টিভি আবিস্কারের রহস্য!

in hive-129948 •  3 years ago 

টিভি আবিস্কারের চমকপ্রদ ঘটনা।

tv3.jpg
Source

১৯৯৬ সলে রেডিও আবিষ্কার হয়ে গেছিলো মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় বিভিন্ন বার্তা আদান-প্রদান করতে পারতো। তবে সবই বা ভিডিও সিঙ্গাল পাঠানোর কোনো যত্র আবিষ্কার হয়নি। কিন্তু এর ঠিক ১০০ বছর এর মধ্যে টেকনোলজি এত উন্নত হয়েছে যে ক্রিকেট, নাটক/সিনেমা বিভিন্ন মনোরঞ্জনের একটা জায়গা আমাদের টেলিভশন। যার সাহায্যে আমরা পৃথিবীর যেকোন জায়গার খবর সাথে সহযেই পেয়ে যাই। কিন্তু একটু ভেবে দেখা আজ থেকে টো০ বছর পূর্বে কেউ ভাবতেও পারেনি যে একটি যন্ত্রের মাধ্যমে হাজার হাজার কিলোমিটার দূর থেকে ছবি বা ভিডিও প্রেরণ করা যাবে তাও আবার কোনো ক্যাবল ছাড়া তাই টিভি আবিস্কারের ইতিহাসটাও বেশ ইন্টারেস্টিং।

John-Logie-Baird-Stookie-Bill-television-transmitter.jpg
Source

১৯০০ শতকের শুরু থেকেই কিছু আবিস্কারক এমন একটি যন্ত্র আবিষ্কার করতে চেয়েছিলেন যে অডিও এর পাশাপাশি ভিডিও সিগন্যাল রিসিভ করা যায়। বলা হয় এই আবিষ্কারকদের মধ্যে প্রথম সফল টেলিভিশন বানিয়েছিলেন ঝন লাগি নামক এক বিজ্ঞানী। যিনি ১৯২৪ পৃথিবীর প্রথম টেলিভশন আবিষ্কার করে ইটিসহ যে জায়গা করে নিয়েছেন। এই টেলিভশন এর অর্থ হলো দূরদর্শন মানে দূরের জিনিস দেখার যন্ত্র। তবে আপনাদের কে জানিয়ে রাখি টেলিভিশন এর মাধ্যমে আমরা যে ভিডিও দেখি সেটা আসলে অনেকগুলো ছবির মিশ্রণ। আসলে অনেকগুলো ছবিকে পর পর দ্রুত গতিতে কালে সেটা আমাদের ব্রেন ধরতে পারে না। তখন আমাদের ব্রেন মনে করে যে সেটি কোনো ছবি না সেটি একটি ভিডিও। ঝন লাগি ১৯২৪ সলে টেলিভশন আবিষ্কার করার পরেও তখন অনেক বিজ্ঞানী এই টেলিভশন আবিষ্কারের চেষ্টা চালিয়ে যান কাৰণ তারা মনে করেন ঝন লাগি এর টেলিভশন এ কিছু কমতি আছে। তখন ঝন লাগি বিরুক্ত ও তার আবিষ্কার কে আরো উন্নত করার চেষ্টা করে। তখন ঝন লাগি ও তার আবিষ্কার কে আরো উন্নত করার চেষ্টা করে। ওই সমস্ত বিজ্ঞানীদের মাঝে একজন ফিল ফ্ৰান্সৰত সফল টেলিভশন এর আবিষ্কার ঝন লাগি করলেও এই টেলিভশন এর আবিষ্কার তার অনেক আগে থেকেই শুরু হয়ে গেছিলো। ক্যামেরা আবিষ্কারের পর ফ্যাক্স এর মাধ্যমে ছবি পাঠানো শুরু হয়ে গেছিলো। এরপর ১৮৯৭ সালের কোনো তার ছাড়া সিগন্যাল পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছিলো।

images.jpg
Source

ঝন লাগি বিরুক্ত একটি স্কুল এ পড়ানোর সময় একটি টেলিভশন আবিষ্কারের কথা ভাবেন। ১৮৯৭ সলে স্যার উইলিয়াম সিরু একটি ক্যাথোড টিউব আবিস্কার করেন আর এই কাঠদরে টিউব থেকে ঝন লাগি টেলিভশন আবিস্কারের প্রেরণা পান। এই ক্যাথোড টিউব এ অনেকগুলো ইলেকট্রিক গান লাগানো থাকতো যা থেকে ইলেক্ট্রন গুলি টিভি এর স্ক্রিন এ যেয়ে পরতো আর তাতে ছবির সৃষ্টি হতো তখন এই টিভি কে মেকানিক্যাল টেলিভশন বলা হতো।
কিন্তু ঝন লাগি এই টিভি তে একটি সমস্যা ছিল কারণ এখানে ছবির লাইনগুলো খুব কম ছিলো এমনকি ছবি খুব অস্পষ্ট হত। তখন ফিল ফ্রানসিরোথ একটি নতুন ভাবনার টেলিভশন আবিষ্কার করে যার সাহায্যে ভিডিওই আরো ভালো দেখা যেত। আর এটাযে বলা হয় ইলেকট্রনিক টিভি।

800px-RCA_630-TS_Television.jpg
Source

চলুন এবার টেলিভশন এর কিছু অস্কর্য তত্থ জানায়.
টেলিভশন এই শব্দটি ১৯০০ সলে ব্যবহার করেন একজন রাশিয়ান বিজ্ঞানী যার নাম ছিল কনস্টাটিন পারাস্কি। ১৯২৮ আমেরিকায় পৃথিবীর প্রথম টেলিভশন স্টিশন স্থাপন করা হয় আর ১৯৩০ সলে বি. বি. সি. প্রথম টিভি প্রোগ্রাম শুরু করে।

images1.jpg
Source

বর্তমানে আমরা অনেক বড় বড় স্ক্রিনের টিভি আমরা দেখতে পাই কিন্তু ১৯৩৬ সাল পর্যন্ত একটি টিভি তে ১২ইঞ্চি এর ডিসপ্লে ব্যবহার করা হতো। এমনকি টিভি এর সাহতে অনেক বড়ো বড়ো উপকরণ ও ব্যবহার করা হতো। ইন্ডিয়াতে সর্বপ্রথম টেলিভশন এর ব্রডকাস্ট হয়েছিল ১৯৫৯ সলে ১৫ সেপ্টেম্বর এবং কলকাতার এক ধনী ব্যবসায়ী ভারতবর্ষের মধ্যে প্রথম টেলিভশন কিনেছিলেন। আমেরিকায় ১৯৫৩ সলে কালার টিভি এর প্রকলন শুরু হয়, সেখানে ভারতে শুরু হয় ১৯৮২ সালে। ১৯৭০ সাল পর্যন্ত আধুনিক দেশগুলোতে ব্ল্যাক-ওহীতে টিভি এর প্রকলন ছিল। কিন্তু ১৯৭২ সালের দিকে কালার টিভি এর প্রকলন অনেক বেড়ে যায়।

images5.jpg
Source

সর্বপ্রথম ১৯৫০সালে জেনিথ কোম্পানি টিভি এর রিমোট আবিস্কার করেছিল। যা সে সময় টিভি এর সাথে একটু তার দিয়ে কানেক্ট করা ছিলো।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কপিরাইট আইন লংঘন করা + রি রাইট আর্টিকেল লেখার সঠিক নিয়ম অনুসরণ না করার জন্য আপনার এই পোস্ট Mute করা হচ্ছে । আপনি নিজের ফটো অথবা কঁপিরাইট ফ্রী ফটো ছাড়া আপনার পোষ্টের মধ্যে ব্যবহার করতে পারবেন না।

কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন:
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

Source:

https://www.alamy.com/stock-photo/john-logie-baird.html

ekta youtube video dekhe seta sune sune hate likhechi r picture er credit to diyechi tahole copyright holo kivabe?

ক্রেডিট দিলেই কপিরাইট মুক্ত হইয়া যায় , এইটা কে বলছে আপনাকে ? আর আপনি YouTube থেকে শুনে কেন পোস্ট লিখবেন ? এটার রাইটস আপনাকে কে দিলো ?