তারিখ-০১.০৪.২০২৩
নমস্কার বন্ধুরা
আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে ভালো আছেন।আমিও বেশ ভালোই আছি।
আচ্ছা! আমাকে একটা কথা বলুন তো, আমার মত ছোটবেলায় বা এখনও কে কে কার্টুন দেখতে ভীষণ ভালোবাসতেন বা ভালোবাসেন? আমি কিন্তু চরম কার্টুনের ভক্ত। এমনকি এখনো বন্ধুবান্ধব যখন সিনেমা দেখে, আমি কার্টুন দেখতে ভীষণ পছন্দ করি। বিশেষ করে যে রূপকথার গল্প গুলো হতো সেগুলো আমার ভীষণ ভালো লাগতো। কেন জানেন? সে রূপকথার গল্পে যে প্রাকৃতিক পরিবেশগুলো দেখাতো, বেশি রঙিন! সেটা আমার খুব ভালো লাগতো।ছোটবেলায় যখন ঘুমোতে যেতাম মনে মনে ভাবতাম কাল সকাল বেলা উঠে যদি দেখে আকাশটা লাল হয়ে গেছে, মাটিটা হলুদ হয়ে গেছে! কি ভালোই না লাগবে দেখতে।
যাই হোক, ছোটবেলার ভাবনাগুলো সময়ের সাথে সাথে বড় হওয়ার পরে বাস্তবে সঙ্গে আর মিল খুঁজে পায় না। বড় হওয়ার পরে সবটাই বুঝতে পারলাম। এগুলো সবটাই স্বপ্ন, কল্পনা। কোনদিনই সত্যি হবে না। আকাশ কালো হলে মেঘ জমে বৃষ্টি হবে, মাটি মাটির রংই থাকবে। সময়ের সাথে সাথে শীতে গাছপালার থেকে পাতা ঝরবে,আবার বসন্তে কচি পাতা গজাবে।
ছোটবেলায় মনে হতো কত তাড়াতাড়ি বড় হতে পারব।আর বড় হয়ে এখন সেই পুরনো সময়গুলোকে ভীষণভাবে মিস করি। মনে হয় কেনই বা বড় হলাম?আজ আপনাদের কাছে সেই ছোটবেলার কার্টুনের প্রাকৃতিক পরিবেশ নিয়ে এলাম. হাতে আঁকা একদমই সাধারণ ছবি। কিন্তু আমার কল্পনার জগতের ছবি আপনাদের সাথে ভাগ করে নিলাম। এ ছবি যে কেউই আঁকতে পারবে আমি জানি। কিন্তু এই ছবি আঁকার কারণ একটাই। আমার ছোটবেলার কল্পনাকে বাস্তবে কাগজে,পেন্সিলে, রঙে রূপদান করে খানিকটা হলেও ছোটবেলায় ফিরে যেতে পারলাম। পরপর পর্যায়ক্রমে প্রতিটি ধাপ আপনাদের সাথে শেয়ার করলাম।
উপকরণ
২.পেন্সিল
৩.ইরেজার
৪.স্কেচপেন
৫.অয়েল প্যাস্টেল
৬.কম্পাস
প্রথম ধাপ
খাতার মধ্যে একটি কম্পাস দিয়ে বড় বৃত্ত এঁকে নিলাম।
দ্বিতীয় ধাপ
এবার বৃত্তের মধ্যে দিগন্ত রেখা এঁকে নিলাম।
তৃতীয় ধাপ
এবার দিগন্ত রেখা বরাবর জঙ্গল এঁকে নিলাম।
চতুর্থ ধাপ
জঙ্গলের উপর পাহাড় এঁকে নিলাম।
পঞ্চম ধাপ
এবার সামনে ঘাস এবং কিছু ফুল এঁকে নিলাম।
ষষ্ঠ ধাপ
আকাশকে সাদা এবং লাল মিশিয়ে একটু গোলাপি আভায় রং করে নিলাম।সাথে পাহাড়ের খানিকটাও রং করে নিলাম।
সপ্তম ধাপ
এবার পাহাড় টা নীল এবং সাদায় রং করে নিলাম।
অষ্টম ধাপ
জঙ্গল টাকে নীল, গাঢ় সবুজ,হালকা সবুজ, হলুদ এই রং গুলো দিয়ে রং করে নিলাম।
নবম ধাপ
মাটি টাকে হালকা সবুজ এবং হলুদ দিয়ে রং করে নিলাম।
দশম ধাপ
এবার ঘাস এবং ফুলগুলোকে ডিপ সবুজ এবং গোলাপি রঙের রং করে নিলাম।
একাদশ ধাপ
পুরো ছবিটাকে কালো স্কেচপেন দিয়ে বর্ডার দিয়ে নিলাম।
শেষ ধাপ
সবশেষে নিচে নিজের নাম এবং তারিখ দিয়ে দিলাম।
কেমন লাগলো আমার কল্পনার প্রকৃতি অবশ্যই জানাবেন। খুবই সাধারণ একটা ছবি। কিন্তু তার মধ্যে আমাদের অনেকেরই ছোটবেলার শৈশব লুকিয়ে আছে। আবার আসবো নতুন কোন উপস্থাপনা নিয়ে। আজ এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন।
🌸🌸🌸ধন্যবাদ🌸🌸🌸
পরিচিতি
আমি পায়েল।ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার কাছাকাছি ডাক্তার বিধান রায়ের স্বপ্নের শহর কল্যাণীর বাসিন্দা।একসময় যদিও চাকরী করেছি কিন্তু বর্তমানে ফুলটাইম ব্লগার এবং ভ্লগার।যদিও নিজেকে এখনও শিক্ষানবিশ মনে করি। আর তা ই থাকতে চাই ।সফল হয়েছি কিনা বা কতদিনে হব তা জানি না, কিন্তু নিজের প্যাশনকেই লক্ষ্য করে এগিয়ে চলেছি।বাকিটা আপনাদের হাতে।আশাকরি আমার সাথে যুক্ত থাকলে আশাহত হবেন না।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেকদিন পর আপনার পোস্ট দেখলাম দিদি।দারুন হয়েছে আর্ট টা।
আর ছবি ব্যাপারটাই কল্পনার হাহা।
যদিও বা আমি আপনার মত এত ভালো আকতে পারি না।আর আবারও নিয়মিত হয়ে যান দিদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার আঁকা আরেকটু ভালো ছালো। না আঁকতে আঁকতে হাতে জং ধরে গেছে ভাই। ধন্যবাদ আপনাকে। 😄
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কল্পনার প্রকৃতি খুব সুন্দর এঁকেছেন। দারুন হয়েছে। আমাদের মনের মাঝে আঁকা সুন্দর প্রকৃতি থাকে,তাকে রঙতুলিতে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পারাই হলো আর্ট।অনেক ভাল লাগলো দিদি।অনেক অভিনন্দন আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিদি অয়েল প্যাস্টেল দিয়ে এঁকেছি এটা। অনেক ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিদি অয়েল প্যাস্টেল দিয়ে এঁকেছি এটা। অনেক ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কার্টুন বলতে আমি শুধুই বুঝি টম এন্ড জেরি এবং গোপাল ভার। এ দুটো জিনিস আমার কাছে অনেক বেশি ভালো লাগে যদিও এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে তবুও খাবার খাওয়ার সময় এগুলো না দেখলে মোটেও ভালো লাগে না। যাই হোক কল্পনাশক্তিতে আপনি খুবই সুন্দর একটি অংকন আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। আপনার সুন্দর এই অংকন টা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ। অনেক দিন পর আপনাকে দেখে এবং আপনার মন্তব্য পড়ে বেশ ভালো লাগলো। উৎসাহিত করার জন্য ধন্যবাদ। ☺
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কল্পনার প্রকৃতির আর্ট পোস্টটি দেখতে চমৎকার লাগছে আপু।আপনি আর্ট এর ধাপগুলো খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।আপনার আর্ট এর ধাপগুলো দেখে যে কেউ আর্ট টি করে নিতে পারবেন সহজেই।আপনি খুবই দক্ষতার সাথে আর্ট শেষ করেছেন।কালার কম্বনেশন দারুন লাগছে দেখতে।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর আর্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ দিদি পাশে থেকে উৎসাহিত করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কল্পনা থেকে প্রকৃতির সুন্দর চিত্র অঙ্কন করেছেন। এই চিত্রটি দেখতে পেয়ে খুবই ভালো লাগবে। ধাপে-ধাপে সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করলেন সত্যিই অসাধারণ হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ ভাই এভাবে পাশে থেকে উৎসাহিত করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit