আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে চরাঞ্চলের কিছু ছবি শেয়ার করবো। চরে ঘুরতে গিয়েছিলাম। সেখানে গিয়ে সেখানকার প্রকৃতি ও পরিবেশের কিছু ছবি তুলেছিলাম। সদ্য জেগে ওঠা চরটিতে কেবল লোকজন বসতি গড়তে শুরু করেছে। ইতিমধ্যে বেশ কিছু বসতি গড়েও উঠেছে। যে চর কিছুদিন আগেও নদীর পানির নিচে থাকতো। এখন সেটা নদীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এই পোস্টে সেই চরাঞ্চলেরই কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করবো।
ছবিতে দেখতে পাচ্ছেন ধুধু বালুকাময় চর পার হয়ে চরের একজন বাসিন্দা তার গন্তব্যের দিকে যাচ্ছে। আমরা যারা সবসময় সুন্দর রাস্তা দিয়ে চলাফেরা করি তারা কখনোই এদের কষ্টটা বুঝতে পারবো না। এই প্রচন্ড গরমের ভেতরে এই তপ্ত বালির উপর দিয়ে হেঁটে চলাফেরা করা আসলেই অনেক কষ্টসাধ্য। কিন্তু এটাই তাদের প্রাত্যহিক জীবন।
ছবিটাতে আপনারা চরের পাশে কিছু নৌকা দাঁড়ানো দেখতে পাচ্ছেন। এই নৌকাগুলো চরের মানুষজনের যোগাযোগের একমাত্র বাহন। প্রতিদিন তারা চর থেকে শহরে আসা যাওয়ার জন্য এই নৌকাগুলো ব্যবহার করে থাকে। এমনি সময় তাদের তেমন কোন সমস্যা হয় না। তবে ঝড় বৃষ্টির সময় তাদের জীবনটা রীতিমতো দুর্বিসহ হয়ে ওঠে। কারণ ঝড় বৃষ্টির সময় নদীতে নৌকা চলাচল করতে চায় না। তখন চরের লোকজনকে অনেকটা বাধ্য হয়েই ঘরে বসে থাকতে হয়।
আমরা যখন শহর থেকে চরের দিকে যাচ্ছিলাম। তখন পারাপারের নৌকাতে উঠে এই ছবিটি তুলেছিলাম। ছবিটাতে দেখতে পাচ্ছি নৌকাতে একজন লোক উঠেছে মোটরসাইকেল সহ। চরের জীবনটা এমনই। সেখানে ঘোড়ার গাড়ি আর মোটরসাইকেল হচ্ছে যাতায়াতের মাধ্যম। এই দুটো জিনিসের জন্য তাদের জীবনযাত্রা অনেক সহজ হয়েছে। ঘোড়ার গাড়ি তারা ব্যবহার করে মালপত্র আনানেয়ার কাজে। আর মোটর সাইকেলে করে যাত্রী পরিবহন করে।
এই ছবিটাতে দেখতে পাচ্ছেন নৌকা চরে পৌঁছানোর পরে লোকজন নৌকা থেকে নেমে যাচ্ছে। ওপারে পৌঁছানোর পরে আমাদেরকে বেশ খানিকটা উপরে উঠতে হয়েছিল চরের রাস্তায় ওঠার জন্য। তারপর সেখান থেকে অনেকটা দূর হেটে চরের পরিবেশ দেখেছিলাম। অবশ্য সেখানে যাতায়াতের জন্য মোটরসাইকেল ও ছিলো। মোটরসাইকেল এর মাধ্যমে যাত্রী পরিবহন করাটাও তাদের জীবিকার একটা মাধ্যম।
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | HONOR 90
---|---
স্থান | ফরিদপুর
The sand on the beach looks like a nice place to take a walk
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে পদ্মা নদী আমাদের দেশের সবচেয়ে বড় একটা সৌন্দর্যতম স্থান। যা ভারত থেকে আমাদের দেশে এসে বঙ্গবন্ধুসাগরের দিকে মিশে গেছে। আর দেশের বিভিন্ন স্থানে তার সৌন্দর্য বিভিন্ন রকম। বিশেষ করে এই নদীর পাড় গুলো এবং চর খুবই ভালো লাগে। পাশাপাশি এই নদীকে কেন্দ্র করে অনেক জায়গায় অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট গড়ে উঠেছে আমাদের দেশে গড়ে উঠেছে অসাধারণ সব পার্ক। যাইহোক আপনার পোস্ট করার মধ্য দিয়ে কিন্তু আমারও বেশ পদ্মা পাড়ের স্মৃতি মনের মধ্যে ভেসে উঠলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি পদ্মা নদী ফেরি দিয়ে পার হলাম। অনেক ডেঞ্জারেস অভিজ্ঞতার সম্মুখীন হলাম। আপনি পদ্মার চরের যে প্রাকৃতিক দৃশ্য গুলো তুলে ধরেছেন তা সত্যিই প্রশংসনীয়। আপনার প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit