||ব্যস্ততম দিন সোমবার||

in hive-129948 •  last year  (edited)
আসসালামু আলাইকুম:-আদাব
ব্যস্ততম আজকের দিনটি।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
20231016_173904_0000.png

"ক্যানভা দিয়ে তৈরি"

আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে আরেকটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকের বিষয় হচ্ছে ব্যস্ততম একটি দিন আমি সব সময় চেষ্টা করি নতুন কিছু আপনাদের মাঝে শেয়ার করার। আসলে নিজের অনুভূতি শেয়ার করতে পারলে খুবই ভালো লাগে। তো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক। আপনারা হয়তো সবাই জানেন। যে আমার মডেল টেস্ট পরিক্ষা চলতেছে। তবে কালকে পরিক্ষা দিলে আমার টেস্ট পরিক্ষা শেষ। আজকে সকাল ৭ টার দিকে উঠেছি।সকালে ব্রাশ করে নাস্তা করলাম। তার পর একটু বই নিয়ে পড়তে বসলাম। পরিক্ষা দেওয়ার সময় যখন হয়ে গেলো। আমি বাসা থেকে রওনা দিলাম। আমাদের পরিক্ষা ৩ ঘন্টার। পরিক্ষা দিতে দিতে প্রায় ১ টা থেকে দেড়টা বেজে যায়।

IMG20231016165426.jpg

পরিক্ষা শেষ করে যখন বাসায় আসি সাথে সাথে আমার দোকান থেকে ফোন আসে।ফোন দিয়ে বলতেছে পার্বতীপুর নাকি যেতে হবে।তবে মানুষের আন্ডারে কাজ করলে ওর কথা মতো চলতে হয়।যারা মানুষের আন্ডারে চাকরি করে তারা এই ব্যপার টা বুঝতে পারবে।আমি কম বেশি সব সময় তার আন্ডারে চলি।এমনো দিন গেছে রাতে বাসায় শুয়ে ছিলাম সেই সময় ফোন আসে। আর সঙ্গে সঙ্গে বাসা থেকে বের হতে হয়।তো ওই দিকে আর না যায়। ওর ফোন আসার সঙ্গে সঙ্গে বললাম যে বের হচ্ছি।আমি তাড়াতাড়ি গোসল শেষ করে রেডি হলাম। আমি যখন গোসল করি সেই সময় ৩ বার ফোন দিছে।পরে আমি ফোন টা ব্যাক করলাম। বলেতেছে একটু পর যেতে হবে।তখন আমি সময় পেয়ে যহরের নামাজ আদায় করে নিলাম। নামাজ পরে এসে দেখি আমার এক ভাতেজি প্রচুর জ্বরে আক্রান্ত।

পরে দেখা গেলো তার চোখ মুখ থীর হয়ে গেলো। এবং মুখ দিয়ে পানি বের হচ্ছিল। সঙ্গে সঙ্গে সবাই গেলাম। তার পর মাথায় পানি ঢেলে দিলাম।এইদিকে দোকান থেকে ফোন আসতেছে।আমি বেশি দেরি না করে দোকানে রওনা দিলাম। দোকান থেকে পার্বতীপুর গেলাম। কি আর বলবো যেতে না যেতেই রাস্তার মধ্যে জ্যাম লেগে গেছে।আসলে জ্যাম লাগার কথা ছিল না।রাস্তা ঠিক করতেছে তাই আরকি জ্যাম টা লেগে গেছে। সেখান থেকে প্রায় ১৫ মিনিট লাগছে বের হতে।বের হয়ে আমি আমার কাজে গেলাম। কাজ শেষ হতে প্রায় ১-২ ঘন্টা লেগে গেছে।

IMG20231016190918.jpg

কাজ শেষ করে একটা ওষুধ নিতে হবে সেটা ফোন দিয়ে বললো।ওষুধ টা কোন ফার্মেসীতেই পাচ্ছি না।অনেক খুঁজা খুঁজি করার পর পেয়েছি।ওষুধ নিয়ে সাথে সাথে রওনা দিলাম। ৩০ মিনিটের মধ্যে দোকানে চলে আসলাম।দোকান আসতে আসতে দেখি মাগরিবের আজান দিয়ে দিলো।তার পর একটু ফ্রি হলাম। আসলে আজকের মতো এতো ব্যস্ত ছিলাম না।সারাদিন ব্যস্ততার মধ্যে কাটিয়েছি।ওই দিকে আমার ভাতেজি অসুস্থ। কিছুই ভালো লাগতেছিল না। শরীর টাও অনেক ক্লান্তি। আমার বাংলা ব্লগে আমরা সবাই নিজের অনুভূতি শেয়ার করতে পারি।তাই ভাবলাম আজকে আমার ব্যস্ততম দিনটি আপনাদের মাঝে শেয়ার করি।আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।



1.png


ছবি সংক্রান্ত তথ্যাবলিঃ
ডিভাইসAppo A57
ফটোগ্রাফার@polash123
লোকেশনদিনাজপুর

1000001273.gif

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

🌸আমার পরিচয়🌸
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

জি ভাইয়া পরীক্ষার আগে একটু সকাল সকাল উঠতে হয়। আপনি পরীক্ষা দিচ্ছেন বেশ ভালো কথা। আমার স্ত্রীও পরীক্ষা দিচ্ছে। টেস্ট পরীক্ষা আপনার সাথেই পড়ে। আপনারাও দৈনন্দিন জীবনের মুহূর্তগুলো পড়ে ভালো লাগলো ভাইয়া।জ্বী ভাইয়া মানুষের আন্ডারে কাজ করলে তার মতোই চলতে হয়। চাকরি জীবনটা এমনই । জ্যাম খুব একটা সমস্যা করে।বিপদের সময় জ্যাম হলে মাথায় কাজ করে না। আপনার দৈনন্দিন জীবনের মুহূর্তটি পড়ে খুব ভালো লাগলো

  ·  last year (edited)

আপনার স্ত্রী আমার সাথে পরিক্ষা দিচ্ছে শুনে খুবই ভালো লাগলো। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।