাহেদ কামাল পাশা
ঢাকা, বাংলাদেশ

IMG-20211225-WA0061.jpg

IMG-20211225-WA0040.jpg

IMG-20211225-WA0050.jpg
IMG-20211225-WA0053.jpg

IMG-20211225-WA0046.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আপনাকে স্বাগতম।সুন্দর একটি পরিচিতিমূলক পোস্ট তুলে ধরেছেন আপনি যেখান থেকে যে কেউ আপনার সম্পর্কে একটি পরিষ্কার ধারণা করতে পারবে। আশা করি সামনের দিনগুলোতে কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে আপনি বহু দূর অগ্রসর হতে পারবেন। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ। আপনাদের সকলের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো।

@pasha302, আপনাকে 'আমার বাংলা ব্লগ' কমিউনিটি তে স্বাগতম। একজন ভেরিফাইড মেম্বার হবার জন্য অবশ্যই আপনাকে Discord এ জয়েন হতে হবে এবং @abb-school এর মাধ্যমে ক্লাস করতে হবে, সকল নিয়ম কানুন শিখে নিতে হবে। খেয়াল রাখবেন, 'discord আইডি' আর 'স্টিমিট আইডি' যেনো একই হয়।

✔️সর্বপ্রথম Discord এ জয়েন হয়ে নিন ক্লাস এটেন্ড করার জন্য। নিচের লিংকে ক্লিক করুন।

👉আমাদের Discord Link: https://discord.gg/7SyC6uWBTS

ধন্যবাদ।

ধন্যবাদ আমাকে এই কমিউনিটিতে স্বাগত জানানোর জন্য। আমি অনেক খুশি হয়েছি আমার বাংলা ব্লগে কাজ করার সুযোগ পেয়ে।আমার Discord id @pasha7885 কিনতু আমার steemit id @pasha302 ( দুটা একই নয়)। Discord id change করার চেষ্টা করেছিলাম, পারিনি।এখন আপনার পরামর্শ চাচ্ছি আমার কি করনীয়।

আচ্ছা সমস্যা নেই। আপনি আমার গাইড অনুসরণ করে সব ঠিক মতো করেছেন এর জন্য ধন্যবাদ। আশা করছি সকল নিয়ম মেনে পোস্ট করতে থাকবেন এবং ক্লাস করে লেভেল আপ করে নেবেন। ধন্যবাদ।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।আমি খুবই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম কিভাবে দুটো আইডি এক করবো।আপনি আমাকে চিন্তা মুক্ত করলেন । আপনার গাইডলাইন আমি সবসময়ই অনুসরণ করব এবং সকল নিয়ম মেনে এখানে পোস্ট করব ইনশাল্লাহ। আমি বুঝতে পেরেছি আপনার সাহায্য সহযোগিতা ছাড়া এই প্ল্যাটফর্মে নিজেকে মেলে ধরা একেবারেই অসম্ভব। আশা করছি আপনি আমাকে সকল কাজে সহযোগিতা করবেন।আপনার মূল্যবান পরামর্শ দিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ আপনাকে।

আমার যখন কোনো সমস্যা হবে তখন কিভাবে আমি আপনাদের সাথে যোগাযোগ করবো? Discord এ বলছে মেসেজ লেখার পারমিশন নাই আমার এখানে। আমি কোন কমেন্টস এর রিপ্লাই দিতে পারছি না নতুন করে পোস্ট করতে পারছি না, বলছে Buy steem power.কিভাবে এর সমাধান পাব? পরামর্শ চাচ্ছি. ধন্যবাদ।
Screenshot_20211227-204238_Samsung Internet.jpg
আমার SBD নাই, Steem ও নাই, কিন্তু Binance এ আমার steem আছে,poloniex এ TRX আছে। Please help me.

Loading...
  ·  3 years ago (edited)

@pasha302, আপনার পরিচয়মূলক পোস্ট টি সঠিক হয়নি। পোস্টে আমার বাংলা ব্লগ কমিউনিটির ব্যাপারে কোন 'মাধ্যম' থেকে জানতে পেরেছেন অথবা কার মাধ্যমে জেনেছেন তা উল্লেখ করতে হবে। আপনার সম্পর্কে আরও কিছু লিখতে হবে যেমন আপনার পরিবার, এলাকা সম্পর্কে সব তথ্য উল্লেখ করতে হবে। পোস্টে অবশ্যই #abb-intro ট্যাগ ব্যাবহার করতে হবে। আপনাকে সঠিকভাবে ভেরিফিকেশন পোস্ট করতে হলে এই সকল নিয়ম মেনে পোস্ট করতে হবে। নিচের পোস্ট লিংক থেকে ধারণা নিতে পারেনঃ

👉 পোস্ট লিংক

আশা করছি পোস্ট টি এডিট করে কমেন্টে আমাকে জানাবেন। ধন্যবাদ।

ধন্যবাদ, আমি পোস্টটি এডিট করেছি। কোনো মাধ্যম থেকে আমি এই কমিউনিটির ব্যাপারে কিছু জানিনি।যেহেতু আমি বাঙালি, আমি কমিউনিটি সার্চ দিয়ে যখন দেখলাম বাংলায় লেখা আমার বাংলা ব্লগ তখনই আমার মনে ইচ্ছা জাগে এই কমিউনিটিতে যোগ দেয়ার জন্য। তাই আমার কোন রেফারার নেই। আমি এই কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে কাজ করতে চাই। তাই আপনার কাছে অনুরোধ আমাকে সুযোগ করে দেয়ার জন্য। ধন্যবাদ।

  ·  3 years ago (edited)

@pasha302, আপনি হাতে কাগজ সহ যেই ছবিটি তুলেছেন সেই ছবিটি পোস্ট এর শুরুতে দিন।

Screenshot_20211226-080917_Chrome.jpg

দেখুন ব্লু টিক দেয়া হয়েছে সেখানে দিন। আশা করছি আপনি কমিউনিটির সকল নিয়ম মেনে কাজ করবেন। ধন্যবাদ।

দিয়েছি।
ধন্যবাদ।

আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম। আপনার পরিচয় মূলক পোস্ট টি পড়ে বুঝতে পারলাম আপনার বাসা ঢাকাতে এবং আপনি বর্তমানে একজন ব্যবসায়ী। আপনার পোস্ট টিতে কিছু ত্রুটি রয়েছে যেমন প্রথম ট্যাগ টি আপনাকে অবশ্যই #abb-intro ব্যবহার করতে হবে। আপনি মোটামুটি গুছিয়ে লেখার চেষ্টা করেছেন ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল ‌‌।

আপনাকেও ধন্যবাদ। আশা করছি সামনের দিনগুলোতে আপনাদের আরো সাহায্য সহযোগিতা পাবো যা আমাকে এগিয়ে নিয়ে যেতে বড় ভুমিকা রাখবে।