তারিখ-০৪.০১.২০২৩
নমস্কার বন্ধুরা
তুমি যখন ভুল পথে চলবে,ভুল কাজ করবে,তখন কেউ তোমাকে বলবে না ওই কাজটা ভুল বা ওই পথে গেলে তোমার খারাপ হবে।বেশির ভাগ মানুষ আসলে মানুষের ক্ষতি দেখেই বেশি মজা নেয়।
কিন্তু তুমি যখন সঠিক পথে চলবে,সঠিক কাজ করবে,নিজের লক্ষ্যে পৌঁছতে চাইবে,তখন দেখবে তোমার চারপাশে ভীড়।তোমাকে বাঁধা দেবে,নানান মন্তব্য করবে,যাতে তুমি আর এগোতে না পারো।মানুষ ভেবে নেয় নিজে যা পারেনি,অন্য কেউও তা পারবে না।সব থেকে বড়ো সত্যি হলো যা নিজের হয়নি,তা অন্যকেও হতে দেব না।
জীবনে চলার পথে সব থেকে বড়ো বাঁধা এই ধরনের মানুষ গুলোই।এরা অতীতেও ছিল,ভবিষ্যতেও থাকবে।এদের জন্য তুমি যদি থেমে যাও সে হার তোমারই।নিজে থেমে গিয়ে অন্যকে জেতার সুযোগ করে দেওয়া,এর থেকে বড়ো বোকামি আর কী বা হতে পারে?
তবে তোমার চলার যদি গতি থাকে,মনে যদি জোর থাকে তাহলে তোমাকে থামানোর ক্ষমতা কারো নেই।
এই তো,এক গ্লাস জল মেঝেতে ঢেলে দিয়ে তাকে একবার আটকে দেওয়ার চেষ্টা করে দেখো তো।দেখবে সেও থেমে নেই। সে পথ আটকে গেলে জল কিন্তু বেরিয়ে যাওয়ার জন্য অন্য দু একটা পথ ধরে।একটা পথ কেউ আটকানো মানে আরো একটা পথ খোলে।
যখন কেউ থামিয়ে দিতে চাইছে মানেই,তোমার ভালো সে চাইছে না।তাদের ইগনোর করো।এই পৃথিবীতে ভালো চাওয়ার মানুষ খুব কম।তবে নিজের ভালো নিজেকে চাইতে হয় আগে।দেখবে ভালো মানুষকে পাশে পাবেই।
ঠিক বলেছেন দিদি এ পৃথিবীতে সঠিক মানুষ চেনা বড় কঠিন । অন্যের উন্নতি দেখলে বেশীভাগ মানুষ তা আটকানোর চেস্টা করে। বেশ সুন্দর উপস্থাপনা করেছেন । অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ দিদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
나는 당신을 따릅니다
당신은 나를 따르지 않는다
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে সত্যিই তো মানুষ কারো ভুল দেখলে সেটা ভুল বলে দেখিয়ে দেয় না বরং তার যার যার মত করে চলতে থাকে। আজকের এই গল্পকথা পাঠটি বেশ চমৎকার হয়েছে। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড মিউজিক ও আপনার গলায় বেশ মানিয়েছে। ধন্যবাদ আমাদের মাঝে তুলে ধরার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit