আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি গত শুক্রবার ও শনিবার অর্থাৎ ০২ ও ০৩ জুন ২০২৩ সালে আমার বাংলা ব্লগের ডিসকর্ডে লেভেল ওয়ানের দুইটি ক্লাস করেছি যার টাইটেল ছিল লেকচার-০১ এবং লোকচার-০২। সেই ক্লাস দুটির মাধ্যমে আমি অনেক কিছু জেনেছি এবং শিখেছি। সর্বমোট ১২ টি বিষয়ের উপর আমার আমার আমার সহপাঠীদের ক্লাস নেওয়া হয়েছিল। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রফেসরকে, তিনি সুন্দর এবং সাবলীল ভাবে আমাদের সবকিছু শিখিয়েছেন।
- কোন ধরনের এক্টিভিটিজ স্পামিং বলে গণ্য হয়?
স্পামিং হলো বিরক্ত করা অর্থাৎ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে একই প্যাটার্নের পোস্ট বারবার করা, কাউকে বারবার পোস্টে মেনশন করা এমনকি বারবার একই কমেন্ট সবার পোস্টে করা স্পামিং। অপ্রাসঙ্গিক ট্যাগ ব্যবহার করা যেমন ট্রাভেল পোস্টে ফুড ট্যাগ ব্যবহার করাও একধরনের স্পামিং। এই ধরনের এক্টিভিটিজ স্পামিং বলে গণ্য হয়।
- ফটো কঁপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন?
ফটো কপিরাইট হলো নিজের তোলা ছবির মালিককানা অধিকার। কোনো ব্যক্তির তোলা ছবি যদি বিনা অনুমতিতে অন্য কেউ ব্যবহার করে তবে ছবিটির প্রকৃত মালিক তার কাছে কপিরাইট থাকার কারণে আইনি ব্যবস্থা নিতে পারবেন।
- তিনটি ওয়েবসাইটের নাম বলুন, যেখানে থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়।
কপিরাইট ফ্রী ছবির জন্য নিচের তিনটি ওয়েবসাইট ব্যবহার করা যাবে।
https://pixabay.com/
https://www.pexels.com/
https://unsplash.com/
- পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয় ?
পোস্ট করার সময় ট্যাগ ব্যবহার করা হয় যেন পাঠক এবং লেখক সেই ট্যাগ ব্যবহার করে প্রাসঙ্গিক বিষয়ে সব পোস্ট দ্রুত অনুসন্ধান করতে পারেন। সবসময় পোস্টের বিষয়বস্তুর উপর ফোকাস করে ট্যাগ দিতে হবে। যেমন:
রান্নার পোস্টে- # recipe # food
ভ্রমনের পোস্টে- # travel
ফটোগ্রাফির পোস্টে - # photography
টোটাল ৮ টি ট্যাগ দিতে পারব প্রতিটি পোস্টে। ট্যাগ বক্সে ট্যাগ লিখার সময় # ব্যবহার করতে হবে না।শুধু মূল পোস্টে কোন শব্দে ট্যাগযুক্ত করতে চাইলে # চিহ্নটি ব্যবহার করতে হবে। এছাড়াও ট্যাগ ব্যবহারের আরো একটি বিষয় হলো যদি নিয়মবহির্ভূত কোন বিষয়ে পোস্ট লিখা হয় তবে # NSFW ট্যাগটি অবশ্যই দিতে হবে। steemexclusive ট্যাগটি ব্যবহার করতে হবে যখন পোস্টটি অন্যকোথাও পূর্বে পোস্ট না করা হয়ে থাকে।
- আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ?
১. ধর্ম সম্বন্ধীয় কোন পোস্ট করা যাবে না।
২. চাইল্ড এবইউজ জাতীয় পোস্ট করা যাবে না।
৩. নারী জাতির অসম্মানজনক ও নির্যাতনমূলক পোস্ট করা যাবে না।
৪. বর্ণবাদীর সাপোর্টে পোস্ট করা যাবে না।
৫. যেকোন ধর্মের, বর্ণের, পেশার, জাতির কোন ব্যক্তিকে হেয় বা অসম্মান করে পোস্ট করা যাবে না।
৬. ইচ্ছাকৃত ভাবে কারো বিরুদ্ধে সম্মানহানিমূলক পোস্ট করা যাবে না।
৭. রাজনৈতিক পোস্ট করা যাবে না অর্থাৎ কোনো রাজনৈতিক দল বা নেতার পক্ষে বা বিপক্ষে কোনো পোস্টই করা যাবে না।
৮. মিথ্যা এবং মনগড়া পোস্ট বা কুসংস্কারকে সমর্থন করে পোস্ট করা যাবে না।
৯. কোন অবলা জীব, পশু-পাখি নির্যাতনের ভিডিও, ছবি বা সমর্থন করে পোস্ট করা যাবে না।
১০. শিশু শ্রম সমর্থনে পোস্ট করা যাবে না।
১১. NSFW ট্যাগ ছাড়া অশ্লীল এবং ভয়ংকর পোস্ট করা যাবে না।
১২. যেকোন ধরনের অপরাধকে সমর্থন করে কোনো পোস্ট করা যাবে না।
- প্লাগারিজম সম্পর্কে আপনি কি জানেন?
প্লাগারিজম যার বাংলা হলো চৌর্যবৃত্তি। অন্যের লেখাকে নিজের বলে প্রকাশ করাকেই প্লাগারিজম বলে। আবার অনেক লেখা থেকে কিছু অংশ এনে নিজের লেখার সাথে সংযুক্ত করা কিংবা অন্যের লেখা আংশিক পরিবর্তন করে নিজের দাবী করাই প্লাগারিজম। এমনি কি আপনি নিজে একটি লিখা কোথাও প্রকাশ করার পর যদি আবার সেই লেখায় আংশিক পরিবর্তন করে অন্য কোথও প্রকাাশ করেন সেটিও এক ধরনের প্লাগারিজম যেটিকে বলা হয় সেল্ফ প্লাগারিজম। তবে আপনি যথাযথ সোর্স ব্যবহার করে ২৫% লেখা কপি করতে পারবেন একটি কনটেন্টে।
- re-write আর্টিকেল কাকে বলে?
অন্য কোনো ব্যক্তি বা আর্টিকেলের তথ্য- উপাত্তের সাহায্য নিয়ে নিজের আর্টিকেলকে তথ্যবহুল এবং সমৃদ্ধ করাকে বলা হয় রি-রাইট। একজন ব্যক্তির পক্ষে সবকিছু জানা সম্ভব নয় তাই অন্য কোন আর্টিকেল, বই বা ব্যক্তির হতে তথ্য নিয়ে নিজের আর্টিকেলে সংযুক্ত করাই হলো রি-রাইট।
- ব্লগ লেখার সময় re-write আর্টিকেলে কি কি বিষয় উল্লেখ করতে হবে?
- আপনার লেখা ৭৫% নিজের হতে হবে।
- প্রোপার সাইটেশন দিয়ে তথ্য সংযুক্ত করতে হবে।
- অথেনটিক সোর্স দিয়ে তারপর পোস্ট করতে হবে।
- কোনো ব্যক্তির কাছ থেকে তথ্য নিয়ে সংযুক্ত করতে হলে সেই ব্যক্তির মতামত বা সমর্থন নিয়ে তারপর পোস্ট করতে হবে।
- একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?
একটি পোস্ট যখন ১০০ শব্দের কম হবে তখন তা ম্যাক্রো পোস্ট বলে গণ্য করা হবে।
প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে ? [আমার বাংলা ব্লগ কমিউনিটিতে]
আমার বাংলা ব্লগে একজন ব্যক্তি ২৪ ঘন্টায় সর্বোচ্চ তিনটি পোস্ট করতে পারবেন।
- এছাড়াও যে বিষয়গুলো শিখেছি:
এগুলো ছাড়াও শিখেছি স্টীিমট এবং অন্যন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের বেসিক পার্থক্য। স্টীমিট হলো রিওয়ার্ড বেসিস প্লাটফর্ম এবং অন্যন্য মাধ্যমগুলো জনপ্রিয় হলেও রিওয়ার্ড পাওয়া যায় না।
- তারপর শিখেছি কিভাবে স্টীমিটে পোস্ট করতে হয় বা একটি পোস্ট করার সঠিক নিয়ম। স্টীমিটে লগইন করার পর প্রথমে কমিউনিটি সিলেক্ট করে নিতে হয়। তারপর একটি পোস্ট করার জন্য তিনটি নির্দিষ্ট বক্স থাকে। যথা:
টাইটেল বক্স - এই স্থানে পোস্টের টাইটেল লিখতে হয় এবং টাইটেলে সর্বোচ্চ ২৫৫ ক্যারেক্টার হবে।
পোস্টের বডি - এখানে মূল বিষয়টি লিখতে হবে। এখানে ৬৫৫৩৬ টি ক্যারেক্টার হবে।
ট্যাগ বক্স - ট্যাগ দিতে হয় এখানে।
- একটি পোস্টে কমপক্ষে তিনটি কপিরাইট ফ্রী ছবি ব্যবহার করতে হবে এবং প্রতিটি ছবি ১০ এমবি এর কম সাইজের হতে হবে।
- এছাড়াও আমি একটি পোস্টে বেনিফিসিয়ারি যোগ করা শিখেছি যা একটি পোস্টের নিচের দিকে এডভান্সড সেটিংসে গিয়ে সেট করতে হয় এবং এই পোস্টে আমি বেনিফিসিয়ারি যোগ করেছি।
ধন্যবাদান্তে,
@pea07
মোটামুটি ভালো লিখেছেন তবে লিখা গুছিয়ে লিখেন নি ,প্রশ্নপত্রে যেভাবে দেয়া আছে ঠিক সেই ভাবেই উপস্থাপন করলে ভালো হয় , আর আমার বাংলা ব্লগে কি কি পোস্ট করা যাবে না তার ১২ বিষয় উল্লেখ করতে হবে , এখনই এডিট করুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু, আমি যথাসম্ভব গুছিয়ে প্রশ্ন অনুযায়ী উত্তর এবং আমার বাংলা ব্লগে কি কি পোস্ট করা যাবে না তার ১২ টি বিষয় উল্লেখ করে আমার পূর্বের পোস্টটি এডিট করেছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit