তারিখ-০৬.০৫.২০২৩
নমস্কার বন্ধুরা
আশা করি আশীর্বাদে সকলে ভালো আছেন। আমিও বেশ ভালোই আছি। আজকে আমি আপনাদের সামনে একটা সিনেমার রিভিউ নিয়ে এলাম। সিনেমাটি হল ২০২৩ এই রিলিজ করেছে- "ডেড এভিল রাইজ"। আসলে আমি একজন সিনেমা পাগল মানুষ। তাই যখন যে সিনেমা পাই, তখন সেই সিনেমা দেখে ফেলি। ভীষণ ভালো লাগে সিনেমা দেখতে আমার।বিশেষ করে হরর সিনেমা হলে তো কোন কথাই নেই। তাহলে আমাকে কেউ আটকাতে পারে না। যেই শুনলাম এরকম একটা সিনেমা রিলিজ করেছে আর ভীষণভাবে মানুষের মনে সাড়া ফেলেছে, সেই সাথে সাথে টেলিগ্রামে চলে গেলাম সিনেমা খুঁজতে। কারণ এখন আমার পক্ষে, হলে গিয়ে সিনেমা দেখার কোন ভাবেই পসিবল নয়। তবে একটা সিনেমা খুব তাড়াতাড়ি দেখব সেটারও পারলে আপনাদের মাঝে রিভিউ নিয়ে আসব। তবে প্রত্যেক সপ্তাহের ছুটির দিন গিয়ে সিনেমা দেখাটা কারো পক্ষে মনে হয় সম্ভব না। ছুটির দিনে মনে হয় একটা দিন ছুটি পেয়েছে একটু বাড়িতে থাকি। সেই কারণে আর হলে গিয়ে দেখার বিশেষ ইচ্ছা হয় না।অবশেষে টেলিগ্রামের সিনেমাটা খুঁজতে খুঁজতে পেয়েও গেলাম।সিনেমাতে যারা অভিনয় করেছেন তাদের ব্যাপারে আমি একটা ডিটেলসে চার্ট বানিয়ে বলে দিচ্ছি।
বরং এবার আসি সিনেমার গল্পে আর আমার কেমন লাগলো সেই মতামতে। অবশ্যই কোন স্পয়লার দেব না। কারণ নতুন সিনেমা সকলেরই দেখার ইচ্ছা থাকে। তাই স্পয়লার দিয়ে সেই ইচ্ছাটা নষ্ট করব না। তবে হালকার উপরে গল্প ছুঁয়ে আমার মতামত অবশ্যই ভাগ করে নেব। সিনেমা শুরুটা এমন ভাবেই দেখিয়েছে তিন বন্ধুবান্ধব একসাথে ঘুরতে বেরিয়ে হঠাৎ করে একজন বান্ধবী তাদের মধ্যে পোজেস্ড হয়।এরপরে সে বাকি তার দুই বন্ধুকে নৃশংসভাবে হত্যা করে। এইভাবে একটা ফ্ল্যাশব্যাক দিয়ে শুরু হয় সিনেমাটি।
তারপরেই দেখায় বেথ নামে একটি মেয়ে যে কিনা রক সিঙ্গার সে হঠাৎ করে জানতে পারে সে অন্তঃসত্ত্বা। যেহেতু সে এই বাচ্চাটির জন্য তৈরি ছিল না, সেই কারণে সে ভাবে এই ঘটনাটা সম্পূর্ণটাই গিয়ে তার দিদিকে জানাবে এবং তারপর তার দিদির সঙ্গে পরামর্শ করে যে কোন একটা সিদ্ধান্তে আসা যাবে। এই ভেবেই সে তার ব্যান্ডের প্রোগ্রাম ছেড়ে চলে আসে তার দিদি এলির বাড়ি।এলির বাড়িতে এসে এলির তিন ছেলে মেয়ে যথাক্রমে ড্যানি, ব্রিগেট ও ক্যাসির সাথে খুব আড্ডা দেয়।এমন সময় এলি এবং বেথ একটু ব্যক্তিগত কথা বলবে বলে, বাচ্চাদের তিনজনকেই বাইরে পাঠিয়ে দেয় পিৎজা আনার জন্য। পিজ্জা নিয়ে ফেরার সময় হঠাৎ করেই গাড়ি যেখানে রাখা ছিল সেই বেসমেন্টে এক বড়সড়ো ভূমিকম্প দেখা দেয় এবং বেসমেন্টের মধ্যে একটি ফাটল ধরে।
