আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি লেভেল ওয়ান শেষ করে উত্তীর্ণ হয়ে লেভেল টু এর ক্লাস করেছি। গত ২৫ জুন ২০২৩ সালে আমার বাংলা ব্লগের ডিসকর্ডে লেভেল টু এর ক্লাসটি করেছি। এবিবি স্কুল লেভেল টু তে আমাদের যে বিষয়গুলো শেখানো হয়েছেঃ
• একাউন্টের নিরাপত্তা
• পাওয়ার আপ
• ডেলিগেশন
• ওয়ালেট নিয়ন্ত্রণ
আমি সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ দিয়ে করেছি এবং গত ২৮ জুন ভাইবা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি। সেই ক্লাসটির মাধ্যমে আমি অনেক কিছু জেনেছি এবং শিখেছি। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রফেসরকে, তিনি সুন্দর এবং সাবলীল ভাবে আমাদের সবকিছু শিখিয়েছেন।
- ১.Posting key এর কাজ কি ?
এই প্লাটফর্মের রেগুলার কাজে পোস্টিং কি ব্যবহার করা হয়। যেমন: অন্যের পোষ্টে আপ ভোট দিতে, ডাউন ভোট দিতে, পোষ্ট করতে, পোস্ট রিস্টিম করতে,মন্তব্য করতে।
- ২. Active key এর কাজ কি ?
Active key এর মাধ্যমে পাওয়ার আপ করতে হয়। পাওয়ার আপের সর্বশেষ ধাপে এটি ব্যবহার করতে হয়। যেকোন ধরনের ট্রানজেকশন সম্পূর্ণ করতে এই Active key এর প্রয়োজন হয়। মূলত যেসকল কাজ এই কী দিয়ে করা হয় সেগুলো হলো:
- পাওয়ার আপ
- ট্রান্সফার কাজ
- উইটনেসে যুক্ত হওয়া ইত্যাদি
- ৩.Owner key এর কাজ কি ?
Owner key হলো মালিকানা চাবি। এর মাধ্যমে সবগুলোর key এবং পাসওয়ার্ড চেঞ্জ করা যায়।
- ৪.Memo key এর কাজ কি ?
ট্রানজেকশন এর সময় মেমো ফিল্ডে যদি কোনো এনক্রিপ্টেড মেসেজ বা হিডেন মেসেজ পাঠানো হয়, সেটিকে দেখার জন্য মেমো কি ব্যবহার করা হয়। কোন ব্যক্তির কাছে স্টিম সেন্ড করার সময় প্রাইভেট মেমো দিতে বা এসএমএস দিতে বা প্রাইভেট এসএমএস পড়তে এই key এর ব্যবহার করা হয়। এই কী এর তেমন ব্যবহার হয় না এই প্লাটফর্মে।
- ৫.Master password এর কাজ কি ?
কোন কারনে আপনার আইডিতে কোন সমস্যা হলে এই Master password আইডিটি রিকভার করার জন্য ব্যবহার করা হয়। আবার এটির মাধ্যমে প্রতিটি key চেঞ্জ করা যায় এমন কি মাস্টার পাসওয়ার্ড ও চেঞ্জ করা যায়।
- ৬.Master password নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?
আমার ব্যক্তিগত ডাইরিতে বা নোট বুকে লিখে রেখে Master password নিরাপদে সংরক্ষণ করা এবং মাস্টার পাসওয়ার্ডের একটি কপি নিজের ব্যক্তিগত প্রিন্টার থেকে প্রিন্ট করে নিজের কাছে রেখে দিব। এটা হলো অফলাইন ব্যবস্থা। আর অনলাইনে সংরক্ষণের জন্য গুগল ড্রাইভে রেখে দেওয়া ।
- ৭.পাওয়ার আপ কেন জরুরী?
পাওয়ার আপ করলে ভোটিং ভ্যালু বৃদ্ধি পায়, ডেলিগেশন করা যায়, একাউন্টের ভ্যালু বৃদ্ধি পায়। দীর্ঘ দিন স্টিমিটে থাকতে হলে এবং এখানে কাজ করতে হলে পাওয়ার আপ করা জরুরী।
- ৮.পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?
পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আমি সবকিছু জানি আমি। আমাদের ওয়ালেটে লিকুইড স্টিম থাকে এবং লিকুইড স্টিমের বাম পাশে ক্লিক করলে ৫ টা অপশন পাওয়া যায়। সেখানে একটা থাকে পাওয়ার আপ (Power up)সেটা ক্লিক করলে আপনি কতো টুকু পাওয়ার আপ করবেন সেই এমনটি দিতে বলবে তারপর active key দিয়ে প্রসেস টি শেষ করতে হবে।
- ৯.সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয় ?
সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার তিনদিন (০৩) পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয়।
- ১০.মেমো ফিল্ড এর কাজ কি?
মেমো ফিল্ড আসলে আপনি যখন কারো কাছে কোন স্টিম পাঠাবেন তখন স্টিমের এমাউন্ট লেখার নিচে একটা মেমো নামের পর খালি ঘর থাকে যেখানে আপনি কেন বা কী জন্য স্টিম পাঠিয়েছেন তা লিখতে পারেন। যেমনঃ জন্মদিনের গিফট বা বন্ধু দিবসের শুভেচ্ছা গিফট।
- ১১.ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?
ডেলিগেশন ক্যানসেল করার পাঁচ দিন (০৫) পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে
- ১২.ধরুন, আপনি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো একশত এসপি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?
আমি যদি কোন প্রজেক্টে যেমন @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করে থাকি এবং কিছুদিন পরে আরো ১০০ এসপি ডেলিগেশন বাড়াতে চাই তবে আমাকে ডেলিগেশনের পরিমাণ লিখতে হবে ৩০০ এস.পি।কেননা পূর্বে ডেলিগেশন করা থাকলেও নতুন করে ডেলিগেশন করতে হলে সর্বমোট ডেলিগেশনের পরিমাণ লিখতে প্রতিবারই।
ধন্যবাদান্তে,
@pea07