তারিখ-২৬.১২.২০২২
নমস্কার বন্ধুরা
আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে ভালো আছেন।আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে একটা গানের উপস্থাপনা নিয়ে এসছি। এই গানটা আমার খুব পছন্দের। একটা সময় এমন ছিল যে রাতের পর রাত জেগে গানটা শুনেছি। কখনো কখনো নিজে গুন গুন করেছি।প্রিয় মানুষটাকে যতটা আপন করেছিলাম তারপরে সে যখন মনের মধ্যে ছুরি চালিয়ে দিয়েছিল, ঠিক সেই সময় এই গানটা আমার কাছে খুব প্রিয় হয়ে উঠেছিল। আসলে গানটা হয়তো ভালোবাসার গান। কিন্তু আমার ক্ষেত্রে বিষয়টা এমন জায়গায় দাঁড়িয়ে ছিল যে, যাকে ভুলতে চাইছে সে তিল তিল করে নিজের মধ্যে বেড়েই চলেছে। মাথা যাকে ভুলতে চাইছে, মন তাকে ভুলতে দিচ্ছে না।
নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আজকে সবার সামনে খুলেই লিখলাম। কারণ আমি মনে করি আমার বাংলা ব্লগ আমার পরিবার। আর সেখানে লুকোচুরি কোন ব্যাপারই নেই। এখানে প্রত্যেকটা মেম্বার আমার নিজের। তাই অন্য কারো কথা দিয়ে বলবো না। নিজের কথাই বললাম।
গানটি গেয়েছেন অনুপম রায়। সুরকার-অনুপম রায়।এটি 'হেমলক সোসাইটি' সিনেমার গান। যার ডিরেক্টর ছিলেন শ্রীজিৎ মুখার্জি।
এখন অনেক রাত,
তোমার কাঁধে আমার নিঃশ্বাস
আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়।
ছুঁয়ে দিলে হাত,
আমার বৃদ্ধ বুকে তোমার মাথা
চেপে ধরে টলছি কেমন নেশায়
কেন যে অসংকোচে অন্ধ গানের কলি,
পাখার ব্লেডের তালে সোজাসুজি কথা বলি।
আমি ভাবতে পারি নি,
তুমি বুকের ভেতর ফাটছো আমার
শরীর জুড়ে তোমার প্রেমের বীজ
আমি থামতে পারি নি,
তোমার গালে নরম দুঃখ
আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ।
তোমার গানের সুর,
আমার পকেট ভরা সত্যি মিথ্যে
রেখে দিলাম তোমার ব্যাগের নীলে
জানি তর্কে বহুদূর,
তাও আমায় তুমি আঁকড়ে ধরো
আমার ভেতর বাড়ছো তিলে তিলে।
কেন যে অসংকোচে অন্ধ গানের কলি,
পাখার ব্লেডের তালে সোজাসুজি কথা বলি।
আমি ভাবতে পারি নি,
তুমি বুকের ভিতর ফাটছো আমার
শরীর জুড়ে তোমার প্রেমের বীজ
আমি থামতে পারি নি,
তোমার গালে নরম দুঃখ
আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ।
এখন অনেক রাত,
তোমার কাঁধে আমার নিঃশ্বাস
আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়
ছুঁয়ে দিলে হাত,
আমার বৃদ্ধ বুকে তোমার মাথা,
চেপে ধরে টলছি কেমন নেশায়।
একদম রাত্রিবেলা একা একা জানালার সামনে বসে শোনার জন্য একদম আদর্শ একটি গান। আমার মনের খুব কাছের গান। আর আপনারা এর আগেও শুনেছেন বা জানেন যারা আমার প্রোফাইল ফলো করেন, যে আমি অনুপম রায়ের অন্ধ ভক্ত। তাই আপনাদের সামনে হেমলক সোসাইটির এই গানটি তুলে ধরলাম।কিছুদিন আগে হামলা সোসাইটির আরেকটি গান আমি তুলে ধরেছিলাম। সেটা আপনাদের খুব পছন্দ হয়েছিল। তাই এই গানটি ও নিয়ে এলাম। গানটির অর্থ খুবই গভীর। ভালোবাসার মানুষের কাঁধে মাথা দিয়ে নিজের গরম নিঃশ্বাসটুকু তার ঘাড়ে ফেলে বাঁচার আনন্দ যে কতটা, সেটা যে ভালোবাসে সে বোঝে।বুকে মাথা দিয়ে নিজের শান্তি খুঁজে পাওয়াটাও একটা নেশায় দাঁড়ায়।কতগুলো অর্থহীন শব্দ ভীষণ অর্থবহ মনে হয়। নিস্তব্ধতার মধ্যেও যে ফ্যানের ব্লেডের আওয়াজ বা ঘড়ির টিক্ টিক্ আওয়াজ সেগুলোতেও যেন সুর খুঁজে পাওয়া যায়। একজন মানুষকে কতটা আপন করলে মনে হয় তার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বিচরণ যেন নিজের হৃদয়ের মধ্যে তিলে তিলে বাড়তে থাকে।
কিন্তু আমার ক্ষেত্রে গানটা অন্যরকম একটা পরিস্থিতিতে অনেকটাই সাথ দিয়েছিল। ভালোবাসার মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম।আর তারপরে হঠাৎ করেই পাঁচ বছরের মাথায় একটা সারপ্রাইজ! যে সারপ্রাইজ আমাকে মাথা থেকে পা পর্যন্ত নাড়িয়ে দিয়েছিল।রাতের পর রাত ভুলে থাকতে চাইছি। মন থেকে সরিয়ে রাখতে চেয়েছি। প্রত্যেকবারই মস্তিষ্কের থেকে একটাই উত্তর পেয়েছি যে, "কোন ক্ষমা নয়। " কিন্তু মন কিছুতেই মানতে চায় না। প্রত্যেকবারই মন বলেছে, "এবার অন্তত একটা সুযোগ দেওয়া হোক। "সে সময়টা যখন মাথার ও মনের মধ্যে তুমুল যুদ্ধ চলছে,এই গানটি আমাকে বাঁচিয়ে রেখেছিল। বললে অনেক কথাই বলা যায়। কিন্তু আজ আর এগুলো কথা তুলবো না। কোনদিন সেটা নিয়েই একটা ব্লগ হবে। তবে আজকের পরিস্থিতি অন্যরকম। আজকে এই গানটা শুধু গেয়েছি নিজের সম্পূর্ণ ভালোবাসার থেকে, ভালো লাগার থেকে। এখানে কোন অতীত নেই। নেই কোন ভবিষ্যৎ। শুধু ভালোলাগা আছে। অনেকটা ভালো লাগা। আর সেই ভালো লাগার থেকে গানটি বেরিয়ে এলো।
আজ এখানেই শেষ করলাম। আবার আসবো নতুন কোন উপস্থাপনা নিয়ে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন।
🌸🌸🌸ধন্যবাদ🌸🌸🌸
আমি পায়েল।ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার কাছাকাছি ডাক্তার বিধান রায়ের স্বপ্নের শহর কল্যাণীর বাসিন্দা।একসময় যদিও চাকরী করেছি কিন্তু বর্তমানে ফুলটাইম ব্লগার এবং ভ্লগার।যদিও নিজেকে এখনও শিক্ষানবিশ মনে করি। আর তা ই থাকতে চাই ।সফল হয়েছি কিনা বা কতদিনে হব তা জানি না, কিন্তু নিজের প্যাশনকেই লক্ষ্য করে এগিয়ে চলেছি।বাকিটা আপনাদের হাতে।আশাকরি আমার সাথে যুক্ত থাকলে আশাহত হবেন না।
Facebook
Instagram
YouTube
OR
Set @rme as your proxy
গানটা খুব ভালো গেয়েছেন দিদি। তবে আপনার মনের জমানো কথা গুলো শুনে খুব খারাপ লাগলো। মন খারাপ করবেন না ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন। অবশ্যই সামনে ভালো কিছু অপেক্ষা করছে।শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ বৌদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনুপমের গানগুলো আমার সত্যিই ভীষণ ভালো লাগে। আর এই গানটি আমার পছন্দের গানগুলোর মধ্যে একটি। আপনার গানের গলা সত্যিই অসম্ভব সুন্দর। তবে আপনার বাস্তব জীবনের কথাগুলো জানতে পেরে সত্যিই খুব খারাপ লাগছে। আসলে এরকম মানুষগুলো আমাদের জীবন থেকে চলে যাওয়াই ভালো কেননা একদিন না একদিন তারা ছেড়ে যাবেই তাই যত দ্রুত যাবে ততই মঙ্গল আমার মনে হয়। যাইহোক ভালো ছিল আপনার গানটি। আরো সুন্দর সুন্দর গান শুনতে চাই আপনার কাছ থেকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদমই ঠিক বলেছেন প্রত্যেকটা কথা। ধন্যবাদ। ☺
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি অনুপম রায়ের অন্ধভক্ত এটা জেনে খুবই ভালো লাগলো ব্যক্তিগতভাবে আমিও আপনার মত একজন মানুষ, যে কিনা অনুপম রায় কে অনেক বেশি পছন্দ করে এবং তার গান এতটা ভালো লাগে যে বলে বোঝাতে পারবো না। বিশেষ করে অনুপম রায়ের বাবুরে এই গানটা শুনতে আমার অনেক বেশি ভালো লাগে। যাইহোক আপনার ব্যক্তিগত কিছু কথা জানতে পারলাম আপনার এই পোষ্টের মাধ্যমে, আসলে যে একবার ছেড়ে চলে যায় তাকে নিয়ে না ভাবাটাই বুদ্ধিমানের কাজ। যাইহোক আশা করব খুব শীঘ্রই আপনি মনের অবস্থা পরিবর্তন করে সামনের দিকে অগ্রসর হবেন, শেষমেষ আপনার কন্ঠে এই গানটি শুনে খুবই ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মন অনেক দিন আগে ঘুরিয়ে নিয়েছি। ঘটনাটা ৪-৫ বছর আগের।এখন আমি সুস্থ স্বাভাবিক ওই দিক থেকে। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রিয় মানুষরা যখন মনের মধ্যে আঘাত দিয়ে চলে যায় তখন সত্যি অনেক খারাপ লাগে। আর এই খারাপ দিনগুলোর সময় এই সুন্দর গান গুলো শুনতে অনেক ভালো লাগে। আপু আপনি এত সুন্দর গান গাইতে পারেন তা আগে জানতাম না। আজ আপনার গলার গান শুনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ দিদি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ দিদি গানটি অনেক সুন্দর গেয়েছেন আপনি। গানটির কথাগুলো যেমন সুন্দর আপনার কন্ঠে গানটি বেশ ভালো লেগেছে। তবে আপনার বাস্তব জীবনের কথাগুলো শোন এবং পড়ে বেশ খারাপ লাগলো। ভেঙে পড়বেন না দিদি, সৃষ্টিকর্তা মানুষের সবসময় ভালো চাই। যাইহোক গানটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এমন সুন্দর সুন্দর গান আরো আমাদের মাঝে শেয়ার করবেন আশা করি। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু গান হলো আত্নার খোরাক। অনেক মানুষকে দেখি আনমনে গান গায়। খুবই ভাল লাগে। আপনিও খুব সুন্দর ভাবে গানটি গেয়েছেন। আর সবার অবস্থা সব সময় এক যায় না। অবস্থার পরিবর্তন হবেই। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit