"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
---|
![]() |
---|
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে জেনারেল রাইটিং আমি আমার বাংলা ব্লগে সব সময় চেষ্টা করে যাই নতুন কিছু শেয়ার করার। তো প্রতি দিনের মত ঠিক আজকেও এশার নামাজ আদায় করে আপনাদের মাঝে উপস্থিত হলাম। তবে এখন যেহেতু রমজান মাস শেষ তাই আগের মত টাইম মত কাজ হচ্ছে না।এখন কেন জানি খালি কেমন কেমন লাগতেছে। আসলে রমজান মাস টা থাকাতে খুবই ভালো লাগছিল। যাইহোক দেরি না করে শুরু করা যাক।
![]() |
---|
তো প্রথমেই আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানায় ঈদ মোবারক দেখতে দেখতে প্রায় আমাদের ৩০ টি রোজা সফল হলো।আর প্রতি টা মুসলিম একটি দিনের আশায় থাকে যেটা হচ্ছে আমাদের ঈদের দিন। আসলে যখন ৩০ টি রোজা হয়ে যায় তখন ঈদের দিনটা সবার কাছে স্পেশাল হয়ে যায়। আর রোজা রাখতে রাখতে আমরা সবাই চিন্তা করি যে কবে ঈদের দিন টা আসবে।তো আল্লাহর রহমতে আমরা সবাই ঈদের দিন সুন্দর ভাবে উপভোগ করছি।আজ থেকে প্রায় ২-৩ বছর আগে করোনার জন্য বাইরে ঈদগাহে নামাজ আদায় করা হয়নি। এক থেকে ডেড় বছর ধরে আমরা সবাই এখন ঈদগাহে নামাজ আদায় করি।
![]() |
---|
যাইহোক ঈদের দিন কম বেশি সবাই অনেক আনন্দে থাকে।আর সেই আনন্দে আমরা অনেকে ব্যস্ত থাকি।এই আনন্দ দিন গুলোতে কাজ করা কেমন যেনো লাগে। যাইহোক ঈদের দিন ঠিক ৪:৩০ মিনেটে উঠে ফজরের নামাজের দিকে রওনা দিলাম। নামাজ শেষ করে আমরা সবাই কবর জিয়ারতে গেলাম। তার পর বাসায় এসে একটু হালকা নাস্তা করে ও গোসল করে নামাজের দিকে রওনা দিলাম। আমাদের নামাজ আদায় করার কথা ছিল ঠিক ৯ টায়,আর নামাজ শুরু হলো ৯:২০ মিনিটে। আসলে এইরকম প্রতি বারেই টাইম শেষ হয়ে নামাজ পড়তে হয়। যাইহোক এইরকম মনে হয় সব জায়গা গুলোতেই হয়ে থাকে।ঈদের নামাজের সময় আমরা কয়েকজন বন্ধু মিলে সেলফি তুললাম। গত ঈদে যেহেতু বাবা ছিল বাবার সাথে নামাজ পড়তে যেতাম। আমি ছোট বেলা থেকে মাকে না পেয়ে বাবাকেই সব কিছু মনে করতাম।প্রতি বছরেই বাবার সাথে নামাজ পড়তে যেতাম। যেহেতু এই বছর বাবা নেই তাই বন্ধু বান্ধবকে নিয়ে ঈদের নামাজ আদায় করছি।
![]() |
---|
তবে এগুলো বন্ধু আমার সব সময় কাছে থাকে,আমরা যে যেখানে যাই সবাই এক সঙ্গে যাই।যাইহোক তার পরেও খুশির একটি দিন খুশি না থেকে কি আর থাকতে পারি।মনে মনে বাবাকে অনেক মিস করতেছি তার পরেও বন্ধুদের সাথে হাসি খুশি থাকতেছি।প্রতি টা বাবাকে দেখলে আমার সেই দিন গুলোর কথা মনে পড়ে যায়। ঈদের দিন যখন সবাইকে দেখলাম সবাই সবার বাবার সাথে নামাজ আদায় করতেছে এটা দেখে খুবই খারাপ লাগলো। আজ যদি আমার পাশে বাবা থাকতো তাহলে আমিও কতই না আনন্দে থাকতাম। যাদের বাবা বাচিয়ে আছে আপনারা সবাই বাবা মাকে খেয়াল করে রাখবেন।কারণ আজ যদি বাবা মাকে কষ্ট দেন ঠিক তার প্রয়োজন টা সময় মত বুঝতে পারবেন।
আমার পক্ষ থেকে সকল বাবাকে জানায় ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। বাবা তো বাবায় হোকনা সে অন্য কারো বাবা। সকল বাবারাই আমাদের বাবা।তো আপনারা সবাই অনেক সুন্দর ভাবে ঈদ উদযাপন করছেন এটা আশা করি।তো বন্ধুরা আজকের মত এখানেই বিদায় নিলাম। আর আমার লেখায় কোন ভুল হয়ে থাকলে সবাই ক্ষমার নজরে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ডিভাইস | Redmi 9A |
---|---|
ফটোগ্রাফার | @polash123 |
লোকেশন | দিনাজপুর |
![]() |
---|
You can also vote for @bangla.witness witnesses
![]() |
---|
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
https://twitter.com/Polashislam681/status/1778802630187430242?t=CvZBV4Yo8oFCNi_Iu9q1ew&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কখন কার জীবন কিভাবে চলে যায় তার নেই ঠিক। হয়তো গতবছর বাবার সাথে আনন্দে ঈদ কাটিয়েছেন। কিন্তু সারা জীবনের জন্য সে বাবাকে হারানোর বেদনা যে কত বড় একমাত্র সেই জানে যার প্রিয়জন নেই। তবুও ধৈর্য ধারণ করতে হবে ছোট ভাই। আল্লাহ আপনার পরিবার-পরিজনদের যেন ভাল রাখে সেই দোয়া রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দোয়া করবেন ভাই, ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে জীবনটা মানুষের এমন। এর আগে ঈদের দিন আপনারা আব্বু ছিল। আজ নেই। তবে মনে কষ্ট নেয়ার কিছু নেই ভাইয়া এটা দুনিয়ার নিয়ম। আপনজনদের সাথে সুন্দর ভাবে ঈদ উদযাপন করুন এবং ধৈর্য ধরুন। আপনার প্রত্যেকটা দিনের পথচলা যেন সুন্দর হয় সেই দোয়া রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দোয়া করবেন আপু,ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যার মা বাবা বেঁচে নেই, একমাত্র সে ই বুঝে সেই কষ্টটা কেমন। যাইহোক ঈদ মোবারক ভাই। ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়তে ভীষণ ভালো লাগে। যদিও আমাদের মসজিদের ঈদগাহ নেই, তাই এবার অনেক দূরে গিয়ে ঈদের নামাজ আদায় করেছি। যাইহোক বন্ধুদের সাথে ঈদের নামাজ আদায় করেছেন,এটা দেখে খুব ভালো লাগলো। আশা করি ঈদের দিনটাও খুব ভালো কাটিয়েছেন। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit