একটা দিনের হ্যাংআউটের গল্প। (১০% @shy-fox দাদার জন্য, ৫% @abb-school এর জন্য রইলো)

in hive-129948 •  2 years ago  (edited)

কী খবর সবার? আশাকরি সকলেই ভালো এবং সুস্থ আছেন। আমিও বেশ ভালোই আছি আর একটু খুশি খুশি আছি। গতকাল বেশ ভালোই ঘোরাফেরা, খাওয়া দাওয়া আর শপিং হলো। ১ মাস আগে থেকে প্ল্যান করেছিলাম যে মহরমের দিন মলে যাব, মুভি দেখব আর খাব। যেমন প্ল্যান তেমন কাজ।
799711e9-d140-451f-8304-f6066adb2b18.jpg
সকাল ৭টায় উঠে দেখি আকাশ গুরুগম্ভীর মুখ করে সংকেত দিচ্ছে যেনো বাইরে না যাই। চারিদিকে অন্ধকার আর মেঘলা। এত্তো মন খারাপ হয়ে গেলো যে কি বলব! কিন্তু হাম ভি কিসি সে কম নহি! আরে এতদিন আগে থেকে প্ল্যান! ভেস্তে গেলে চলে? টোটো কাকুকে কল করে ৮টা নাগাদ আসতে বললাম। আমি চলে গেলাম সাজুগুজু করতে।
49577a69-bda1-43b8-b376-63ff3a5be24e.jpg
সাজত সাজতে ৮টা বেজে গেলো। কোন রকমে ২ টো রুটি খেয়েই। টোটো তে করে স্টেশনের উদ্দেশ্যে রওনা
স্টেশনে গিয়ে টিকিট কেটে সবে প্লাটফর্মে পা দিয়েছি, ওমনি শুনি অ্যানাউন্সমেন্ট, "শেয়ালদহ যাওয়ার গাড়ি আপ রানাঘাট মাতৃভূমি লোকাল ২ নম্বর প্লাটফর্মে আসছে!" শুনেই মনটা আনন্দে নেচে উঠলো। যদিও কাল মহরমের ছুটি ছিলো তবুও মাতৃভূমি লোকাল অর্থাৎ লেডিজ স্পেশাল ট্রেনটা পেলে নিজের রাজত্ব-নিজের রাজত্ব মনে হয় কেমন যেনো! যাই হোক। ট্রেনে চড়ে হাওয়া খেতে খেতে পৌঁছে গেলাম দমদম। তারপরই বন্ধুর সাথে সাক্ষাৎ স্টেশনেই। দুজনে মিলে অটো ধরে চলে গেলাম দমদম নাগেরবাজার আবার অটো পাল্টে আমাদের ফাইনাল ডেস্টিনেশন ডায়মন্ড প্লাজা শপিং মলে।
শপিং মলের ৫তলায় আছে পিভিআর সিনেমা হল। বলে রাখি ভাই আগের দিনই এক্সক্লুসিভ সিটের টিকিট কেটে দিয়েছিলো। আমি জীবনেও ওরম সিটে বসি নি সিনেমা দেখতে। এমনকি ওটাকে বসার সীট না, শোয়ার সীট বলব বুঝতে পারছি না। যাই হোক আরাম করে বসলাম তো বটে কিন্তু সিনেমা শুরু হওয়ার পর বিশেষ ইন্টারেস্ট পেলাম না। যদিও আগেই জানতাম সিনেমা অত হিট্ হয় নি।ওহ্ দেখলেন কথায় কথায় সিনেমার নাম বলতেই ভুলে গেলাম, সিনেমা হল "Ek Villain Return" যাক গে এই ফ্লপ সিনেমা দেখেও আফসোস হয় নি অতটা কারণ সীট্ টায় বসে মজা পেয়েছি।

সিনেমা দেখে বার হয়ে এলাম। এবার তো পেটে অলরেডি ছুঁচো, ইঁদুর, বেড়াল, বাঘ, সিংহ দৌড়চ্ছে। কিন্তু তার আগে ভাবলাম একটু ঘুরে শপিং টপিং করে নি টুকটাক। 

ব্যাস এই দোকান যাই, সেই দোকান যাই সব দোকানেই আকাশ ছোঁয়া দাম। ফাইনালি ঠিক করলাম আমাদের মত মধ্যবিত্তদের ব্র্যান্ড ম্যাক্সে গিয়ে দেখি। ব্যাস ম্যাক্সে গিয়েই পছন্দ হয়ে গেলো একটা সোয়েটশার্ট আর একটা ক্রপ টিশার্ট। নিয়ে নিলাম।
8e339ae4-2f87-4c78-844b-522c39d0aa31 (1).jpg
এবার কেনা কাটার পরই মনে হল এখন যদি খেতে না বসি, তাইলে আমি মাথা ঘুরিয়ে পড়ে যাবই।
ছুটতে ছুটতে বার্বিকিউ নেশনসে গেলাম। গিয়ে দেখি ফুল বুক। আমি ম্যানেজারকে জানালাম যে আমি আগের দিনই সীট্ রিজার্ভ করেছি দুপুর ২ টোর। ম্যানেজার কম্পিউটারে চেক করে জানালো যে এই ভিড়ের কারণে আমার সময় রিসিডিউল করে ২.৩০ করা হয়েছে।
be0f28a6-5433-4275-ab02-79cf2e9b9187.jpg
শুনে তো আমার মাথা ঘুরিয়ে যাওয়ার জোগাড়। কি আর করব। আরো ৩০ মিনিট অপেক্ষা। একবার এদিক যাই, একবার ওদিক যাই, ফটো তুলি এসব করতে করতেই ডাক চলে এলো। ঢুকলাম ভেতরে দুজন। এবার এক এক করে খাবার এলো। বার্বিকিউ আনারস, আলু, ব্রকোলি,মাশরুম,চিকেন, প্রন, ফিস্, মটন,ফ্রায়েড কর্ন কত কি! তারপর এলো চিকেন, মটন, শিক কাবাব, উইংস ফ্রাই, আলু টিটিয়া চাট এসব স্টার্টার পর্ব।
d4a1228e-73c6-427f-b1fc-ee3580632966.jpg
এরপর গেলাম মেইন কোর্স দেখতে। মেইন কোর্সে ছিলো ভেজ আইটেম হিসেবে ভাত,নান ব্রেড, ডাল, বাঁধাকপি, পনির, লাউয়ের কোপ্তা। চাইনিজ আইটেমে ছিলো চাউমিন, স্যুপ।
এবার আসি ননভেজ আইটেম। তাতে ছিলো চিকেন বিরিয়ানি, চিকেন বাটার মশলা, মাছের ঝোল, ডিমের ঝোল, খাসির মাংস।
2be53624-f4a5-40b4-a30f-b21bc908cb55.jpg
আর শেষ পাতে ছিলো শাহি টুকরা, ফ্রুট টার্ট, মিনি গোলাপজাম, রেড ভেলভেট, কাস্টার্ড, কোকোনাট বল, ব্রাউনি, জেলি। এতো আইটেমের কারণ হল এটাই যে বার্বিকিউ নেশন হল এমন একটা জায়গা যেখানে ৭৯৯ টাকা দিলে তুমি আনলিমিটেড খেতে পারো।আমি খেয়ে ছিলাম অল্প কিছু স্টার্টার, ভাত, মাছ, ডিম, মটন, বিরিয়ানি। আর ডেসার্টে খেয়েছি জেলি, শাহি টুকরা, গোলাপজাম।
cc7c9e1e-9452-4954-a76a-fa5db0e7f97b.jpg
আর শেষে ৬ রকমের কুল্ফি। তবে আমি ৩ রকম কুল্ফি নিয়েছি। একটা পান কুল্ফি, একটা পেস্তা কুল্ফি আরেকটা মালাই কুল্ফি।
8b08bc01-bee5-4f6b-b1c5-72b4ae4c504f.jpg
খেয়েদেয়ে পেট আমার প্রায় বেলুনের শেষ বিন্দুতে পৌঁছে গেছিলো। কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক হিসেবে লেবুর সরবত দিয়েছিলো। সেটা খেয়ে একটু ভালো বোধ করছিলাম। খাওয়াদাওয়ার পর একটু রেস্ট নিয়ে যখন মল থেকে বার হলাম তখন গরমে মনে হচ্ছে গায়ে ফোস্কা পড়ে যাবে।তারপর আবার অটো ধরে দমদম স্টেশনে এলাম। এসে দেখি গ্যালোপিং লোকাল। আবার খুশি হয়ে গেলাম। কারণ গ্যালোপিং সব স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে যায় না। ফাইনালি ঘুরে ফিরে বাড়ি পৌঁছালাম।বাড়ি এসে ফ্রেশ হয়ে সেই যে খাটে পড়লাম আবার উঠলাম আজ সকাল ১০ টায়। উঠে ভাবলাম আগে যখন কলেজে পড়তাম রোজ কলকাতা যেতাম। কিছু হত না। আর এখন একদিনেই কাহিল হয়ে যাই। কারণটা কি এখন অনভ্যস্ত তাই? নাকি বয়স বাড়ছে? 🙂

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কি বসা অথবা শোয়া, মাল্টিপ্লেক্স কিংবা সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলে কখনো প্রবেশ করাই হয়নি । তবে আপনার মুখে এতদূর যেয়ে সিনেমা দেখে আসার ঘটনাটি পড়ে বেশ ভালই লাগলো ।
যত গুলো খাবারের নাম লিখেছেন আমি তো পড়তে গিয়েই ক্লান্ত । পেট যে ব্লুন হবেনা কেন সেই প্রশ্নই ছিল অযৌক্তিক ।
আপানার আনন্দময় মুহুর্তের ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ ।

  ·  2 years ago (edited)

সত্যিই বেলুনের শেষ বিন্দু বললেও অত্যুক্তি হবে না। তবে খাবার দাবার ভীষণ বেসিক টেস্ট ছিলো। মান অনেকটাই কমে গেছে। যদিও কাল কেউ কেউ সেটা নিয়ে কমপ্লেইন করেছে। দেখা যাক পরে আবার ঠিক করে কিনা। ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্টের জন্য।

সত্যিই দিনটা আপনার অনেক ভালো গেছে বলে আমি মনে করি। অনেক ইনজয় করেছেন বলে মনে হয় সবচাইতে ভালো লেগেছে অনেক খাবার রসগোল্লা আমি খুব পছন্দ করি আর আপনাকে অনেক সুন্দর লাগতেছে ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নিবেন শুভকামনা রইল আপনার প্রতি

অনেক অনেক ধন্যবাদ আমার পোস্ট টি কে পছন্দ করে পড়ার জন্য। আপনারা পড়লে লেখার উৎসাহ পাব। পাশে থাকবেন। সাপোর্ট করবেন প্লিজ। ❤

This is a one-time notice from SCHOOL OF MINNOWS, a free value added service on steem.
Getting started on steem can be super hard on these social platforms 😪 but luckily there is some communities that help support the little guy 😊, you might like school of minnows, we join forces with lots of other small accounts to help each other grow!
Finally a good curation trail that helps its users achieve rapid growth, its fun on a bun! check it out. https://plu.sh/altlan/

This is a one-time notice from SCHOOL OF MINNOWS, a free value added service on steem.
Getting started on steem can be super hard on these social platforms 😪 but luckily there is some communities that help support the little guy 😊, you might like school of minnows, we join forces with lots of other small accounts to help each other grow!
Finally a good curation trail that helps its users achieve rapid growth, its fun on a bun! check it out. https://plu.sh/altlan/

This is a one-time notice from SCHOOL OF MINNOWS, a free value added service on steem.
Getting started on steem can be super hard on these social platforms 😪 but luckily there is some communities that help support the little guy 😊, you might like school of minnows, we join forces with lots of other small accounts to help each other grow!
Finally a good curation trail that helps its users achieve rapid growth, its fun on a bun! check it out. https://plu.sh/altlan/