এরপরেই সেই ফাটল বেয়ে ড্যানি নিচে নেমে যায় এবং সেখান থেকে হঠাৎ করেই উদ্ধার করে একটি অতি প্রাচীন এবং ভয়ঙ্কর দেখতে বই।সে বইটি খোলার চেষ্টা করতে গিয়ে বইটির মধ্যে লেগে থাকা সরু সুচের মত কিছু অংশ দিয়ে ড্যানির হাত কেটে যায় এবং সেখান থেকে কয়েক ফোঁটা রক্ত বইয়ে পড়ার সাথে সাথেই বইটি শুষে নেয়।
সেটা দেখে তারা তিন ভাইবোনই ভীষণ অবাক হয়ে যায়।তারা বলে এটা কে এখানে রেখে চলে যাওয়াটাই ভালো। কিন্তু ড্যানি লুকিয়ে সেই বইটা নিজের সাথে নিয়ে আসে। এর ফলে সমস্ত শয়তানি শক্তি বাইরে বেরিয়ে আসে, যা এতদিন ঈশ্বরের নামে বন্ধ করা ছিল। এরপরই ঘটনার ঘনঘটা। সেই শয়তানি শক্তি ভর করে তাদের মা এলির উপরে। এরপরে শুরু হয় এলির ভয়ংকর সব কান্ড কীর্তি।সে একে একে সকলকে শেষ করতে থাকে। অবশেষে কিভাবে এলির কবল থেকে ছাড়া পাল পেল সকলে সেই নিয়েই হল গল্প।আর কিছু বললাম না এটুকুই রইল।
এবার আসি নিজের মতামত নিয়ে- সিনেমার গল্প থেকে শুরু করে অভিনয় প্রত্যেকেরই অসাধারণ। সেটা নিয়ে আমার কিছু আলাদা করে বলার নেই।কিন্তু আমার খুব স্বাভাবিক লেগেছে এবং আমার ভীষণ ভয় লাগেনি। তার কারণ হলো আমি এর আগে "দ্যা এক্সারসিস্ট" এবং "দ্যা এক্সরসিজম অফ এমিলি রোজ" এই ধরনের সিনেমাগুলোকে অলরেডি দেখে নিয়েছি অনেক আগেই। সেই কারণে যে কোন পোজেশনের এই ধরনের সিনেমা আমার কাছে ভীষণ একঘেয়ে মনে হয়।আমার বন্ধুবান্ধবরা যেখানে সিনেমা দেখে ওয়াক ওয়াক করে বমি তুলছিল, আমি হাই তুলছিলাম।
এর মানে মোটেই এটা নয় যে সিনেমাটি ভালো হয়নি। সিনেমাটি আসলে খুবই ভালো হয়েছে আইএমডিবি রেটিং দেখলেও আপনারা বুঝবেন।কিন্তু যারা এক্সরসিজম ধরনের সিনেমা গুলো দেখেছেন,তারা বড় সড় কিছু আশা নিয়ে সিনেমাটা দেখতে বসবেন না। তাহলে আশাহত হবেন। কারণ গল্প সেই প্রায় একই রকম।একটা মানুষের উপর আত্মা ভর করে কি করে সব ধ্বংস করে দেয় আর তারপরে কিভাবে ঈশ্বরের নাম নিয়ে তার হাত থেকে সাময়িকভাবে বাঁচা যায়।
সিনেমা | এভিল ডেড রাইজ |
---|---|
ডিরেক্টর | লী ক্রনিন |
প্রডিউসার | রব ট্যাপার্ড |
অভিনয় | অ্যালিসা, লিলি সুলিভান,মর্গান ড্যাভিড, প্রমুখ |
ImDb রেটিং | ৭.১/১০ |
আমার রেটিং | ৬/১০ |
স্ক্রিনশটগুলো নেওয়া হয়েছে অফিসিয়াল ট্রেলার থেকে
ছোটর উপরে এই ছিল আমার আজকের সিনেমা রিভিউ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এখানেই শেষ করছি। আবার আসব নতুন কোন উপস্থাপনা নিয়ে। সকলে খুব ভালো থাকবেন।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit