আমার বাংলা ব্লগে আমার প্রথম পরিচিতি পোস্ট | (10% beneficiary to @shy-fox )

in hive-129948 •  2 years ago 

নমস্কার সকলকে।আমার প্রোফালে স্বাগতম। বেশ ভালো লাগলো এটা ভেবেই যে আমার প্রোফাইলটি আপনার মনে কৌতূহল জাগাতে পেরেছে যার কারণে আপনি একবার ঘুরে দেখতে এসেছেন। আশা করি নিরাশ হবেন না।

701cf6b7-9412-439a-b9b3-e3e480295755 - Copy.jpg

 আমার নাম পায়েল ব্রহ্ম। আমি কলকাতার কাছাকাছি একটি মফস্বল শহরে থাকি। নিজের ব্যাপারে বলতে গেলেই কেমন যেন হাত থেমে যায়। কোনটা ছেড়ে কোনটা বলব আর কোনটাই বা না বললেও চলবে সেটা ভাবতে হয়। আবার কম বেশি প্রতিটা মানুষের মত আমারও বেশ কিছু অন্ধকার দিক আছে জীবনে। ভালো লাগা মন্দ লাগা আছে। ইম্যোশনস্ আছে, ট্রাজেডি আছে। 

তবুও আমি ছোট করেই বিবরণ দিচ্ছি।
আমার নাম আর ধাম দুটোই তো আগেই বললাম। মা বাবার প্রথম সন্তান। আমার ছোট এক ভাই আছে। ছোটবেলা থেকে পড়াশোনা তে আমি মধ্য মেধার ছিলাম বলেই আমি মনে করি। মাধ্যমিকে অর্থাৎ স্কুল ফাইনালে একটু ভালো নম্বরে পাশ করায় বিজ্ঞান বিভাগে পড়াশোনা হয়। এরপর B.Sc(Hons) করি প্রাণী বিদ্যায় এবং তারপর স্নাতকোত্তর পড়াশোনা M.sc Environmental Management এ সম্পূর্ণ হয়। এখন বর্তমানে Clinical trials এ PGDC ছাত্রী ।

eee39cf3-b355-4127-aea3-9f185a1171c8.jpg

এই হল মোটামুটি আমার শিক্ষাগত যোগ্যতা। এরপর আসি আমার কর্মজীবন। আমি একসময়ে দীর্ঘদিন শিক্ষিকার কাজ করেছি । তারপর কিছুদিন একটা মাল্টি ন্যাশনাল কম্পানি তে চাকরি করেছি। আর এখন আরেকটু ভালো সুযোগ খুঁজছি।
এবার আসি ব্যক্তিগত জীবনে। জীবনে বেশ কিছু ওঠা নামা ছিলো। যুদ্ধ এখনও চলছে। তবে তার মধ্যেও ভালো থাকার চেষ্টা করি। কিছু ভালো বন্ধু বান্ধবী আছে যারা আমায় জীবনমুখী করে তুলেছে। যখন ভীষণ ভাবে ভেঙে পরি তখন তাদের কথা গুলোই আমায় পজিটিভলি চার্জড করে তোলে। তাই অল্প সংখ্যক বন্ধু কিন্তু গাঢ় বন্ধুত্বে আমি বিশ্বাসী।
পছন্দ অপছন্দ বলতে বই পড়তে ভীষণ পছন্দ করি তবে হরর্, সাসপেন্স, থ্রিলার এসব লেখা টানে বেশী। সিনেমা,ওয়েব সিরিজ ও বেশ পছন্দের। বেশী ভিড় ভালো লাগে না। প্রাকৃতিক পরিবেশ, শান্ত পরিবেশ আমায় টানে। মেডিটেশন, এক্সারসাইজ এগুলো খুবই পছন্দের। খেতে পছন্দ করি। রান্না টাও পছন্দের। নিজের রান্নার প্রসংশা নিজে করব না। তবে যারা খেয়েছে তারা বলে রান্না টা আমি ভালোই করি। নেমন্তন্ন রইলো। 😊
এছাড়া ইন্টারনেট, স্যোশল মিডিয়ায় ঘোরা ফেরা এগুলো আমার ভালোই লাগে। প্রকৃতির কোলে ঘোরাফেরা বেশ পছন্দ করি। ভারতের বেশ কিছু জায়গায় ঘোরাঘুরি হয়েছে। যেমন দীঘা, পুরী, দার্জিলিং (বাঙালির 'দীপুদা' যাকে বলে 😄) ঘুরেছি ছোটবেলাতেই। এছাড়া ফরিদ, ঋষিকেশ, বদরিনাথ,গৌহাটি,রাঁচী, হায়দ্রাবাদ, দেরাদুন, মুসৌরি, পুনে, নাগজিরা, নভেগাঁও, মুম্বাই,মৌসুমি দ্বীপ, বকখালি, আপাততঃ এই টুকুই মনে পড়ছে।আবার মনে পড়লে চুপি চুপি বলব।বন্ধু বান্ধবদের সাথে সে ভাবে হ্যাং আউট হয় নি। মধ্যবিত্ত পরিবারে আর কি যা হয়। মা বাবা ভীষণ স্ট্রিক্ট। তবে আমার মতই আমার বন্ধু বান্ধবরা খেতে ভালোবাসে তাই কলকাতা বা মফঃস্বলের বেশ কিছু রেস্তোরাঁ তে ঢু মারা হয়ে গেছে।এক কথায় বলতে গেলে যেখানে ভালোমন্দ খাওয়া দাওয়া সেখানেই আমাদের গ্রুপ। নতুন রেস্টুরেন্ট ওপেনিং হলেই আমাদের কাছে কোন এক দৈববলে খবর চলে আসে। আর আমরাও ঢুঁ মারি।
আর লাস্ট কিন্তু নট্ লিস্ট, প্রেম জীবনে বেশ কয়েকবার এসেছিলো। বর্তমানে একটু ডেটিং-শেটিং চলছে। আর ক্রাশ? সে তো অগুনতি। ক্রাশ খেতে বয়স লাগে নাকি? আমার তো মনে হয় আমি বুড়ো বয়সেও(এখনকার বয়স বললাম না। কারণ গুণীজনেরা বলেন মেয়েদের বয়স জানতে নেই 😉)ক্রাশ খাব।জীবনে প্রথম ক্রাশ হৃতিক রোশন। বাংলার অভিনেতা বলতে ক্রাশ খেয়ে ছিলাম আবীর চট্টোপাধ্যায় আর অনির্বাণ ভট্টাচার্য কে ব্যোমকেশ রূপে দেখে প্রথম।

233409d0-2b91-466a-8ca7-d0ebbf39811f.jpg

ইউটিউবে একটা চ্যানেল আছে, যদিও বিশেষ ভিডিও এখন পোস্ট করতে পারছি না। তবে চেষ্টা করব ভালো কিছু কন্টেন্ট বানানোর। আপাততঃ এখন এটুকুই রইলো আমার ব্যাপারে। বাকিটা ক্রমশঃ প্রকাশ্য। সাথে থাকুন। ভালো থাকুন-ভালো রাখুন।

f8a6ce65-660f-44f1-99ac-2eddbde3ffe4.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার বাংলা ব্লগ এ আপনাকে স্বাগতম ,লেগে থাকুন সাফল্য আসবেই , আশা করছি সামনের লেসেলগুলো খুব সহজেই অর্জন করতে সক্ষম হবেন ধন্যবাদ ।

অশেষ ধন্যবাদ। আশা করব আপনাদের মনমত পোস্ট পাবেন আমার প্রোফাইলে। সাথে থাকবেন। ❤

আপু আপনার সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আপনি অনেক গুনি একজন মানুষ । আপনি ভাল রান্না করা করতে পারেন এটা জানতে পারলাম। আশা করছি আপনার কাছে মজার মজার রেসিপি গুলো দেখতে পাব। এভাবেই এগিয়ে যান এবং ভালো ভালো কাজগুলো আমাদের মাঝে উপহার দিন এই কামনা করছি।

অবশ্যই চেষ্টা করব আপনাদের মনমত পোস্ট করার যাতে বন্ধুত্ব আমাদের গভীর হয়। ❤

আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম।আশা করি আপনার থেকে অনেক সুন্দর ব্লগ পাব।আর সাফল্য পাওয়ার জন্য লেগে থাকতে হবে এবং কমিউনিটির নিয়ম মানতে হবে।

দলে থাকলে তো দলের নিয়ম মানবই। চেষ্টা করব।
সবার সাথে এক হয়ে চলতে। ❤

আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম। কমিউনিটিতে আরো একজন ভারতীয় দেখে বেশ ভালো লাগছে, শুধু ভারতীয় না আপনাকে আমার প্রতিবেশী ও বলা চলে। আশা করি আপনি কমিউনিটি সকল নিয়ম-কানুন মেনে চলতে সক্ষম হবেন এবং আস্তে আস্তে একজন সফল ব্লগার হয়ে উঠবেন। কমিউনিটি সংক্রান্ত কোন জিজ্ঞাস্ থাকলে অবশ্যই আপনার লেভেলের প্রফেসরদের সাথে যোগাযোগ করবেন, তারা সর্বদা আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকেন। আশা করি খুব শীঘ্রই আপনি ভেরিফাইড ট্যাগ অর্জন করবেন

নিজের দেশের আবার নিজের জেলার মানুষ দেখলে আরো ভালো লাগে। চেষ্টা করব কমিউনিটির নিয়ম মেনে চলার। এখন লেভেল-২ চলছে। দেখা যাক কত টা কন্ট্রিবিউট করতে পারি কমিউনিটি তে।