গল্পকথা পাঠ(১০% @shy-fox এবং ৫% @abb-charity এর জন্য)

in hive-129948 •  2 years ago 
তারিখ-০৪.০১.২০২৩
নমস্কার বন্ধুরা
আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে ভালো আছেন।আমিও ভালোই আছি। আজকে একটু অন্যরকম পোস্ট নিয়ে এলাম। অনেকদিন পর একটা গল্প কথা পাঠ করব। যে গল্প কথাটা আমাদের বেশিরভাগ মানুষেরই বাস্তব জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের বাস্তব জীবনে চলার পথে আমরা অনেক প্রতিকূলতা সম্মুখীন হই। সেই প্রতিকূলতা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের নিজেদেরই হাজারো চেষ্টা করতে হয়। এটা আমরা অনেকেই দেখে শিখি আবার অনেকে ঠেকে শিখি। জীবনে যে মানুষগুলোকে সবসময়ই মনে হয়, "আহা এ আমার কত ভালই না চায়!এ আমার ভালোর জন্য কত কি না করতে পারে!"সেই মানুষগুলোই ঠিক যখন দেখবে তুমি উন্নতি করতে চলেছ বা তোমার উন্নতি হচ্ছে, তাদের মধ্যে অনেকেই তাদের আসল মুখোশগুলো খুলে হিংস্র,অমানবিক মুখ বার করে আনবে। সত্যি বলতে তখন অবাক তো আমরা হই-ই। তার চেয়েও বেশি আহত হই মানসিকভাবে। কোথাও মনে হয় এই মানুষগুলোই কিছুদিন আগে এত ভালো ব্যবহার করছিল আমার সাথে।মনে হচ্ছিল আমার খারাপ সময়ে মানে এদেরও খারাপ সময়। আসলে একদমই তা নয়।

d03f2d32-4ae0-4a9f-85b3-1a34258dbe34.jfif

তুমি যখন ভুল পথে চলবে,ভুল কাজ করবে,তখন কেউ তোমাকে বলবে না ওই কাজটা ভুল বা ওই পথে গেলে তোমার খারাপ হবে।বেশির ভাগ মানুষ আসলে মানুষের ক্ষতি দেখেই বেশি মজা নেয়।
কিন্তু তুমি যখন সঠিক পথে চলবে,সঠিক কাজ করবে,নিজের লক্ষ্যে পৌঁছতে চাইবে,তখন দেখবে তোমার চারপাশে ভীড়।তোমাকে বাঁধা দেবে,নানান মন্তব্য করবে,যাতে তুমি আর এগোতে না পারো।মানুষ ভেবে নেয় নিজে যা পারেনি,অন্য কেউও তা পারবে না।সব থেকে বড়ো সত্যি হলো যা নিজের হয়নি,তা অন্যকেও হতে দেব না।
জীবনে চলার পথে সব থেকে বড়ো বাঁধা এই ধরনের মানুষ গুলোই।এরা অতীতেও ছিল,ভবিষ্যতেও থাকবে।এদের জন্য তুমি যদি থেমে যাও সে হার তোমারই।নিজে থেমে গিয়ে অন্যকে জেতার সুযোগ করে দেওয়া,এর থেকে বড়ো বোকামি আর কী বা হতে পারে?
তবে তোমার চলার যদি গতি থাকে,মনে যদি জোর থাকে তাহলে তোমাকে থামানোর ক্ষমতা কারো নেই।
এই তো,এক গ্লাস জল মেঝেতে ঢেলে দিয়ে তাকে একবার আটকে দেওয়ার চেষ্টা করে দেখো তো।দেখবে সেও থেমে নেই। সে পথ আটকে গেলে জল কিন্তু বেরিয়ে যাওয়ার জন্য অন্য দু একটা পথ ধরে।একটা পথ কেউ আটকানো মানে আরো একটা পথ খোলে।
যখন কেউ থামিয়ে দিতে চাইছে মানেই,তোমার ভালো সে চাইছে না।তাদের ইগনোর করো।এই পৃথিবীতে ভালো চাওয়ার মানুষ খুব কম।তবে নিজের ভালো নিজেকে চাইতে হয় আগে।দেখবে ভালো মানুষকে পাশে পাবেই।

কলমে:সরজিৎ ঘোষ।

লোকে বলে তোমার খারাপ সময় তুমি মানুষ চিনতে পারবে। আসলে তা নয়। তুমি সারা জীবন ধরেই মানুষ চিনতে পারবে। তুমি তোমার ভালো সময়ও যেমন মানুষ চিনতে পারবে,তোমার খারাপ সময়েও তেমন মানুষ চিনতে পারবে। যখন তোমার উন্নতি হচ্ছে,তোমার ভালো সময় যাচ্ছে, দেখবে কিছু মানুষ বারবার বাধা দেওয়ার চেষ্টা করবে। এটা করো না,ওটা করো না। এটা করলে তোমার ক্ষতি, ওটা করলে তোমার লস্। এই ভাবে তোমার পথকে আটকে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু অবশেষে যখন তুমি সমস্ত প্রতিকূলতা কাটিয়ে ঠিক তোমার লক্ষ্যে পৌঁছে গেছো, এই মানুষগুলোই হঠাৎ করে কর্পূরের মত উবে যাবে। দেখবে তোমার কোন খোঁজ রাখছেনা, খবর রাখছেনা। যখন তুমি নিজে থেকে বলতে যাবে যে, "কি হল তোমার কোন খবর নেই!" উত্তর একটাই আসবে, "হ্যাঁ তুমি তো এখন হাইফাই হয়ে গেছো। কি আর খবর নেব?"

মনে রেখো এরা কখনো চায়নি যে তুমি হাইফাই হও। আবার তোমার খারাপ সময়ে যে মানুষগুলো তোমাকে করুনা করে বাঁচিয়ে রেখেছিল, তোমার দিকে বাসি রুটি ছুঁড়ে দিয়েছিল, সেই মানুষগুলোই যখন দেখবে যে তুমি আর তাদের করুণা উপর বেঁচে নে, নিজে স্বাবলম্বী হয়েছো, তারাও দেখবে আর তোমার দিকে তাকাচ্ছে না। কারণ তারা চেয়েছিল তুমি শুরু থেকে শেষ পর্যন্তই করুণা তে বেঁচে থাকো। তাদের করুণা তে। এই মানুষগুলো যেমন ক্ষতিকারক, তেমনি তোমার খারাপ সময়ে যে মানুষগুলো তোমার পাশ থেকে সরে যায় সেই মানুষগুলো ক্ষতিকারক। তাই আমার মনে হয় আমরা প্রত্যেকের সাথে সম্পর্ক যখনই তৈরি করি অবশ্যই একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থেকে সম্পর্ক তৈরি করা উচিত। অতিরিক্ত মাখামাখি কোন সম্পর্কের জন্যই ভালো নয়।কারণ তার শেষটা মোটেই ভালো হয় না। তাই দূরত্ব বজায় রেখে সম্পর্ক রাখলে, সে সম্পর্কের মিষ্টতা বজায় থাকে। আজকে আমি যে গল্প কথাটি পাঠ করব,সেটি সরজিত ঘোষের লেখা এবং আমি যে কথাগুলো একটু আগে বললাম তার উপরেই ভিত্তি করে লেখা।

গল্প কথাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোন উপস্থাপনা নিয়ে। সকলে খুব ভালো থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ🌸🌸🌸

330c68fa-d267-405f-8d9e-8f34533fedc4.jfif

পরিচিতি

250c6bf5-0fab-4e98-b28b-2299d4f6bc0f.jfif

আমি পায়েল।ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার কাছাকাছি ডাক্তার বিধান রায়ের স্বপ্নের শহর কল্যাণীর বাসিন্দা।একসময় যদিও চাকরী করেছি কিন্তু বর্তমানে ফুলটাইম ব্লগার এবং ভ্লগার।যদিও নিজেকে এখনও শিক্ষানবিশ মনে করি। আর তা ই থাকতে চাই ।সফল হয়েছি কিনা বা কতদিনে হব তা জানি না, কিন্তু নিজের প্যাশনকেই লক্ষ্য করে এগিয়ে চলেছি।বাকিটা আপনাদের হাতে।আশাকরি আমার সাথে যুক্ত থাকলে আশাহত হবেন না।

Facebook
Instagram
YouTube

330c68fa-d267-405f-8d9e-8f34533fedc4.jfif

Vote @bangla.witness as a witness

d3bda13e-40b1-47f0-ae6e-12bd9e3cafa7.jfif

OR

Set @rme as your proxy

79210fdd-a2bc-44f9-b76d-6aa43122ce75.jfif

4HFqJv9qRjVeVQzX3gvDHytNF793bg88B7fESPieLQ8dxHasrbANgiURdsJZbqzojRuxTqrn8BwVMhvjW2bszpJVcHcPW7rxPZLtrPVi9FWSiNoAnyKt4P3qfRidjbh5nr88gtri9qE2ohuC3tavoQ5nX9ihXXuBCWz.jfif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ঠিক বলেছেন দিদি এ পৃথিবীতে সঠিক মানুষ চেনা বড় কঠিন । অন্যের উন্নতি দেখলে বেশীভাগ মানুষ তা আটকানোর চেস্টা করে। বেশ সুন্দর উপস্থাপনা করেছেন । অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

ধন্যবাদ দিদি।

나는 당신을 따릅니다
당신은 나를 따르지 않는다

আসলে সত্যিই তো মানুষ কারো ভুল দেখলে সেটা ভুল বলে দেখিয়ে দেয় না বরং তার যার যার মত করে চলতে থাকে। আজকের এই গল্পকথা পাঠটি বেশ চমৎকার হয়েছে। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড মিউজিক ও আপনার গলায় বেশ মানিয়েছে। ধন্যবাদ আমাদের মাঝে তুলে ধরার জন্য।

ধন্যবাদ দাদা।